দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নিজেদের শেষ লিগ ম্যাচ না জিতলে চেন্নাই সুপার কিংসের প্লে-অফে যাওয়া অনিশ্চিত। যদি লখনউ, মুম্বই ও আরসিবি তাদের শেষ ম্যাচ জেতে, তবে বিদায় নিতে হবে সুপার কিংসকে। জিতলে অবশ্য চেন্নাইয়ের শেষ চারের টিকিট নিশ্চিত।
চেন্নাই যদি প্লে-অফে যেতে না পারে, তবে কোটলায় শনিবারই শেষ হতে পারে মহেন্দ্র সিং ধোনির আইপিএল কেরিয়ার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সন্যাস নিয়েছেন আগেই। রাজ্যদলের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন না। শুধুমাত্র মাঠে নামেন আইপিএলে।
চলতি মরশুমের একেবারে শুরু থেকেই ধোনি ইঙ্গিত দিয়েছেন যে, এবার চিরতরে ব্যাট-প্যাড-গ্লাভসজোড়া তুলে রাখতে পারেন। চেন্নাই দলনায়ক স্পষ্ট জানিয়েছেন যে, তিনি কেরিয়ারের একেবারে শেষ পর্যায়ে রয়েছেন। তাই ক্রিকেটপ্রেমীরা বোঝেন, এটিই ধোনির শেষ আইপিএল মরশুম হতে পারে।
সম্ভবত সে কারণেই ধোনি যে মাঠেই পা দিয়েছেন, চেন্নাইয়ের হয়ে সমর্থন উপচে পড়েছে। চিপক তো বটেই, ইডেন থেকে লখনউ, মুম্বই থেকে জয়পুর, ধোনিকে সম্ভবত শেষবার খেলতে দেখার আশায় ভিড় জমিয়েছেন সমর্থকরা। সেই একই ছবি দেখা গেল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেও।
কোটলায় দিল্লির বিরুদ্ধে ধোনি টস জেতা মাত্রই দর্শকদের চিৎকারে কান পাতা দায়। সঞ্চালক ড্যানি মরিসনকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় ধোনির সঙ্গে আলাপচারিতা শুরুর জন্য। বাধ্য হয়ে তিনি দর্শকদের উদ্দেশ্যে বলে ওঠেন যে, ‘আরাম সে, আরাম সে’।
গত কয়েক বছর ধরেই ধোনির আইপিএল কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে বিস্তর জল্পনা চলছে। ধোনি প্রতিবারই ইঙ্গিত দেন যে, পরের মরশুমে ফিরতে পারেন তিনি। তবে এবছর কার্যত ভবিতব্য মেনে নিয়েছেন মাহি। সরাসরি অবসরের কথা না জানালেও ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, খুব বেশিদিন আর হলুদ জার্সিতে মাঠে নামবেন না তিনি।
চেন্নাই যদি প্লে-অফের টিকিট হাতে পায়, তবে ফের চিপকে মাঠে নামার সুযোগ পাবেন ধোনি। কেননা প্লে-অফের প্রথম ২টি ম্যাচ খেলা হবে চেন্নাইয়ে। অর্থাৎ, প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে। তাই চেন্নাই প্রথম দুইয়ে থাকুক বা তিন-চারে, ঘরের মাঠে আরও একটি ম্যাচ খেলার সুযোগ পেতে পারে তারা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।