বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > CSK vs DC: ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি' অবস্থা দিল্লির, চেন্নাইয়ের কাছে হারায় বিদায় ঘণ্টা বেজে গেল সৌরভদের
 চেন্নাই সুপার কিংস। ছবি- বিসিসিআই।

CSK vs DC: ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি' অবস্থা দিল্লির, চেন্নাইয়ের কাছে হারায় বিদায় ঘণ্টা বেজে গেল সৌরভদের

Chennai Super Kings vs Delhi Capitals IPL 2023 Live Score: দলগত পারফর্ম্যান্সে ভর করে দিল্লি ক্যাপিটালসের সামনে চ্যালেঞ্জিং টার্গেট ঝুলিয়ে দেয় চেন্নাই সুপার কিংস। পালটা ব্যাট করতে নামা দিল্লিকে জয়ের জন্য মরিয়া হয়ে ঝাঁপাতে দেখা যায়নি।

নিজেদের প্রথম ১১ ম্যাচে ৬টি জয় তুলে নেয় চেন্নাই সুপার কিংস। তাদের ১টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায় মাঝপথেই। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস তাদের প্রথম ১০ ম্যাচের মধ্যে জেতে মাত্র ৪টি ম্যাচ, হারে ৬টি। এই অবস্থায় চেন্নাইয়ের ঘরের মাঠে ধোনিদের বিরুদ্ধে সম্মুখসমরে নামেন ডেভিড ওয়ার্নাররা। পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ী ভিন্ন মেরুর দুই দল পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে নামছে বলে মনে হওয়াই স্বাভাবিক। তবে দিল্লির সাম্প্রতিক পারফর্ম্যান্স মোটেও খারাপ ছিল না। তাই চিপকে ব্যাট-বলের উত্তেজক লড়াই দেখার অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। যদিও চিপকে দিল্লিকে কার্যত অসহায়ভাবে হার মানতে দেখা যায়।

10 May 2023, 11:44:08 PM IST

ম্যাচের সেরা জাদেজা

প্রথমে ব্যাট হাতে ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২১ রান করেন রবীন্দ্র জাদেজা। পরে বল হাতে ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন তিনি। ব্যাটে-বলে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন জাদেজা।

10 May 2023, 11:31:25 PM IST

বিদায় ঘণ্টা বেজে গেল দিল্লির

১১ নম্বর ম্যাচে ৭ নম্বর হার দিল্লির। তারা তাদের শেষ ৩টি ম্যাচ জিতলেও ১৪ পয়েন্টের বেশি সংগ্রহ করতে পারবে না। সুতরাং, টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে গেল ক্যাপিটালসের। অন্যদিকে ১২ ম্য়াচে ১৫ পয়েন্ট নিয়ে প্লে-অফের দোরগোড়ায় পৌঁছে যান মহেন্দ্র সিং ধোনিরা।

10 May 2023, 11:17:40 PM IST

২৭ রানে জয় চেন্নাইয়ের

শেষ ওভারে মাথিসা পথিরানার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে পরপর ৩টি চার মারেন ললিত যাদব। পঞ্চম বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ললিত। ৫ বলে ১২ রান করেন তিনি। চেন্নাইয়ের ৮ উইকেটে ১৬৭ রানের জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান তোলে। ২৭ রানে ম্যাচ জিতে মাঠ ছাড়েন ধোনিরা। ২ রানে নট-আউট থাকেন আমন খান। পথিনারা ৪ ওভারে ৩৭ রান খরচ করে ৩টি উইকেট নেন।

10 May 2023, 11:09:16 PM IST

রান-আউট রিপল

১৮.৫ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন রিপল প্যাটেল। ১৬ বলে ১০ রান করেন তিনি। দিল্লি ১২৫ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ললিত যাদব। তুষার ৩ ওভারে ১৮ রান খরচ করেছেন। জিততে শেষ ওভারে ৪৩ রান দরকার ক্যাপিটালসের।

10 May 2023, 11:03:24 PM IST

অক্ষর প্যাটেল আউট

১৭.৫ ওভারে মাথিসা পথিরানার বলে অজিঙ্কা রাহানের হাতে ধরা পড়েন অক্ষর প্যাটেল। ১২ বলে ২১ রান করেন তিনি। মারেন ২টি চার ও ১টি ছক্কা। দিল্লি ১১৬ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আমন খান। ১৮ ওভার শেষে দিল্লির স্কোর ৬ উইকেটে ১২০ রান। জিততে ২ ওভারে ৪৮ রান দরকার ক্যাপিটালসের। ১২ বলে ৬ রান করেছেন রিপল। পথিরানা ৩ ওভারে ২২ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

10 May 2023, 10:57:09 PM IST

১০০ টপকাল দিল্লি

১৭তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকায় দিল্লি। বোলার মাহিশ থিকসানার হাত থেকে শুরুতেই জীবনদান পান অক্ষর। তিনি চতুর্থ বলে ছক্কা মারেন। ওভারে ১১ রান ওঠে। দিল্লির স্কোর ৫ উইকেটে ১০৮ রান। ১৬ রানে ব্যাট করছেন অক্ষর। থিকসানা ২ ওভারে ১৬ রান খরচ করেছেন। জিততে ৩ ওভারে ৬০ রান দরকার দিল্লির। 

10 May 2023, 10:52:04 PM IST

পথিরানার ওভারে ৬ রান

১৬তম ওভারে মাথিসা পথিরানা ৬ রান খরচ করেন। দিল্লির স্কোর ৫ উইকেটে ৯৭ রান। অক্ষর ৭ ও রিপল ৪ রানে ব্যাট করছেন। ২ ওভারে ১৪ রান খরচ করে ১টি উইকেট নিয়েছন পথিরানা।

10 May 2023, 10:45:15 PM IST

রিলি রসউ আউট

১৪.৩ ওভারে রবীন্দ্র জাদেজার বলে পথিরানার হাতে ধরা পড়েন রিলি রসউ। ৩৭ বলে ৩৫ রান করেন তিনি। মারেন ২টি চার ও ১টি ছক্কা। ৮৯ রানে ৫ উইকেট হারায় দিল্লি। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল। ১৫ ওভার শেষে দিল্লির স্কোর ৫ উইকেটে ৯১ রান। জাদেজা ৪ ওভারে ১৯ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। জিততে শেষ ৫ ওভারে ৭৭ রান দরকার ক্যাপিটালসের।

10 May 2023, 10:42:14 PM IST

মইনের বোলিং কোটা শেষ

১৪তম ওভারে মইন আলির বলে মাত্র ৪ রান সংগ্রহ করে দিল্লি। তাদের স্কোর ৪ উইকেটে ৮৮ রান। মইন আলি ৪ ওভারে মাত্র ১৬ রান খরচ করেন।

10 May 2023, 10:37:44 PM IST

মণীশ পান্ডে আউট

১৩তম ওভারে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বল করতে আসেন মাথিসা পথিরানা। প্রথম বলেই ছক্কা মারেন মণীশ পান্ডে। ১২.৬ ওভারে পথিরানার ইয়র্কারে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন মণীশ। ২৯ বলে ২৭ রানের ধীর ইনিংস খেলেন পান্ডে। মারেন ১টি চার ও ২টি ছক্কা। ৮৪ রানে ৪ উইকেট হারায় দিল্লি। ব্যাট করতে নামেন রিপল প্যাটেল। ৭ ওভারে ৮৪ রান দরকার দিল্লির। ৩৩ রানে ব্যাট করছেন রিলি রসউ।

10 May 2023, 10:31:09 PM IST

মইনের ওভারে ৪ রান

১২তম ওভারে মইন আলির বলে মাত্র ৪ রান সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস। তাদের স্কোর ৩ উইকেটে ৭৬ রান। মণীশ ২০ ও রিলি ৩২ রানে ব্যাট করছেন। ৩ ওভারে ১৩ রান খরচ করেছেন মইন।

10 May 2023, 10:27:39 PM IST

৯ ওভারে ৯৬ রান দরকার দিল্লির

১১তম ওভারে জাদেজার বলে ৭ রান সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস। দিল্লির স্কোর ৩ উইকেটে ৭২ রান। জয়ের জন্য শেষ ৯ ওভারে ৯৬ রান দরকার তাদের। ৩১ রানে ব্যাট করছেন রিলি। জাদেজা ৩ ওভারে ১৬ রান খরচ করেছেন।

10 May 2023, 10:24:11 PM IST

টেস্টের মতো ব্যাটিং দিল্লি

দশম ওভারে মইন আলি মাত্র ২ রান খরচ করেন। ১০ ওভার শেষে দিল্লির স্কোর ৩ উইকেটে ৬৫ রান। রিলি ২৫ ও মণীশ পান্ডে ১৬ রানে ব্যাট করছেন। মইন ২ ওভারে ৯ রান খরচ করেছেন।

10 May 2023, 10:20:56 PM IST

জাদেজার ওভারে ৮ রান

নবম ওভারে রবীন্দ্র জাদেজার বলে ১টি চার মারেন রিলি রসউ। ওভারে মোট ৮ রান ওঠে। ৯ ওভার শেষে ক্যাপিটালসের স্কোর ৩ উইকেটে ৬৩ রান। রিলি ২৪ রানে ব্যাট করছেন। মণীশ করেছেন ১৫ রান। জাদেজা ২ ওভারে ৯ রান খরচ করেছেন।

10 May 2023, 10:17:31 PM IST

৫০ টপকাল দিল্লি

অষ্টম ওভারে মইন আলির বলে ১টি ছক্কা মারেন মণীশ পাণ্ডে। ওভারে ৭ রান ওঠে। ৮ ওভার শেষে দিল্লির স্কোর ৩ উইকেটে ৫৫ রান। মণীশ ১৪ ও রসউ ১৭ রানে ব্যাট করছেন।

10 May 2023, 10:13:13 PM IST

জাদেজার ওভারে ১ রান

সপ্তম ওভারে বল করতে আসেন রবীন্দ্র জাদেজা। তাঁর ওভারে মাত্র ১ রান ওঠে। ৭ ওভার শেষে দিল্লির স্কোর ৩ উইকেটে ৪৮ রান।

10 May 2023, 10:10:22 PM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

ষষ্ঠ ওভারে মাহিশ থিকসানা ৫ রান খরচ করেন। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে দিল্লির স্কোর ৩ উইকেটে ৪৭ রান। ১৫ রানে ব্যাট করছেন রিলি রসউ। ৮ রান করেছেন মণীশ পান্ডে।

10 May 2023, 10:08:00 PM IST

ব্যাট চালাচ্ছেন রিলি

পঞ্চম ওভারে দীপক চাহারের বলে ১টি ছক্কা ও ১টি চার মারেন রিলি রসউ। ১টি চার মারেন মণীশ পান্ডে। ওভারে মোট ১৫ রান ওঠে। ৫ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৩ উইকেটে ৪২ রান। চাহার ৩ ওভারে ২৮ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।

10 May 2023, 09:57:27 PM IST

রান-আউট মার্শ

৩.১ ওভারে মণীশ পান্ডের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান-আউট হয়ে মাঠ ছাড়েন মিচেল মার্শ। ৪ বলে ৫ রান করেন মার্শ। মারেন ১টি চার। দিল্লি ২৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিলি রসউ। ৪ ওভার শেষে দিল্লির স্কোর ৩ উইকেটে ২৭ রান।

10 May 2023, 09:52:54 PM IST

ফিল সল্ট আউট

২.৩ ওভারে দীপক চাহারের বলে আম্বাতি রায়াড়ুর হাতে ধরা পড়েন ফিল সল্ট। ১১ বলে ১৭ রান করেন তিনি। মারেন ১টি চার ও ২টি ছক্কা। দিল্লি ২০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মণীশ পান্ডে। তিনি খলিল আহমেদের পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামেন। ৩ ওভার শেষে দিল্লির স্কোর ২ উইকেটে ২৫ রান। চাহার ২ ওভারে ১৩ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।

10 May 2023, 09:47:09 PM IST

তুষারকে আক্রমণ সল্টের

দ্বিতীয় ওভারে বল করতে আসেন তুষার দেশপান্ডে। ওভারে ১টি চার ও ১টি ছক্কা মারেন ফিল সল্ট। ওভারে ১২ রান ওঠে। ২ ওভার শেষে দিল্লির স্কোর ১ উইকেটে ১৩ রান। সল্ট ১১ রানে ব্যাট করছেন।

10 May 2023, 09:40:13 PM IST

প্রথম ওভারেই আউট ডেভিড ওয়ার্নার

ফিল সল্টকে নিয়ে ওপেন করতে নামেন ডেভিড ওয়ার্নার। চেন্নাইয়ের হয়ে বোলিং শুরু করেন দীপক চাহার। দ্বিতীয় বলেই রাহানের হাতে ধরা পড়েন ওয়ার্নার। ২ বলে শূন্য রান করে মাঠ ছাড়েন দিল্লি দলনায়ক। রানের খাতা খোলার আগেই উইকেটের খাতা খোলে দিল্লি। ব্যাট করতে নামেন মিচেল মার্শ। প্রথম ওভারে ১ উইকেট হারিয়ে রান সংগ্রহ করে দিল্লি।

10 May 2023, 09:23:38 PM IST

চেন্নাইকে নাগালে বাঁধল দিল্লি

নির্ধারিত ২০ ওভারে চেন্নাই সুপার কিংস ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে। সুতরাং, জয়ের জন্য ১৬৮ রান দরকার দিল্লির। যদিও এই পিচে রান তাড়া করে জয় তুলে নেওয়া সহজ হবে না বলে মত বিশেষজ্ঞদের। চাহার ১ রানে নট-আউট থাকেন। মার্শ ৩ ওভারে ১৮ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন।

10 May 2023, 09:21:21 PM IST

মহেন্দ্র সিং ধোনি আউট

১৯.৫ ওভারে মিচেল মার্শের বলে ডেভিড ওয়ার্নারের হাতে ধরা পড়েন মহেন্দ্র সিং ধোনি। ৯ বলে ২০ রান করেন ধোনি। মারেন ২টি ছক্কা ও ১টি চার। ১৬৬ রানে ৮ উইকেট হারায় চেন্নাই। ব্যাট করতে নামেন তুষার দেশপান্ডে।

10 May 2023, 09:15:57 PM IST

রবীন্দ্র জাদেজা আউট

১৯.২ ওভারে মিচেল মার্শের বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন রবীন্দ্র জাদেজা। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২১ রান করে মাঠ ছাড়েন তিনি। চেন্নাই ১৬৪ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপক চাহার।

10 May 2023, 09:13:51 PM IST

খলিলের ওভারে ধোনির তাণ্ডব

১৯তম ওভারে খলিল আহমেদের বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন মহেন্দ্র সিং ধোনি। ওভারে মোট ২১ রান ওঠে। ১৯ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৬ উইকেটে ১৬০ রান। ধোনি ২০ ও জাদেজা ১৭ রানে ব্যাট করছেন। ৪ ওভারে ৩২ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন খলিল।

10 May 2023, 09:07:22 PM IST

কুলদীপের ওভারে ১১ রান

১৮তম ওভারে কুলদীপ যাদবের বলে ১টি ছক্কা মারেন রবীন্দ্র জাদেজা। ওভারে মোট ১১ রান ওঠে। ১৮ ওভার শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ৬ উইকেটে ১৩৯ রান। জাদেজা ১৭ রানে ব্যাট করছেন। কুলদীপ ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

10 May 2023, 08:59:53 PM IST

আম্বাতি রায়াড়ু আউট

১৬.২ ওভারে খলিল আহমেদের বলে রিপল প্যাটেলের হাতে ধরা পড়েন আম্বাতি রায়াড়ু। ১৭ বলে ২৩ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। ১২৬ রানে ৬ উইকেট হারায় চেন্নাই। ব্যাট করতে নামেন মহেন্দ্র সিং ধোনি। ১৭ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৬ উইকেটে ১২৮ রান। খলিল ৩ ওভারে ১২ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

10 May 2023, 08:55:41 PM IST

কুলদীপের ওভারে ৮ রান

১৬তম ওভারে ৮ রান খরচ করেন কুলদীপ যাদব। ১৬ ওভার শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ৫ উইকেটে ১২৫ রান। ২৩ রানে ব্যাট করছেন রায়াড়ু। কুলদীপ ৩ ওভারে ১৭ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

10 May 2023, 08:45:12 PM IST

শিবম দুবে আউট

১৪.২ ওভারে মিচেল মার্শের বলে ডেভিড ওয়ার্নারের হাতে ধরা পড়েন শিবম দুবে। ১২ বলে ২৫ রান করেন তিনি। মারেন ৩টি ছক্কা। চেন্নাই ১১৩ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা। ১৫ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৫ উইকেটে ১১৭ রান। ২০ রানে ব্যাট করছেন আম্বাতি।

10 May 2023, 08:42:46 PM IST

১০০ টপকাল চেন্নাই

১৪তম ওভারে ললিত যাদবের বলে ২টি ছক্কা মারেন শিবম দুবে। ১টি চার ও ১টি ছক্কা মারেন আম্বাতি রায়াড়ু। ওভারে মোট ২৩ রান ওঠে। ১৪ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৪ উইকেটে ১১১ রান। দুবে ২৫ ও রায়াড়ু ১৮ রানে ব্যাট করছেন। ললিত ৩ ওভারে ৩৪ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

10 May 2023, 08:37:27 PM IST

মার্শের ওভারে ৬ রান

১৩তম ওভারে মিচেল মার্শ ৬ রান খরচ করেন। চেন্নাইয়ের স্কোর ৪ উইকেটে ৮৮ রান। ১২ রানে ব্যাট করছেন শিবম দুবে। ৮ রান করেছেন রায়াড়ু।

10 May 2023, 08:30:51 PM IST

অজিঙ্কা রাহানে আউট

১১.১ ওভারে নিজের বলেই অজিঙ্কা রাহানের দুর্দান্ত ক্যাচ ধরেন ললিত যাদব। ২০ বলে ২১ রান করেন রাহানে। মারেন ২টি চার। ৭৭ রানে ৪ উইকেট হারায় চেন্নাই। ব্যাট করতে নামেন আম্বাতি রায়াড়ু। ১২ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৪ উইকেটে ৮২ রান।

10 May 2023, 08:29:13 PM IST

অক্ষরের বোলিং কোটা শেষ

১১তম ওভারে অক্ষর প্যাটেলের বলে ১টি ছক্কা মারেন শিবম দুবে। ওভারে মোট ১১ রান ওঠে। ১১ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ৭৭ রান। রাহানে ২১ ও দুবে ৯ রানে ব্যাট করছেন। অক্ষর ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

10 May 2023, 08:21:53 PM IST

মইন আলি আউট

৯.৪ ওভারে কুলদীপ যাদবের বলে মিচেল মার্শের হাতে ধরা পড়েন মইন আলি। ১২ বলে ৭ রান করেন তিনি। চেন্নাই ৬৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শিবম দুবে। ১০ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ৬৬ রান। কুলদীপ ২ ওভারে ৯ রানের বিনিময়ে ১ উইকেট নিয়েছেন।

10 May 2023, 08:19:20 PM IST

কৃপণ বোলিং অক্ষরের

নবম ওভারে মাত্র ৪ রান খরচ করেন অক্ষর প্যাটেল। ৯ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ৬১ রান। রাহানে ১৫ রানে ব্যাট করছেন। অক্ষর প্যাটেল ৩ ওভারে ১৬ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

10 May 2023, 08:16:02 PM IST

কুলদীপের ওভারে ৫ রান

অষ্টম ওভারে বল করতে আসেন কুলদীপ যাদব। তাঁর ওভারে ৫ রান সংগ্রহ করে চেন্নাই। ৮ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ৫৭ রান।

10 May 2023, 08:09:36 PM IST

রুতুরাজ আউট

৬.১ ওভারে অক্ষর প্যাটেলের বলে আমন খানের হাতে ধরা পড়েন রুতুরাজ গায়কোয়াড়। ১৮ বলে ২৪ রান করেন তিনি। মারেন ৪টি চার। চেন্নাই ৪৯ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মইন আলি। ৭ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ৫২ রান।

10 May 2023, 08:06:18 PM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

ষষ্ঠ ওভারে ইশান্ত শর্মার বলে ১টি চার মারেন রুতুরাজ। ওভারে মোট ৮ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ৪৯ রান। রুতুরাজ ২৪ ও রাহানে ১০ রানে ব্যাট করছেন। ইশান্ত ২ ওভারে ২৩ রান খরচ করেছেন।

10 May 2023, 08:00:38 PM IST

ডেভন কনওয়ে আউট

পঞ্চম ওভারে প্রথমবার বল করতে আসেন অক্ষর প্যাটেল। প্রথম বলেই তিনি এলবিডব্লিউর ফাঁদে জড়ান ডেভন কনওয়েকে। ১৩ বলে ১০ রান করেন ডেভন। মারেন ১টি চার। চেন্নাই ৩২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অজিঙ্কা রাহানে। তিনি ওভারে ২টি চার মারেন। ৫ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ৪১ রান। রুতুরাজ ১৭ ও রাহানে ৯ রানে ব্যাট করছেন।

10 May 2023, 07:57:07 PM IST

রিভিউ খোয়াল দিল্লি

আগের ওভারে রিভিউ না নেওয়ার মাশুল দিতে হয় দিল্লিকে। চতুর্থ ওভারে ভুল রিভিউ নিয়ে ডিআরএস খোয়ায় ক্যাপিটালস। ৩.২ ওভারে ললিত যাদবের বলে কনওয়ের বিরুদ্ধে এলবিডব্লিউ-র আবেদন জানিয়েও ব্যর্থ হয় দিল্লি। ওভারে ১টি চার মারেন কনওয়ে। চতুর্থ ওভারে ৭ রান ওঠে। ৪ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ৩২ রান।

10 May 2023, 07:47:24 PM IST

আউট হয়ে বেঁচে গেলেন কনওয়ে

তৃতীয় ওভারে খলিল আহমেদের প্রথম বলেই উইকেটকিপার সল্টের দস্তানায় ধরা পড়েন ডেভন কনওয়ে। আউট দেননি আম্পায়ার। তবে নিজেদের মধ্যে আলোচনার পরেও দিল্লি রিভিউ নেয়নি। পরে আল্ট্রা-এজে স্পষ্ট হয়ে যায় যে, বল কনওয়ের ব্যাটের কানা ছুঁয়েছিল। ফলে এ যাত্রায় বেঁচে যান চেন্নাই ওপেনার। ওভারে ৫ রান ওঠে। ৩ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ২৫ রান।

10 May 2023, 07:42:51 PM IST

ইশান্তের ওভারে ১৬ রান

দ্বিতীয় ওভারে বল করতে আসেন ইশান্ত শর্মা। ওভারে ৩টি চার মারেন রুতুরাজ। ওভারে মোট ১৬ রান ওঠে। ২ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ২০ রান। ১৫ রানে ব্যাট করছেন রুতুরাজ।

10 May 2023, 07:36:00 PM IST

ম্য়াচ শুরু

যথারীতি রুতুরাজ গায়কোয়াড়কে নিয়ে ওপেন করতে নামেন ডেভন কনওয়ে। দিল্লির হয়ে বোলিং শুরু করেন খলিল আহমেদ। তৃতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন রুতুরাজ। প্রথম ওভারে ৪ রান ওঠে।

10 May 2023, 07:25:35 PM IST

দু'দলের পরিবর্ত ক্রিকেটার

চেন্নাই- মাথিসা পথিরানা, মিচেল স্যান্টনার, সুভ্রাংশু সেনাপতি, শেক রশিদ ও আকাশ সিং।দিল্লি- মুকেশ কুমার, মণীশ পান্ডে, প্রবীণ দুবে, চেতন সাকারিয়া ও অভিষেক পোড়েল।

10 May 2023, 07:23:54 PM IST

দিল্লির প্রথম একাদশ

ডেভিড ওয়ার্নার (ক্যাপ্টেন), ফিল সল্ট (উইকেটকিপার), মিচেল মার্শ, রিলি রসউ, আমন খান, রিপল প্যাটেল, অক্ষর প্যাটেল, ললিত যাদব, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা ও খলিল আহমেদ।

10 May 2023, 07:22:08 PM IST

চেন্নাইয়ের প্রথম একাদশ

রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, শিবম দুবে, আম্বাতা রায়াড়ু, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, মইন আলি, দীপক চাহার, তুষার দেশপান্ডে ও মাহিশ থিকসানা।

10 May 2023, 07:04:11 PM IST

টস জিতলেন ধোনি

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতল চেন্নাই সুপার কিংস। টস জিতে মহেন্দ্র সিং ধোনি শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, চিপকে রান তাড়া করবে দিল্লি ক্যাপিটালস।

10 May 2023, 07:04:11 PM IST

ডু অর ডাই ম্যাচ দিল্লির

১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একেবারে শেষে রয়েছে দিল্লি ক্যাপিটালস। যদিও প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায়নি তারা। চেন্নাইকে হারালে শেষ চারের লড়াইয়ে ভেসে থাকবে ক্যাপিটালস। তবে হারলে তাদের বিদায় ঘণ্টা বেজে যাবে। অন্যদিকে ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চেন্নাই রয়েছে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে। তারা দিল্লিকে হারালে প্লে-অফের দিকে এক পা বাড়িয়ে রাখবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

নিশীথের গ্রামে মহিলাদের বিক্ষোভের মুখে উদয়ন, পুলিশ পাহারায় ছাড়লেন ভেটাগুড়ি 'তোমাকে ছুঁতে পাওয়াটাই…', এমন কমেন্টে কী উত্তর দিলেন কাঞ্চনের প্রাক্তন পিঙ্কি পুরনো আয়কর কাঠামোয় লোকসান হচ্ছে না তো? নয়া স্ল্যাবে কত টাকা দিতে হবে! রইল হিসাব রাজনৈতিক হিংসার জন্য দায়ী অনুপ্রবেশ ও জনবিন্যাসের পরিবর্তন: শংকর ঘোষ ‘সবুজ ছাড়া গতি নেই’, কদিন আগে জয়কে ‘পজেসিভ’ বলেন লোপামুদ্রা, এখন মুখে ভোট-কথা? স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন সংঘী বলে কটাক্ষ করে লোকজন, JNUকে ব়্যাঙ্কিং-এর শীর্ষে তো আমি নিয়ে গেলাম-উপাচার্য বিটকয়েন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে রাজের, বিতর্ক উসকাতে কী লিখলেন শিল্পার বর? 'খারাপ স্ত্রী মানেই কু-মাতা নন,' শিশুকে বাবার হাতে দিল না আদালত রাজ্যের ১২টি চিড়িয়াখানাকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে, তৈরি হয়েছে মাস্টারপ্ল্যান

Latest IPL News

স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো IPL 2024: LSG vs CSK ম্যাচের আগে ধোনির প্রসঙ্গে অতীতের কোন কথা বললেন রাহুল? মুম্বইয়ের সংসারে অবশেষে মিলে সুর মেরা তুমহারা, রোহিতের আলিঙ্গন হার্দিককে ছেলে অন্ত প্রাণ বাবা!ছেলেকে উদ্দেশ্য করেই সোশ্যাল মিডিয়াতে বার্তা শিখর ধাওয়ানের T20 WC 2024-এর আগে কি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন সূর্যকুমার! কী বললেন ‘SKY’? ‘স্বপ্ন সত্যি হয়েছে’, বুমরাহকে সুইপ শটে ছয় মেরে বলছেন আশুতোষ- ভিডিয়ো T20 ফর্ম্যাটে বল করাটা বেশ কঠিন- IPL-এ আগুন ঝরানোর পরেও স্বীকারোক্তি বুমরাহের লখনউয়ের অধিনায়ক, তবুও মন পড়ে বেঙ্গালুরুতে, জানালেন সুপ্ত ইচ্ছার কথা, ভিডিয়ো PBKS হারলেও নায়ক আশুতোষ, কে এই প্লেয়ার? যাঁর ব্যাটিংয়ে মুগ্ধ সূর্য, বুমরাহরাও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.