'সব দলের কাছে হোম অ্যাডভান্টেজ রয়েছে, একমাত্র কেকেআর ছাড়া।' দীর্ঘ ১১ বছর পরে চিপকে চেন্নাই সুপার কিংসকে হারানোর পরে ঠিক এই ভাষাতেই ঘুরিয়ে ইডেন গার্ডেন্সকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন নীতীশ রানা। কেকেআর দলনায়কের ইঙ্গিত যদি যথাযথ হয়, তবে প্রশ্ন উঠতে বাধ্য যে, তাহলে কি নিজেদের হোম গ্রাউন্ডের পিচ নিয়ে খুশি নয় কলকাতা নাইট রাইডার্স?
নীতীশ রানা একাধিক ম্যাচে স্পষ্ট স্বীকার করে নেন যে, স্পিন বোলিংই তাঁদের শক্তি এবং তাঁরা এমন পিচে খেলতে চাইছেন, যেখানে বল ঘুরবে। ইডেনে পঞ্জাব কিংসকে হারানোর পরে নীতীশ রানা নিজেই জানিয়েছিলেন, অবশেষে তাঁরা হোম অ্যাডভান্টেজ পেয়েছেন। তাঁর সেই উক্তিতে ২টি দিক ধরা পড়ে। প্রথমত, তার আগের ম্য়াচগুলিতে ইডেনে পছন্দের পিচ পায়নি কেকেআর। দ্বিতীয়ত, তিনি অন্তত কোনও একটি ম্যাচে পছন্দ মতো বাইশগজ হাতে পেয়েছেন।
পঞ্জাব ম্যাচের সাফল্যে উদ্দীপ্ত হয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঠিক পরের ম্যাচেই পাঁচজন স্পিনার নিয়ে মাঠে নামে কলকাতা। পিচে বল ঘোরেনি, এমন অভিযোগ করতে পারবেন না রানা। কেননা যুজবেন্দ্র চাহাল একাই কোমর ভেঙে দেন নাইট রাইডার্সের। বল থমকে আসায় কলকাতা শুরুতে ব্যাট করে বড় রান করতে পারেনি। তবে সেই ম্যাচে নীতীশ নিজে প্রথম ওভারে বল করতে গিয়ে যশস্বীদের রানের হদিশ দিয়ে দেন। নিজেদের ভুলেই কেকেআর রাজস্থান ম্যাচে হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে পারেনি। তাহলে হঠাৎ ইডেনের পিচ নিয়ে কেন ক্ষোভ উগরে দিলেন রানা?
আরও পড়ুন:- CSK vs KKR: ১১ বছর পরে চিপকে ধোনিদের হারাল কেকেআর, প্লে-অফের দৌড়ে ভেসে রইলেন নীতীশরা
এখন চেন্নাইয়ের ঘূর্ণি পিচে সাফল্য পেতেই রানার মনে হওয়া স্বাভাবিক যে, ইডেনে এমন পিচ পেলে তাঁরা আরও কিছু ম্যাচ জিততে পারতেন। তবে সাম্প্রতিক সময়ে ইডেনের পিচের সম্ভাব্য আচরণ সম্পর্কে কি ওয়াকিবহাল ছিলেন না রানা? ইডেনের পিচ স্পিনারদের স্বর্গরাজ্য বলে একসময় অভিযোগ শোনা যেত। তবে সেই ছবিটা বদলায় সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবির দায়িত্ব নেওয়ার সময় থেকেই। সেই থেকেই ইডেনের পিচে গতি ও বাউন্সের হদিশ মেলে।
আরও পড়ুন:- SRH vs LSG: এটা যদি নো-বল না হয়…, থার্ড আম্পায়ারের উপরে ক্ষেপে লাল টম মুডি
এক্ষেত্রে একটি প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া বেশ মুশকিল। প্রথমত, হোম গ্রাউন্ডের চরিত্র অনুযায়ী দল গোছানো উচিত নাকি দলের শক্তি অনুযায়ী হোম গ্রাউন্ডের বাইশগজের চরিত্র বদলানো? আইপিএলের মতো লম্বা টুর্নামেন্টে অন্তত ৭টি ম্যাচ আয়োজন করতে হলে কোনও মাঠে প্রথম থেকেই ভাঙা পিচ উপহার দেওয়া সম্ভব কিনা, সেই প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারবেন কিউরেটরাই।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।