বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > CSK vs DC: বাজে বলেও মারতে পারিনি, IPL থেকে ছিটকে গিয়ে হারের খতিয়ান দিলেন বিরক্ত DC অধিনায়ক

CSK vs DC: বাজে বলেও মারতে পারিনি, IPL থেকে ছিটকে গিয়ে হারের খতিয়ান দিলেন বিরক্ত DC অধিনায়ক

আউট হয়ে ফিরে যাচ্ছেন ওয়ার্নার। ছবি- পিটিআই (PTI)

আইপিএল থেকে পাকাপাকি ভাবে ছিটকে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারের পর বেজায় বিরক্ত ডেভিড ওয়ার্নার।

এবারের আইপিএলের মরশুমটা মোটেই ভালো যাচ্ছে না দিল্লি ক্যাপিটালসের। শুরুতেই পরপর ম্যাচের হার, যা টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে সাহায্য় করে রিকি পন্টিংয়ের দলকে। যদিও বা পরে জয়ের মুখ দেখে তারা। কিন্তু সেই ধারাও এগিয়ে নিয়ে যেতে পারেননি ডেভিড ওয়ার্নাররা। স্বাভাবিক ভাবেই ছন্দ হারিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তারা। তবে এবারের মরশুমে দিল্লির ব্যাটিং অর্ডার নিয়ে একাধিক প্রশ্ন থেকে গিয়েছে। শুধুমাত্র ডেভিড ওয়ার্নারকেই দলকে টেনে নিয়ে যেতে দেখা যায়। কিন্তু তিনিও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রান করতে পারলেন না। খাতা না খুলেই ফিরে যেতে হল তাঁকে।

বুধবার চিপকে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান করে চেন্নাই। এবারের আইপিএলে যেভাবে রান হচ্ছে, সেই তুলনায় অনেকটাই কম রান ছিল এদিন। কিন্তু সেই রানও তুলতে পারল না দিল্লি শিবির। ১৬৮ রানের টার্গেট মাথায় নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ১৪০ রানে দৌড় শেষ করল ডেভিড ওয়ার্নারের দল। ২৭ রানে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রইল মহেন্দ্র সিং ধোনির দল।

তবে ফের আরও একটি ম্যাচ হেরে হতাশ দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। পরপর উইকেট হারানোকেই দায়ী করছেন দিল্লি অধিনায়ক। এদিন ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারাতে থাকে দিল্লি। ইনিংসের শুরুতেই ধাক্কা খায় ওয়ার্নারের দল। ম্যাচ শেষে দিল্লি অধিনায়ক ওয়ার্নার জানান, 'পরপর তিন উইকেট পতন এবং প্রথম ওভারেই উইকেট হারানো আমাদের ছন্দ পুরোপুরি ভাবে বদলে দেয়। শুধু তাই নয়, যে কোনও দলের ওপেনিং কম্বিনেশনটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যাই। সেই জায়গা থেকে বেড়িয়ে আসার আর কোনও উপায় ছিল না।'

পাশাপাশি ওয়ার্নার আরও বলেন, 'বেশ কিছু উইকেট রান আউটের মাধ্য়মে হয়েছে। বলা ভালো আমরা উইকেট উপহার দিয়ে এসেছি। নিজেদের উপর খুব একটা বেশি চাপ দেওয়ার চেষ্টাই করিনি আমরা। একটা ম্যাচ জিততে হলে যেটা খুব প্রয়োজন । নিজেদের উপর চাপ প্রয়োগ করা। এই রানটা একেবারেই বড় ছিল না। কিন্তু আমরা পরপর উইকেট হারিয়ে ফেলায় তা করতে পারিনি। তবে আমাদের আরও উন্নতি করতে হবে। আমাদের প্রথম ৬ জন ভালো ব্যাটার প্রয়োজন। যাতে ঘুরিয়ে ফিরেয়ে খেলানো সম্ভব। কিন্তু আমাদের দলে তেমনটা নেই। যখন তোমাকে কোনও ম্যাচ জিততে হবে তখন অর্ধেক ব্যাটারকে দায়িত্ব নিয়ে খেলতে হবে।' এই ম্যাচে হারের ফলে ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের একেবারে শেষে রয়েছে দিল্লি ক্যাপিটালস। ওয়ার্নারদের পরবর্তী ম্যাচ আগামী শনিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে।

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন