বৃষ্টির জন্য রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ২০২৩-এর ফাইনাল ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি। ম্যাচ গড়ায় রিজার্ভ ডে-তে। যদিও সোমবারও আমদাবাদে বৃষ্টির সম্ভাবনা ছিল এবং সেই সম্ভবনা সত্যি প্রমাণিত হয়। ক্রিকেটপ্রেমীরা আশঙ্কায় ছিলেন চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটানস ম্যাচ নির্বিঘ্নে আয়োজিত হওয়া নিয়ে। শেষমেশ দ্বিতীয় ইনিংসে ওভার কমিয়ে ম্যাচ খেলা হয় এবং ব্যাট-বলের ধুন্ধুমার লড়াই দেখা যায় মোতেরায়। শেষমেশ মহেন্দ্র সিং ধোনিরা নিজেদের পঞ্চম আইপিএল খেতাব হাতে তোলেন।
পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই
শুরুতে ব্যাট করে গুজরাট টাইটানসের ৪ উইকেটে ২১৪ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। বৃষ্টির জন্য চেন্নাইয়ের জয়ের লক্ষ্যমাত্রা কমে দাঁড়ায় ১৫ ওভারে ১৭১ রানে। চেন্নাই ম্যাচের একেবারে শেষ বলে ৫ উইকেটের জয় ছিনিয়ে নেয়। ১৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭১ রান তুলে ফের আইপিএল চ্যাম্পিয়ন হয় সিএসকে। এই নিয়ে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয় সিএসকে। তারা সব থেকে বেশিবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নিরিখে মুম্বইয়ের রেকর্ড ছুঁয়ে ফেলে।
রুদ্ধশ্বাস জয় চেন্নাইয়ের
শেষ ওভারের প্রথম বলে কোনও রান খরচ করেননি মোহিত শর্মা। দ্বিতীয় বলে ১ রান নেন দুবে। তৃতীয় বলে ১ রান নেন জাদেজা। চতুর্থ বলে ১ রান নেন দুবে। সুতরাং, জয়ের জন্য শেষ ২ বলে ১০ রান দরকার ছিল চেন্নাইয়ের। পঞ্চম বলে ছক্কা মারেন জাদেজা। জয়ের জন্য শেষ বলে চার রান দরকার চেন্নাইয়ের। শেষ বলে চার মেরে চেন্নাইকে ম্যাচ জেতান জাদেজা।
শেষ ওভারে ১৩ রান দরকার চেন্নাইয়ের
১৪তম ওভারে ৮ রান খরচ করেন মহম্মদ শামি। চেন্নাইয়ের স্কোর ৫ উইকেটে ১৫৮ রান। জয়ের জন্য শেষ ওভারে ১৩ রান দরকার সিএসকের। দুবে ৩০ রানে ব্যাট করছেন। জাদেজা করেছেন ৪ রান। শামি ৩ ওভারে ২৯ রান খরচ করেছেন।
মহেন্দ্র সিং ধোনি আউট
পরপর ২টি বলে ২টি উইকেট তুলে নিলেন মোহিত শর্মা। ১২.৫ ওভারে মোহিতের বলে ডেভিড মিলারের হাতে ধরা পড়েন মহেন্দ্র সিং ধোনি। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন মাহি। ১৪৯ রানে ৫ উইকেট হারায় চেন্নাই। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা। ১৩ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৫ উইকেটে ১৫০ রান। জয়ের জন্য ১২ বলে ২১ রান দরকার সিএসকের। দুবে ২৫ রানে ব্যাট করছেন। মোহিত ২ ওভারে ২৩ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন।
আম্বাতি রায়াড়ু আউট
১৩তম ওভারে মোহিত শর্মার বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন আম্বাতি রায়াড়ু। তবে ১২.৪ ওভারে মোহিতের হাতেই ফিরতি ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি। ৮ বলে ১৯ রান করেন আম্বাতি। মারেন ১টি চার ও ২টি ছক্কা। চেন্নাই ১৪৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ধোনি।
৩ ওভারে ৩৮ রান দরকার চেন্নাইয়ের
১২তম ওভারে রশিদ খানের বলে ২টি ছক্কা মারেমন শিবম দুবে। ওভারে ১৫ রান ওঠে। ১২ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ১৩৩ রান। জয়ের জন্য শেষ ৩ ওভারে ৩৮ রান দরকার সিএসকের। দুবে ২৫ রানে ব্যাট করছেন। রশিদ ৩ ওভারে ৪৪ রান খরচ করেছেন।
অজিঙ্কা রাহানে আউট
১০.৫ ওভারে মোহিত শর্মার বলে বিজয় শঙ্করের হাতে ধরা পড়েন অজিঙ্কা রাহানে। ১৩ বলে ২৭ রান করেন তিনি। মারেন ২টি চার ও ২টি ছক্কা। চেন্নাই ১১৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আম্বাতি রায়াড়ু। ১১ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ১১৮ রান। দুবে ১২ রানে ব্যাট করছেন।
১০০ টপকাল চেন্নাই
দশম ওভারে রশিদ খানের বলে ২টি চার মারেন অজিঙ্কা রাহানে। ওভারে ১৩ রান ওঠে। ১০ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ১১২ রান। ১১ বলে ২৬ রান করেছেন রাহানে। ৮ রান করেছেন দুবে। রশিদ ২ ওভারে ২৯ রান খরচ করেছেন।
নূরের বোলিং কোটা শেষ
নবম ওভারে মাত্র ৫ রান খরচ করেন নূর আহমেদ। ৯ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ৯৯ রান। রাহানে ১৭ ও দুবে ৪ রানে ব্যাট করছেন। নূর ৩ ওভারে ১৭ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
লিটলের ওভারে জোড়া ছক্কা রাহানের
অষ্টম ওভারে জোশ লিটলের বলে ২টি ছক্কা মারেন অজিঙ্কা রাহানে। ওভারে ১৬ রান ওঠে। ৮ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ৯৪ রান। ১৫ রানে ব্যাট করছেন রাহানে। লিটল ২ ওভারে ৩০ রান খরচ করেছেন।
ডেভন কনওয়ে আউট
একই ওভারে চেন্নাই সুপার কিংসের দুই ওপেনারকে সাজঘরে ফেরালেন নূর আহমেদ। ৬.৬ ওভারে নূরের বলে মোহিত শর্মার হাতে ধরা পড়েন ডেভন কনওয়ে। ৭৮ রানে ২ উইকেট হারায় চেন্নাই। ব্যাট করতে নামেন অজিঙ্কা রাহানে। নূর ২ ওভারে ১২ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
রুতুরাজ গায়কোয়াড় আউট
৬.৩ ওভারে নূর আহমেদের বলে রশিদ খানের হাতে ধরা পড়েন রুতুরাজ গায়কোয়াড়। ১৬ বলে ২৬ রান করেন তিনি। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। ৭৪ রানে ১ উইকেট হারায় চেন্নাই। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নামেন শিবম দুবে।
লিটলকে ছক্কা হাঁকান কনওয়ে
ষষ্ঠ ওভারে জোশ লিটলের শেষ বলে ছক্কা হাঁকান ডেভন কনওয়ে। ওভারে ১৪ রান ওঠে। ৬ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ৭২ রান। ২২ বলে ৪৪ রান করেছেন ডেভন কনওয়ে। ১৪ বলে ২৫ রান করেছেন রুতুরাজ গায়কোয়াড়
নূরের ওভারে ৬ রান
পঞ্চম ওভারে বল করতে আসেন নূর আহমেদ। তাঁর ওভারে ৬ রান সংগ্রহ করে চেন্নাই। ৫ ওভার শেষে সিএসকের স্কোর বিনা উইকেটে ৫৮ রান। রুতুরাজ ২৪ ও কনওয়ে ৩১ রানে ব্যাট করছেন।
৫০ টপকাল চেন্নাই
চতুর্থ ওভারে বল করতে আসেন রশিদ খান। প্রথম বলে চার মারেন ডেভন কনওয়ে। পঞ্চম বলে ছক্কা হাঁকান রুতুরাজ। শেষ বলে চার মারেন তিনি। ওভারে ১৭ রান ওঠে। পাওয়ার প্লে-র ৪ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ৫২ রান। রুতুরাজ ২৩ ও কনওয়ে ২৭ রানে ব্যাট করছেন।
শামির ওভারে জোড়া বাউন্ডারি কনওয়ের
তৃতীয় ওভারে মহম্মদ শামির প্রথম ২টি বলে ২টি চার মারেন ডেভন কনওয়ে। ওভারে ১১ রান ওঠে। ৩ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ৩৫ রান। ২২ রানে ব্যাট করছেন কনওয়ে। ১২ রান করেছেন রুতুরাজ। শামি ২ ওভারে ২১ রান খরচ করেছেন।
হার্দিকের ওভারে ১৪ রান
দ্বিতীয় ওভারে বল করতে আসেন হার্দিক পান্ডিয়া। একটি চার ও ১টি ছক্কা মারেন ডেভন কনওয়ে। ওভারে ১৪ রান ওঠে। ২ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ২৪ রান। কনওয়ে ১২ ও রুতুরাজ ১১ রানে ব্যাট করছেন।
বৃষ্টির পরে পুনরায় ম্যাচ শুরু
শামি নিজের ভাঙা ওভারের বাকি ৩টি বলে ৬ রান খরচ করেন। শেষ বলে চার মারেন রুতুরাজ। প্রথম ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ১০ রান। ১০ রানই করেছেন রুতুরাজ।
খেলা শুরু হবে ১২টা ১০ মিনিটে
ম্যাচ শুরু হবে রাত ১২টা ১০ মিনিটে। খেলা হবে ১৫ ওভার। দ্বিতীয়বার মাঠ পরিদর্শনের পরে জানিয়ে দেন আম্পায়াররা। ওভার কমায় বদলে যায় চেন্নাইয়ের জয়ের টার্গেট। জয়ের জন্য ধোনিদের দরকার ১৭১ রান। সুতরাং, ১৪.৩ ওভারে চেন্নাইয়ের দরকার আরও ১৬৭ রান। ৪ ওভারের পাওয়ার প্লে। ৫ জন বোলার সর্বাধিক ৩ ওভার করে বল করতে পারবেন। ৫ অথবা ৬ ওভারের পরে নেওয়া যাবে প্রথম টাইম-আউট। ১০, ১১ অথবা ১২ ওভারের পরে নেওয়া যাবে দ্বিতীয় টাইম-আউট।
মাঠ ঘুরে দেখছেন আম্পায়াররা
ম্যাচ অফিসিয়ালরা দীর্ঘ সময় ধরে ঘুরে দেখছেন মাঠ। নিজেদের মধ্যে আলোচনা করছেন তিন আম্পায়ার ও ম্য়াচ রেফারি। সমস্যা ভিজে যাওয়া প্র্যাক্টিস পিচ নিয়ে। মাঠকর্মীরা পরিশ্রম করলেও ভিজে যাওয়া সেই অঞ্চলটি নিয়ে আম্পায়াররা পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি এখনও।
পরবর্তী মাঠ পরিদর্শন ১১টা ৩০ মিনিটে
প্রথম দফায় মাঠের পরিস্থিতি দেখে খুশি নন আম্পায়াররা। তাই রাত ১১টা ৩০ মিনিটে আম্পায়াররা দ্বিতীয়বার মাঠ পরিদর্শনে নামবেন। তখন জানা যেতে পারে নতুন করে খেলা শুরু হবে কখন এবং ওভার কমবে কিনা।
১০টা ৪৫ মিনিটে মাঠ পরিদর্শন
বৃষ্টি থেমেছে। তুলে ফেলা হয়েছে পিচের কভার। একটি প্র্যাক্টিস পিচ ভিজে থাকায় ম্যাচ শুরু হতে সময় লাগবে। রাত ১০টা ৪৫ মিনিটে আম্পায়াররা মাঠ পরিদর্শনে নামবেন। তার পরে সিদ্ধান্ত নেওয়া হবে পুরো ২০ ওভারের খেলা হবে কিনা। যদিও নতুন করে বৃষ্টি না এলে ম্যাচ শুরু হওয়া কার্যত নিশ্চিত। রাত ১১টা ৪৫ মিনিটের মধ্যে খেলা শুরু হলে কোনও ওভার কাটা যাবে না।
আরও পড়ুন:- IPL 2023 Final: বৃষ্টিতে থমকে ম্যাচ, কতক্ষণ পরে ওভার কমবে? ওভার কমলে চেন্নাইয়ের টার্গেট কত হবে? দেখে নিন হিসাব
চেন্নাইয়ের ইনিংস শুরু হতেই বৃষ্টিতে থমকে গেল ম্যাচ
রুতুরাজ গায়কোয়াড়কে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ডেভন কনওয়ে। গুজরাটের হয়ে বোলিং শুরু করেন মহম্মদ শামি। তৃতীয় বলে চার মেরে খাতা খোলেন রুতুরাজ। প্রথম ওভারের তৃতীয় বল হওয়ার পরেই বৃষ্টি নামে আমদাবাদে। ফলে খেলা থমকে যায় সাময়িকভাবে।
রশিদ আউট, চেন্নাইয়ের সামনে বিরাট টার্গেট গুজরাটের
ইনিংসের শেষ বলে আউট হন রশিদ খান। পথিরানার বলে রুতুরাজের হাতে ধরা পড়েন তিনি। ২ বল খেলে খাতা খুলতে পারেননি রশিদ। গুজরাট নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২১৪ রান সংগ্রহ করে। হার্দিক ২টি ছক্কার সাহায্যে ১২ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। পথিরানা ৪ ওভারে ৪৪ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন। জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ২১৫ রান। উল্লেখ্য, আইপিএলের ফাইনালের ইতিহাসে এটিই সব থেকে বড় রানের ইনিংস। সেদিক থেকে রেকর্ড রান তাড়া করতে হবে ধোনিদের।
শতরান হাতছাড়া সুদর্শনের
শেষ ওভারে পথিরানার প্রথম ২টি বলে ২টি ছক্কা মারেন সাই সুদর্শন। ১৯.৩ ওভারে পথিরানার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন তিনি। নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন সুদর্শন। ৮টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৯৬ রান করেন তিনি। গুজরাট ২১২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রশিদ খান।
২০০ ছুঁল গুজরাট
১৯তম ওভারে দেশপান্ডের বলে ২টি ছক্কা মারেন হার্দিক পান্ডিয়া। ১টি চার মারেন সুদর্শন। ওভারে ১৮ রান ওঠে। ১৯ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ২ উইকেটে ২০০ রান। সুদর্শন ৮৪ রানে ব্যাট করছেন। ২১ রান করেছেন হার্দিক। তুষার দেশপান্ডে ৪ ওভারে ৫৬ রান খরচ করেছেন।
পথিরানার ওভারে ৯ রান
১৮তম ওভারে ৯ রান খরচ করেন মাথিসা পথিরানা। ১৮ ওভার শেষে গুজরাটের স্কোর ২ উইকেটে ১৮২ রান। সুদর্শন ৭৯ ও হার্দিক ৮ রানে ব্যাট করছেন। পথিরানা ৩ ওভারে ৩২ রান খরচ করেছেন।
দেশপান্ডের ওভারে ২০ রান
১৭তম ওভারে তুষার দেশপান্ডের বলে ১টি ছক্কা ও ৩টি চার মারেন সাই সুদর্শন। ওভারে ২০ রান ওঠে। ১৭ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ২ উইকেটে ১৭৩ রান। সুদর্শন ৭৬ রানে ব্যাট করছেন। ২ রান করেছেন হার্দিক। তুষার ৩ ওভারে ৩৮ রান খরচ করেছেন।
সাই সুদর্শনের হাফ-সেঞ্চুরি
৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সাই সুদর্শন। পথিরানার ওভারে ২টি চার মারেন সুদর্শন। ওভারে ১০ রান ওঠে। ১৬ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ২ উইকেটে ১৫৩ রান। সুদর্শন ৫৭ রানে ব্যাট করছেন। পথিরানা ২ ওভারে ২৩ রান খরচ করেছেন।
থিকসানার ওভারে জোড়া ছক্কা সুদর্শনের
১৫তম ওভারে মাহিশ থিকসানার বলে ২টি ছক্কা মারেন সাই সুদর্শন। ওভারে ১২ রান ওঠে। ১৫ ওভার শেষে গুজরাটের স্কোর ২ উইকেটে ১৪৩ রান। ৪৮ রানে ব্যাট করছেন সুদর্শন। থিকসানা ৪ ওভারে ৩৬ রান খরচ করেছেন।
ঋদ্ধিমান সাহা আউট
১৩.৬ ওভারে দীপক চাহারের বলে মহেন্দ্র সিং ধোনির দস্তানায় ধরা পড়েন ঋদ্ধিমান সাহা। ৩৯ বলে ৫৪ রান করে মাঠ ছাড়েন ঋদ্ধি। মারেন ৫টি চার ও ১টি ছক্কা। ১৩১ রানে ২ উইকেট হারায় গুজরাট। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। চাহার ৪ ওভারে ৩৮ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
হাফ-সেঞ্চুরি ঋদ্ধির
৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ঋদ্ধিমান সাহা। ১৩তম ওভারে জাদেজার বলে ১টি চার মারেন ঋদ্ধি এবং ১টি ছক্কা মারেন সুদর্শন। ওভারে ১৫ রান ওঠে। ১৩ ওভার শেষে গুজরাটের স্কোর ১ উইকেটে ১২৪ রান। সাহা ৫৩ ও সুদর্শন ৩০ রানে ব্যাট করছেন। জাদেজা ৪ ওভারে ৩৮ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
পথিরানার ওভারে জোড়া বাউন্ডারি সুদর্শনের
১২তম ওভারে মাথিসা পথিরানার বলে ২টি চার মারেন সাই সুদর্শন। ওভারে ১৩ রান ওঠে। ১২ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ১ উইকেটে ১০৯ রান। ৪৮ রানে ব্যাট করছেন ঋদ্ধি। ২০ রান করেছেন সুদর্শন।
জাদেজার ওভারে ১০ রান
১১তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে ১টি চার মারেন ঋদ্ধি। ওভারে ১০ রান ওঠে। ১১ ওভার শেষে গুজরাটের স্কোর ১ উইকেটে ৯৬ রান। ঋদ্ধি ৪৭ ও সুদর্শন ১০ রানে ব্যাট করছেন। জাদেজা ৩ ওভারে ২৩ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
অর্ধেক ইনিংস শেষ
দশম ওভারে ৬ রান খরচ করেন মাহিশ থিসকানা। অর্ধেক ইনিংস শেষে গুজরাটের স্কোর ১ উইকেটে ৮৬ রান। ঋদ্ধি ৪১ ও সুদর্শন ৬ রানে ব্যাট করছেন। থিকসানা ৩ ওভারে ২৪ রান খরচ করেছেন।
জাদেজার ওভারে ৮ রান
নবম ওভারে রবীন্দ্র জাদেজার বলে ১টি চার মারেন ঋদ্ধিমান সাহা। ওভারে মোট ৮ রান ওঠে। ৯ ওভার শেষে গুজরাটের স্কোর ১ উইকেটে ৮০ রান। ঋদ্ধি ৩৭ রানে ব্যাট করছেন। জাদেজা ৩ ওভারে ১৩ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
থিকসানার ওভারে ৫ রান
অষ্টম ওভারে মাত্র ৫ রান খরচ করেন মাহিশ থিকসানা। ৮ ওভার শেষে গুজরাটের স্কোর ১ উইকেটে ৭২ রান। সাহা ৩১ রানে ব্যাট করছেন। থিকসানা ২ ওভারে ১৮ রান খরচ করেছেন।
শুভমন গিল আউট
৬.৬ ওভারে জাদেজার বলে শুভমন গিলকে স্টাম্প করেন ধোনি। ২০ বলে ৩৯ রান করে মাঠ ছাড়েন গিল। মারেন ৭টি চার। গুজরাট ৬৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সাই সুদর্শন। ঋদ্ধি ২৮ রানে ব্যাট করছেন।
পাওয়ার প্লে-তেই ৬০ টপকাল গুজরাট
ষষ্ঠ ওভারে থিকসানার বলে ৩টি চার মারেন গিল। ওভারে ১৩ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভারে গুজরাটের স্কোর বিনা উইকেটে ৬২ রান। গিল ৩৬ ও ঋদ্ধি ২৬ রানে ব্যাট করছেন।
চাহারের ওভারে ১১ রান
পঞ্চম ওভারে দীপক চাহারের বলে ১টি চার মারেন শুভমন গিল। ওভারে মোট ১১ রান ওঠে। ৫ ওভার শেষে গুজরাটের স্কোর বিনা উইকেটে ৪৯ রান। ঋদ্ধি ২৫ ও গিল ২৪ রানে ব্যাট করছেন। চাহার ৩ ওভারে ৩১ রান খরচ করেছেন।
তুষারের ওভারে ৩টি বাউন্ডারি গিলের
চতুর্থ ওভারে তুষার দেশপান্ডের বলে ৩টি চার মারেন শুভমন গিল। ওভারে ১৪ রান ওঠে। ৪ ওভার শেষে গুজরাটের স্কোর বিনা উইকেটে ৩৮ রান। ঋদ্ধি ২১ ও গিল ১৭ রানে ব্যাট করছেন। তুষার ২ ওভারে ১৮ রান খরচ করেছেন।
ব্যাট চালাচ্ছেন ঋদ্ধি
তৃতীয় ওভারে দীপক চাহারের বলে ১টি ছক্কা ও ২টি চার মারেন ঋদ্ধিমান সাহা। ওভারে ১৬ রান ওঠে। ৩ ওভার শেষে গুজরাটের স্কোর বিনা উইকেটে ২৪ রান। ঋদ্ধি ২০ রানে ব্যাট করছেন। চাহার ২ ওভারে ২০ রান খরচ করেছেন।
গিলের ক্যাচ ছাড়লেন চাহার
দ্বিতীয় ওভারে বল করতে আসেন তুষার দেশপান্ডে। চতুর্থ বলে শুভমন গিলের ক্যাচ ছাড়েন দীপক চাহার। ১.৪ ওভারে জীবনদান পাওয়ার সময় গিলের ব্যক্তিগত সংগ্রহ ছিল মাত্র ৩ রান। চেন্নাইকে এই ক্যাচ ছাড়ার বড়সড় মাশুল দিতে হয় কিনা, সেটা পরে বোঝা যাবে। আপাতত ২ ওভার শেষে গুজরাটের স্কোর বিনা উইকেটে ৮ রান।
আইপিএল ফাইনাল শুরু
যথারীতি শুভমন গিলকে নিয়ে ওপেন করতে নামেন ঋদ্ধিমান সাহা। চেন্নাইয়ের হয়ে বোলিং শুরু করেন দীপক চাহার। তৃতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন ঋদ্ধিমান। প্রথম ওভারে ৪ রান সংগ্রহ করে গুজরাট।
দু'দলের পরিবর্ত ক্রিকেটার
চেন্নাই- শিবম দুবে, মিচেল স্যান্টনার, সুভ্রাংশু সেনাপতি, শেক রশিদ ও আকাশ সিং।
গুজরাট- জোশ লিটল, ওডিন স্মিথ, কেএল ভরত, শিবম মাভি ও সাই কিশোর।
গুজরাটের প্রথম একাদশ
শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রশিদ খান, রাহুল তেওয়াটিয়া, নূর আহমেদ, মোহিত শর্মা ও মহম্মদ শামি।
চেন্নাইয়ের প্রথম একাদশ
রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, মইন আলি, আম্বাতি রায়াড়ু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মাহিশ থিকসানা ও মাথিসা পথিরানা।
টস জিতলেন ধোনি
গুজরাট টাইটানসের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর ফাইনালে টস জিতল চেন্নাই সুপার কিংস। টস জিতে মহেন্দ্র সিং ধোনি শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান গুজরাটকে। সুতরাং, আমদাবাদে রান তাড়া করবে সিএসকে। ম্যাচের মাঝে বৃষ্টি হলে পরের দিকে ব্যাট করা সহজ হয়ে দাঁড়াবে, সেই লক্ষ্যেই রান তাড়া করার সিদ্ধান্ত নেন ধোনি। গুজরাট দলনায়ক হার্দিক পান্ডিয়া জানান যে, তিনি টস জিতলে সম্ভবত রান তাড়া করার সিদ্ধান্তই নিতেন। সঙ্গ পান্ডিয়া এও জানান যে, তাঁর মন চাইছিল ব্যাট করতে। তাই টস হেরে অখুশি নন তিনি।
সমাপ্তি অনুষ্ঠান শুরু
আইপিএল ২০২৩-এর সমাপ্তি অনুষ্ঠান শুরু। মঞ্চ মাতাচ্ছেন কিং। মাঠে গা ঘামাচ্ছেন দু'দলের ক্রিকেটাররা। ওয়ার্ম-আপ সারছেন মহেন্দ্র সিং ধোনিও।
আজও দেখা মিলতে পারে বৃষ্টির
টসের সমেয় নয়, ম্যাচ শুরুর সময়েও নয়। বরং সোমবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বৃষ্টির দেখা মিলতে পারে রাত ৮টা থেকে ১০টার মধ্যে। যদিও বৃষ্টির দেখা মিললেও বেশিক্ষণ স্থায়ী হবে না তা। সুতরাং, সোমবার ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা কম।
মাইলস্টোনের সামনে ধোনি
আমদাবাদে গুজরাট টাইটানসের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর ফাইনাল ম্যাচটি হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির কেরিয়ারের ২৫০তম আইপিএল ম্যাচ। প্রথম ক্রিকেটার হিসেবে এমন দুর্দান্ত মাইলস্টোন ছুঁতে চলেছেন চেন্নাই দলনায়ক। উল্লেখযোগ্য বিষয় হল, গতবছর ধোনি যদি আইপিএলে না ফেরেন, তবে এটাই তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ হতে পারে।
আমদাবাদে বিপুল সমর্থন থাকবে চেন্নাইয়ের
নরেন্দ্র মোদী স্টেডিয়াম গুজরাট টাইটানসের ঘরের মাঠ হলেও ফাইনাল ম্যাচে গ্যালিরতে প্রচুর সংখ্যক চেন্নাই সমর্থক উপস্থিত থাকবেন। রবিবারই স্টেডিয়ামের অনেকটা জায়গা জুড়ে ছিল হলুদ জার্সি। সোমবার রিজার্ভ ডে-তে অনেক আগে থেকেই স্টেডিয়ামে ভিড় জমাচ্ছেন চেন্নাই সমর্থকরা।
মুখোমুখি লড়াইয়ে এগিয়ে গুজরাট
নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই আইপিএল ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামে গুজরাট। সেই ম্যাচে ধোনিদের হারিয়ে দেন হার্দিক পান্ডিয়ারা। পরে প্রথম কোয়ালিফায়ারে গুজরাটকে হারিয়ে চলতি মরশুমে মুখোমুখি লড়াইয়ের হিসাব ১-১ করে সিএসকে। যদিও সার্বিকভাবে চেন্নাই ও গুজরাট এর আগে আইপিএলে মোট ৪টি ম্য়াচে মাঠে নেমেছে। ৩টি ম্যাচ জিতেছে গুজরাট এবং ১টি ম্যাচ জিতেছে চেন্নাই।
খেলা না হলে চ্যাম্পিয়ন গুজরাট, কেন?
সোমবারও যদি আমবাদে বৃষ্টি হয় এবং ২০ ওভারের ম্যাচ আয়োজন করা না যায়, তবে ওভার কমিয়ে ফাইনাল আয়োজনের চেষ্টা করা হবে। অন্তত পক্ষে ৫ ওভার প্রতি ইনিংসের ম্যাচ আয়োজিত না হলে আইপিএল ফাইনালের ফলাফল নির্ধারিত হবে সুপার ওভারে। যদি সুপার ওভারও আয়োজন করা না যায়, তবে মাঠে না নেমেই চ্যাম্পিয়ন হয়ে যাবে গুজরাট টাইটানস। কেননা নিয়ম মতো প্লে-অফের আগে লিগ টেবিলে যে দলের অবস্থান ভালো ছিল, ম্যাচ আয়োজিত না হলে খেতাব উঠবে তাদের হাতে। এক্ষেত্রে গুজরাট লিগ টেবিলের শীর্ষে ছিল। চেন্নাই ছিল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।