মরশুমের প্রথম তিন ম্যাচ হারার পর জয়ের খোঁজে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিংস। তবে ম্যাচ এবং প্রতিপক্ষ বদলালেও সিএসকের ভাগ্য বদলাল না। আট উইকেটে সানরাইজার্সের বিরুদ্ধে হারতে হল হলুদ ব্রিগেডকে।
নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে সিএসকে ১৫৪ রান তোলে। জবাবে ১৪ বল বাকি থাকতেই অভিষেক শর্মা ও রাহুল ত্রিপাঠীর ব্যাটিং দৌরাত্ম্যে ম্যাচ শেষ করে দেয় সানরাইজার্স। ম্যাচ হেরে পর্যাপ্ত রান না করতে পারা নিয়েই আফসোস শোনা গেল সিএসকে অধিনায়ক রবীন্দ্র জাদেজার গলায়। ম্যাচ শেষে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা যেভাবে শুরুটা করতে চেয়েছিলাম, তেমনটা করতে পারিনি। ব্যাটিংয়ে ২০-২৫ রান কম হয়ে গিয়েছিল। বোলারারও শুরুতে ভাল জায়গায় বল রেখে উইকেট নেওয়ার চেষ্টা করলেও, তাতে সফল হতে পারেনি।’
ব্যাটিং নিয়ে হতাশ হলেও, দলের যে দুই বিভাগেই আরও উন্নতি করতে হবে, সেকথা মেনে নিচ্ছেন জাদেজা। ‘আমাদের উভয় বিভাগেই (ব্যাটিং-বোলিং) উন্নতি করতে হবে। আমরা সকলেই পেশাদার ক্রিকেটার এবং আমাদের সকলকেই নিজেদের খেলায় আরও পরিশ্রম করে উন্নতি ঘটানোর প্রয়োজন রয়েছে। তবে আমরা একত্রিতভাবেই এর থেকে বেরিয়ে আসার পথ খুঁজব।’ দাবি জাদেজার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।