চলতি আইপিএলের ৬৭তম ম্যাচেই টুর্নামেন্টে ছক্কার সংখ্যা ছাড়াল ১০০০। অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের ওপেনার ডেভন কনওয়ে আইপিএল ২০২৩-এর ১০০০তম ছক্কাটি মারেন।
কোটলায় টস জিতে শুরুতে ব্যাট করতে নামে চেন্নাই সুপার কিংস। যথারীতি রুতুরাজ গায়কোয়াড়কে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ডেভন কনওয়ে। প্রথম ইনিংসের ১.৪ ওভারে ললতি যাদবকে যে ছক্কাটি মারেন কনওয়ে, সেটি ছিল টুর্নামেন্টের ইতিহাসে ১০০০তম ছক্কা।
উল্লেখযোগ্য বিষয় হল, এখনও ৩টি লিগ ম্যাচ ছাড়াও ফাইনাল-সহ প্লে-অফের ৪টি ম্যাচ বাকি রয়েছে। সুতরাং, আরও ৭টি ম্যাচে বেশ কিছু ছক্কা হাঁকাবেন ব্যাটসম্যানরা। সেদিক থেকে আইপিএলের ১টি মরশুমে সব থেকে বেশি ছক্কা দেখা যেতে পারে এবছরই।
এর আগে একবার মাত্র আইপিএলের একটি মরশুমে ১০০০-এর বেশি ছক্কা দেখা গিয়েছে। ২০২২ সালে আইপিএলের ৭৪টি ম্যাচে মোট ১০৬২টি ছক্কা দেখা যায়। সেটিই এখনও পর্যন্ত টুর্নামেন্টের ইতিহাসে সর্বকালীন রেকর্ড। এবছর সেই রেকর্ড ভেঙে যেতে পারে।
আইপিএলের প্রতিটি মরশুমে ম্যাচ ও ছক্কার সংখ্যা:-
১. ২০০৮- ৫৯টি ম্যাচে ৬২২টি ছক্কা
২. ২০০৯- ৫৯টি ম্যাচে ৫০৬টি ছক্কা
৩. ২০১০- ৬০টি ম্যাচে ৫৮৫টি ছক্কা
৪. ২০১১- ৭৪টি ম্যাচে ৬৩৯টি ছক্কা
৫. ২০১২- ৭৬টি ম্যাচে ৭৩১টি ছক্কা
৬. ২০১৩- ৭৬টি ম্যাচে ৬৭২টি ছক্কা
৭. ২০১৪- ৬০টি ম্যাচে ৭১৪টি ছক্কা
৮. ২০১৫- ৬০টি ম্যাচে ৬৯২টি ছক্কা
৯. ২০১৬- ৬০টি ম্যাচে ৬৩৮টি ছক্কা
১০. ২০১৭- ৬০টি ম্যাচে ৭০৫টি ছক্কা
১১. ২০১৮- ৬০টি ম্যাচে ৮৭২টি ছক্কা
১২. ২০১৯- ৬০টি ম্যাচে ৭৮৪টি ছক্কা
১৩. ২০২০- ৬০টি ম্যাচে ৭৩৪টি ছক্কা
১৪. ২০২১- ৬০টি ম্যাচে ৬৮৭টি ছক্কা
১৫. ২০২২- ৭৪টি ম্যাচে ১০৬২টি ছক্কা
১৬. ২০২৩- ৬৭টি ম্যাচে ১০১৩টি ছক্কা (দিল্লি বনাম চেন্নাই ম্যাচের প্রথম ইনিংসের পরে)
দিল্লির বিরুদ্ধে কোটলায় ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির পথে ডেভন কনওয়ে ৩টি ছক্কা মারেন। রুতুরাজ গায়কোয়াড় অর্ধশতরান পূর্ণ করার পথে মারেন ৭টি ছক্কা। শিবম দুবে ৯ বলের সংক্ষিপ্ত ইনিংসে ৩টি ছক্কা হাঁকান। রবীন্দ্র জাদেজা মারেন ১টি ছয়। সুতরাং, চেন্নাইয়ের ইনিংসেই মোট ১৪টি ছক্কা দেখা যায়। সুতরাং ৬৭তম ম্যাচের প্রথম ইনিংসের শেষে আইপিএল ২০২৩-এ ছক্কার সংখ্যা দাঁড়ায় ১০১৩টি। সন্দেহ নেই টুর্নামেন্টের বাকি ১৫টি ইনিংসে আরও বেশ কিছু ছক্কা দেখা যাবে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।