বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > CSK vs KKR: ‘পরেরবার কেউ নিলামে নেবে না’, মর্গ্যানের IPL ভবিষ্যৎ লিখে ফেলল নেট দুনিয়া

CSK vs KKR: ‘পরেরবার কেউ নিলামে নেবে না’, মর্গ্যানের IPL ভবিষ্যৎ লিখে ফেলল নেট দুনিয়া

আউট মর্গ্যান। (ছবি সৌজন্য আইপিএল)

এবার আইপিএলে একেবারে জঘন্য ফর্মে ছিলেন মর্গ্যান।

আগে থেকেই ইয়ন মর্গ্যানের বিরুদ্ধে রাগটা জমছিল। আইপিএল ফাইনালে হতাশাজনক হারের পর মর্গ্যানের বিরুদ্ধে সেই রাগের চূড়ান্ত বহিঃপ্রকাশ দেখল টুইটার। সেইসঙ্গে রীতিমতো ট্রোল করা হল তাঁকে। কেউ কেউ বলেই দিলেন, আগামী বছর নিলামে তাঁকে কেউ দলে নেবে না।

সোমবার ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স হার কার্যত নিশ্চিত হয়ে যাওয়ার পর এক নেটিজেন বলেন, ‘সেলমন ভইও জানেন, কীভাবে হিট অ্যান্ড রান করতে হবে। কিন্তু মর্গ্যান পারেন না।’ অপর এক নেটিজেন বলেন, ‘ইয়ন মর্গ্যান এত বাজে খেলেছেন যে নিজের দলকে ফাইনালে নিয়ে যাওয়া সত্ত্বেও পরের নিলামে তাঁকে হয়ত কেউ নেবে না।’ অপর এক নেটিজেন রীতিমতো খোঁচা দিয়ে বলেন, ‘ইয়ন, ট্রফি জিততে গেলে তোমায ফাইনাল জিততে হবে। সবসময় ওরকম হয় না। (২০১৯ সালে ৫০ ওভারের বিশ্বকাপে ইংল্যান্ডের সেই জয় নিয়ে খোঁচা দিয়েছেন ওই নেটিজেন।)’

এবার আইপিএলে একেবারে জঘন্য ফর্মে ছিলেন মর্গ্যান। ১৭ ম্যাচে করেছেন ১৩৩ রান। গড় ১১.০৮। সর্বোচ্চ ৪৭ অপরাজিত। যা মর্গ্যানের ভয়ানক ফর্মের জ্বলন্ত উদাহরণ। স্ট্রাইক রেট তো আরও ভয়ানক - ৯৫.৬৮। শুধু তাই নয়, এবারের আইপিএলের শেষ ম্যাচেও লজ্জার 'নজির' গড়েছেন মর্গ্যান। আইপিএলের ইতিহাসে কোনও মরশুমে (ন্যূনতম ১০ ইনিংস) অধিনায়কদের মধ্যে সবথেকে খারাপ ব্যাটিং গড়ের ‘নজির’ গড়েছেন তিনি। চলতি মরশুমে ১৭ ম্যাচে ১৩৩ রান করেছেন নাইট অধিনায়ক (১৬ ইনিংস)। গড় ১১.০৮। যা কিনা হরভজন সিং এবং শেন ওয়ার্নের মতো বোলার অধিনায়কের থেকেও কম। ২০১২ সালে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হরভজনের গড় ছিল ১২ (১৭ ম্যাচ, ১১ ইনিংস, ১০৮ রান, সর্বোচ্চ ৩৩)। ২০০৯ সালে রাজস্থান রয়্যালসের অধিনায়ক ওয়ার্নের ব্যাটিং গড় ১৩.৫ ছিল (১৩ ম্যাচ, ১১ ইনিংস, ১০৮ রান, সর্বোচ্চ অপরাজিত ৩৪)। অর্থাৎ যে অধিনায়কদের মূল শক্তি ব্যাটিং, তাঁদের সঙ্গে তুলনা তো বহু দূরের বিষয়। হরভজন এবং ওয়ার্নের মতো বোলাররাও অধিনায়ক হিসেবে ব্যাট হাতে বেশি রান করেছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'আপোষ না সংগ্রাম?' চিকিৎসকদের ‘ঘাড়ধাক্কা’ চন্দ্রিমার, ফুঁসলেন কিঞ্জল-শোভনরা প্রায় লক্ষাধিক টাকা অটোয় ফেলে নেমে যান যাত্রী, মানবিকতার পরিচয় দিলেন অটোচালক ‘বিনোদন জগতে লিঙ্গ সমতার আদৌ কোনও প্রয়োজন নেই...' বিস্ফোরক রাম কাপুর হাসপাতালে ভর্তি হয়েও শেষ রক্ষা হল না, গ্রেফতার টালা থানার প্রাক্তন ওসি শুক্রাদিত্য রাজযোগে ৬ রাশি হবে সম্পদে সমৃদ্ধ, দেখুন সাপ্তাহিক ট্যারো রাশিফল RG কর ধর্ষণ মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করল CBI! কোর্টে প্রশ্নের মুখে পড়েছিলেন 'শুধু অরিন্দম নয়, টলিপাড়ার মিছিলে আরও ২জন ছিলেন,তাঁরাও মহিলাদের সম্মান করেন না' একি অবস্থা! পাকিস্তানের মহিলা ক্রিকেটারদের দৈনিক ভাতাও দিতে পারছে না পিসিবি ‘ভিডিয়ো ছাড়াই বৈঠকে রাজি হই, তাও কার্যত ঘাড়ধাক্কা বের করে দিলেন চন্দ্রিমা’ আলু–পেঁয়াজ রফতানি স্বাভাবিক রাখার আর্জি ইউনুস সরকারের, পদ্মার ইলিশ অধরাই ভারতে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.