যে মাঠে মরশুম শুরুর মাস খানেক আগে থেকে অনুশীলন করছেন, যেখানে ৫টা ম্যাচ খেলার পরে দিল্লির মুখোমুখি হচ্ছেন, সেই চিপকের বাইশগজ সম্পর্কে মহেন্দ্র সিং ধোনির পরিস্কার ধারণা থাকবে না, সেটা আবার হয় নাকি! ধোনি জানতেন দিল্লির বিরুদ্ধে যে পিচে লড়াই চালাতে হবে তাঁদের, পরের দিকে তা ক্রমশ গতি হারাবে। তাছাড়া নিজের দলের স্পিনাররা বলের সিম কতটা ব্যবহার করেন, তাও জানেন মাহি। পরিস্থিতি উপলব্ধি করেই দিল্লির বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন চেন্নাই দলনায়ক। শুরুতে ব্যাট করে চেন্নাই মোটে ১৬৭ রান তুললেও ধোনির সিদ্ধান্ত শেষমেশ সঠিক প্রমাণিত হয় সিএসকে অনায়াসে ম্যাচ জেতায়।
টি-২০ ক্রিকেটে ব্যাটসম্যানদের ঝুঁকি নেওয়ার প্রবণতার জন্যই বোলারদের উইকেট প্রাপ্তির সম্ভাবনা থাকে বেশি। উইকেট নেওয়ার চেষ্টায় বোলাররা লুজ ডেলিভারিও করে বসেন বিস্তর। তবে দিল্লি ম্যাচে বোলারদের সেই লোভ সংবরণ করার স্পষ্ট নির্দেশ দেন ধোনি। মাহির নিষেধাজ্ঞা অমান্য করেন, এমন দুঃসাহস ক'জন দেখাতে পারেন। ক্যাপ্টেনের নির্দেশ মেনে বোলাররা বোলিং করায় ছোটখাটো পুঁজি নিয়েও চেন্নাইয়ের ম্যাচ জিততে অসুবিধা হয়নি।
ধোনি স্পষ্ট জানান যে, তিনি সংশয়ে ছিলেন এই পিচে যথাযথ স্কোর কী হতে পারে। তাই তিনি চেয়েছিলেন বোলাররা সেরা ডেলিভারি করুন, তবে কেউ যেন প্রতি বলে উইকেট তোলার চেষ্টা না করেন। তাঁর কথায়, ‘দ্বিতীয়ার্ধে বিস্তর বল ঘুরেছে। যদিও আমরা জানি আমাদের স্পিনাররা অন্যদের তুলনায় সিম বেশি ব্যবহার করে। আমাদের মনে হয়েছিল পিচ একটু স্লো হয়ে যাবে। তবে সত্যি বলতে আমরা জানতাম না এই পিচে ভালো স্কোর কী হতে পারে। যখন তুমি ক্রমাগত ২০০, ২১০, ১৮০ রান করতে থাকো এবং প্রথমবার ১৬০-১৭০ রানে আটকে যাও, বুঝে ওঠা মুশকিল হয় সেটা জয়ের জন্য যথেষ্ট কিনা। সেকারণেই আমি চেয়েছিলাম বোলাররা নিজেদের সেরা ডেলিভারি করুক, তবে কেউ যেন প্রতি বলে উইকেট নেওয়ার চেষ্টা না করে। কেননা সেক্ষেত্রে ব্যাটসম্যানকে লুজ বল করে বসার ঝুঁকি থাকে।’
এই পিচে ১৬৭ রান মন্দ নয়, এটা মেনে নিয়েও ধোনির দাবি, তাদের আরও ভালো ব্যাট করা উচিত ছিল। ধোনি বলেন, ‘ম্যাচের শেষের দিকে মনে হয় ১৬৬-১৭০ খারাপ স্কোর নয়। তবে আমার মনে হয় আমরা আরও ভালো ব্যাট করতে পারি। কিছু শট বাছাই যথাযথ হয়নি। এই পিচে কিছু শট এড়িয়ে যাওয়া যেত।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।