বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > CSK vs MI: ‘ম্যাজিশিয়ান’ ধোনির এক চালেই কেঁপে গেলেন রোহিত, আউট ঠিক পরের বলেই- ভিডিয়ো

CSK vs MI: ‘ম্যাজিশিয়ান’ ধোনির এক চালেই কেঁপে গেলেন রোহিত, আউট ঠিক পরের বলেই- ভিডিয়ো

ধোনির চালে কুপোকাত রোহিত, উচ্ছ্বাস চাহারের। (ছবি সৌজন্যে, ভিডিয়ো IPL)

মহেন্দ্র সিং ধোনির মগজাস্ত্রে কেঁপে গেলেন রোহিত শর্মা। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনি এমন পরিকল্পনা করেন যে দিশেহারা হয়ে পড়েন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। আউট হয়ে যান পরের বলেই।

স্রেফ একটা চাল খেললেন মহেন্দ্র সিং ধোনি। তাতেই যেন আতঙ্কের চোরাস্রোত বয়ে গেল রোহিত শর্মার মধ্যে দিয়ে। পরের বলেই আউট হয়ে গেলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। যে আউট দেখে ধোনির মগজাস্ত্রকে কুর্নিশ জানাতে কোনও কসুর করলেন না নেটিজেনরা। আর ওই উইকেটটা যে ধোনির মগজাস্ত্রের ফসল ছিল, তা বোলার দীপক চাহারের প্রতিক্রিয়া দেখেই বোঝা গেল। রোহিত আউট হওয়ার পরেই ধোনির দিকে ইঙ্গিত করে হাসতে থাকেন। ধোনির চোখেমুখেও যেন তৃপ্তি ধরা পড়ে।

শনিবার চিপক স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নেমে শুরুতেই চাপে পড়ে যায় মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে আউট হয়ে যান ক্যামেরন গ্রিন। তৃতীয় ওভারে ইশান কিষানকে প্যাভিলিয়নে ফেরতে পাঠিয়ে দেন দীপক চাহার। তারপর ক্রিজে আসেন নেহাল ওয়াধেরা। এক রান নিয়ে রোহিতকে স্ট্রাইক দেন। প্রথম বলে কোনও রান নিতে পারেননি রোহিত। তারপরেই ধোনি ম্যাজিকের সাক্ষী থাকে চিপক।

আরও পড়ুন: CSK vs MI Live Updates: নেহালকে নিয়ে লড়ছেন সূর্যকুমার, ৫০ টপকাল মুম্বই ইন্ডিয়ান্স

পেসারদের ক্ষেত্রে উইকেটকিপাররা যেখানে দাঁড়িয়ে থাকেন, সেখানে না দাঁড়িয়ে উইকেটের একেবারে পিছনে চলে আসেন। কারণ রোহিত স্টেপ-আউট করে খেলতে ভালোবাসেন। ক্রিজ থেকে বেরিয়ে এসে দুর্দান্ত সব শট মারেন। আর চাহার যেহেতু বল করছিলেন, তাঁর সুইংয়ের মোকাবিলা করতেও ক্রিজের বাইরে বেরিয়ে আসতেন রোহিত। মুম্বইয়ের অধিনায়কের সেই পরিকল্পনা ভেস্তে দিতেই পালটা চাল খেলেন ধোনি। তাতেই বাজিমাত করেন।

ধোনি একেবারে উইকেটের পিছনে থাকায় ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ার সাহস দেখাতে পারেননি রোহিত। বরং রানের গতি বাড়াতে উদ্ভট শট মারার চেষ্টা করেন। যা একেবারেই রোহিত-সুলভ নয়। মিডল স্টাম্প এবং লেগস্টাম্পে থাকা চাহারের গুড লেংথের বলে স্কুপ করার চেষ্টা করেন। কিন্তু যতটা শর্ট হলে স্কুপ মারা যেত, সেটা ছিল না। রোহিত কিছুটা আগেও খেলে ফেলেন। বলটা তাঁর বুড়ো আঙুলে লেগে পয়েন্টের দিকে উড়ে যায়। শর্ট থার্ডের কাছে বলটা তালুবন্দি করেন রবীন্দ্র জাদেজা। তিন বলে কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরে যান রোহিত।

আরও পড়ুন: Hardik comparing CSK and MI: টাকা উড়িয়ে জিততে চায় MI, CSK প্লেয়ার তৈরি করে, হার্দিকের কথায় চটল মুম্বই ভক্তরা

(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

জারি আন্দোলন, তবে কাজে ফেরা নিয়ে দ্বিধাবিভক্ত জুনিয়র ডাক্তাররা: রিপোর্ট শনিদেব আবার বদলাচ্ছেন ঘর, বড় বদল আসবে জীবনে! কোন ৫ রাশিকে থাকতে হবে সতর্ক আন্দোলনরত চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় জিনিস চাওয়ায় 'ভিক্ষা'র পরামর্শ অগ্নিকে! ‘অভিনয় করি চাননি, ১৮তেই বিয়ে দিতে চেয়েছিলেন বাবা’, ধর্মেন্দ্রকে নিয়ে বলছেন এষা বোটানিক্যাল গার্ডেনের বটগাছ হারালো ‘সম্মান’? মানতে নারাজ কর্তৃপক্ষ ISL অভিযানের আগেই ‘ফেভারিট’ খেলোয়াড়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন ইস্টবেঙ্গলের হাসপাতালের নিরাপত্তায় নজর নবান্নের, নজরে আন্দোলনে অনড়রাও অন্য ডিগ্রি দেওয়া থাকলেও হবে! ২০২২-র প্রাথমিক টেট নিয়ে বড় নির্দেশ দিল হাইকোর্ট 'তাদের শিবির থেকেই অডিয়ো লিক...', কলতানের গ্রেফতারির পর ফের সরব কুণাল অচিরেই থামছে রন্ধনে বন্ধনের সফর, ফিরছে রান্নাঘর! সঞ্চালনায় ফের সুদীপা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.