HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > CSK vs GT IPL Final: শেষ ২ বলে ছয়-চার মেরে চেন্নাইকে জেতালেন জাদেজা, ফের আইপিএল চ্যাম্পিয়ন ধোনিরা

CSK vs GT IPL Final: শেষ ২ বলে ছয়-চার মেরে চেন্নাইকে জেতালেন জাদেজা, ফের আইপিএল চ্যাম্পিয়ন ধোনিরা

Chennai Super Kings vs Gujarat Titans IPL 2023 final Live Score: ডাকওয়ার্থ-লুইস নিয়মে জয়ের জন্য ১৫ ওভারে চেন্নাই সুপার কিংসের দরকার ছিল ১৭১ রান।

আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই। ছবি- এএফপি।

বৃষ্টির জন্য রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ২০২৩-এর ফাইনাল ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি। ম্যাচ গড়ায় রিজার্ভ ডে-তে। যদিও সোমবারও আমদাবাদে বৃষ্টির সম্ভাবনা ছিল এবং সেই সম্ভবনা সত্যি প্রমাণিত হয়। ক্রিকেটপ্রেমীরা আশঙ্কায় ছিলেন চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটানস ম্যাচ নির্বিঘ্নে আয়োজিত হওয়া নিয়ে। শেষমেশ দ্বিতীয় ইনিংসে ওভার কমিয়ে ম্যাচ খেলা হয় এবং ব্যাট-বলের ধুন্ধুমার লড়াই দেখা যায় মোতেরায়। শেষমেশ মহেন্দ্র সিং ধোনিরা নিজেদের পঞ্চম আইপিএল খেতাব হাতে তোলেন।

30 May 2023, 01:40 AM IST

পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই

শুরুতে ব্যাট করে গুজরাট টাইটানসের ৪ উইকেটে ২১৪ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। বৃষ্টির জন্য চেন্নাইয়ের জয়ের লক্ষ্যমাত্রা কমে দাঁড়ায় ১৫ ওভারে ১৭১ রানে। চেন্নাই ম্যাচের একেবারে শেষ বলে ৫ উইকেটের জয় ছিনিয়ে নেয়। ১৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭১ রান তুলে ফের আইপিএল চ্যাম্পিয়ন হয় সিএসকে। এই নিয়ে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয় সিএসকে। তারা সব থেকে বেশিবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নিরিখে মুম্বইয়ের রেকর্ড ছুঁয়ে ফেলে।

30 May 2023, 01:35 AM IST

রুদ্ধশ্বাস জয় চেন্নাইয়ের

শেষ ওভারের প্রথম বলে কোনও রান খরচ করেননি মোহিত শর্মা। দ্বিতীয় বলে ১ রান নেন দুবে। তৃতীয় বলে ১ রান নেন জাদেজা। চতুর্থ বলে ১ রান নেন দুবে। সুতরাং, জয়ের জন্য শেষ ২ বলে ১০ রান দরকার ছিল চেন্নাইয়ের। পঞ্চম বলে ছক্কা মারেন জাদেজা। জয়ের জন্য শেষ বলে চার রান দরকার চেন্নাইয়ের। শেষ বলে চার মেরে চেন্নাইকে ম্যাচ জেতান জাদেজা।

30 May 2023, 01:27 AM IST

শেষ ওভারে ১৩ রান দরকার চেন্নাইয়ের

১৪তম ওভারে ৮ রান খরচ করেন মহম্মদ শামি। চেন্নাইয়ের স্কোর ৫ উইকেটে ১৫৮ রান। জয়ের জন্য শেষ ওভারে ১৩ রান দরকার সিএসকের। দুবে ৩০ রানে ব্যাট করছেন। জাদেজা করেছেন ৪ রান। শামি ৩ ওভারে ২৯ রান খরচ করেছেন।

30 May 2023, 01:20 AM IST

মহেন্দ্র সিং ধোনি আউট

পরপর ২টি বলে ২টি উইকেট তুলে নিলেন মোহিত শর্মা। ১২.৫ ওভারে মোহিতের বলে ডেভিড মিলারের হাতে ধরা পড়েন মহেন্দ্র সিং ধোনি। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন মাহি। ১৪৯ রানে ৫ উইকেট হারায় চেন্নাই। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা। ১৩ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৫ উইকেটে ১৫০ রান। জয়ের জন্য ১২ বলে ২১ রান দরকার সিএসকের। দুবে ২৫ রানে ব্যাট করছেন। মোহিত ২ ওভারে ২৩ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন।

30 May 2023, 01:18 AM IST

আম্বাতি রায়াড়ু আউট

১৩তম ওভারে মোহিত শর্মার বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন আম্বাতি রায়াড়ু। তবে ১২.৪ ওভারে মোহিতের হাতেই ফিরতি ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি। ৮ বলে ১৯ রান করেন আম্বাতি। মারেন ১টি চার ও ২টি ছক্কা। চেন্নাই ১৪৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ধোনি।

30 May 2023, 01:11 AM IST

৩ ওভারে ৩৮ রান দরকার চেন্নাইয়ের

১২তম ওভারে রশিদ খানের বলে ২টি ছক্কা মারেমন শিবম দুবে। ওভারে ১৫ রান ওঠে। ১২ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ১৩৩ রান। জয়ের জন্য শেষ ৩ ওভারে ৩৮ রান দরকার সিএসকের। দুবে ২৫ রানে ব্যাট করছেন। রশিদ ৩ ওভারে ৪৪ রান খরচ করেছেন।

30 May 2023, 01:07 AM IST

অজিঙ্কা রাহানে আউট

১০.৫ ওভারে মোহিত শর্মার বলে বিজয় শঙ্করের হাতে ধরা পড়েন অজিঙ্কা রাহানে। ১৩ বলে ২৭ রান করেন তিনি। মারেন ২টি চার ও ২টি ছক্কা। চেন্নাই ১১৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আম্বাতি রায়াড়ু। ১১ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ১১৮ রান। দুবে ১২ রানে ব্যাট করছেন।

30 May 2023, 01:01 AM IST

১০০ টপকাল চেন্নাই

দশম ওভারে রশিদ খানের বলে ২টি চার মারেন অজিঙ্কা রাহানে। ওভারে ১৩ রান ওঠে। ১০ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ১১২ রান। ১১ বলে ২৬ রান করেছেন রাহানে। ৮ রান করেছেন দুবে। রশিদ ২ ওভারে ২৯ রান খরচ করেছেন।

30 May 2023, 12:57 AM IST

নূরের বোলিং কোটা শেষ

নবম ওভারে মাত্র ৫ রান খরচ করেন নূর আহমেদ। ৯ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ৯৯ রান। রাহানে ১৭ ও দুবে ৪ রানে ব্যাট করছেন। নূর ৩ ওভারে ১৭ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

30 May 2023, 12:51 AM IST

লিটলের ওভারে জোড়া ছক্কা রাহানের

অষ্টম ওভারে জোশ লিটলের বলে ২টি ছক্কা মারেন অজিঙ্কা রাহানে। ওভারে ১৬ রান ওঠে। ৮ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ৯৪ রান। ১৫ রানে ব্যাট করছেন রাহানে। লিটল ২ ওভারে ৩০ রান খরচ করেছেন।

30 May 2023, 12:46 AM IST

ডেভন কনওয়ে আউট

একই ওভারে চেন্নাই সুপার কিংসের দুই ওপেনারকে সাজঘরে ফেরালেন নূর আহমেদ। ৬.৬ ওভারে নূরের বলে মোহিত শর্মার হাতে ধরা পড়েন ডেভন কনওয়ে। ৭৮ রানে ২ উইকেট হারায় চেন্নাই। ব্যাট করতে নামেন অজিঙ্কা রাহানে। নূর ২ ওভারে ১২ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

30 May 2023, 12:43 AM IST

রুতুরাজ গায়কোয়াড় আউট

৬.৩ ওভারে নূর আহমেদের বলে রশিদ খানের হাতে ধরা পড়েন রুতুরাজ গায়কোয়াড়। ১৬ বলে ২৬ রান করেন তিনি। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। ৭৪ রানে ১ উইকেট হারায় চেন্নাই। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নামেন শিবম দুবে।

30 May 2023, 12:37 AM IST

লিটলকে ছক্কা হাঁকান কনওয়ে

ষষ্ঠ ওভারে জোশ লিটলের শেষ বলে ছক্কা হাঁকান ডেভন কনওয়ে। ওভারে ১৪ রান ওঠে। ৬ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ৭২ রান। ২২ বলে ৪৪ রান করেছেন ডেভন কনওয়ে। ১৪ বলে ২৫ রান করেছেন রুতুরাজ গায়কোয়াড়

30 May 2023, 12:31 AM IST

নূরের ওভারে ৬ রান

পঞ্চম ওভারে বল করতে আসেন নূর আহমেদ। তাঁর ওভারে ৬ রান সংগ্রহ করে চেন্নাই। ৫ ওভার শেষে সিএসকের স্কোর বিনা উইকেটে ৫৮ রান। রুতুরাজ ২৪ ও কনওয়ে ৩১ রানে ব্যাট করছেন।

30 May 2023, 12:28 AM IST

৫০ টপকাল চেন্নাই

চতুর্থ ওভারে বল করতে আসেন রশিদ খান। প্রথম বলে চার মারেন ডেভন কনওয়ে। পঞ্চম বলে ছক্কা হাঁকান রুতুরাজ। শেষ বলে চার মারেন তিনি। ওভারে ১৭ রান ওঠে। পাওয়ার প্লে-র ৪ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ৫২ রান। রুতুরাজ ২৩ ও কনওয়ে ২৭ রানে ব্যাট করছেন।

30 May 2023, 12:22 AM IST

শামির ওভারে জোড়া বাউন্ডারি কনওয়ের

তৃতীয় ওভারে মহম্মদ শামির প্রথম ২টি বলে ২টি চার মারেন ডেভন কনওয়ে। ওভারে ১১ রান ওঠে। ৩ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ৩৫ রান। ২২ রানে ব্যাট করছেন কনওয়ে। ১২ রান করেছেন রুতুরাজ। শামি ২ ওভারে ২১ রান খরচ করেছেন।

30 May 2023, 12:18 AM IST

হার্দিকের ওভারে ১৪ রান

দ্বিতীয় ওভারে বল করতে আসেন হার্দিক পান্ডিয়া। একটি চার ও ১টি ছক্কা মারেন ডেভন কনওয়ে। ওভারে ১৪ রান ওঠে। ২ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ২৪ রান। কনওয়ে ১২ ও রুতুরাজ ১১ রানে ব্যাট করছেন।

30 May 2023, 12:13 AM IST

বৃষ্টির পরে পুনরায় ম্যাচ শুরু

শামি নিজের ভাঙা ওভারের বাকি ৩টি বলে ৬ রান খরচ করেন। শেষ বলে চার মারেন রুতুরাজ। প্রথম ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ১০ রান। ১০ রানই করেছেন রুতুরাজ।

29 May 2023, 11:45 PM IST

খেলা শুরু হবে ১২টা ১০ মিনিটে

ম্যাচ শুরু হবে রাত ১২টা ১০ মিনিটে। খেলা হবে ১৫ ওভার। দ্বিতীয়বার মাঠ পরিদর্শনের পরে জানিয়ে দেন আম্পায়াররা। ওভার কমায় বদলে যায় চেন্নাইয়ের জয়ের টার্গেট। জয়ের জন্য ধোনিদের দরকার ১৭১ রান। সুতরাং, ১৪.৩ ওভারে চেন্নাইয়ের দরকার আরও ১৬৭ রান। ৪ ওভারের পাওয়ার প্লে। ৫ জন বোলার সর্বাধিক ৩ ওভার করে বল করতে পারবেন। ৫ অথবা ৬ ওভারের পরে নেওয়া যাবে প্রথম টাইম-আউট। ১০, ১১ অথবা ১২ ওভারের পরে নেওয়া যাবে দ্বিতীয় টাইম-আউট।

29 May 2023, 11:39 PM IST

মাঠ ঘুরে দেখছেন আম্পায়াররা 

ম্যাচ অফিসিয়ালরা দীর্ঘ সময় ধরে ঘুরে দেখছেন মাঠ। নিজেদের মধ্যে আলোচনা করছেন তিন আম্পায়ার ও ম্য়াচ রেফারি। সমস্যা ভিজে যাওয়া প্র্যাক্টিস পিচ নিয়ে। মাঠকর্মীরা পরিশ্রম করলেও ভিজে যাওয়া সেই অঞ্চলটি নিয়ে আম্পায়াররা পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি এখনও।

29 May 2023, 11:06 PM IST

পরবর্তী মাঠ পরিদর্শন ১১টা ৩০ মিনিটে

প্রথম দফায় মাঠের পরিস্থিতি দেখে খুশি নন আম্পায়াররা। তাই রাত ১১টা ৩০ মিনিটে আম্পায়াররা দ্বিতীয়বার মাঠ পরিদর্শনে নামবেন। তখন জানা যেতে পারে নতুন করে খেলা শুরু হবে কখন এবং ওভার কমবে কিনা।

29 May 2023, 10:27 PM IST

১০টা ৪৫ মিনিটে মাঠ পরিদর্শন 

বৃষ্টি থেমেছে। তুলে ফেলা হয়েছে পিচের কভার। একটি প্র্যাক্টিস পিচ ভিজে থাকায় ম্যাচ শুরু হতে সময় লাগবে। রাত ১০টা ৪৫ মিনিটে আম্পায়াররা মাঠ পরিদর্শনে নামবেন। তার পরে সিদ্ধান্ত নেওয়া হবে পুরো ২০ ওভারের খেলা হবে কিনা। যদিও নতুন করে বৃষ্টি না এলে ম্যাচ শুরু হওয়া কার্যত নিশ্চিত। রাত ১১টা ৪৫ মিনিটের মধ্যে খেলা শুরু হলে কোনও ওভার কাটা যাবে না।
আরও পড়ুন:- IPL 2023 Final: বৃষ্টিতে থমকে ম্যাচ, কতক্ষণ পরে ওভার কমবে? ওভার কমলে চেন্নাইয়ের টার্গেট কত হবে? দেখে নিন হিসাব

29 May 2023, 09:53 PM IST

চেন্নাইয়ের ইনিংস শুরু হতেই বৃষ্টিতে থমকে গেল ম্যাচ

রুতুরাজ গায়কোয়াড়কে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ডেভন কনওয়ে। গুজরাটের হয়ে বোলিং শুরু করেন মহম্মদ শামি। তৃতীয় বলে চার মেরে খাতা খোলেন রুতুরাজ। প্রথম ওভারের তৃতীয় বল হওয়ার পরেই বৃষ্টি নামে আমদাবাদে। ফলে খেলা থমকে যায় সাময়িকভাবে।

29 May 2023, 09:16 PM IST

রশিদ আউট, চেন্নাইয়ের সামনে বিরাট টার্গেট গুজরাটের

ইনিংসের শেষ বলে আউট হন রশিদ খান। পথিরানার বলে রুতুরাজের হাতে ধরা পড়েন তিনি। ২ বল খেলে খাতা খুলতে পারেননি রশিদ। গুজরাট নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২১৪ রান সংগ্রহ করে। হার্দিক ২টি ছক্কার সাহায্যে ১২ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। পথিরানা ৪ ওভারে ৪৪ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন। জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ২১৫ রান। উল্লেখ্য, আইপিএলের ফাইনালের ইতিহাসে এটিই সব থেকে বড় রানের ইনিংস। সেদিক থেকে রেকর্ড রান তাড়া করতে হবে ধোনিদের।

29 May 2023, 09:12 PM IST

শতরান হাতছাড়া সুদর্শনের

শেষ ওভারে পথিরানার প্রথম ২টি বলে ২টি ছক্কা মারেন সাই সুদর্শন। ১৯.৩ ওভারে পথিরানার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন তিনি। নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন সুদর্শন। ৮টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৯৬ রান করেন তিনি। গুজরাট ২১২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রশিদ খান।

29 May 2023, 09:08 PM IST

২০০ ছুঁল গুজরাট

১৯তম ওভারে দেশপান্ডের বলে ২টি ছক্কা মারেন হার্দিক পান্ডিয়া। ১টি চার মারেন সুদর্শন। ওভারে ১৮ রান ওঠে। ১৯ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ২ উইকেটে ২০০ রান। সুদর্শন ৮৪ রানে ব্যাট করছেন। ২১ রান করেছেন হার্দিক। তুষার দেশপান্ডে ৪ ওভারে ৫৬ রান খরচ করেছেন।

29 May 2023, 09:02 PM IST

পথিরানার ওভারে ৯ রান

১৮তম ওভারে ৯ রান খরচ করেন মাথিসা পথিরানা। ১৮ ওভার শেষে গুজরাটের স্কোর ২ উইকেটে ১৮২ রান। সুদর্শন ৭৯ ও হার্দিক ৮ রানে ব্যাট করছেন। পথিরানা ৩ ওভারে ৩২ রান খরচ করেছেন।

29 May 2023, 08:56 PM IST

দেশপান্ডের ওভারে ২০ রান

১৭তম ওভারে তুষার দেশপান্ডের বলে ১টি ছক্কা ও ৩টি চার মারেন সাই সুদর্শন। ওভারে ২০ রান ওঠে। ১৭ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ২ উইকেটে ১৭৩ রান। সুদর্শন ৭৬ রানে ব্যাট করছেন। ২ রান করেছেন হার্দিক। তুষার ৩ ওভারে ৩৮ রান খরচ করেছেন। 

29 May 2023, 08:49 PM IST

সাই সুদর্শনের হাফ-সেঞ্চুরি

৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সাই সুদর্শন। পথিরানার ওভারে ২টি চার মারেন সুদর্শন। ওভারে ১০ রান ওঠে। ১৬ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ২ উইকেটে ১৫৩ রান। সুদর্শন ৫৭ রানে ব্যাট করছেন। পথিরানা ২ ওভারে ২৩ রান খরচ করেছেন।

29 May 2023, 08:46 PM IST

থিকসানার ওভারে জোড়া ছক্কা সুদর্শনের

১৫তম ওভারে মাহিশ থিকসানার বলে ২টি ছক্কা মারেন সাই সুদর্শন। ওভারে ১২ রান ওঠে। ১৫ ওভার শেষে গুজরাটের স্কোর ২ উইকেটে ১৪৩ রান। ৪৮ রানে ব্যাট করছেন সুদর্শন। থিকসানা ৪ ওভারে ৩৬ রান খরচ করেছেন।

29 May 2023, 08:42 PM IST

ঋদ্ধিমান সাহা আউট

১৩.৬ ওভারে দীপক চাহারের বলে মহেন্দ্র সিং ধোনির দস্তানায় ধরা পড়েন ঋদ্ধিমান সাহা। ৩৯ বলে ৫৪ রান করে মাঠ ছাড়েন ঋদ্ধি। মারেন ৫টি চার ও ১টি ছক্কা। ১৩১ রানে ২ উইকেট হারায় গুজরাট। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। চাহার ৪ ওভারে ৩৮ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

29 May 2023, 08:33 PM IST

হাফ-সেঞ্চুরি ঋদ্ধির

৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ঋদ্ধিমান সাহা। ১৩তম ওভারে জাদেজার বলে ১টি চার মারেন ঋদ্ধি এবং ১টি ছক্কা মারেন সুদর্শন। ওভারে ১৫ রান ওঠে। ১৩ ওভার শেষে গুজরাটের স্কোর ১ উইকেটে ১২৪ রান। সাহা ৫৩ ও সুদর্শন ৩০ রানে ব্যাট করছেন। জাদেজা ৪ ওভারে ৩৮ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

29 May 2023, 08:30 PM IST

পথিরানার ওভারে জোড়া বাউন্ডারি সুদর্শনের

১২তম ওভারে মাথিসা পথিরানার বলে ২টি চার মারেন সাই সুদর্শন। ওভারে ১৩ রান ওঠে। ১২ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ১ উইকেটে ১০৯ রান। ৪৮ রানে ব্যাট করছেন ঋদ্ধি। ২০ রান করেছেন সুদর্শন।

29 May 2023, 08:27 PM IST

জাদেজার ওভারে ১০ রান

১১তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে ১টি চার মারেন ঋদ্ধি। ওভারে ১০ রান ওঠে। ১১ ওভার শেষে গুজরাটের স্কোর ১ উইকেটে ৯৬ রান। ঋদ্ধি ৪৭ ও সুদর্শন ১০ রানে ব্যাট করছেন। জাদেজা ৩ ওভারে ২৩ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

29 May 2023, 08:25 PM IST

অর্ধেক ইনিংস শেষ

দশম ওভারে ৬ রান খরচ করেন মাহিশ থিসকানা। অর্ধেক ইনিংস শেষে গুজরাটের স্কোর ১ উইকেটে ৮৬ রান। ঋদ্ধি ৪১ ও সুদর্শন ৬ রানে ব্যাট করছেন। থিকসানা ৩ ওভারে ২৪ রান খরচ করেছেন।

29 May 2023, 08:16 PM IST

জাদেজার ওভারে ৮ রান

নবম ওভারে রবীন্দ্র জাদেজার বলে ১টি চার মারেন ঋদ্ধিমান সাহা। ওভারে মোট ৮ রান ওঠে। ৯ ওভার শেষে গুজরাটের স্কোর ১ উইকেটে ৮০ রান। ঋদ্ধি ৩৭ রানে ব্যাট করছেন। জাদেজা ৩ ওভারে ১৩ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

29 May 2023, 08:16 PM IST

থিকসানার ওভারে ৫ রান

অষ্টম ওভারে মাত্র ৫ রান খরচ করেন মাহিশ থিকসানা। ৮ ওভার শেষে গুজরাটের স্কোর ১ উইকেটে ৭২ রান। সাহা ৩১ রানে ব্যাট করছেন। থিকসানা ২ ওভারে ১৮ রান খরচ করেছেন।

29 May 2023, 08:07 PM IST

শুভমন গিল আউট

৬.৬ ওভারে জাদেজার বলে শুভমন গিলকে স্টাম্প করেন ধোনি। ২০ বলে ৩৯ রান করে মাঠ ছাড়েন গিল। মারেন ৭টি চার। গুজরাট ৬৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সাই সুদর্শন। ঋদ্ধি ২৮ রানে ব্যাট করছেন।

29 May 2023, 08:05 PM IST

পাওয়ার প্লে-তেই ৬০ টপকাল গুজরাট

ষষ্ঠ ওভারে থিকসানার বলে ৩টি চার মারেন গিল। ওভারে ১৩ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভারে গুজরাটের স্কোর বিনা উইকেটে ৬২ রান। গিল ৩৬ ও ঋদ্ধি ২৬ রানে ব্যাট করছেন।

29 May 2023, 07:57 PM IST

চাহারের ওভারে ১১ রান

পঞ্চম ওভারে দীপক চাহারের বলে ১টি চার মারেন শুভমন গিল। ওভারে মোট ১১ রান ওঠে। ৫ ওভার শেষে গুজরাটের স্কোর বিনা উইকেটে ৪৯ রান। ঋদ্ধি ২৫ ও গিল ২৪ রানে ব্যাট করছেন। চাহার ৩ ওভারে ৩১ রান খরচ করেছেন।

29 May 2023, 07:53 PM IST

তুষারের ওভারে ৩টি বাউন্ডারি গিলের

চতুর্থ ওভারে তুষার দেশপান্ডের বলে ৩টি চার মারেন শুভমন গিল। ওভারে ১৪ রান ওঠে। ৪ ওভার শেষে গুজরাটের স্কোর বিনা উইকেটে ৩৮ রান। ঋদ্ধি ২১ ও গিল ১৭ রানে ব্যাট করছেন। তুষার ২ ওভারে ১৮ রান খরচ করেছেন।

29 May 2023, 07:48 PM IST

ব্যাট চালাচ্ছেন ঋদ্ধি

তৃতীয় ওভারে দীপক চাহারের বলে ১টি ছক্কা ও ২টি চার মারেন ঋদ্ধিমান সাহা। ওভারে ১৬ রান ওঠে। ৩ ওভার শেষে গুজরাটের স্কোর বিনা উইকেটে ২৪ রান। ঋদ্ধি ২০ রানে ব্যাট করছেন। চাহার ২ ওভারে ২০ রান খরচ করেছেন।

29 May 2023, 07:44 PM IST

গিলের ক্যাচ ছাড়লেন চাহার

দ্বিতীয় ওভারে বল করতে আসেন তুষার দেশপান্ডে। চতুর্থ বলে শুভমন গিলের ক্যাচ ছাড়েন দীপক চাহার। ১.৪ ওভারে জীবনদান পাওয়ার সময় গিলের ব্যক্তিগত সংগ্রহ ছিল মাত্র ৩ রান। চেন্নাইকে এই ক্যাচ ছাড়ার বড়সড় মাশুল দিতে হয় কিনা, সেটা পরে বোঝা যাবে। আপাতত ২ ওভার শেষে গুজরাটের স্কোর বিনা উইকেটে ৮ রান।

29 May 2023, 07:33 PM IST

আইপিএল ফাইনাল শুরু

যথারীতি শুভমন গিলকে নিয়ে ওপেন করতে নামেন ঋদ্ধিমান সাহা। চেন্নাইয়ের হয়ে বোলিং শুরু করেন দীপক চাহার। তৃতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন ঋদ্ধিমান। প্রথম ওভারে ৪ রান সংগ্রহ করে গুজরাট।

29 May 2023, 07:18 PM IST

দু'দলের পরিবর্ত ক্রিকেটার

চেন্নাই- শিবম দুবে, মিচেল স্যান্টনার, সুভ্রাংশু সেনাপতি, শেক রশিদ ও আকাশ সিং।
গুজরাট- জোশ লিটল, ওডিন স্মিথ, কেএল ভরত, শিবম মাভি ও সাই কিশোর।

29 May 2023, 07:16 PM IST

গুজরাটের প্রথম একাদশ

শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রশিদ খান, রাহুল তেওয়াটিয়া, নূর আহমেদ, মোহিত শর্মা ও মহম্মদ শামি।

29 May 2023, 07:15 PM IST

চেন্নাইয়ের প্রথম একাদশ

রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, মইন আলি, আম্বাতি রায়াড়ু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মাহিশ থিকসানা ও মাথিসা পথিরানা।

29 May 2023, 07:01 PM IST

টস জিতলেন ধোনি

গুজরাট টাইটানসের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর ফাইনালে টস জিতল চেন্নাই সুপার কিংস। টস জিতে মহেন্দ্র সিং ধোনি শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান গুজরাটকে। সুতরাং, আমদাবাদে রান তাড়া করবে সিএসকে। ম্যাচের মাঝে বৃষ্টি হলে পরের দিকে ব্যাট করা সহজ হয়ে দাঁড়াবে, সেই লক্ষ্যেই রান তাড়া করার সিদ্ধান্ত নেন ধোনি। গুজরাট দলনায়ক হার্দিক পান্ডিয়া জানান যে, তিনি টস জিতলে সম্ভবত রান তাড়া করার সিদ্ধান্তই নিতেন। সঙ্গ পান্ডিয়া এও জানান যে, তাঁর মন চাইছিল ব্যাট করতে। তাই টস হেরে অখুশি নন তিনি।

29 May 2023, 06:49 PM IST

সমাপ্তি অনুষ্ঠান শুরু

আইপিএল ২০২৩-এর সমাপ্তি অনুষ্ঠান শুরু। মঞ্চ মাতাচ্ছেন কিং। মাঠে গা ঘামাচ্ছেন দু'দলের ক্রিকেটাররা। ওয়ার্ম-আপ সারছেন মহেন্দ্র সিং ধোনিও।

29 May 2023, 06:34 PM IST

আজও দেখা মিলতে পারে বৃষ্টির

টসের সমেয় নয়, ম্যাচ শুরুর সময়েও নয়। বরং সোমবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বৃষ্টির দেখা মিলতে পারে রাত ৮টা থেকে ১০টার মধ্যে। যদিও বৃষ্টির দেখা মিললেও বেশিক্ষণ স্থায়ী হবে না তা। সুতরাং, সোমবার ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা কম।

29 May 2023, 06:06 PM IST

মাইলস্টোনের সামনে ধোনি

আমদাবাদে গুজরাট টাইটানসের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর ফাইনাল ম্যাচটি হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির কেরিয়ারের ২৫০তম আইপিএল ম্যাচ। প্রথম ক্রিকেটার হিসেবে এমন দুর্দান্ত মাইলস্টোন ছুঁতে চলেছেন চেন্নাই দলনায়ক। উল্লেখযোগ্য বিষয় হল, গতবছর ধোনি যদি আইপিএলে না ফেরেন, তবে এটাই তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ হতে পারে।

29 May 2023, 06:02 PM IST

আমদাবাদে বিপুল সমর্থন থাকবে চেন্নাইয়ের

নরেন্দ্র মোদী স্টেডিয়াম গুজরাট টাইটানসের ঘরের মাঠ হলেও ফাইনাল ম্যাচে গ্যালিরতে প্রচুর সংখ্যক চেন্নাই সমর্থক উপস্থিত থাকবেন। রবিবারই স্টেডিয়ামের অনেকটা জায়গা জুড়ে ছিল হলুদ জার্সি। সোমবার রিজার্ভ ডে-তে অনেক আগে থেকেই স্টেডিয়ামে ভিড় জমাচ্ছেন চেন্নাই সমর্থকরা। 

29 May 2023, 05:51 PM IST

মুখোমুখি লড়াইয়ে এগিয়ে গুজরাট

নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই আইপিএল ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামে গুজরাট। সেই ম্যাচে ধোনিদের হারিয়ে দেন হার্দিক পান্ডিয়ারা। পরে প্রথম কোয়ালিফায়ারে গুজরাটকে হারিয়ে চলতি মরশুমে মুখোমুখি লড়াইয়ের হিসাব ১-১ করে সিএসকে। যদিও সার্বিকভাবে চেন্নাই ও গুজরাট এর আগে আইপিএলে মোট ৪টি ম্য়াচে মাঠে নেমেছে। ৩টি ম্যাচ জিতেছে গুজরাট এবং ১টি ম্যাচ জিতেছে চেন্নাই।

29 May 2023, 05:13 PM IST

খেলা না হলে চ্যাম্পিয়ন গুজরাট, কেন?

সোমবারও যদি আমবাদে বৃষ্টি হয় এবং ২০ ওভারের ম্যাচ আয়োজন করা না যায়, তবে ওভার কমিয়ে ফাইনাল আয়োজনের চেষ্টা করা হবে। অন্তত পক্ষে ৫ ওভার প্রতি ইনিংসের ম্যাচ আয়োজিত না হলে আইপিএল ফাইনালের ফলাফল নির্ধারিত হবে সুপার ওভারে। যদি সুপার ওভারও আয়োজন করা না যায়, তবে মাঠে না নেমেই চ্যাম্পিয়ন হয়ে যাবে গুজরাট টাইটানস। কেননা নিয়ম মতো প্লে-অফের আগে লিগ টেবিলে যে দলের অবস্থান ভালো ছিল, ম্যাচ আয়োজিত না হলে খেতাব উঠবে তাদের হাতে। এক্ষেত্রে গুজরাট লিগ টেবিলের শীর্ষে ছিল। চেন্নাই ছিল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।

Latest News

কলকাতা হাইকোর্ট কিনে নিয়েছে বিজেপি, বিচারব্যবস্থাকে ফের বেলাগাম আক্রমণ মমতার মঞ্চে ভাষণের মাঝে অজ্ঞান হয়ে পড়লেন নিতিন গডকরি! গরমে ভোট প্রচারের সময় অসুস্থতা লালুর জামাইকে টিকিট দিয়েও সিদ্ধান্ত বদল সপার! কনৌজ থেকে লড়বেন অখিলেশ যাদব আমিরের ৩ নম্বর বিয়েটা কবে, প্রশ্ন কপিলের! জবাব মিস্টার পারফেকশনিস্টের ‘‌দুর্নীতি কলকাতা হাইকোর্টের রায়ে প্রমাণ হল’‌, এসএসসি কাণ্ডে ফোঁস করলেন বোস মাথায় ঝাঁকড়া চুল, স্ত্রী-পুত্রের সঙ্গে বসে বাংলার বিখ্যাত গায়ক, চিনতে পারছেন? ফুটবলার-সাপোর্ট স্টাফদের টাকা মেটাতে পারেনি, ফের হায়দরাবাদকে ব্যান করল FIFA গরমে দিনে কত গ্লাস জল খাওয়া সঠিক? ঠান্ডা জল বেশি খেলে আসতে পারে কোন বিপদ? আপাতত নতুন ক্রেডিট কার্ড দিতে পারবে না কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, এল RBIর নির্দেশ নন্দীগ্রাম TMC প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে ‘চোর চোর’ বলে তাড়া করলে বিজেপি

Latest IPL News

এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক IPL 2024- স্লো-টার্নার নয়, উঠল ৪২৩ রান, হেরে চিপকের পিচকেই দুষলেন CSK-র কোচ? যদি তখন এরকম করতে পারতাম.... নাইটদের সঙ্গে কাটানো দিনগুলি নিয়ে আক্ষেপ কুলদীপের IPL 2024 CSK vs LSG: রাহুলের এই সাহসী সিদ্ধান্তই বদলে দিল ম্যাচের রঙ! চুক্তি থেকে বাদ, আইপিএলে শতরানের পর জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন স্টইনিস সারাক্ষণ ধোনি, ধোনি কী! ক্যামেরাম্যান ফোকাস করতেই বোতল ছোড়ার ভয় দেখালেন মাহি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.