বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > CSK vs KKR: রাহুল দ্রাবিড়ের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে ফাইনালে রেকর্ড গড়লেন ধোনি

CSK vs KKR: রাহুল দ্রাবিড়ের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে ফাইনালে রেকর্ড গড়লেন ধোনি

আইপিএল ফাইনালে মহেন্দ্র সিং ধোনি ও ইয়ন মর্গ্যান। ছবি- এএনআই। (ANI)

২০১৩ সালে রাহুল দ্রাবিড় প্রথম ভারতীয় হিসাবে এই নজির গড়েছিলেন।

মহেন্দ্র সিং ধোনির কেরিয়ারে রেকর্ডের অন্ত নই। অধিনায়ক হোক বা ব্যাটার, দুই বিভাগেই ‘ক্যাপ্টেন কুল’র দখলে একগুচ্ছ রেকর্ড। নিজের কেরিয়ারের সায়াহ্নে এসেও রেকর্ড গড়ার ধারা অব্যাহত মাহির। আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের হয়ে টস করতে নেমেই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আরেক নজির গড়লেন।

বর্তমানে ধোনির বয়স ৪০ উর্ধ্বে। এর আগে আইপিএলে তো বটেই এমনকী টি-টোয়েন্টি ইতিহাসেও ভারতীয় অধিনায়কদের ফাইনালে অধিনায়কত্ব করার নজির কমই। এদিন কোন টি-টোয়েন্টি ফাইনালে মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে দলকে নেতৃত্ব দেওয়ার নজির গড়লেন ‘ক্যাপ্টেন কুল’। এর আগে একমাত্র রাহুল দ্রাবিড় চারের কোঠায় বয়স যাওয়ার পরও কোন ফাইনালে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। সেই ঘটনা ঘটেছিল ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ (বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে) ফাইনালে। 

এই ঘটনা দুটো জিনিস প্রমাণ করে। এক, ক্রিকেটার ধোনির দীর্ঘায়ু যা তাঁর দুরন্ত ফিটনেসের পরিচয় বাহক এবং দুই কেরিয়ারের সায়াহ্নে এসেও নেতা ধোনি নিজের গোল্ডেন টাচ ভোলেননি। এবার চেন্নাই সুপার কিংসের হয়ে ধোনি চতুর্থ আইপিএল খেতাব জিততে পারেন কি না, এখন সেটাই দেখার। এরপরেও ধোনিকে ভবিষ্যতেও সিএসকে অধিনায়কত্ব করতে দেখলে অন্তত পরিসংখ্যানের বিচারে অবাক হওয়ার কিছুই থাকবে না।

বন্ধ করুন