চারবারের চ্যাম্পিয়ন দল চার বছর পর নিজেদের মাঠে ফিরেই জিতল চেন্নাই। এই ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। শেষ পর্যন্ত দর্শকদের মুখে হাসি ফোটাল মহেন্দ্র সিং ধোনির ছেলেরা।
১২ রানে জিতল চেন্নাই
চলতি মরশুমে প্রথম জয় পেল চেন্নাই। নিজেদের ঘরের মাঠে লখনউকে হারাল মাহির দল। চেন্নাই-এর দেওয়া ২১৮ রান তাড়া করতে গিয়ে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে লখনউ তুলল ২০৫ রান। শেষ পর্যন্ত ১২ রানে হারতে হল তাদের।
আউট বাদোনি
১৮ বলে ২৩ রান করে আউট হলেন আয়ুষ বদোনি। ধোনির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন তিনি।
১৯ ওভার শেষে LSG-র স্কোর ১৯০/৬
৬ বলে দরকার ২৮ রান। আয়ুষ বাদোনি ও কৃষ্ণাপ্পা গৌতম কী করেন সেটাই দেখার।
১৮ ওভার শেষে LSG-র স্কোর ১৮১/৬
কৃষ্ণাপ্পা গৌতম ও আয়ুষ বাদোনি ক্রিজে রয়েছেন। দুই ওভারে কি ৩৭ রান করতে পারবে লখনউ?
১৭ ওভার শেষে LSG-র স্কোর ১৭৪/৬
১৮ বলে কি লখনউ ৪৪ রান করতে পারবে? বড় প্রশ্নের উত্তরের অপেক্ষায় কেএল রাহুলরা। মাঠে রয়েছেন আয়ুষ বাদোনি ও কৃষ্ণাপ্পা গৌতম।
আউট নিকোলাস পুরান
১৬ ওভার শেষে লখনউ-এর স্কোর ১৫৬/৬ রান। ২৪ বলে ৬২ করলে জিতবে লখনউ। এই ওভারের শেষ বলে ছক্কা মারতে গিয়ে আউট হলেন নিকোলাস পুরান।
১৫ ওভার শেষে LSG-র স্কোর ১৫০/৫
রবীন্দ্র জাদেজা এই ম্যাচে প্রথম বল করতে এলেন। তাঁর ওভারে ১৪ রান নিল লখনউ। ১৫ বলে ৩১ রান করে ক্রিজে রয়েছেন পুরান। বাদোনি ৪ বলে ৫ রান করে ক্রিজে রয়েছেন। ম্যাচ জিততে হলে ৩০ বলে লখনউকে করতে হবে ৬৮ রান।
১৪ ওভার শেষে LSG-র স্কোর ১৩৬/৫
স্ট্র্যাটেজিক টাইম আউট। মইন আলির স্পেল শেষ হয়েছে। বাকি ৬ ওভারে লখনউকে ম্যাচ জিততে হলে করতে হবে ৮২ রান। অর্থাৎ ৬ ওভারে নিকোলাস পুরান ও আয়ুষ বাদোনিদের ৮২ রান করতে হবে।
আউট মার্কাস স্টোইনিস
ফের উইকেট পেলেন মইন আলি। স্টোইনিসকে বোল্ড করলেন তিনি। ১৮ বলে ২১ কর সাজঘরে ফিরলেন স্টোইনিস।
১৩ ওভার শেষে LSG-র স্কোর ১২৮/৪
১৩ তম ওভারটি দারুণ করলেন মিচেল স্যান্টনার। মাত্র ৩ রান দিলেন তিনি।
১২ ওভার শেষে LSG-র স্কোর ১২৫/৪
এই ওভারটি করতে আসেন রাজবর্ধন হাঙ্গারগেকর। এই ওভারে ১৫ রান লিন লখনউ। নিকোলাস পুরান একটি ছক্কা ও দুটি বাউন্ডারি মারেন। ১২ বলে ১৭ রান করেছেন মার্কাস স্টোইনিস ও নিকোলাস পুরান ৭ বলে ১৬ রান করেছেন।
১১ ওভার শেষে LSG-র স্কোর ১১০/৪
মিচেল স্যান্টনার এই ওভারে বল করলেন এবং মাত্র ৫ রান দিলেন। ক্রিজে এখন রয়েছেন মার্কাস স্টোইনিস ও নিকোলাস পুরান। ম্যাচ জিততে লখনউ-এর ৫৪ বলে ১১০ রান দরকার।
দশ ওভার শেষে LSG-র স্কোর ১০৫/৪
দশ ওভার শেষে লখনউ-এর স্কোর চার উইকেটের বিনিময়ে ১০৫ রান। এই ওভারে ৯ রান দিয়ে এক উইকেট নিলেন তিনি।
আউট ক্রুণাল পান্ডিয়া
ফের একটি উইকেট শিকার করলেন মইন আলি। জাদেজার হাতে ক্যাচ দিয়ে ৯ রান করে সাজঘরে ফিরলেন ক্রুণাল পান্ডিয়া। ৯.৬ ওভারে লখনউ-এর স্কোর ১০৫/৪ রান।
নয় ওভার শেষে LSG-র স্কোর ৯৬/৩
২০ বল পরে ছক্কা মারল লখনউ। এই ওভারে ক্রুণাল পান্ডিয়া চেস করার চেষ্টা করছে লখনউ। মার্কাস স্টোইনিস চার বলে ৫ রান করেছেন এবং ক্রুণাল পান্ডিয়া ৬ বলে ৮ রান করে ক্রিজে রয়েছেন।
আট ওভার শেষে LSG-র স্কোর ৮৪/৩
এই ওভারে এক উইকেট নিয়ে দুই রান দিলেন মইন আলি।
আউট কেএল রাহুল
২০ রান করে সাজঘরে ফিরলেন লখনউ-এর ক্যাপ্টেন কেএল রাহুল। ৭.২ ওভারে লখনউ-এর স্কোর ৮২/৩ রান। মইন আলির বলে রুতুরাজের হাতে ক্যাচ দেন কেএল রাহুল।
আউট হুডা
ছয় বলে ২ রান করে আউট হলেন দীপক হুডা। স্যান্টনারের বলে বেন স্টোকসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন তিনি। লখনউ-এর স্কোর ৭ ওভার শেষ ৮২/২ রান।
ছয় ওভার শেষে LSG-র স্কোর ৮০/১
এই ওভারে একটি উইকেট হারায় লখনউ। এখন মেয়ার্স আউট হতে মাঠে নেমেছেন দীপক হুডা।
আউট মেয়ার্স
বড় উইকেট পেল চেন্নাই। মইন আলির বলে কনওয়ের হাতে ক্যাচ দিয়ে ৫৩ রান করে সাজঘরে ফিরলেন মেয়ার্স।
পঞ্চাশ করলেন কাইল মেয়ার্স
২১ বলে ৫৩ রান করলেন কাইল মেয়ার্স। জমে উঠেছে লখনউ বনাম চেন্নাই-এর লড়াই। দারুণ ভাবে রানের পাহাড়ে উঠছে লখনউ।
পঞ্চম ওভার শেষে LSG-র স্কোর ৭৩/০
২০ বলে ৪৮ রান করে খেলছেন কাইল মেয়ার্স। কেএল রাহুল ১২ বলে ১৮ রান করেছেন। ম্যাচ জিততে হলে লখনউকে ৯০ বলে ১৪৫ রান করতে হবে।
চতুর্থ ওভার শেষে LSG-র স্কোর ৫৬/০
তুষার দেশপাণ্ডের এই ওভারে ১৮ রান নিল কাইল মেয়ার্স ও কেএল রাহুল জুটি।
তৃতীয় ওভার শেষে LSG-র স্কোর ৩৮/০
মাত্র ১১ বলে ২৭ রান করেছেন কাইল মেয়ার্স। দীপক চাহারের এই ওভারে ১৩ রান নিল লখনউ। কেএল রাহুল ৭ বলে ১০ রান করে খেলছেন।
দ্বিতীয় ওভার LSG-র স্কোর ২৫/০
দারুণ শুরু করল লখনউ। কাইল মেয়ার্স ৫ বলে ১৫ রান করলেন। কেএল রাহুল ৭ বলে ১০ রান করে খেলছেন।
বল করতে এলেন বেন স্টোকস
আইপিএল শুরু আগে অনেকেই বলেছিলেন এবারে হয়তো বেন স্টোকসকে বল করতে দেখা যাবে না। কারণ তাঁর হাঁটুতে চোট রয়েছে। বলা হয়েছিল বেন স্টোকসকে ব্যাটার হিসাবেই দেখা যাবে। কিন্তু সেই অঙ্ক বদলে দিলেন ধোনি। এবার বেন স্টোকসকে বল করতে দেখা গেল।
প্রথম ওভার LSG-র স্কোর ৭/০
দীপক চাহারের ওভারে সাত রান নিল লখনউ। কেএল রাহুল ৫ বলে সাত রান করেছেন। কাইল মেয়ার্স রানের খাতা খোলেননি।
বড় রানের লক্ষ্য তাড়া করতে নামল লখনউ
মাঠে নামলেন কেএল রাহুল ও কাইল মেয়ার্স। চেন্নাই অম্বাতি রাইডুর জায়গায় ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নামলেন তুষার দেশপাণ্ডে। বল করতে এসেছেন দীপক চাহার।
২০ ওভার শেষে CSK-র স্কোর ২১৭/৭
বড় রানের টার্গেট দিল চেন্নাই। সাত ওভার শেষে ২১৭ রান তুলল CSK. এখন দেখার লখনউ কী করে?
আইপিএল-এ ৫০০০ রান করে আউট ধোনি
আইপিএল-এ ৫০০০ রান করে আউট হলেন মহেন্দ্র সিং ধোনি। মাহি মাঠে নেমে ২টি ছক্কা মারেন. পরে মার্ক উডের বলে বিষ্ণোই-এর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান।
আউট হলেন জাদেজা
মার্ক উডের বলে রবি বিষ্ণোই-এর হাতে ক্যাচ দিয়ে আউট হলেন রবীন্দ্র জাদেজা। মাঠে নামলেন মহেন্দ্র সিং ধোনি।
ইম্প্য়াক্ট প্লেয়ার পরিবর্তন করল লখনউ
২০ তম ওভারের শুরুতেই আবেশ খানের জায়গায় আয়ুষ বাদোনিকে মাঠে নিয়ে আসল লখনউ।
১৯ ওভার শেষে CSK-র স্কোর ২০৩/৫
২০০ টপকাল চেন্নাই। শেষ ওভারে কত রান আসে সেটাই এখন দেখার। জাদেজা ৫ বলে ৩ রান ও অম্বাতি রাইডু ১৩ বলে ২৬ রান করে ক্রিজে রয়েছেন।
১৮ ওভার শেষে CSK-র স্কোর ১৯৪/৫
জ্বলে উঠেছেন অম্বাতি রাইডু। মার্ক উডের এই ওভারে দুটো ছক্কা মারলেন তিনি। এই ওভারে চেন্নাই ১৬ রান নিল।
১৭ ওভার শেষে CSK-র স্কোর ১৭৮/৫
আউট হলেন বেন স্টোকস। আইপিএল-এ ৫০তম উইকেট শিকার করলেন আবেশ খান। ১৭ ওভার শেষে CSK-র স্কোর ১৭৮/৪ রান।
১৬ ওভার শেষে CSK-র স্কোর ১৭০/৪
মইন আলির জায়গায় মাঠে নামলেন অম্বাতি রায়ডু। রানের পাহাড় গড়তে তৈরি চেন্নাই। শেষ হয়েছে রবি বিষ্ণোই-এর স্পেল।
আউট হলেন মইন আলি
৩.২ ওভার বল করে ২৪ রান দিয়ে তিন উইকেট শিকার করলেন রবি বিষ্ণোই। ১৫.২ ওভারে চেন্নাই-এর শিকার ১৬৬/৪ রান।
১৫ ওভার শেষে CSK-র স্কোর ১৬৪/৩
আবেশ খানকে পরপর তিনটে চার মারলেন মইন আলি। এই ওভারে মোট ১৪ রান নিল চেন্নাই।
১৪ ওভার শেষে CSK-র স্কোর ১৫০/৩
মাত্র ১৪ ওভারে ১৫০ রান করল চেন্নাই। তবে তার মাঝেই তিনটি উইকেট হারল তারা। এই ওভারে ১৩ রান করল চেন্নাই। এই ওভারে দুটি ব্যাক টু ব্যাক ছক্কা মেরে ওউট হন শিবম দুবে।
আউট হলেন শিবম দুবে
১৬ বলে ২৭ রান করে রবি বিষ্ণোই-র শিকার হলেন শিবম দুবে। ১৬ বলে ২৭ রান করে সাজঘরে ফিরলেন শিবম দুবে। নিজের ইনিংসে তিনটি ছক্কা ও একটি চার মারলেন তিনি।
১৩ ওভার শেষে CSK-র স্কোর ১৩৭/২
ছন্দে ফিরছেন শিবম দুবে। মইন আলি ৮ বলে ৬ রান ও শিবম দুবে ১২ বলে ১৫ রান করে ক্রিজে রয়েছেন।
১২ ওভার শেষে CSK-র স্কোর ১২৫/২
ম্যাচে ফেরার চেষ্টা করছে লখনউ। রবি বিষ্ণোই নিজের এই ওভারে দিলেন মাত্র পাঁচ রান। ক্রিজে রয়েছেন শিবম দুবে ও মইন আলি।
১১ ওভার শেষে CSK-র স্কোর ১২০/২
মার্ক উডের ওভারে ৬ রান নিল চেন্নাই। একটা উইকেট পেল লখনউ।
ক্রুণাল পান্ডিয়ার অসাধারণ ক্যাচ
মাত্র তিন রানের জন্য পঞ্চাশ করতে পারলেন না ডেভন কনওয়ে। ২৯ বলে ৪৭ রান করে মার্ক উডের বলে ক্রুণাল পান্ডিয়ার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন কনওয়ে। ১০.২ ওভারে ১১৮/২ তুলল চেন্নাই।
১০ ওভার শেষে CSK-র স্কোর ১১৪/১
দারুণ ওভার করলেন রবি বিষ্ণোই। এই ওভারে তিনি মাত্র চার রান দিলেন। কনওয়ে ২৭ বলে ৪৩ রান করেন তিনি। রুতুরাজের জায়গায় শিবম দুবে ব্য়াট করতে নেমেছেন। তিনি ৩ বলে ১ রান করেছেন।
আউটটটট
রুতুরাজের উইকেট শিকার করলেন রবি বিষ্ণোই। ৩১ বলে ৫৭ রান করে মার্ক উডের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন রুতুরাজ। ৯.১ ওভারে CSK স্কোর ১১০/১ রান।
৯ ওভার শেষে CSK-র স্কোর ১১০/০
৩০ বলে ৫৭ রান করে খেলছেন রুতুরাজ। ২৫ বলে ৪০ রান করে খেলছেন কনওয়ে।
৮ ওভার শেষে CSK-র স্কোর ১০১/০
১০০ টপকাল চেন্নাই। মাত্র ৮ ওভারেই এমনটা করল CSK. ২৬ বলে ৫০ রান করে খেলছেন তিনি ২৩ বলে ৩৯ রান করে খেলছেন কনওয়ে।
রুতুরাজের অর্ধশতরান
মাত্র ২৫ বলে ৫০ করলেন রুতুরাজ। ৭.২ ওভারে CSK স্কোর ৮৮/০ রান। এখনও পর্যন্ত ২টি চার ও চারটি ছক্কা মেরেছেন তিনি।
৭ ওভার শেষে CSK-র স্কোর ৮৬/০
২৪ বলে ৪৯ রান করে মাঠে রয়েছেন রুতুরাজ। কনওয়ে ২৬ রান করে খেলছেন।
৬ ওভার শেষে CSK-র স্কোর ৭৯/০
শেষ হল পাওয়ার প্লে। এই পাওয়ার প্লে নিজেদের নামে করল চেন্নাই। ৬ ওভারে শেষে CSK রান ৭৯/০। রুতুরাজ করেছেন ২০ বলে ৪৬ রান ও ডেভন কনওয়ে করেছেন ১৬ বলে ২৩ রান।
পাঁচ ওভার শেষে CSK-র স্কোর ৬০/০
ম্যাচের পঞ্চম ওভার বল করতে আসেন কৃষ্ণাপ্পা গৌতম। নিজের ওভারের দ্বিতীয়, চতুর্থ ও ছয় নম্বর বলে ছক্কা হজম করেন তিনি। রুতুরাজের দারুণ শট দেখা গেল। ১৮ বলে ৪০ রান করেন তিনি। এই ওভারে ২০ নেয় CSK.
চার ওভার শেষে CSK-র স্কোর ৪০/০
রুতুরাজ ১২ বলে ২০ রান করে খেলছেন, কনওয়ে ১২ বলে ১৪ রান করে খেলছেন। ক্রুণাল পান্ডিয়ার এই ওভারে সাত রান দিয়েছিলেন।
৩ ওভার শেষে CSK-র স্কোর ৩৩/০
রুতুরাজ ও কনওয়ের জুটিতে এগিয়ে চলেছে CSK-এর ইনিংস। রুতুরাজ ৮ বলে ১৪ রান ও কনওয়ে ১০ বলে ১৩ রান করে খেলছেন। এই ওভারে CSK ১০ রান নিয়েছে।
দ্বিতীয় ওভার শেষে CSK-র স্কোর ২৩/০
দ্বিতীয় ওভারে বল করতে এসেছিলেন আবেশ খান। অনেক রান দিলেন তিনি। এই ওভারে ১৭ রান দিলেন তিনি।
প্রথম ওভারে ৬ রান
কাইল মেয়র্সের ওভারে রুতুরাজ তিন বলে ৩ রান ও ডেভন কনওয়ে ৩ বলে ২ রান করেছেন। প্রথম ওভারে ছয় রান করল LSG.
শুরুর আগেই বন্ধ খেলা
মাঠে মাঝে কুকুর ঢুকে পড়েছে এবং সেই কারণে খেলা শুরু হতে দেরি হচ্ছে। মাঠের কর্মীরা কুকুরটিকে বের করার চেষ্টা করছেন। কিন্তু সেটি করতে বেশ বেগ পেতে হল।
আপনারা তৈরি তো শুরু হচ্ছে আজকের ম্য়াচ
আপনারা তৈরি তো শুরু হচ্ছে আজকের ম্য়াচ। ব্যাট হাতে মাঠে নামছেন রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে। বল হাতে তৈরি হয়েছেন কাইল মেয়ার্স।
টসের পরে কী বললেন ধোনি?
এখানে ফিরে আসার বিষয়টা অনেক বড়। আইপিএল ২০০৮ সালে শুরু হয়েছিল কিন্তু আমরা এখানে খুব বেশি ক্রিকেট খেলিনি। মাত্র ৫-৬ মরশুম আমরা এখানে খেলছি। এই প্রথম পূর্ণাঙ্গ স্টেডিয়াম চালু হবে, এর আগে কয়েকটি স্ট্যান্ড খালি ছিল। সত্যিই আনন্দিত যে আমরা এখানে চিপকে আমাদের সমস্ত হোম গেম খেলতে পারব, এর অর্থ অনেক। এই খেলার জন্য একই স্কোয়াড. আমাদের পরিস্থিতি মূল্যায়ন চালিয়ে যেতে হবে এবং আমাদের লক্ষ্যগুলিকে পুনঃবিবেচনা করতে হবে, একটি বাস্তবসম্মত লক্ষ্য মনে রাখতে হবে এবং সেখান থেকে এটি গ্রহণ করতে হবে।
টস জিতে কী বললেন রাহুল?
আমরা প্রথমে বোলিং করব। আমরা কত রান তাড়া করছি সেটা জানতে চাই। এটা DC-র বিরুদ্ধে আমাদের সত্যিই ভালো পারফরম্যান্স ছিল। খেলার সব দিকেই আমরা ভালো করেছি। আমাদের আজ আবার সেই রকম খেলতে হবে এবং সেই পারফরম্যান্সের উন্নতি করতে হবে। জয়দেব উনাদকাটের জায়গায় দলে যশ ঠাকুর এসেছেন।
দেখুন লখনউ সুপার জায়ান্টস-এর প্লেয়িং ইলেভেন-
কেএল রাহুল (অধিনায়ক), কাইল মায়ার্স, দীপক হুডা, ক্রুণাল পান্ডিয়া, মার্কাস স্টোইনিস, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), কৃষ্ণাপ্পা গৌতম, মার্ক উড, রবি বিষ্ণোই, যশ ঠাকুর, আবেশ খান
দেখুন চেন্নাই সুপার কিংস-এর প্লেয়িং ইলেভেন
ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, মইন আলি, বেন স্টোকস, অম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (ডব্লিউ/সি), শিবম দুবে, মিচেল স্যান্টনার, দীপক চাহার, আরএস হ্যাঙ্গারগেকার
টস জিতল লখনউ
টস জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নিল কেএল রাহুলের লখনউ সুপার জায়ান্টস।প্রথমে ব্যাট করতে নামবে চেন্নাই সুপার কিংস।
দেখে নিন লখনউ সুপার জায়ান্টসের কৌশল এবং একাদশ
লখনউ সুপার জায়ান্টস প্রথমে ব্য়াট করলে সম্ভাব্য একাদশ- লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), কাইল মেয়ার্স, দীপক হুডা, নিকোলাস পুরাণ, মার্কাস স্টোইনিস, আয়ুষ বাদোনি, ক্রুণাল পান্ডিয়া, আবেশ খান, রবি বিষ্ণোই, অমিত মিশ্র, মার্ক উড।প্রথমে যদি লখনউ বোলিং করে সেক্ষেত্রে কৃষ্ণাপ্পা গৌতমই হয়তো শুরু করবেন। রান তাড়া করার সময় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হতে পারে বাদোনিকে। প্রথম ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার ব্যবহারে লেটার মার্কস পেয়েছেন রাহুলরা। ১৯.৫ ওভারে আয়ুষ বাদোনি আউট হওয়ার পর কে গৌতমকে নামিয়েছিল লখনউ। যিনি একমাত্র বলে ছক্কা মেরেছিলেন। তার পর শিশিরের মধ্যে ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২৩ রান খরচ করেছিলেন। সোমবারও গৌতমকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যবহার করতে পারে লখনউ। দিল্লির বিরুদ্ধে ৩ ওভারে ৩৯ রান খরচ করা জয়দেব উনাদকটের পরিবর্তে বাড়তি স্পিনারও খেলাতে পারে লখনউ।
CSK-এর স্ট্র্যাটেজি এবং একাদশ কী হতে পারে?
প্রথমে চেন্নাই সুপার কিংস ব্যাট করলে সম্ভাব্য একাদশ- রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, বেন স্টোকস, মইন আলি, অম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মিচেল স্যান্টনার, দীপক চাহার, রাজবর্ধন হাঙ্গারগেকর।
চিপকে CSK-এর রেকর্ডটা জেনে নিন
দীর্ঘ চার বছরের অপেক্ষার পর চিপকে একটি ম্যাচ খেলতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস। চিপকে সিএসকে-র একটি শক্তিশালী ঘাঁটি হিসাবে বিবেচনা করা হয়। ধোনির দল এই মাঠে ৫৬টি ম্যাচের মধ্যে ৪০টি জিতেছে। শেষ ২১টি ম্যাচে, CSK এখানে দুটি ম্যাচ হেরেছে, তাও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এমন অবস্থায় এই মাঠে লখনউ-এর বিরুদ্ধে নামার আগে চেন্নাইয়ের আত্মবিশ্বাস খুব শক্তিশালী হবে।
দুই দলের মধ্যে কতগুলো ম্যাচ হয়েছে এবং কারা এগিয়ে?
আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত দুটি দলের মধ্যে মাত্র একটি ম্যাচ হয়েছে। ৩১ মার্চ, ২০২২-এ, মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লখনউ সুপার জায়ান্টস দল সেবারে চেন্নাই সুপার কিংসকে ছয় উইকেটে পরাজিত করেছিল। সেই ম্যাচে, এভিন লুইস ছয়টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ২৩ বলে অপরাজিত ৫৫ রান করে ম্যাচ সেরার খেতাব জিতেছিলেন। লুইসের শক্তিশালী ইনিংসের জন্য লখনউ তিন বল বাকি থাকতেই ২১১ রানের লক্ষ্য অর্জন করেছিল।
কী বলছে পিচ রিপোর্ট?
চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়ান্টসের মধ্যে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে। এটি চেন্নাই সুপার কিংসের হোম গ্রাউন্ড। অন্যদিকে, আমরা যদি এখানকার পিচের কথা বলি, এই মাঠের পিচ খুবই ধীর, এমন পরিস্থিতিতে এখানে স্পিনাররা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। সিএসকে শিবিরে একাধিক স্পিনারও রয়েছেন। এমন অবস্থায় তাদের ঘরের মাঠে হারানো খুবই কঠিন হবে।
কেমন থাকবে আজকের আবহাওয়া?
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের এই ম্যাচটি তাদের ঘরের মাঠ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে খেলা হবে। অন্যদিকে, ম্যাচের আগে আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, ৩ এপ্রিল চেন্নাইয়ে আবহাওয়া স্বাভাবিক থাকবে। দিনের বেলা তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং রাতে ২৮ ডিগ্রি থাকতে পারে। আকাশ পরিষ্কার থাকবে। ভক্তদের জন্য দারুণ খবর হল ম্যাচ চলাকালীন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এমন পরিস্থিতিতে একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে পাবেন ভক্তরা।
HT বাংলার লাইভে আপনাকে স্বাগত
আজ আইপিএলের ষষ্ঠ ম্যাচে চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টসের মধ্যে কঠিন লড়াই হতে চলেছে। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে দুই দলের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুই দলেরই এটি হবে দ্বিতীয় ম্যাচ। একদিকে নিজেদের প্রথম ম্যাচে গুজরাটের কাছে হারতে হয়েছে চেন্নাইকে। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে বড় ব্যবধানে হারিয়েছে রাহুলের লখনউ সুপার জায়ান্টস। এমন পরিস্থিতিতে আজ দর্শকরা দুই দলের মধ্যে উত্তেজনাপূর্ণ লড়াই দেখার অপেক্ষায়।