বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > Delhi Capitals Captain: পন্তের জায়গায় DC-র ক্যাপ্টেন হচ্ছেন বাঁ-হাতি ব্যাটার, বেছে নিলেন সৌরভরা- রিপোর্ট

Delhi Capitals Captain: পন্তের জায়গায় DC-র ক্যাপ্টেন হচ্ছেন বাঁ-হাতি ব্যাটার, বেছে নিলেন সৌরভরা- রিপোর্ট

দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব করবেন ডেভিড ওয়ার্নার। (ফাইল ছবি, সৌজন্যে আইপিএল)

Delhi Capitals Captain: ঋষভ পন্তের যা শারীরিক অবস্থা, তাতে ২০২৩ সালে তাঁর পক্ষে পেশাদারি ম্যাচ খেলা কার্যত অসম্ভব। স্বভাবতই আইপিএলে খেলতে পারবেন না। রিপোর্ট অনুযায়ী, তাই নয়া অধিনায়ক ঠিক করে ফেলল দিল্লি ক্যাপিটালস।

অভিজ্ঞতার উপরই আস্থা রাখতে চলেছেন রিকি পন্টিং, সৌরভ গঙ্গোপাধ্যায়রা। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ঋষভ পন্তের পরিবর্তে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে ডেভিড ওয়ার্নারকে বেছে নেওয়া হয়েছে। এবার আইপিএলে দিল্লির অধিনায়কত্ব করবেন অস্ট্রেলিয়ার তারকা। পন্ত ফিট হয়ে উঠলে অধিনায়কত্বের ব্যাটন ফিরে পাবেন। যিনি গত ডিসেম্বরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন। তবে পন্তের পরিবর্তে কে অধিনায়কত্ব করবেন, তা নিয়ে দিল্লির তরফে সরকারিভাবে এখনও কিছু ঘোষণা হয়নি।

আপাতত পন্তের যা শারীরিক অবস্থা, তাতে ২০২৩ সালে তাঁর পক্ষে পেশাদারি ম্যাচ খেলা কার্যত অসম্ভব। স্বভাবতই আইপিএলে খেলতে পারবেন না। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পন্ত না থাকার কারণে দিল্লির অন্তর্বর্তীকালীন অধিনায়ক হওয়ার দৌড়ে কয়েকজনের নাম ভেসে আসছিল। নাম উঠে আসছিল অক্ষর প্যাটেলের। যিনি ২০২২ সালের আইপিএলে পন্তের ডেপুটি ছিলেন। শেষপর্যন্ত অভিজ্ঞ ওয়ার্নারের উপর আস্থা রেখেছেন পন্টিং, সৌরভরা। যিনি আগেও দিল্লির অধিনায়কত্ব করেছেন।

আরও পড়ুন: IPL 2023: নিজের ক্রিকেট জীবন যেন ফিরে পেয়েছি- DC-র অনুশীলনে যোগ দিয়ে টগবগ করে ফুটছেন সৌরভ

কবে আইপিএলে দিল্লির অধিনায়কত্ব করেছেন ওয়ার্নার? 

প্রথম দফায় যখন দিল্লিতে ছিলেন ওয়ার্নার (তখন দিল্লি ডেয়ারডেভিলস ছিল), তখন কয়েকটি ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন। যিনি ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দিল্লিতে কাটানোর পর সানরাইজার্স হায়দরাবাদে গিয়েছিলেন। ২০১৫ সালে তাঁকে অধিনায়কের ব্যাটন তুলে দিয়েছিল সানরাইজার্স। পরের বছরেই সানরাইজার্সকে আইপিএলে চ্যাম্পিয়ন করেছিলেন। 

আরও পড়ুন: ক্রাচ হাতে পুলে হাঁটছেন পন্ত, কতটা সুস্থ হয়ে উঠেছেন, মিলল বড়সড় আপডেট- ভিডিয়ো

সার্বিকভাবে আইপিএলে মোট ৬৯ টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন ওয়ার্নার। জিতেছেন ৩৫ টি ম্যাচে। ৩২ টি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে। সেই পরিসংখ্যান নিয়ে আইপিএলের ইতিহাসে সবথেকে সফল অধিনায়কের তালিকায় পঞ্চম স্থানে আছেন অজি তারকা।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন