বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > CSK vs KKR: 'পুজো শেষ, কলকাতা', দেবী দুর্গার বিদায়ের দিনই IPL ফাইনালে হার KKR-র
উচ্ছ্বাস চেন্নাইয়ের। হতাশ মর্গ্যান। (ছবি সৌজন্য আইপিএল)

CSK vs KKR: 'পুজো শেষ, কলকাতা', দেবী দুর্গার বিদায়ের দিনই IPL ফাইনালে হার KKR-র

সেই ম্যাচের সেরা প্রতিক্রিয়া, টুইট দেখে নিন এখানে।

দুর্গাপুজোর মধ্যে ছুটছিল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিজয়রথ। কিন্তু দশমীর দিন কলকাতা থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে নাইটদের স্বপ্নের বিসর্জন হল। শুক্রবার ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২৭ রানে হেরে গেলেন নাইটরা।

16 Oct 2021, 01:06:53 AM IST

'পুজো শেষ, কলকাতা', দেবী দুর্গার বিদায়ের দিনই IPL ফাইনালে হার KKR-র

কেকেআরের হারের পর এক নেটিজেন লেখেন, 'পুজো শেষ, কলকাতা।'

15 Oct 2021, 10:42:44 PM IST

গিলের ‘ক্যাচ’ লাগল স্পাইডার ক্যামে, পেলেন জীবনদান, মিমে ভরল টুইটার

দশম ওভারে রবীন্দ্র জাদেজার বলে শুভমন গিলের ক্যাচ নেন আম্বাতি রায়াডু। কিন্তু তারপর দেখা যায়, বল স্পাইডার ক্যামে লেগেছে। সেই বল বাতিল করে দেওয়া হয়। ফলে জীবনদান পান গিল। তারপরই ছড়িয়ে পড় মিম। 

15 Oct 2021, 09:39:48 PM IST

'চেন্নাই ও কলকাতা ধোনির জন্য করছে', কটাক্ষ নেটিজেনের

চেন্নাই সুপার কিংসের ঝোড়ো ইনিংস দেখে এক নেটিজেন বলেন, ‘ওরা ধোনির জন্য - সিএসকে এবং কেকেআর - দু'দলই।’

15 Oct 2021, 09:09:46 PM IST

'রায়াডু, জাদেজা এবং ব্র্যাভোরা ডিনার করতে পারেন’, CSK-র ব্যাটিংয়ে মুগ্ধ নেটিজেন

এক নেটিজেন বলেন, ‘আমার মতে, রায়াডু, জাদেজা এবং ব্র্যাভোরা ডিনার করতে পারেন।’

15 Oct 2021, 09:08:19 PM IST

১০০ তম আইপিএল ম্যাচে ২২ তম অর্ধশতরান ফ্যাফের

১০০ তম আইপিএল ম্যাচে ২২ তম অর্ধশতরান ফ্যাফ ডু'প্লেসিসের। অর্ধশতরানের মুহূর্ত। 

15 Oct 2021, 09:01:00 PM IST

‘বিয়েতে পাঁচ পেগ মদ খাওয়ার পর আমার ও বন্ধুদের অবস্থা’

আইপিএল ধারাভাষ্যকারদের ছবি নিয়ে ট্রোল হল টুইটারে। এক নেটিজেন বলেন, ‘পাঁচ পেগ (মদ খাওয়ার পর) আমি এবং আমার বন্ধুরা বিয়ের অনুষ্ঠানে পোজ দিচ্ছে।

15 Oct 2021, 08:32:36 PM IST

আটের নীচে রান রাখা যাবে না, মত নেটিজেনের

এক নেটিজেন বলেন, ‘ভালো পাওয়ার প্লে গিয়েছে। শট খেলার দিকে নজর দিতে হবে। প্রতি ওভারে আটের নীচে থাকলে তা কেকেআরের জন্য জয় হবে।’

15 Oct 2021, 08:25:17 PM IST

'বরুণকে তামিলে বলছেন DK, এক বর্ণও বুঝছেন না CSK ব্যাটাররা'

ইএসপিএন ক্রিক ইনফোর শশাঙ্ক কিশোর বলেন, ‘বরুণকে (চক্রবর্তী) তামিল ভাষায় উৎসাহ দিচ্ছেন ডিকে। চেন্নাইয়ের দুই ব্যাটার এক বর্ণও বুঝতে পারছেন না।’

15 Oct 2021, 08:04:17 PM IST

‘বড়সড় ভুল’, শাকিবের বলে ডু’প্লেসিসের স্টাম্পিং ফস্কালেন কার্তিক

তৃতীয় ওভারের প্রথম বলেই বড়সড় সুযোগ হাতছাড়া করেছেন দীনেশ কার্তিক। শাকিব আল হাসানের বলে ফ্যাফ ডু'প্লেসিস ক্রিজে থেকে বেরিয়ে এসেছিলেন। স্টাম্পিংয়ের সুযোগ ফস্কান দীনেশ। তা নিয়ে সাংবাদিক আয়াজ মেনন বলেন, ‘বড়সড় ভুল দীনেশ কার্তিকের। ফাফকে স্টাম্পিং করার সুযোগ হারালেন। বড়সড় মাশুল গুনতে হতে পারে।'

15 Oct 2021, 07:48:05 PM IST

‘শিশির ও মর্গ্যানের টস ভাগ্য দিয়ে IPL জয়ের চেষ্টা KKR-র'

এক নেটিজেন বলেন, ‘শিশির এবং টসের ক্ষেত্রে মর্গ্যানের যে ভাগ্য, তার উপর ভিত্তি করে পুরো আইপিএল জয়ের চেষ্টা করছে কেকেআর।’

15 Oct 2021, 07:45:00 PM IST

CSK vs KKR ফাইনালের লাইভ আপডেট দেখুন

CSK vs KKR ফাইনালের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন এখানে

15 Oct 2021, 07:44:04 PM IST

ফাইনাল দেখতে মাঠে চেতেশ্বর পূজারা, পরে হলুদ জার্সি

একজন বলেন, 'হলুদ জার্সিতে চে'কে (চেতেশ্বর পূজারা) দেখে ভালো লাগছে। পুজির জন্য জেতো।'

15 Oct 2021, 07:41:15 PM IST

'CSK-র জন্য ভালো খবর, KKR জেতার ভবিষ্যদ্বাণী গম্ভীরের'

এক নেটিজেন বলেন, ‘সিএসকের জন্য বাজে খবর : টসে হেরে প্রথমে ব্যাটিং করতে হচ্ছে। সিএসকের জন্য ভালো খবর : কেকেআর জিতবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন গৌতম গম্ভীর।’

15 Oct 2021, 07:41:15 PM IST

আইপিএল ফাইনালে মুখোমুখি চেন্নাই এবং কলকাতা 

আইপিএলে ফাইনালে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবং কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। যে ম্যাচ ঘিরে টুইটার-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় উন্মাদনা তুঙ্গে উঠেছে। সেই ম্যাচের সেরা প্রতিক্রিয়া, টুইট দেখুন।

বন্ধ করুন