মহেন্দ্র সিং ধোনির মতোই ঠান্ডা মেজাজের বলে ক্রিকেটমহলে পরিচিতি রয়েছে ক্রিস মরিসের। প্রোটিয়া অল-রাউন্ডার মাঠে নিজের সেরাটা দিতে সর্বদা মরিয়া থাকেন। সাফল্যে যেমন বাড়তি উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় না মরিসকে। ঠিক তেমনই ব্যর্থ হলে হতাশায় ভেঙে পড়তেও দেখা যায় না। ব্যাটিং-বোলিংয়ে আগ্রাসী হলেও মরিস শরীর ভাষায় কখনই আগ্রাসী নন। আবেগে নিয়ন্ত্রণ রাখেন বরাবর।
এহেন ঠান্ডা মেজাজের মরিসও কিনা রেগে আগুন তরুণ সতীর্থের উপর। আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে দেখা গেল তেমনই বিরল ছবি। চেতন সাকারিয়া একটি ফিল্ডিং মিস করার পর বোলার মরিসকে রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তাঁর হতাশা প্রকাশ করার কারণটাও অবশ্য যথাযথ ছিল। কেননা, সাকারিয়াকে টপকে বল চলে যায় বাউন্ডারির বাইরে। ক্যাপ্টেন সঞ্জু স্যামসনও যে খুশি হননি সাকারিয়ার রান গলানোয়, সেটা স্পষ্ট বোঝা যায় স্যামসনকে দেখেও।
আসলে আইপিএল নিলামে বিপুল টাকা দাম ওঠার পর থেকে মরিসকে নিয়ে ফ্র্যাঞ্চাইজি তথা সমর্থকদের প্রত্যাশা কয়েকগুন বেড়ে গিয়েছে। প্রত্যাশার চাপ টের পাচ্ছেন প্রোটিয়া তারকা। সেকারণেই ব্যক্তিগত পারফর্ম্যান্স দিয়ে দলকে জেতানোর বাড়তি তাগিদ ধরা পড়ছে মরিসের মধ্যে। সেকারণেই বোধহয় সাকারিয়ার উপর রেগে যান তিনি।
সাকারিয়া ফিল্ডিংয়ে নিশ্ছিদ্র না হলেও অনবদ্য বোলিং করেন। ৪ ওভারে ৩৬ রানের বিনিময়ে তিনি সুরেশ রায়না, আম্বাতি রায়াড়ু ও মহেন্দ্র সিং ধোনির উইকেট তুলে নেন। মরিস শেষমেশ ৪ ওভারে ৩৩ রানের বিনিময়ে ডু'প্লেসি ও জাদেজার গুরুত্বপূর্ণ দু'টি উইকেট পকেটে পোরেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।