বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > CSK vs PBKS:পঞ্জাবকে কার্যত একা জেতালেন লোকেশ রাহুল, হারের হ্যাটট্রিক চেন্নাইয়ের
হাফ-সেঞ্চুরি রাহুলের। ছবি- আইপিএল।

CSK vs PBKS:পঞ্জাবকে কার্যত একা জেতালেন লোকেশ রাহুল, হারের হ্যাটট্রিক চেন্নাইয়ের

চেন্নাইয়ের হয়ে লড়াকু হাফ-সেঞ্চুরি ফ্যাফ ডু'প্লেসির।
  • দল ম্যাচ জিতে যাওয়ায় শতরানের দোরগোড়ায় থেমে যেতে হয় লোকেশ রাহুলকে।
  • ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন পঞ্জাব অধিনায়ক। 
  • দুবাইয়ে আইপিএল ২০২১-এর ফিরতি ম্যাচে পঞ্জাব কিংসের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। চেন্নাই এই ম্যাচ জিতলে এক নম্বরে উঠে আসতে পারত। তবে তারা খুব খারাপভাবে ম্যাচ হেরে বসে। পঞ্জাব জিতলেও কলকাতা ও মুম্বই নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে না হারলে তাদের কোনও লাভ হবে না।

    07 Oct 2021, 07:22:20 PM IST

    ম্যাচের সেরা লোকেশ রাহুল

    ৪২ বলে ৯৮ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন লোকেশ রাহুল। তিনি ২টি ক্যাচও ধরেন।

    07 Oct 2021, 06:57:15 PM IST

    আপাতত ভেসে রইল পঞ্জাব

    ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আপাতত প্লে-অফের দৌড়ে ভেসে রইল পঞ্জাব কিংস। কেকেআর ও মুম্বই নিজেদের শেষ ম্যাচে খুব খারাপভাবে হারলে শেষ চারের দরজা খুলতে পারে লোকেশ রাহুলদের সামনে। সেই সম্ভাবনা খুবই কম। কেননা, রাজস্থানকেও তখন নেট রান-রেটে পিছিয়ে থাকতে হবে পঞ্জাবের থেকে।

    07 Oct 2021, 06:55:05 PM IST

    হারের হ্যাটট্রিক চেন্নাইয়ের

    জিততে পারলে লিগ টেবিলের শীর্ষে উঠে আসতে পারত চেন্নাই। তবে তারা লিগের শেষ ৩টি ম্যাচে পরাজিত হয় রাজস্থান, দিল্লি ও পঞ্জাবের কাছে। যদিও দ্বিতীয় স্থানে থেকে লিগের খেলা শেষ করেন ধোনিরা। 

    07 Oct 2021, 06:53:46 PM IST

    ৭ ওভার বাকি থাকতে ৬ উইকেটে জয় পঞ্জাবের

    ৪২ বল বাকি থাকতে ৬ উইকেটে জয় পঞ্জাবের। চেন্নাইয়ের ৬ উইকেটে ১৩৪ রানের জবাবে পঞ্জাব ১৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৩৯ রান তুলে ম্যাচ জিতে যায়। দলের জয় নিশ্চিত হয়ে যাওয়ায় ব্যক্তিগত শতরানের দোরগোড়ায় থেমে যেতে হয় লোকেশ রাহুলকে।

    07 Oct 2021, 06:50:53 PM IST

    ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন রাহুল

    ১৩তম ওভারে শার্দুলের শেষ বলে ছক্কা হাঁকিয়ে পঞ্জাবের জয় নিশ্চিত করেন লোকেশ রাহুল। ৭টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৯৮ রান করে অপরাজিত থাকেন পঞ্জাব অধিনায়ক। হেনরিকস নট-আউট থাকেন ৩ বলে ৩ রান করে।

    07 Oct 2021, 06:44:47 PM IST

    মার্করামকে ফেরালেন শার্দুল

    ১৩তম ওভারের প্রথম বলে মার্করামকে ফেরালেন শার্দুল। ১টি ছক্কার সাহায্যে ৮ বলে ১৩ রান করে ধোনির দস্তানায় ধরা পড়েন তিনি। পঞ্জাব ১২৬ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান হেনরিকস।

    07 Oct 2021, 06:43:37 PM IST

    ৮ ওভারে দরকার ৯ রান

    পঞ্জাব কিংস ১২ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ১২৬ রান তুলেছে। জয়ের জন্য শেষ ৮ ওভারে তাদের দরকার ৯ রান। লোকেশ রাহুল ৬টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৮৮ রান করে অপরাজিত রয়েছেন। মার্করাম ১টি ছক্কার সাহায্যে ৭ বলে ১৩ রান করে ব্যাট করছেন।

    07 Oct 2021, 06:41:35 PM IST

    ১০ ওভারে দরকার ৪৩ রান

    পঞ্জাব কিংস ১০ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ৯২ রান তুলেছে। জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের দরকার ৪৩ রান। লোকেশ রাহুল ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৬৩ রান করে অপরাজিত রয়েছেন। মার্করাম ১টি ছক্কার সাহায্যে ৪ বলে ৯ রান করে ব্যাট করছেন।

    07 Oct 2021, 06:22:34 PM IST

    শাহরুখকে ফেরালেন চাহার

    নবম ওভারের শেষ বলে শাহরুখের উইকেট তুলে নিলেন দীপক চাহার। ১টি ছক্কার সাহায্যে ১০ বলে ৮ রান করে ব্র্যাভোর হাতে ধরা পড়েন শাহরুখ। পঞ্জাব ৮০ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান এডেন মার্করাম। রাহুল ৫৯ রানে ব্যাট করছেন।

    07 Oct 2021, 06:13:15 PM IST

    হাফ-সেঞ্চুরি রাহুলের

    ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লোকেশ রাহুল। ৮ ওভারে পঞ্জাব ২ উইকেটের বিনিময়ে ৭১ রান তুলেছে। রাহুল ৫১ ও শাহরুখ ৭ রানে ব্যাট করছেন।

    07 Oct 2021, 06:07:52 PM IST

    পাওয়ার প্লে-র ৬ ওভারে পঞ্জাব ৫১/২

    পাওয়ার প্লে-র ৬ ওভারে পঞ্জাব ২ উইকেটের বিনিময়ে ৫১ রান তুলেছে। লোকেশ রাহুল ১৮ বলে ৩৮ রান করে অপরাজিত রয়েছেন। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মেরেছেন।

    07 Oct 2021, 06:04:41 PM IST

    সরফরাজের উইকেট তুলে নিলেন ঠাকুর

    মায়াঙ্ককে আউট করার পর একই ওভারের শেষ বলে সরফরাজ খানের উইকেট তুলে নিলেন শার্দুল ঠাকুর। ৩ বল খেলে খাতা খোলার আগেই ডু'প্লেসির হাতে ধরা পড়েন সরফরাজ। পঞ্জাব ৪৬ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শাহরুখ খান।

    07 Oct 2021, 06:01:43 PM IST

    মায়াঙ্ককে ফেরালেন শার্দুল

    পঞ্চম ওভারের তৃতীয় বলে মায়াঙ্ককে ফেরালেন শার্দুল। ২টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১২ রান করে এলবিডব্লিউ হন মায়াঙ্ক। পঞ্জাব ৪৬ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সরফরাজ খান।

    07 Oct 2021, 06:01:07 PM IST

    রাহুলের ব্যাটে ঝড়

    তৃতীয় ওভারে চাহারকে একটি ছক্কা মারেন লোকেশ রাহুল। চতুর্থ ওভারে হ্যাজেলউডকে ২টি চার ও ১টি ছক্কা হাকান তিনি। প়্জাব ৪ ওভারে ৪২/০। লোকেশ ১৫ বলে ৩৩ রান করে অপরাজিত রয়েছেন। মায়াঙ্ক ব্যাট করছেন ৮ রানে।

    07 Oct 2021, 05:38:51 PM IST

    পঞ্জাবের রান তাড়া করা শুরু

    এই ম্যাচ জিততেই হবে পঞ্জাবকে। এই লক্ষ্যে নিয়েই ১৩৫ রান তাড়া করতে নেমেছে পঞ্জাব। ওপেন করতে নেমেছেন কেএল রাহুল এবং ময়াঙ্ক আগরওয়াল। বোলিং শুরু করেন দীপক চাহার। প্রথম ওভারে ১১ রান ওঠে। ২টি বাউন্ডারি মারেন রাহুল।

    07 Oct 2021, 05:37:28 PM IST

    ১৩৫ রানের লক্ষ্য পঞ্জাবের সামনে

    ৬ উইকেটে মাত্র ১৩৪ রান করে চেন্নাই। প্লে-অফের আশা টিকিয়ে রাখতে হলে এই ম্যাচ পঞ্জাবকে জিততেই হবে। লক্ষ্যটাও খুব বেশি কঠিন রাখেনি চেন্নাই। ফ্যাফ একাই ৭৬ রান করেছেন। শেষ ওভারে তাঁকে ফেরান মহম্মদ শামি। ফ্যাফ ছাড়া চেন্নাইয়ের বাকি ব্যাটসম্যানরা হতশ্রী। দ্বিতীয় সর্বোচ্চ রবীন্দ্র জাদেজার। অপরাজিত ১৫ রান।পঞ্জাবের হয়ে দু'টি করে উইকেট নিয়েছেন অর্শদীপ সিং এবং ক্রিস জর্ডন। রবি বিষ্ণোই এবং মহম্মদ শামি একটি করে উইকেট নিয়েছেন।

    07 Oct 2021, 05:08:53 PM IST

    ডু'প্লেসির হাফ-সেঞ্চুরি

    ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ফ্যাপ ডু'প্লেসি। ১৮ ওভারে চেন্নাই ৫ উইকেটের বিনিময়ে ১০৮ রান তুলেছে। ফ্যাফ ৫৮ ও জাদেজা ১৩ রানে ব্যাট করছেন।

    07 Oct 2021, 04:48:38 PM IST

    ১৫ ওভারে চেন্নাই ৮২/৫

    ১৫ ওভার শেষে চেন্নাই সুপার কিংস ৫ উইকেটের বিনিময়ে ৮২ রান তুলেছে। ডু'প্লেসি ৩৫ বলে ৩৭ রান করে অপরাজিত রয়েছেন। জাদেজা ব্যাট করছেন ৯ বলে ৯ রান করে।

    07 Oct 2021, 04:36:29 PM IST

    ধোনিকে বোল্ড করলেন রবি

    ১২তম ওভারের শেষ বলে ধোনিকে বোল্ড করলেন রবি বিষ্ণোই। ২টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন চেন্নাই অধিনায়ক। ক্রিজে নতুন ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা। চেন্নাই ৬১ রানে ৫ উইকেট হারায়।

    07 Oct 2021, 04:26:41 PM IST

    চেন্নাই ১০ ওভারে ৫৩/৪

    চেন্নাই ১০ ওভার শেষে ৪ উইকেটের বিনিময়ে ৫৩ রান তুলেছে। ডু'প্লেসি ২৪ বলে ২৫ রান করে অপরাজিত রয়েছেন। ধোনি ব্যাট করছেন ৫ বলে ৬ রান করে।

    07 Oct 2021, 04:22:54 PM IST

    জর্ডনের শিকার রায়াড়ু

    নবম ওভারে জর্ডনের তৃতীয় বলে আউট হলেন আম্বাতি। ৫ বলে ৪ রান করে অর্শদীপের হাতে ধরা পড়েন রায়াড়ু। চেন্নাই ৪২ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই ৯ ওভারে ৪৪/৪।

    07 Oct 2021, 04:08:57 PM IST

    জর্ডন ফেরালেন উথাপ্পাকে

    সপ্তম ওভারের পঞ্চম বলে ক্রিস জর্ডন ফেরালেন উথাপ্পাকে। ৬ বলে ২ রান করে হরপ্রীতের হাতে ধরা পড়েন উথাপ্পা। চেন্নাই ৩২ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান আম্বাতি রায়াড়ু। ৭ ওভারে চেন্নাই ৩৩/৩।

    07 Oct 2021, 04:02:36 PM IST

    মইনকে ফেরালেন অর্শদীপ

    নিজের প্রথম ওভারে বল করতে এসে অর্শদীপ ফেরান রুতুরাজকে। দ্বিতীয় ওভারে বল করতে এসে তিনি তুলে নেন মইন আলির উইকেট। ৬ বল খেলেও খাতা খুলতে পারেননি মইন। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে তিনি ধরা পড়েল লোকেশ রাহুলের দস্তানায়। চেন্নাই দলগত ২৯ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রবিন উথাপ্পা। পাওয়ার প্লে-র ৬ ওভারে চেন্নাই ৩০/২। ডু'প্লেসি ব্যাট করছেন ১৫ রানে।

    07 Oct 2021, 03:50:24 PM IST

    রুতুরাজ আউট

    বল হাতে নিয়েই চেন্নাই শিবিরে ধাক্কা দিলেন অর্শদীপ সিং। চতুর্থ ওভারের পঞ্চম বলে তিনি ফিরিয়ে দেন ফর্মে থাকা রুতুরাজ গায়কোয়াড়কে। ১টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১২ রান করে শাহরুখ খানের হাতে ধরা পড়েন রুতুরাজ। চেন্নাই দলগত ১৮ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মইন আলি। ৪ ওভারে চেন্নাই ১৯/১।

    07 Oct 2021, 03:32:57 PM IST

    চেন্নাইয়ের ব্যাটিং শুরু

    চেন্নাইয়ের হয়ে যথারীতি ওপেন করতে নামেন ফ্যাফ ডু'প্লেসি ও রুতুরাজ গায়কোয়াড়। পঞ্জাবের হয়ে নতুন বলে বোলিং শুরু করেন মহম্মদ শামি। প্রথম ওভারে ৩ রান ওঠে। কোনও উইকেট হারায়নি চেন্নাই।

    07 Oct 2021, 03:17:59 PM IST

    পঞ্জাবের প্রথম একাদশ

    পঞ্জাব তিনজন বিদেশিকে মাঠে নামায়। হেনরিকস, মার্করাম ও জর্ডন সুযোগ পেয়েছেন প্রথম একাদশে।পঞ্জাবের প্লেয়িং ইলেভেন: লোকেশ রাহুল (ক্যাপ্টেন ও উইকেটকিপার), মায়াঙ্ক আগরওয়াল, এডেন মার্করাম, শাহরুখ খান, সরফরাজ খান, মইজেস হেনরিকস, হরপ্রীত ব্রার, ক্রিস জর্ডন, মহম্মদ শামি, রবি বিষ্ণোই ও অর্শদীপ সিং।

    07 Oct 2021, 03:12:57 PM IST

    চেন্নাইয়ের প্রথম একাদশ

    চেন্নাই চার বিদেশি ক্রিকেটারের কোটায় মাঠে নামায় ফ্যাফ ডু'প্লেসি, মইন আলি, ডোয়েন ব্র্যাভো ও জোস হ্যাজেলউডকে। রায়নাকে এই ম্যাচেও মাঠের বাইরে রাখে চেন্নাই।চেন্নাইয়ের প্লেয়িং ইলেভেন: ফ্যাফ ডু'প্লেসি, রুতুরাজ গায়কোয়াড়, মইন আলি, আম্বাতি রায়াড়ু, রবিন উথাপ্পা, রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার), শার্দুল ঠাকুর, দীপক চাহার ও জোস হ্যাজেলউড।

    07 Oct 2021, 03:09:28 PM IST

    বাদ পড়লেন পুরান

    ধারাবাহিকভাবে ব্যাট হাতে ব্যর্থ হওয়া নিকোলাস পুরান অবশেষে বাদ পড়লেন পঞ্জাবের প্রথম একাদশ থেকে। পরিবর্তে পঞ্জাব দলে ফেরায় ক্রিস জর্ডনকে।

    07 Oct 2021, 03:04:58 PM IST

    টস জিতল পঞ্জাব

    চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর পিরতি ম্যাচে টস জিতল পঞ্জাব কিংস। টস জিতে পঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান চেন্নাইকে। সুতরাং, দুবাইয়ে টস হেরে শুরুতে ব্যাটিং ধোনিদের।

    রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

    ময়দান খবর

    Latest News

    প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক

    Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.