বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > CSK vs PBKS: শিখরের পর ঋষি, দুই ধাওয়ানে খতম চেন্নাই, কঠিন হল প্লে-অফের পথ

CSK vs PBKS: শিখরের পর ঋষি, দুই ধাওয়ানে খতম চেন্নাই, কঠিন হল প্লে-অফের পথ

ধোনির আউটের পর উচ্ছ্বাসে ঋষির কোলে উঠে পড়েন মায়াঙ্ক।

পঞ্জাব কিংসের কাছে ম্যাচ হেরে প্লে-অফের রাস্তা মারাত্মক কঠিন হয়ে গেল চেন্নাই সুপার কিংসের। অঙ্কের বিচারে হয়তো এখনও প্রথম চারে ওঠার সুযোগ রয়েছে সিএসকে-র সামনে। তবে সেই অঙ্কের হিসেব বড় বেশি জটিল। মেলানো মোটেও সহজ কাজ হবে না।

শেষ ওভারে চেন্নাই সুপার কিংসের দরকার ছিল ২৭ রান। ক্রিজে ছিলেন মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজা। সিএসকে-র সমর্থকেরা আরও একবার স্বপ্ন দেখছিলেন, ধোনির ধামাকাদার পারফরম্যান্সের। তারা ভেবেই নিয়েছিলেন, এই ম্যাচটিও জিতিয়ে দেবেন ধোনি, যেমনটা জিতিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।

এমন কী শেষ ওভারে ঋষি ধাওয়ানকে ছক্কা হাঁকিয়ে ধামাকাদার শুরুও করেছিলেন মাহি। কিন্তু এ বার আর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল না। বরং ৮ বলে ১২ রান করে আউট হন ধোনি। তাঁর সাজঘরে ফেরার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় চেন্নাইয়ের জয়ের স্বপ্ন।

সোমবার পঞ্জাব কিংসের দুই ধাওয়ান মিলে সিএসকে-র স্বপ্নভঙ্গ করলেন। প্রথম ব্যাট হাতে ৫৯ বলে ৮৮ করেন শিখর ধাওয়ান। তার পরে শেষ ওভারে বল হাতে বাজিমাত করেন ঋষি ধাওয়ান। শেষ ওভারে তিনি ধোনিকে আউট করেই আসল কাজটি করে দেন। তাঁকে সেই ওভারে দু'টি ছয় মারা হলেও ২৭ রান করে ম্যাচ জেতা আর চেন্নাইয়ের পক্ষে সম্ভব হয়নি। শেষ ওভারে হয় ১৫ রান। ১১ রানে ম্যাচে জিতে যায় পঞ্জাব কিংস।

এ দিন টসে জিতে পঞ্জাবকে ব্যাট করতে পাঠায় সিএসকে। শিখরের ৮৮, ভানুকা রাজাপক্ষের ৩২ বলে ৪২ রানের সঙ্গে শেষ পাতে মিষ্টিমুখের মতো যুক্ত হয় লিয়াম লিভিংস্টোনের ৭ বলে ১৯ রান। যার সুবাদে নির্দিষ্ট ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৭ করে পঞ্জাব।

বিস্তারিত ফলাফল দেখতে ক্লিক করুন এখানে:

আরও পড়ুন: লিগ টেবলে পতন হয়ে চলেছে KKR-এর, উপরে উঠল PBKS, নড়বড় করছে CSK

চেন্নাইয়ের হয়ে ২টি উইকেট নেন ডোয়েন ব্র্যাভো এবং ১টি উইকেট নিয়েছেন মহেশ থিকসানা। একটি রানআউট হয়েছে।

রান তাড়া করতে নেমে শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় চেন্নাই। রবিন উত্থাপ্পা (৭ বলে ১), মিচেল স্ট্যান্টনার (১৫ বলে ৯), শিবম দুবে (৭ বলে ৮)- টপ অর্ডার ব্যাটাররা চূড়ান্ত হতাশ করেন। তখন দলের হাল ধরেন অম্বাতি রাইডু। তাঁকে সঙ্গত করেন রবীন্দ্র জাদেজা। রাইডু ৩৯ বলে ৭৮ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন। তবু শেষ রক্ষা হয়নি। রাইডু আউট হতে নামেন ধোনি। কিন্তু তিনি সাজঘরে ফিরে গেলে জেতার সব আশাই শেষ হয়ে যায়। ১৬ বলে ২১ করে জাদেজা অপরাজিত থাকেন। নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ করে চেন্নাই।

পঞ্জাবের কাগিসো রাবাডা এবং ঋষি ধাওয়ান ২টি করে উইকেট নিয়েছেন। সন্দীপ শর্মা এবং আর্শদীপ সিং ১টি করে উইকেট নেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কেন্দ্রীয় বাহিনীতে বঙ্গ কোটার ৫০০০ জওয়ানের চাকরি যাবে? শোরগোল বিজ্ঞপ্তির জেরে এবার হোলিকা দহন ভদ্রার অশুভ ছায়ায়, জেনে নিন হোলিকা দহনের সময়কাল আর্থিক সংকট থেকে মুক্তি পেতে হলে হোলিকা দহনের রাতে করুন এই ব্যবস্থা, ঘুচবে অভাব আফগানদের বিরুদ্ধে T20I সিরিজ স্থগিত করল অস্ট্রেলিয়া, কারণ জানলে আপনিও অবাক হবেন আরিয়ানের D'YAVOL X-এর একটা জ্যাকেটের দাম লাখ টাকার মতো! তাও কেন কিনছেন খদ্দেররা 'দলকে কখনও ব্ল্যাকমেল করিনি', লোকসভার আগে দেবের নিশানায় কারা? ‘মমতা নতুন সংবিধান লিখুন’, আদালতের নজরদারিতে ভোট চাওয়ায় TMCকে জবাব সুকান্তর দাদাগিরির মুকুটে নতুন পালক! সৌরভের শো-কে বিশেষ সম্মান ডাকবিভাগের, কী বলুন তো? এল মঙ্গলবার্তা, দাম কমল সোনার, আজ কলকাতায় কততে বিকোচ্ছে হলুদ ধাতু? EDর ওপর হামলায় আদালতের চোখে ধুলো দিতে নীরিহদের ধরেছিল পুলিশ, খবর CBI সূত্রে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.