বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > CSK vs DC: জন্মদিনেই গুরু ধোনিকে ফের হারালেন পন্ত, লিগ টেবলের শীর্ষে দিল্লি
লড়াই যখন গুরু শিষ্যের।

CSK vs DC: জন্মদিনেই গুরু ধোনিকে ফের হারালেন পন্ত, লিগ টেবলের শীর্ষে দিল্লি

গুরু-শিষ্যের প্রথম লড়াইয়ে ধোনির টিমকে হারিয়ে দিয়েছিল পন্তের দিল্লি। দ্বিতীয় পর্বেও শিষ্যের কাছে হারতে হল চেন্নাই সুপার কিংসের অধিনায়ককে। দুই দলই ইতিমধ্যে প্লে-অফে পৌঁছে গিয়েছে। সোমবার লড়াইটা ছিল শীর্ষস্থান দখলের। চেন্নাইকে হারিয়ে শীর্ষে পৌঁছে গেল দিল্লি ক্যাপিটালস।

ফার্স্টবয় এবং সেকেন্ডবয়ের মধ্যে লড়াইটা খুব সহজ ছিল না। তবে টানটান উত্তেজনার এই ম্যাচে বার্থডেবয় পন্তের টিমের কাছে হারতে হল ধোনিদের। আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হারতে হয়েছিল ধোনি ব্রিগেডকে। এ বার দিল্লির কাছে হারল। প্লে-অফের আগে লিগেই পরপর দু'ম্যাচ হরে বেশ চাপে পড়ে গেল চেন্নাই। ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে গেলেন পন্তরা। সম সংখ্যক ম্যাচ খেলে চেন্নাইয়ের পয়েন্ট ১৮। এ দিন ২৪ হল পন্তের। গুরুকে হারিয়ে জন্মদিনটা স্মরণীয় করে রাখলেন পন্ত।

04 Oct 2021, 11:27:47 PM IST

৩ উইকেটে জিতল দিল্লি

১৮তম ওভারে ব্র্যাভোর বলে হেটমায়ারের ক্যাচ ফেলে দেন কৃষ্ণাপ্পা গৌতম। আর সেটাকেই চেন্নাইয়ের হারের অন্যতম কারণ বলা হচ্ছে। কারণ হেটমায়ারই দিল্লিকে জিতিয়ে দেন। ১৮ বলে ২৮ করেন তিনি। পরে অবশ্য অক্ষর প্যাটেল আউট হলে ১৯,৪ ওভারে চার মেরে জেতান রাবাডা। একটি বল খেলেই উইনিং শট মারেন রাবাডা।

04 Oct 2021, 11:02:14 PM IST

দিল্লির ইনিংস ১৯ ওভার: ১৩১/৬

৬ বলে প্রয়োজন ৬ রান। এই ওভারে হেটমায়ার ৯ করেছেন। অক্ষর ১। হয়েছে মোট ১০ রান। ১৯ ওভারে ৬ ইঅকেটে ১৩১ রান দিল্লির। হেটামায়ার করেছেন ১৭ বলে ২৬ রান। ৮ বলে ৫ রান অক্ষরের।

04 Oct 2021, 10:54:18 PM IST

দিল্লির ইনিংস ১৮ ওভার: ১২১/৬

ব্র্যাভোর বলে হেটমায়ারের একটি ক্যাচ ফেলে দেন কৃষ্ণাপ্পা গৌতম। উল্টে চার হয়ে যায় সেটা। নিটফল, ক্যাচের সঙ্গে সঙ্গে ম্যাচও কার্য়ত হাত থেকে বের হয়ে যায়। ১৮ ওভারে ৬ উইকেটে ১২১ রান দিল্লির। ১২ বলে চাই ১৬ রান। যেটা করা খুব কঠিন নয়। হাতে ৪ উইকেট রয়েছে। ১৩ বলে ১৭ রান হেটমায়ারের। ৬ বলে ৪ রান অক্ষরের।

04 Oct 2021, 10:50:12 PM IST

দিল্লির ইনিংস ১৭ ওভার: ১০৯/৬

হেটমায়ার এবং অক্ষর প্যাটেল লড়াই চালাচ্ছেন। ১৭ ওভারে ৬ উইকেটে ১০৯ রান দিল্লির। প্রয়োজন ১৮ বলে ২৮ রান। 

04 Oct 2021, 10:40:09 PM IST

১৫ তম ওভারে ২ উইকেট হারাল দিল্লি

এই ওভারের প্রথম বলে শার্দুল ঠাকুর অশ্বিনকে ফেরান। তার পরে একটি বলে ধাওয়ানের ক্যাচ নিয়েছিলেন ধোনি। আউট দেন ফিল্ড আম্পায়ার। কিন্তু ধাওয়ান ডিআরএস নিলে নট আউট হন ধাওয়ান। কিন্তু এই ওভারের শেষ বলেই মইন আলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ধাওয়ান। তিনি করেছেন ৩৫ বলে ৩৯ রান। ১৫ ওভারে ৬ উইকেটে ৯৯ রান দিল্লির। ৩০ বলে ৩৮ রান প্রয়োজন দিল্লির। হাতে রয়েছে ৪ উইকেট।

04 Oct 2021, 10:31:19 PM IST

অশ্বিন আউট

রিপলের পরিবর্তে সবে নেমেছিলেন অশ্বিন। ৩ বলে ২ রান করেন তিনি। তাঁকে বোল্ড করেন শার্দুল ঠাকুর। ১৪,১ ওবারে ৯৮ রানে ৫ উইকেট দিল্লির।

04 Oct 2021, 10:25:48 PM IST

রিপল আউট

২০ বলে ১৮ রান করে আউট হলেন রিপল। জাদেজার বলে চাহারের হাতে ক্যাচ দেন তিনি। ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৪ রান দিল্লির।

04 Oct 2021, 10:17:51 PM IST

দিল্লির ইনিংস ১০ ওভার: ৭৫/৩

পন্ত আউট হলেন নেমেছেন রিপল প্যাটেল। তাঁর অভিষেক হয়েছে এই ম্যাচে। তিনি এখনও পর্যন্ত ৬ বলে ৩ রপেছেন। ২৩ বলে ৩৩ রান করেছেন শিখর। ১০ ওভারে ৩ উইকেটে ৭৫ রান দিল্লির।

04 Oct 2021, 10:08:06 PM IST

পন্ত আউট

১২ বলে ১৫ রান করে আউট হলেন পন্ত। জাদেজার বলে ক্যাচ ধরেন মইন আলি। ৮.৫ ওভারে ৩ উইকেটে ৭১ রান দিল্লির।  

04 Oct 2021, 10:01:39 PM IST

দিল্লির ইনিংস ৮ ওভার: ৬৩/২

৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৩ রান দিল্লির। ২১ বলে ৩১ রান ধাওয়ানের। ৮ বলে ৯ রান পন্তের।

04 Oct 2021, 09:54:25 PM IST

আউট শ্রেয়স

ব্যর্থ হলেন আইয়ার। ৭ বলে ২ করে হ্যাজেলউডের বলে রুতুরাজের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন শ্রেয়স আইয়ার। ৬ ওভারে ২ উইকেটে ৫১ রান দিল্লির। হ্যাজেলউড এই ওভারে মাত্র ৩ রান দিয়েছেন।

04 Oct 2021, 09:49:29 PM IST

দিল্লির ইনিংস ৫ ওভার: ৪৮/১

প্রথম চার বলে দীপক চাহারকে ৬-৪-৪-৬ মারেন ধাওয়ান। ষষ্ঠ বলে ১ রান নেন। মোট ২১ রানউ এই ওভারে। ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৮ রান দিল্লির। ১৩ বলে ২৭ হয়ে গিয়েছে শিখরের। ৬ বলে ১ রান শ্রেয়সের।

04 Oct 2021, 09:38:20 PM IST

দিল্লির ইনিংস ৩ ওভার: ২৪/১

চাহারের এই ওভারে ৫ রান হল। তিনি ১ উইকেট নিলেন। ৩ বলে ৪ রান ধাওয়ানের। ৩ বল খেলে এখনও খাতা খোলেননি আইয়ার।

04 Oct 2021, 09:36:58 PM IST

পৃথ্বী আউট

১২ বলে ১৮ রান করে দীপক চাহারের বলে আউট হলেন পৃথ্বী। এই নিয়ে ছ'বার পৃথ্বীকে আউট করলেন চাহার। বদলে নেমেছেন শ্রেয়স আইয়ার।

04 Oct 2021, 09:33:37 PM IST

দিল্লির ইনিংস ২ ওভার: ১৯/০

এই ওভারেও দু'টো চার হাঁকিয়েছেন পৃথ্বী। হ্যাজেলউড দিলেন ১১ রান।  ২ ওভারে ১৯ রান দিল্লির। ৯ বলে ১৪ পৃথ্বীর। ৩ বলে ৪ রান শিখরের।

04 Oct 2021, 09:27:28 PM IST

দিল্লির ইনিংস ১ ওভার: ৮/০

প্রথম ওভারে ৮ রান দিল্লি। পৃথ্বীর ৩ বলে ৩ রান। আর ৩ বলে ৪ রান ধাওয়ানের।

04 Oct 2021, 09:23:22 PM IST

রানা তাড়া করতে নেমেছে দিল্লি

ওপেন করতে নেমেছেন পৃথ্বী শ' এবং শিখর ধাওয়ান। ১৩৭ রান করতে হবে দিল্লিকে। যে লক্ষ্যটা একবারেই কঠিন নয়।

04 Oct 2021, 09:14:37 PM IST

দিল্লির সামনে লক্ষ্য ১৩৭

চেন্নাই মোটেও ভাল লক্ষ্য রাখতে পারেনি দিল্লির সামনে। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছে তারা। পৃথ্বী, শিখররা ছন্দে থাকলে এই রান তুলে ফেলা কঠিন নয়। সে ক্ষেত্রে চেন্নাইকে খুব ভাল বল করতে হবে। চেন্নাই অন্তত ১৫০ রানের লক্ষ্য রাখতে পারলে কিছুটা চাপে থাকত দিল্লি। চেন্নাইয়ের একমাত্র রায়ডুই ৪৩ বলে ৫৫ করেছেন। বাকিরা কেউ ২০ রানের গণ্ডিই টপকাতে পারেননি।এ দিন বল হাতে দুরন্ত ছন্দে ছিলেন দিল্লির অক্ষর প্যাটেল। শুরুতেই ফ্যাফ এবং মইন আলিকে ফিরিয়ে চেন্নাইয়ের কোমর ভেঙে দিয়েছিলেন।  নরকিয়া আবার রুতুরাজকে ফেরান। আবেশ শেষ ওভারে ধোনিকে ফেরানোর পাশাপাশি মাত্র ৪ রান দেন। অশ্বিন উত্থাপ্পাকে ফিরিয়েছেন।

04 Oct 2021, 09:05:17 PM IST

ধোনি আউট

২০ ওভারের প্রথম বলেই আউট হলেন ধোনি। আবেশ খানের বলে ব্যাটের কোণায় লেগে পন্তের হাতে ক্যাচ দেন চেন্নাই অধিনায়ক। ২৭ বলে করেছেন ১৮ রান। নেমেছেন রবীন্দ্র জাদেজা।

04 Oct 2021, 09:02:08 PM IST

চেন্নাইয়ের ইনিংস ১৯ ওভার: ১৩২/৪

এই ওভারে চেন্নাই নিল ১৪ রান। ১৯ ওভারে ৪ উইকেটে ১৩২ রান চেন্নাইয়ের। রাইডু অর্ধশতরান করে ফেলেছেন। ৪০ বলে ৫৩ রান করে রায়ডু। ২৬ বলে ১৮ রান ধোনি।

04 Oct 2021, 08:55:41 PM IST

চেন্নাইয়ের ইনিংস ১৮ ওভার: ১১৮/৪

আবেশ খানের এই ওভারে তাও ১৩ রান উঠল। ১৮ ওভার শেষে চেন্নাইয়ের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১১৮ রান। ৩৫ বলে ৪০ রান রায়ডুর। ২৫ বলে ১৭ রান ধোনির।

04 Oct 2021, 08:46:06 PM IST

চেন্নাইয়ের ইনিংস ১৬ ওভার: ৯৯/৪

১৬ ওভার হয়ে গেল। এখনও ১০০ হয়নি। ৪ উইকেট হারিয়ে ৯৯ রান। ধোনির চেন্নাইকে কিন্তু বেশি চাপে ফেলে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। ধোনি ২৪ বলে ১৭ করে অপরাজিত রয়েছেন। রায়ডুর সংগ্রহ ২৪ বলে ২২ রান।

04 Oct 2021, 08:39:16 PM IST

চেন্নাইয়ের ইনিংস ১৪ ওভার: ৮০/৪

ধোনি একেবারে নিজের ছন্দে নেই। রায়ডুও খুব ঝুঁকি নিতে পারছেন না। যে কারণে ১৪ ওভার হয়ে গেলেও রান মাত্র ৮৮ রান করেছে চেন্নাই। এই ওভারে মাত্র ৩ রান দিয়েছেন রাবাডা। ধোনি করেছেন ১৮ বলে ১১। ১৮ বলে ১৭ করেছেন রায়ডু।

04 Oct 2021, 08:29:57 PM IST

চেন্নাইয়ের ইনিংস ১২ ওভার: ৮০/৪

৪ উইকেট হারিয়ে চাপে চেন্নাই। ক্রিজে রয়েছেন আম্বাতি রাইডু (১৪ বলে ১৪ রান) এবং মহেন্দ্র সিং ধোনি (১০ বলে ৬ রান)। আবেশ খানকে এই ওভারে দু'টো চার মেরেছে রায়ডু। ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮০ রান চেন্নাইয়ের।

04 Oct 2021, 08:18:19 PM IST

উত্থাপ্পা আউট

এই বছর আইপিএলের প্রথম ম্যাচ খেলল উত্থাপ্পা। কিন্তু হতাশ করলেন তিনি। ১৯ বলে ১৯ করে সাজঘরে ফিরলেন। অশ্বিনের বলে অশ্বিন নিজেই ক্যাচ ধরেন। ৪ উইকেট পড়ে যাওয়ায় চাপে ধোনি। উত্থাপ্পার জায়াগয় নেমেছেন চেন্নাই অধিনায়ক নিজে। পারবেন কি ম্যাচ ঘোরাতে?

04 Oct 2021, 08:12:04 PM IST

মইন আলি আউট

দ্বিতীয় উইকেট নিলেন অক্ষর প্য়াটেল। ফ্যাফের উইকেট নিয়েছিলেন আগে। এ বার ফেরালেন মইন আলিকে। ৮ বলে ৫ রান করে শ্রেয়স আইয়ারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন মইন আলি। ৮ ওভারে ৩ উইকেটে ৬১ রান চেন্নাইয়ের।

04 Oct 2021, 08:03:41 PM IST

চেন্নাইয়ের ইনিংস ৬ ওভার: ৪৮/২

পাওয়ার প্লে-তে ২ উইকেট হারিয়ে বসে রয়েছে চেন্নাই। হয়েছে ৪৮ রান। স্বভাবতই কিছুটা চাপে চেন্নাই। ১২ বলে ১২ রান উত্থাপ্পার। ৩ বলে ২ রান মইন আলির।

04 Oct 2021, 07:59:45 PM IST

চেন্নাইয়ের ইনিংস ৫ ওভার: ৪১/২

এই ওভারে মাত্র ৫ রান দিয়ে গুরুত্বপূর্ণ একটি উইকেট তুলে নিলেন নরকিয়া। রুতুরাজকে ফেরান তিনি। ৫ ওভার শেষে ২ উইকেটে ৪১ রান চেন্নাইয়ের।

04 Oct 2021, 07:57:39 PM IST

রুতুরাজ আউট

নরকিয়ার বলে অশ্বিনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন রুতুরাজ। আগের ম্যাচে দুরন্ত শতরান করার পর, এই ম্যাচে চূড়ান্ত ব্যর্থ তিনি। মাত্র ১৩ বলে ১৩ রান করে আউট হলেন রুতু। নেমেছেন মইন আলি।

04 Oct 2021, 07:49:29 PM IST

চেন্নাইয়ের ইনিংস ৩ ওভার: ৩০/১

তৃতীয় ওভারে মাত্র ৪ রান দিয়ে ১ উইকেট তুলে নেন অক্ষর প্যাটেল। ফ্যাফের জায়গায় নেমেছেন রবিন উত্থাপ্পা (১ বলে ১)। প্রথম বার এই মরশুমে খেলতে নেমেছেন রবিন। ক্রিজে রয়েছেন রুতুরাজ। তাঁর সংগ্রহ ৯ বলে ৮ রান। ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৩০ রান চেন্নাইয়ের।

04 Oct 2021, 07:47:03 PM IST

আউট ফ্যাফ

তৃতীয় ওভারেই ফ্যাফ ডু'প্লেসিকে ফেরালেন অক্ষর প্যাটেল। ৮ বলে ১০ রান করে শ্রেয়স আইয়ারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন ফ্যাফ। প্রথম দুই ওভারে পেসাররা ২৬ রান দেন। তখন অক্ষরকে নিয়ে আসেন পন্ত। অধিনায়ক যেমন চেয়েছিলেন, তাই করেলন অক্ষর।

04 Oct 2021, 07:43:49 PM IST

চেন্নাইয়ের ইনিংস ২ ওভার: ২৬/০

আবেশ খানের ওভারেও ১০ রান হল। দু'টো চার মেরেছেন ফ্যাফ। রুতুরাজের সংগ্রহ ৭ বলে ৬ রান। ফ্যাফ করেছেন ৫ বলে ৯ রান।

04 Oct 2021, 07:39:00 PM IST

চেন্নাইয়ের ইনিংস ১ ওভার: ১৬/০

প্রথম ওভারে চেন্নাই নিজেরা করেছে ৬ রান। ১০ রান অতিরিক্ত হয়েছে। নরকিয়া প্রথম ওভারেই চাপ বাড়িয়েছে দিল্লির। ৬ বলে ৬ রান করেছেন রুতুরাজ। ফ্যাফ এখনও একটি বলও খেলেননি। প্রথম ওভারে হয়েছে ১৬ রান।

04 Oct 2021, 07:29:26 PM IST

ব্যাট করতে নামল চেন্নাই

রুতুরাজ গায়কোয়াড় আগের ম্যাচেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শতরান করেছিলেন। যদিও সেই ম্যাচ চেন্নাই হেরে গিয়েছিল। তবে এ দিন জিততে মরিয়া চেন্নাই। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে পড়েছে চেন্নাই। ওপেন করতে নেমেছেন রুতুরাজ এবং ফ্যাফ ডু'প্লেসি।

04 Oct 2021, 07:18:59 PM IST

তিনশোটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চলেছেন ধাওয়ান

04 Oct 2021, 07:14:57 PM IST

দিল্লির প্রথম একাদশ

পৃথ্বী শ', শিখর ধাওয়ান, রিপল প্যাটেল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (অধিনায়ক এবং উইকেটকিপার), সিমরন হেটময়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রবাডা, এনরিখ নরকিয়া, আবেশ খান। তিন জন বিদেশি নিয়ে খেলছে দিল্লি ক্যাপিটালস।

04 Oct 2021, 07:12:53 PM IST

চেন্নাইয়ের প্রথম একাদশ

রুতুরাজ গায়কোয়াড়, ফ্যাফ ডু'প্লেসি, মইন আলি, আম্বাতি রাইডু, রবিন উত্থাপ্পা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক এবং উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্র্যাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জোস হ্যাজেলউড।

04 Oct 2021, 07:10:11 PM IST

দিল্লি টিমে একটি পরিবর্তন

স্টিভ স্মিথের জায়গা অভিষেক হচ্ছে রিপল প্যাটেলের।

04 Oct 2021, 07:09:23 PM IST

তিনটি পরিবর্তন হচ্ছে চেন্নাই টিমে

স্যাম কারান, কে আসিফ এবং সুরেশ রায়নার জায়গায় দলে ঢুকছেন ডোয়েন ব্র্যাভোর, দীপক চাহার এবং রবিন উত্থাপ্পা। 

04 Oct 2021, 07:06:00 PM IST

টসে জিতল দিল্লি

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ঋষভ পন্ত। ধোনি অবশ্য জানালেন, টসে জিতলে তিনি ব্যাটই নিতেন।

04 Oct 2021, 07:00:46 PM IST

দিল্লির জার্সিতে অভিষের হচ্ছে রিপল প্যাটেলের

04 Oct 2021, 07:00:46 PM IST

পিচ কেমন, দেখে নিচ্ছেন পন্ত

কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ যে পিচে খেলেছিল, সেই পিচেই আজকের ম্যাচ হচ্ছে। এইপিচে পরে রান তাড়া করেই জিতেছিল কলকাতা।

04 Oct 2021, 07:00:46 PM IST

সিএকে বনাম ডিসি-র প্রথম লেগের ফল

চেন্নাই প্রথম ম্যাচ খেলেছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে চেন্নাই ১৮৮ করেছিল। সেই রান দিল্লি ৩ উইকেট হারিয়েও জিতে ফেলে। ৮ বল বাকি থাকতেই দিল্লি ৩ উইকেটে ১৯০ করে ফেলেছিল। ৭ উইকেটে ম্যাচটি তারা জিতে যায়। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ঝড়গ্রামের মেয়ে, স্কুলে পড়াকালীন অডিশন দেন, কীভাবে পড়শোনা করেন আরাত্রিকা? জেলে হার্ট অ্যাটাক ৫ বারের বিধায়কের, মৃত্যু পূর্ব UP-র 'ত্রাস' মুখতার আনসারির 'তিনদিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি', RR-কে জিতিয়ে চমকে দেওয়া স্বীকারোক্তি রিয়ানের ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল ধোনি ভালো ক্যাচ ধরেছে,তবে রাহানে আরও বেশি ফিট-বুড়োদের পারফরম্যান্সে মজেছেন বীরু সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.