স্রেফ একটা চাল খেললেন মহেন্দ্র সিং ধোনি। তাতেই যেন আতঙ্কের চোরাস্রোত বয়ে গেল রোহিত শর্মার মধ্যে দিয়ে। পরের বলেই আউট হয়ে গেলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। যে আউট দেখে ধোনির মগজাস্ত্রকে কুর্নিশ জানাতে কোনও কসুর করলেন না নেটিজেনরা। আর ওই উইকেটটা যে ধোনির মগজাস্ত্রের ফসল ছিল, তা বোলার দীপক চাহারের প্রতিক্রিয়া দেখেই বোঝা গেল। রোহিত আউট হওয়ার পরেই ধোনির দিকে ইঙ্গিত করে হাসতে থাকেন। ধোনির চোখেমুখেও যেন তৃপ্তি ধরা পড়ে।
শনিবার চিপক স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নেমে শুরুতেই চাপে পড়ে যায় মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে আউট হয়ে যান ক্যামেরন গ্রিন। তৃতীয় ওভারে ইশান কিষানকে প্যাভিলিয়নে ফেরতে পাঠিয়ে দেন দীপক চাহার। তারপর ক্রিজে আসেন নেহাল ওয়াধেরা। এক রান নিয়ে রোহিতকে স্ট্রাইক দেন। প্রথম বলে কোনও রান নিতে পারেননি রোহিত। তারপরেই ধোনি ম্যাজিকের সাক্ষী থাকে চিপক।
আরও পড়ুন: CSK vs MI Live Updates: নেহালকে নিয়ে লড়ছেন সূর্যকুমার, ৫০ টপকাল মুম্বই ইন্ডিয়ান্স
পেসারদের ক্ষেত্রে উইকেটকিপাররা যেখানে দাঁড়িয়ে থাকেন, সেখানে না দাঁড়িয়ে উইকেটের একেবারে পিছনে চলে আসেন। কারণ রোহিত স্টেপ-আউট করে খেলতে ভালোবাসেন। ক্রিজ থেকে বেরিয়ে এসে দুর্দান্ত সব শট মারেন। আর চাহার যেহেতু বল করছিলেন, তাঁর সুইংয়ের মোকাবিলা করতেও ক্রিজের বাইরে বেরিয়ে আসতেন রোহিত। মুম্বইয়ের অধিনায়কের সেই পরিকল্পনা ভেস্তে দিতেই পালটা চাল খেলেন ধোনি। তাতেই বাজিমাত করেন।
ধোনি একেবারে উইকেটের পিছনে থাকায় ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ার সাহস দেখাতে পারেননি রোহিত। বরং রানের গতি বাড়াতে উদ্ভট শট মারার চেষ্টা করেন। যা একেবারেই রোহিত-সুলভ নয়। মিডল স্টাম্প এবং লেগস্টাম্পে থাকা চাহারের গুড লেংথের বলে স্কুপ করার চেষ্টা করেন। কিন্তু যতটা শর্ট হলে স্কুপ মারা যেত, সেটা ছিল না। রোহিত কিছুটা আগেও খেলে ফেলেন। বলটা তাঁর বুড়ো আঙুলে লেগে পয়েন্টের দিকে উড়ে যায়। শর্ট থার্ডের কাছে বলটা তালুবন্দি করেন রবীন্দ্র জাদেজা। তিন বলে কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরে যান রোহিত।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।