আইপিএলে এর থেকে ভালো শুরু আর কীভাবেই বা করতে পারতেন মাথিসা পথিরানা? ক'দিন আগেই যুব বিশ্বকাপ মাতিয়ে আসা শ্রীলঙ্কার পেসারের চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএল অভিষেক হয় রবিবার। ওয়াংখেড়ে স্টেডিয়ামে গুজরাট টাইটানসের বিরুদ্ধে সিএসকে প্রথমবার মাঠে নামায় ১৯ বছর বয়সী ক্রিকেটারকে, যাঁর বোলিং অ্যাকশন হুবহু লসিথ মালিঙ্গার মতো। যেকারণে, তাঁকে নতুন মালিঙ্গা নামেও ডাকা হয়।
গুজরাট ইনিংসের অষ্টম ওভারে পথিরানাকে প্রথমবার বল করতে ডাকেন ধোনি। প্রথম বলেই দুর্দান্ত ইয়র্কারে শুভমন গিলকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান নতুন মালিঙ্গা। গিল রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। সুতরাং, আইপিএলে নিজের প্রথম বলেই উইকেট তুলে নেন মাথিসা।
যদিও প্রথম বলে গিলের উইকেট নিলেও সেই ওভারে ম্যাথিউ ওয়েড ২টি বাউন্ডারি মারেন পথিরানার বলে। প্রথম ওভারে ১২ রান খরচ করে ১টি উইকেট নেন তিনি।
আরও পড়ুন:- CSK vs GT: এক মরশুমে সব থেকে বেশি ছক্কার রেকর্ড, আগের ১৪ বছরকে টপকে গেল IPL 2022
ইনিংসের ১৪তম ওভারে পথিরানা দ্বিতীয়বার বল করতে আসেন। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে তিনি সাজঘরে ফেরান হার্দিক পান্ডিয়াকে। পায়ের উপর ফুল-লেনথ বলে ব্যাটের কানা লাগিয়ে শিবম দুবের হাতে ধরা পড়েন হার্দিক। ২ ওভার বল করে মাথিসা ১৫ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।