IPL 2022-এর ৫৫তম ম্যাচে দিল্লি ক্যাপিটলসকে ৯১ রানে পরাজিত করল চেন্নাই সুপার কিংস। এদিন প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই স্কোর বোর্ডে ৬ উইকেট হারিয়ে তুলেছিল ২০৮ রান। জবাবে ১১৭ রানের মধ্যেই শেষ হয়ে যায় দিল্লির ইনিংস। এদিন ওয়ার্নের থেকে বড় ইনিংসের আশা করেছিল দিল্লির টিম ম্যানেজমেন্ট। কিন্তু ১২ বলে মাত্র ১৯ রানেই গুটিয়ে যায় এদিনের ওয়ার্নারের ইনিংস। অজি ওপেনারকে LBW করেন মাহিশ থিকসানা।
দিল্লি ক্যাপিটলসের স্কোর যখন ৩৬ রান তখনই ৪.২ ওভারে সাজঘরে ফেরেন ডেভিড ওয়ার্নার। আউট হয়ে ফিরে যাওয়ার সময় দীর্ঘক্ষণ আম্পায়ার দেখতে থাকেন ওয়ার্নার। আসলে ঘটনার সূত্রপাত হয়েছিল পঞ্চম ওভারের শুরু থেকে। চেন্নাই-এর বড় রান তাড়া করতে গিয়ে পঞ্চম ওভারে থেকে রানের গতি বাড়াতে চেয়েছিলেন ওয়ার্নার। পঞ্চম ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়েছিলেন তিনি। এরপরে ওভারের দ্বিতীয় বলে মাহিশ থিকসানাকে রিভার্স সুইপ খেলতে চান। কিন্তু তখনই বল ওয়ার্নারের প্যাডে লাগে। ধোনি ওথিকসানা আপিল করতে থাকেন। শেষ পর্যন্ত আউটরে সিগনাল দেন আম্পায়ার।
ডেভিড ওয়ার্নার সঙ্গে সঙ্গে রিভিউ নিয়ে নেন। থার্ড আম্পায়ারও এটিকে আউট দেন। এরপরে মাঠ ছেড়ে সাজঘরে যাওয়ার সময় আম্পায়ারকে দেখতে থাকেন ওয়ার্নার। যেই মুহূর্ত টিভি ক্যামারায় ধরা পড়ে যায়। এরপরে এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে থাকে। আসলে চলতি মরশুমে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ওয়ার্নারের এমন আচরণের পরে তাঁর কোনও শাস্তি হয় কিনা সেটাই দেখার।