বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > রাবাডার বদলে কেন টম কারানকে শেষ ওভার, আমতা আমতা করে ব্যাখ্যা পন্তের

রাবাডার বদলে কেন টম কারানকে শেষ ওভার, আমতা আমতা করে ব্যাখ্যা পন্তের

DC অধিনায়ক ঋষভ পন্ত (ছবি:আইপিএল)

যখন দিল্লির সমর্থকরা ভেবেছিল যে তাদের প্রিয় দল এদিনের ম্যাচ জিতে ফাইনালে উঠে যাবে, তখনই সব অঙ্ক বদলে দেন মহেন্দ্র সিং ধোনি। চার উইকেটে জিতে যায় চেন্নাই। ৬ বলে ১৮ রানের ইনিংস খেলে সকলের মুখ বন্ধ করে দেন মাহি। হারের পরে দিল্লির অধিনায়ক ঋষভ পন্তও নিজের ভাষা হারিয়ে ফেলেছিলেন।

রবিবার চলতি আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের কাছে হারতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। রূদ্ধশ্বাস এই ম্যাচে শেষ ওভারে দারুণ ফিনিশ করে ম্যাচ জিতিয়ে ছিলেন চেন্নাইয়ের অধিনায়ক এমএস ধোনি। একটা সময় যখন দিল্লির সমর্থকরা ভেবেছিল যে তাদের প্রিয় দল এদিনের ম্যাচ জিতে ফাইনালে উঠে যাবে, তখনই সব অঙ্ক বদলে দেন মহেন্দ্র সিং ধোনি। চার উইকেটে জিতে যায় চেন্নাই। ৬ বলে ১৮ রানের ইনিংস খেলে সকলের মুখ বন্ধ করে দেন মাহি।    

হারের পরে দিল্লির অধিনায়ক ঋষভ পন্তও নিজের ভাষা হারিয়ে ফেলেছিলেন। পন্ত হারের হতাশা ব্যক্ত করতে গিয়ে বলেন, 'এটা প্রকাশ করার মতো শব্দ তার নেই।' ম্যাচের পরে তিনি বলেন, ‘স্বাভাবিকভাবেই এটা খুবই দুঃখজনক। এই মুহূর্তে আমরা যা অনুভব করছি তা প্রকাশ করার জন্য আমার কাছে্ কোন শব্দ নেই। এর পরে আমরা যে কাজটি করতে পারি তা হল আমাদের ভুল গুলোকে চিনতে হবে এবং আমাদের পরের ম্যাচের দিকে মনোনিবেশ করতে হবে।’ 

শেষ ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ছিল ১৩ রান। এই ওভার বোলিং করতে আসেন টম কারান। ওভারের প্রথম বলেই মইন আলিকে আউট করেন তিনি। কিন্তু এর পরে এমএস ধোনি টম কারানের পরীক্ষা নেন। পরের ৩ বলে,  কারানকে তিনটি চার মারেন এমএস ধোনি। এই বিষয়ে পন্ত বলেন, ‘টম কারান এই ম্যাচে ভালো বোলিং করেছে, তাই আমি ভেবেছিলাম ওকে শেষ ওভার দেওয়াটা ঠিক হবে। কিন্তু শেষ ওভারে রান হয়ে যায়।’ দিল্লির এই তরুণ অধিনায়ক বলেন, 'পরের ম্যাচের কথা মাথায় রেখে আমরা আমাদের ভুলগুলোকে চিহ্নিত করব এবং তা থেকে শিক্ষা নেব। আশা করি আমরা সেখানে জিতব এবং ফাইনাল খেলব।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন