বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > DC vs GT IPL 2023: 'আগামী দু'বছরেই ভারতীয় ক্রিকেটে দাপিয়ে বেড়াবে', তরুণ ক্রিকেটারকে নিয়ে ভবিষ্যদ্বাণী হার্দিকের

DC vs GT IPL 2023: 'আগামী দু'বছরেই ভারতীয় ক্রিকেটে দাপিয়ে বেড়াবে', তরুণ ক্রিকেটারকে নিয়ে ভবিষ্যদ্বাণী হার্দিকের

হার্দিক পান্ডিয়া। ছবি- পিটিআই।

Delhi Capitals vs Gujarat Titans: রত্ন চিনতে ভুল করেনি জহুরির চোখ, ২১ বছর বয়সী ব্যাটসম্যানের পারফর্ম্যান্সে তা বোঝা গিয়েছে ইতিমধ্যেই। এখন দেখার পান্ডিয়ার ভবিষ্যদ্বাণী সত্যি হয় কিনা।

'আগামী দু'বছরেই ও আরও বড় কিছু করে দেখাবে।' ক্যাপ্টেনের কাছ থেকে এমন সার্টিফিকেট পেলে যে কোনও তরুণ ক্রিকেটারই উদ্বুদ্ধ হবেন। কোটলায় দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে উঠে গুজরাট টাইটানসের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া বিস্তর সম্ভাবনার কথা শোনালেন তরুণ ব্যাটসম্যান সাই সুদর্শনকে নিয়ে।

অবশ্য সুদর্শনকে নিয়ে এমন প্রশংসা এক্কেবারে যথাযথ। যেভাবে চাপের মুখে মাথা ঠান্ডা রেখে গুজরাটকে জয় এনে দেন, যেভাবে বিজয় শঙ্কর ও ডেভিড মিলারের সঙ্গে পার্টনারশিপ গড়েন এবং ফিনিশারের ভূমিকায় নিজেকে তুলে ধরেন, তা এককথায় অনবদ্য। ২১ বছরের কোনও ক্রিকেটারের কাছ থেকে এমন পরিণত ক্রিকেট দেখতে পাওয়া দারুণ বিষয় সন্দেহ নেই।

সচরাচর আইপিএলে মঞ্চে তরুণ রক্তের ক্রিকেটাররা মারকাটারি ব্যাটিং করতেই পছন্দ করেন। ব্যাট চালিয়ে চার-ছক্কা হাঁকানোর প্রবণতা থাকে কম বয়সী ব্যাটসম্যানদের। তবে সুদর্শন একেবারে ব্যতিক্রমী। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তিনি নিজেকে মেলে ধরেন এবং দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়ে নিজের আইপিএল কেরিয়ারের প্রথম ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন তিনি।

আরও পড়ুন:- DC vs GT IPL 2023: ঠান্ডা মাথার খুনে ইনিংস সুদর্শনের, হাসতে হাসতে দিল্লি জয় হার্দিকদের

সুদর্শন ঘরোয়া ক্রিকেটেও অত্যন্ত ধারাবাহিক। যে কারণেই গুজরাট ফ্র্যাঞ্চাইজি তাঁর মধ্যে ভবিষ্যতের সম্ভাবনা দেখতে পায় এবং তাঁকে স্কোয়াডে ধরে রাখে। কোটলায় ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৮ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলার পরে সুদর্শনের প্রতি ফ্র্যাঞ্চাইজির আস্থা আরও বাড়বে সন্দেহ নেই।

ম্যাচের শেষে হার্দিক পান্ডিয়ার কথাতেই সেটা স্পষ্ট। সুদর্শনের পরিণত ইনিংস নিয়ে পান্ডিয়া বলেন, ‘ও অত্যন্ত সুন্দর ব্যাট করেছে। সেটাই অবশ্য স্বাভাবিক। কেননা গত ১৫ দিনে নেটে ব্যাট হাতে যত সময় কাটিয়েছে, সেই পরিশ্রমের সুফল পাচ্ছে ও।’

আরও পড়ুন:- অভিজ্ঞতা vs তারুণ্যের লড়াইয়ে টেক্কা দিলেন শামি-ঋদ্ধি, দিল্লি বনাম গুজরাট ম্যাচে বাংলার চার ক্রিকেটার কেমন খেললেন দেখুন

পরক্ষণেই হার্দিক বলেন, ‘যদি ভুল না হই, আগামী দু’বছরে ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এবং সম্ভবত ভারতীয় দলের হয়ে বড় কিছু করে দেখাবে।'

পান্ডিয়ার কথায় একটা বিষয় স্পষ্ট যে, সাই সুদর্শনকে লম্বা রেসের ঘোড়া হিসেবে বিবেচনা করছে গুজরাট টাইটানস।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

গতরাতেই হয়েছে বদলির ঘোষণা, দুপুরেই কালীঘাটে মমতার বাড়িতে CP বিনীত গোয়েল ‘আপনি কোর্টে নেই! আরজি কর মামলার রায় কবে দেবেন?’ প্রধান বিচারপতিকে প্রশ্ন ঊষার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় চলন্ত বাসে অষ্টম শ্রেণির ছাত্রীকে কুপিয়ে খুন ‘‌আমরা মুখ্যমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দিতে পারি না’‌, আইনজীবীকে ধমক চন্দ্রচূড় তোমার ফোন নম্বরটা কি পাওয়া যাবে: মহিলা ভক্তের আবদার শুনে কী করলেন নীরজ চোপড়া? শুভেন্দুর পঞ্চবাণে জর্জরিত 'মুখ্যমন্ত্রীর চিকিৎসক'! দেবেন কি পাঁচ প্রশ্নের উত্তর সেরা একাদশ বাছবেন কীভাবে? মিডল অর্ডার থেকে ম্যাচ জয়ের গুরুত্ব মুখ খুললেন রোহিত ঠাকুমাকে দেখে হাত নেড়ে কত কথাই না বলল ছোট্ট রাহা, নাতনিকে দেখে কী করলেন নীতু? এবারের বিগ বস থিম ‘টাইম কা তাণ্ডব’! প্রথম প্রতিযোগী হিসেবে নাম এল এই ‘নাগিন’-এর ভাদ্র মাসের পূর্ণিমা শুরু হয়েছে, থাকবে আর কতক্ষণ? দেখে নিন তিথি, চন্দ্রোদয়ের সময়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.