বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > CSK vs DC: 'দুঃখের' দিনে কোহলির দুর্দান্ত রেকর্ডে ভাগ বসালেন ধোনি, ক্যাপ্টেন হিসেবে ছুঁয়ে ফেললেন বিরল মাইলস্টোন

CSK vs DC: 'দুঃখের' দিনে কোহলির দুর্দান্ত রেকর্ডে ভাগ বসালেন ধোনি, ক্যাপ্টেন হিসেবে ছুঁয়ে ফেললেন বিরল মাইলস্টোন

ছক্কা হাঁকাচ্ছেন ধোনি। ছবি- পিটিআই (PTI)

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাট হাতে পরিচিত চমক দেখান মহেন্দ্র সিং ধোনি। উল্লেখযোগ্য বিষয় হল, একই দিনে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হন কোহলি।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসকে শক্ত ভিতে বসিয়ে দেন দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে। শিবম দুবেও কার্যকরী অবদান রাখেন। যত বেশি সম্ভব রান যোগ করার লক্ষ্যেই মহেন্দ্র সিং ধোনি ব্যাট হাতে মাঠে নামেন ৫ নম্বরে। যে উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছিলেন ধোনি, তা সফল করেই মাঠ ছাড়েন তিনি।

১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮ বলে ২১ রানের আগ্রাসী ইনিংস খেলে অপরাজিত থাকেন চেন্নাই অধিনায়ক। চেন্নাই টপকে যায় দলগত ২০০ রানের গণ্ডি। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২০৮ রান তোলে।

আরও পড়ুন:- CSK vs DC: ৭ ম্যাচ পরে প্রথম একাদশে ফিরেই টানা তৃতীয় হাফ-সেঞ্চুরি কনওয়ের

উল্লেখযোগ্য বিষয় হল, এমন ক্যামিও ইনিংসের পথে বিরাট কোহলির দুর্দান্ত একটি রেকর্ডে ভাগ বসান মাহি। আসলে কোহলির পরে দ্বিতীয় ক্যাপ্টেন হিসেবে টি-২০ ক্রিকেটে ৬০০০ রান পূর্ণ করেন ধোনি।

দরকার ছিল মোটে ৪ রান, যা তিনি মাঠে নেমে নিজের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়েই তুলে নেন। মিচেল মার্শের ঠিক পরের বলে আরও ১টি চার মারেন ধোনি। পরে খলিল আহমেদের বলে একটি ছক্কা হাঁকান চেন্নাই দলনায়ক।

আরও পড়ুন:- DC VS CSK: ব্যাট খাচ্ছেন ধোনি! মাহির এমন অদ্ভুত কাণ্ড ঘটানোর কারণটা কী?

কাকতলীয়ভাবে কোহলি যেদিন ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হন, ঠিক সেদিনই অভিজাত ক্লাবে তাঁর সঙ্গী হন ধোনি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রবিবারই শূন্য রানে আউট হয়েছেন বিরাট। আরসিবি জিতলেও ব্যক্তিগতভাবে দুঃখের দিনে কোহলি পাশে পেলেন ধোনিকে।

বন্ধ করুন