বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2021: ধোনি ম্যাজিক ফিকে, দাপুটে জয় ঋষভ পন্তের দিল্লি ক্যাপিটালসের
আগ্রাসী পৃথ্বী। ছবি- আইপিএল।

IPL 2021: ধোনি ম্যাজিক ফিকে, দাপুটে জয় ঋষভ পন্তের দিল্লি ক্যাপিটালসের

চেন্নাইয়ের হয়ে হাফ-সেঞ্চুরি করেন সুরেশ রায়না। দিল্লির হয়ে জোড়া অর্ধশতরান পৃথ্বী ও ধাওয়ানের।

আইপিএল ২০২১-এর দ্বিতীয় ম্যাচে ভারতের দুই প্রজন্মের দুই উইকেটকিপার-ব্যাটসম্যান ধোনি ও পন্তের ক্রিকেট মস্তিষ্কের লড়াই।

10 Apr 2021, 11:45:48 PM IST

ম্যাচের সেরা ধাওয়ান

৮৫ রানের দুরন্ত ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন শিখর ধাওয়ান।

10 Apr 2021, 11:30:46 PM IST

চেন্নাইয়ের বোলিং পারফর্ম্যান্স

শার্দুল ঠাকুর ৩.৪ ওভারে ৫৩ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন ব্র্যাভো।

10 Apr 2021, 11:29:13 PM IST

দিল্লির ব্যাটিং পারফর্ম্যান্স

পৃথ্বী শ ৩৮ বলে ৭২, শিখর ধাওয়ান ৫৪ বলে ৮৫, ঋষভ পন্ত ১২ বলে অপরাজিত ১৫ ও মার্কাস স্টইনিস ৯ বলে ১৪ রান করেন।

10 Apr 2021, 11:16:16 PM IST

৭ উইকেটে জয় দিল্লি ক্যাপিটালসের

চেন্নাইয়ের ৭ উইকেটে ১৮৮ রানের জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস ১৮.৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৯০ রান তুলে ম্যাচ জিতে যায়।

10 Apr 2021, 11:12:21 PM IST

দিল্লির জয় নিশ্চিত করলেন পন্ত

১৯তম ওভারের চতুর্থ বলে বাউন্ডারি মেরে দিল্লির জয় নিশ্চিত করেন ঋষভ পন্ত। তিনি ২টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন।

10 Apr 2021, 11:10:42 PM IST

স্টইনিস আউট

১৯তম ওভারের তৃতীয় বলে স্টইনিসকে আউট করেন শার্দুল। ৩টি চারের সাহায্যে ৯ বলে ১৪ রান করে স্যাম কারানের হাতে ধরা পড়েন তিনি। দিল্লি ১৮৬ রানে ৩ উইকেট হারায়। 

10 Apr 2021, 11:06:00 PM IST

১৮ ওভারে ক্যাপিটালস ১৮২/২

১৮ ওভারে দিল্লি ক্যাপিটালস ১৮২/২। ১২ বলে ৭ রান দরকার ঋষভদের। স্টইনিস ১০ ও পন্ত ১১ রানে ব্যাট করছেন।

10 Apr 2021, 11:04:14 PM IST

১৭ ওভারে দিল্লি ১৭২/২

১৭ ওভার শেষে দিল্লি ক্যাপিটালস ২ উইকেটের বিনিময়ে ১৭২ রান তুলেছে।

10 Apr 2021, 11:00:48 PM IST

ধাওয়ান আউট

১৭তম ওভারের তৃতীয় বলে ধাওয়ানকে এলবিডব্লিউর ফাঁদে জড়ান শার্দুল। ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫৪ বলে ৮৫ রান করে সাজঘরে ফেরেন গব্বর। ১৬৭ রানে ২ উইকেট হারায় দিল্লি। নতুন ব্যাটসম্যান স্টইনিস।

10 Apr 2021, 10:52:09 PM IST

৪ ওভারে দরকার ৩১

১৬ ওভার শেষে দিল্লি ১ উইকেটে ১৫৮ রান তুলেছে। জয়ের জন্য ৪ ওভারে ৩১ রান দরকার তাদের। শিখর ধাওয়ান ৭৭ ঋষভ

10 Apr 2021, 10:47:31 PM IST

১৫ ওভারে ক্যাপিটালস ১৫১/১

১৫ ওভার শেষে দিল্লি ১ উইকেটে ১৫১ রান তুলেছে। জয়ের জন্য ৫ ওভারে দরকার ৩৮ রান। ধাওয়ান ৭২ রানে ব্যাট করছেন।

10 Apr 2021, 10:40:06 PM IST

পৃথ্বী আউট

চেন্নাইকে প্রথম ব্রেক-থ্রু এনে দিলেন ব্র্যাভো। ১৪তম ওভারের তৃতীয় বলে পৃথ্বী শ'র উইকেট তুলে নেন তিনি। ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৭২ রান করে ক্রিজ ছাড়েন পৃথ্বী। মঈন আলি ক্যাচ ধরেন তাঁর। দিল্লি ১৩৮ রানে ১ উইকেট হারায়। ১৪ ওভারে দিল্লি ১৩৯/১। ক্রিজে নতুন ব্যাটসম্য

10 Apr 2021, 10:37:34 PM IST

১৩ ওভারে ১৩৬/০

১৩ ওভার শেষে দিল্লি বিনা উইকেটে ১৩৬ রান তুলেছে।

10 Apr 2021, 10:31:10 PM IST

১২ ওভারে দিল্লি ১২১/০

১২ ওভার শেষে দিল্লি বিনা উইকেটে ১২১ রান তুলেছে।

10 Apr 2021, 10:22:53 PM IST

শিখর ধাওয়ানের হাফ-সেঞ্চুরি

৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ধাওয়ান। ১১ ওভার শেষে দিল্লি কোনও উইকেট না হারিয়ে ১১৩ রান তুলেছে। ধাওয়ান ৫৬ ও পৃথ্বী ৫

10 Apr 2021, 10:19:46 PM IST

দিল্লি ১০০

১১তম ওভারে দলগত ১০০ রান পূর্ণ করে দিল্লি ক্যাপিটালস।

10 Apr 2021, 10:18:36 PM IST

পৃথ্বীর হাফ-সেঞ্চুরি

৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন পৃথ্বী শ। ১০ ওভারে দিল্লি তুলেছে বিনা উইকেটে ৯৯ রান। পৃথ্বী ৫২ ও ধাওান ৪৭ রানে ব্যাট করছেন।

10 Apr 2021, 10:14:17 PM IST

৯ ওভারে দিল্লি ক্যাপিটালস ৮৬/০

৯ ওভার শেষে দিল্লি ক্যাপিটালস বিনা উইকেটে ৮৬ রান তুলেছে। পৃথ্বী ৪৭ ও ধাওয়ান ৩৮ রানে ব্যাট করছেন।

10 Apr 2021, 10:11:03 PM IST

৮ ওভারে দিল্লি ক্যাপিটালস ৭৫/০

৮ ওভার শেষে দিল্লি ক্যাপিটালস বিনা উইকেটে ৭৫ রান তুলেছে। পৃথ্বী ৪০ ও ধাওয়ান ৩৪ রানে ব্যাট করছেন।

10 Apr 2021, 10:05:40 PM IST

৭ ওভারে দিল্লি ৭০/০

দিল্লি ক্যাপিটালস ৭ ওভার শেষে বিনা উইকেটে ৭০ রান তুলেছে।

10 Apr 2021, 10:00:33 PM IST

৬ ওভারে ক্যাপিটালস ৬৫/০

পাওয়ার প্লে'র ৬ ওভারে দিল্লি কোনও উইকেট না হারিয়ে ৬৫ রান তুলেছে। পৃথ্বী ৩৬ ও ধাওয়ান ২৯ রানে ব্যাট করছেন।

10 Apr 2021, 09:57:14 PM IST

৫ ওভারে দিল্লি ৫৮/০

৫ ওভার শেষে দিল্লি বিনা উইকেটে ৫৮ রান তুলেছে। শার্দুলকে পৃথ্বী পরপর ৩টি চার মারেন। ১টি বাউন্ডারি মারেন ধাওয়ান। ওভারে ১৭ রান ওঠে। পৃথ্বী ১৫ বলে ৩১ ও ধাওয়ান ১৫ বলে ২৭ রান করেছেন।

10 Apr 2021, 09:56:48 PM IST

দিল্লি ৫০

ইনিংসের পঞ্চম ওভারে দলগত ৫০ রান পূর্ণ করে দিল্লি।

10 Apr 2021, 09:55:30 PM IST

৪ ওভারে দিল্লি ৪১/০

৪ ওভার শেষে দিল্লি ক্যাপিটালস বিনা উইকেটে ৪১ রান তুলেছে। ১৭ রান ওঠে ওভারে। দাওয়ান ১টি চার ও ১টি ছক্কা মারেন। পৃথ্বী মারেন ১টি চার।

10 Apr 2021, 09:45:36 PM IST

৩ ওভারে দিল্লি ২৪/০

৩ ওভার শেষে দিল্লি ক্যাপিটালস কোনও উইকেট না হারিয়ে ২৪ রান তুলেছে। চাহারকে দ্বিতীয় বলে ছক্কা হাঁকান পৃথ্বী।

10 Apr 2021, 09:40:58 PM IST

২ ওভারে দিল্লি ১৬/০

২ ওভার শেষে দিল্লি ক্যাপিটালস বিনা উইকেটে ১৬ রান তুলেছে। পৃথ্বী ৭ ও ধাওয়ান ৯ রানে ব্যাট করছেন।

10 Apr 2021, 09:33:17 PM IST

১ ওভার শেষে দিল্লি ৯/০

প্রথম ওভারে দিল্লি ক্যাপিটালস কোনও উইকেট না হারিয়ে ৯ রান তুলেছে।

10 Apr 2021, 09:32:26 PM IST

দিল্লির ব্যাটিং শুরু

দিল্লির হয়ে ওপেন করতে নামেন ধাওয়ান ও পৃথ্বী শ। বোলিং শুরু করেন দীপক চাহার।

10 Apr 2021, 09:31:44 PM IST

দিল্লির বোলিং পারফর্ম্যান্স

ক্রিস ওকস ১৮ রানে ২টি, আবেশ খান ২৩ রানে ২টি, অশ্বিন ৪৭ রানে ১টি ও টম কারান ৪০ রানে ১টি উইকেট নেন।

10 Apr 2021, 09:30:40 PM IST

চেন্নাইয়ের ব্যাটিং পারফর্ম্যান্স

রুতুরাজ ৪, ডু'প্লেসি ০, মঈন আলি ৩৬, রায়না ৫৪, আম্বাতি ২৩, জাদেজা অপরাজিত ২৬, ধোনি ০ ও স্যাম কারান ৩৪ রান করেন।

10 Apr 2021, 09:16:29 PM IST

২০ ওভারে চেন্নাই ১৮৮/৭

শেষ ওভারে ওঠে ১০ রান। চেন্নাই নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৮ রান তোলে। জাদেজা ১৭ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। তিনি ৩টি চার মারেন। জয়ের জন্য দিল্লির দরকার ১৮৯ রান।

10 Apr 2021, 09:15:02 PM IST

স্যাম কারান আউট

ইনিংসের শেষ বলে ওকস ফিরিয়ে দেন স্যাম কারানকে। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৫ বলে ৩৪ রান করে বোল্ড হন তিনি।

10 Apr 2021, 09:13:51 PM IST

৫০ রানের পার্টনারশিপ

জাদেজা ও স্যাম কারান ২৬ বলে ৫০ রানের পার্টনারশিপ গড়েন।

10 Apr 2021, 09:08:58 PM IST

১৯তম ওভারে ২৩ রান তোলে চেন্নাই

দাদা টম কারানকে ইনিংসের ১৯তম ওভারে ২টি ছক্কা ও ১টি চার মারেন স্যাম কারান। জাদেজা মারেন ১টি চার। ওবারে মোট ২৩ রান ওঠে। ১৯ ওভার শেষে চেন্নাই ১৭৮/৬। কারান ১২ বলে ২৯ ও জাদেজা ১৪ বলে ২১ রান তুলেছে।

10 Apr 2021, 09:04:40 PM IST

১৮ ওভারে চেন্নাই ১৫৫/৬

১৮ ওভার শেষে চেন্নাই সুপার কিংস ৬ উইকেটে ১৫৫ রান তুলেছে। জাদেজা ১৬ ও কারান ১২ রানে ব্যাট করছেন।

10 Apr 2021, 08:59:44 PM IST

চেন্নাই ১৫০

১৭ ওভারে দলগত ১৫০ রান পূর্ণ করে চেন্নাই সুপার কিংস। সিএসকের স্কোর ১৫০/৬।

10 Apr 2021, 08:50:04 PM IST

ধোনি আউট

ক্রিজে এসে মাত্র ২ বল খেলেই আউট হলেন ধোনি। ১৬তম ওভারের তৃতীয় বলে ধোনিকে বোল্ড করেন আবেশ খান। খাতা খুলতে পারলেন না মাহি। চেন্নাই ১৩৭ রানে ৬ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান স্যাম কারান। ১৬ ওভারে চেন্নাই ১৪৩/৬।

10 Apr 2021, 08:45:27 PM IST

রান-আউট রায়না

১৬তম ওভারের প্রথম বলে দুর্ভাগ্যজনক রান-আউট হলেন রায়না। ক্রিজ ছাড়ার আগে ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৫৪ রান করেন তিনি। চেন্নাই ১৩৭ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ধোনি।

10 Apr 2021, 08:44:59 PM IST

১৫ ওভারে চেন্নাই ১৩৬/৪

১৫ ওভার শেষে সিএসকে ৪ উইকেট হারিযে ১৩৬ রান তুলেছে।

10 Apr 2021, 08:37:09 PM IST

রায়াড়ু আউট

১৪তম ওভারে টম কারানের পঞ্চম বলে শিখর ধাওয়ানের হাতে ধরা পড়েন আম্বাতি রায়াড়ু। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২৩ রান করে ক্রিজ ছাড়েন তিনি। চেন্নাই ১২৩ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জাদেজা। ১৪ ওভারে চেন্নাই ১২৪/৪।

10 Apr 2021, 08:34:17 PM IST

রায়নার হাফ-সেঞ্চুরি

দীর্ঘদিন পরে মাঠে ফিরেই হাফ-সেঞ্চুরি করলেন রাসনা। ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩২ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন সুরেশ। চেন্নাই ১৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১১৭ রান তুলেছে।

10 Apr 2021, 08:30:00 PM IST

চেন্নাই ১০০

১৩তম ওভারে স্টইনিসের নো বলে ছক্কা হাঁকিয়ে চেন্নাইকে দলগত ১০০ রানে পৌঁছে দেন আম্বাতি।

10 Apr 2021, 08:30:00 PM IST

১২ ওভারে চেন্নাই ৯৮/৩

অমিত মিশ্রকে জোড়া ছক্কা হাঁকালেন রায়না। ১২ ওভারে চেন্নাই ৩ উইকেটে ৯৮ রান তুলেছে। রায়না ৪৩ রানে ব্যাট করছেন।

10 Apr 2021, 08:23:54 PM IST

১১ ওভারে ৮১/৩

১১ ওভার শেষে চেন্নাই ৩ উইকেটে ৮১ রান তুলেছে।

10 Apr 2021, 08:19:50 PM IST

১০ ওভারে চেন্নাই ৭১/৩

অর্ধেক ইনিংস শেষ। ১০ ওভারে চেন্নাই ৩ উইকেটে ৭১ রান তুলেছে। রায়না ২৫

10 Apr 2021, 08:11:00 PM IST

মঈন আলি আউট

নবম ওভারে অশ্বিনের প্রথম ২টি বলে ছক্কা হাঁকান মঈন আলি। তৃতীয় বলে শিখর দাওয়ানের হাতে ধরা পড়েন তিনি। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৪ বলে ৩৬ রান করে ক্রিজ ছাড়েন ব্রিটিশ অল-রাউন্ডার। চেন্নাই ৬০ রানে ৩ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান আম্বাতি। ওভারের শেষ বলে ছক্কা হাঁকান রায়না। চেন্নাই ৯ ওভারে ৩ উইকেটে ৬৬ রান তুলেছে। রায়না ২২ রানে ব্যাট করছেন।

10 Apr 2021, 08:09:09 PM IST

চেন্নাই ৫০

নবম ওভারে দলগত ৫০ রান পূর্ণ করে চেন্নাই।

10 Apr 2021, 08:07:12 PM IST

৮ ওভারে সিএসকে ৪৮/২

৮ ওভার শেষে চেন্নাই সুপার কিংস ২ উইকেট হারিয়ে ৪৮ রান তুলেছে।

10 Apr 2021, 08:06:35 PM IST

৭ ওভারে চেন্নাই ৪৩/২

৭ ওভার শেষে সিএসকে ২ উইকেটে ৪৩ রান তুলেছে। মঈন ২০ ও রায়না ১৫ রানে ব্যাট করছেন।

10 Apr 2021, 08:02:07 PM IST

৬ ওভারে চেন্নাই ৩৩/২

পাওয়ার প্লে'র ৬ ওভারে চেন্নাই সুপার কিংস ২ উইকেটে ৩৩ রান তুলেছে।

10 Apr 2021, 07:57:36 PM IST

৫ ওভারে সিএসকে ৩০/২

অশ্বিনের প্রথম ওভারে ১০ রান ওঠে। ৫ ওভার শেষে চেন্নাই ২ উইকেটে ৩০ রান তুলেছে। রায়না ১২ ও মঈন ১০ রানে ব্যাট করছেন।

10 Apr 2021, 07:56:55 PM IST

৪ ওভারে চেন্নাই ২০/২

৪ ওভার শেষে সিএসকে ২ উইকেটে ২০ রান তুলেছে। মঈন আলি ৯ ও রায়না ৪ রান করেছেন।

10 Apr 2021, 07:47:59 PM IST

৩ ওভারে চেন্নাই ১১/২

৩ ওভার শেষে সিএসকে ২ উইকেটে ১১ রান তুলেছে। রায়না ৪ রানে ব্যাট করছেন।

10 Apr 2021, 07:44:42 PM IST

রুতুরাজ আউট

তৃতীয় ওভারের প্রথম বলে ক্রিস ওকস আউট করেন রুতুরাজ গায়কোয়াড়কে। ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৫ রান করে ধাওয়ানের হাতে ধরা পড়েন রুতুরাজ। চেন্নাই ৭ রানের মাথায় দুই ওপেনারকে হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান 

10 Apr 2021, 07:41:54 PM IST

ডু'প্লেসি আউট

দ্বিতীয় ওভারেই ধাক্কা লাগত চেন্নাই শিবিরে। আবেশ খান নিজের প্রথম ওভারের চতুর্থ বলে এলবিডব্লিউর ফাঁদে জড়ান ডু'প্লেসিকে। ৩ বল খেলে খাতা খুলতে পারেননি ফ্যাফ। চেন্নাই ৭ রানে ১ উইকেট হারায়। ২ ওভারে সিএসকে ৭/১। ক্রিজে নতুন ব্যাটসম্যান মঈন আলি।

10 Apr 2021, 07:37:11 PM IST

১ ওভারে সিএসকে ৫/০

প্রথম ওভারে চেন্নাই বিনা উইকেটে ৫ রান তুলেছে। ৪ রান রুতুরাজের।

10 Apr 2021, 07:32:23 PM IST

ম্যাচ শুরু

চেন্নাইয়ের হয়ে ওপেন করতে নামেন ডু'প্লেসি ও রুতুরাজ। বোলিং শুরু করেন ওকস।

10 Apr 2021, 07:26:41 PM IST

দুই ভাইয়ের মুখোমুখি লড়াই

দিল্লির হয়ে মাঠে নামছেন টম কারান। চেন্নাইয়ের হয়ে খেলছেন ভাই স্যাম কারান। ম্যাচের আগে স্যাম কারান বলেন, ‘মা নিশ্চিতভাবেই আজ একটু নার্ভাস থাকবে।’ তিনিও এও স্পষ্ট করে দেন যে, দাদা টম এই ম্যাচে তাঁর স্লেজিংয়ের শিকার হতে পারেন। 

10 Apr 2021, 07:15:26 PM IST

দিল্লির প্রথম একাদশ

পৃথ্বী শ, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্ত, শিমরন হেতমায়ের, মার্কাস স্টইনিস, ক্রিস ওকস, টম কারান, রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্র ও আবেশ খান।

10 Apr 2021, 07:13:57 PM IST

চেন্নাইয়ের প্রথম একাদশ

ফ্যাফ ডু'প্লেসি, রুতুরাজ গায়কোয়াড়, মঈন আলি, সুরেশ রায়না, আম্বাতি রায়াড়ু, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, ডোয়েন ব্র্যাভো, শার্দুল ঠাকুর ও দীপক চাহার।

10 Apr 2021, 07:12:04 PM IST

সুযোগ পেলেন না পূজারা

চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচে মাঠে নামার সুযোগ পেলেন না চেতেশ্বর পূজারা। তাঁকে রিজার্ভ বেঞ্চে রেখেই দিল্লির বিরুদ্ধে দল নামান ধোনিরা। দলে ফিরলেন সুরেশ রায়না।

10 Apr 2021, 07:10:34 PM IST

দলে নেই স্মিথ

দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশে জায়গা হল না স্টিভ স্মিথের। দিল্লি প্রথম ম্যাচে চার বিদেশির কোটায় মাঠে নামায় শিমরন হেতমায়ের, মার্কাস স্টইনিস, টম কারান ও ক্রিস ওকসকে।

10 Apr 2021, 07:09:07 PM IST

টস জিতল দিল্লি ক্যাপিটালস

ক্যাপ্টেন হিসেবে আবির্ভাবেই টসে ধোনিকে হারিয়ে দিলেন ঋষভ পন্ত। টস জিতে দিল্লি অধিনায়ক প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান চেন্নাই সুপার কিংসকে। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.