বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > David Warner: ‘বুড়ো হয়েছি…’, সেঞ্চুরি অধরা থাকায় কীসের ইঙ্গিত ডেভিড ওয়ার্নারের?

David Warner: ‘বুড়ো হয়েছি…’, সেঞ্চুরি অধরা থাকায় কীসের ইঙ্গিত ডেভিড ওয়ার্নারের?

ডেভিড ওয়ার্নার  (ANI)

David Warner: দুর্দান্ত খেলেও হায়দরাবাদের বিরুদ্ধে শেষ পর্যন্ত সেঞ্চুরি অধরা থেকে যায় ডেভিড ওয়ার্নারের। ৫৮ বলে অপরাজিত ৯২ রানে মাঠ ছাড়েন ওয়ার্নার।

নিজের পুরোনো দল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গতকাল একের পর এক নজির গড়েন দিল্লি ক্যাপিটালসের ওপেনার ডেভিড ওয়ার্নার। তবে শেষ পর্যন্ত সেঞ্চুরি অধরা থেকে যায় ডেভিড ওয়ার্নারের। ৫৮ বলে অপরাজিত ৯২ রানে মাঠ ছাড়েন ওয়ার্নার। ম্যাচ শেষে ক্যারিবিয়ান তারকা রভম্যান পাওয়েল জানান, তিনি ওয়ার্নারকে স্ট্রাইক দিতে চেয়েছিলেন। তবে দলের স্বার্থে ওয়ার্নার পাওয়েলকে বলেন মেরে খেলতে, সিঙ্গল দেওয়ার কথা না ভাবতে। এই আবহে শেষ ওভারে উমরান মালিককে ১৯ রান মারেন পাওয়েল। কিন্তু অপরদিকে ওয়ার্নারের সেঞ্চুরি অধরা থেকে যায় মাত্র ৮ রানের জন্য। এই আবহে ম্যাচ শেষে ওয়ার্নার বললেন, ‘বুড়ো হয়েছি।’

এদিন ম্যাচ শেষে অজি তারকা বললেন, ‘আমি জোরে দৌড়ানোর জন্য প্রস্তুত ছিলাম শেষের দিকে। তবে বাপরে, কী জোরে বল মারেন রভম্যান। আগের দিন লিয়াম লিভিংস্টোনও একটি ১১৭ মিটারের ছক্কা মেরেছেন। আমার বয়স হচ্ছে। আমি মাত্র ৮৫ মিটার লম্বা ছক্কা মারতে পারি। আশা করি ভবিষ্যতে ফের ১০০ মিটারের ছক্কা মারতে পারব। এর জন্য জিমে যেতে হবে।’

এদিকে ওয়ার্নার আরও জানান, শেষের দিকে তিনি রভম্যান পাওয়েলকে স্ট্রাইকে রাখতে চেয়েছিলেন। তিনি বলেন, ‘আমি রভম্যানকে বললাম, যাই হয়ে যাক না কেন আমি দুই রানের জন্য দৌড়াব। রানআউট হলে আমার কিছু যায় আসে না। যদি আমরা ২০০-র বেশি রান পাই... আমি ভেবেছিলাম ১৯০ পার স্কোর। কিন্তু ২০০-এর বেশি হলে জেতার সম্ভাবনা বেশি। আমি তাঁকে বলেছিলাম যদি ও শেষ পর্যন্ত সেখানে থাকে, তাহলে আমরা ২১০ থেকে ২২০ রানে পৌঁছতে পারি। আমি শতকের বিষয়টি জোস বাটলারের উপরই ছেড়ে দেব।’

বন্ধ করুন