বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > DC vs KKR: লড়ে হার কলকাতার, ৫ ম্যাচে হারের পরে অবশেষে পয়েন্টের খাতা খুলল দিল্লি
হাফ-সেঞ্চুরি ওয়ার্নারের। ছবি- এপি।

DC vs KKR: লড়ে হার কলকাতার, ৫ ম্যাচে হারের পরে অবশেষে পয়েন্টের খাতা খুলল দিল্লি

Delhi Capitals vs Kolkata Knight Riders IPL 2023 Live Score: জেসন রয় ও আন্দ্রে রাসেলের প্রচেষ্টায় কোনও রকমে ১০০ রানের গণ্ডি টপকাতে সক্ষম হয় কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালস ছোটখাটো লক্ষ্য তাড়া করতে নেমে কষ্ট করে জয় তুলে নেয় কোটলায়।

কলকাতা নাইট রাইডার্সের আইপিএল ২০২৩-এর শুরুটা হয় ভালোয়-মন্দয়। নিজেদের প্রথম পাঁচ ম্যাচের ২টিতে জেতে কেকেআর এবং হারে ৩টি ম্যাচ। নাইট রাইডার্স হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসকে। তবে কেকেআরকে হারতে হয় পঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। এবার অ্যাওয়ে ম্যাচে নীতিশ রানাদের লড়াই ছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। যদিও দিল্লির নতুন মরশুম শুরু হয় দুঃস্বপ্নের মতো। তারা নিজেদের প্রথম পাঁচ ম্যাচের সবগুলিতে হারে। সুতরাং ঘরের মাঠে নাইটদের বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়ের জন্য মরিয়া ছিল দিল্লি। শেষমেশ কষ্ট করে হলেও কোটলায় প্রথম জয়ের মুখ দেখে ক্যাপিটালস। টানা তিনটি ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় কেকেআরকে।

21 Apr 2023, 12:44:32 AM IST

ম্যাচের সেরা ইশান্ত

কামব্যাক ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি পেলেন ইশান্ত শর্মা। ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে ২টি উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরার পুরস্কার জিতলেন দিল্লির অভিজ্ঞ পেসার।

21 Apr 2023, 12:23:29 AM IST

রুদ্ধশ্বাস জয়ে পয়েন্টের খাতা খুলল দিল্লি

শেষ ওভারে জয়ের জন্য ৭ রান দরকার ছিল দিল্লির। কুলবন্ত খেজরোলিয়ার প্রথম বলে ২ রান নেন অক্ষর প্যাটেল। ঠিক তার পরেই খেজরোলিয়ার নো-বলে আরও ২ রান নেন তিনি। সুতারাং, ১টি আইনসিদ্ধ বলেই ৫ রান পেয়ে যায় দিল্লি। দ্বিতীয় বলে ২ রান নিয়ে দিল্লিকে জয়ের লক্ষ্য পৌঁছে দেন অক্ষর। কলকাতার ১২৭ রানের জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১২৮ রান সংগ্রহ করে নেয়। ৪ বল বাকি থাকতে ৪ উইকেটের উত্তেজক জয়ে পয়েন্টের খাতা খোলে দিল্লি। অক্ষর প্যাটেল ১টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ১৯ রান করে নট-আউট থাকেন। টানা পাঁত ম্যাচ হারার পরে দিল্লি চলতি আইপিএলে প্রথম ম্যাচ জেতে। অন্যদিকে টানা তিন ম্যাচে পরাজিত হয় কলকাতা নাইট রাইডার্স।

21 Apr 2023, 12:15:54 AM IST

শেষ ওভারে ৭ রান দরকার দিল্লির

১৯তম ওভারে নীতিশ রানা মাত্র ৫ রান খরচ করেন। ১৯ ওভার শেষে দিল্লির স্কোর ৬ উইকেটে ১২১ রান। জিততে শেষ ওভারে ৭ রান দরকার ক্যাপিটালসের। অক্ষর ১৩ রানে ব্যাট করছেন। রানা ৪ ওভারে ১৭ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

21 Apr 2023, 12:09:18 AM IST

স্টাম্প-আউটের সহজ সুযোগ হাতছাড়া করলেন লিটন

১৭.২ ওভারে বরুণ চক্রবর্তীর বলে ললিত যাদবকে স্টম্প-আউটের সহজ সুযোগ হাতছাড়া করেন লিটন দাস। ১৮ ওভার শেষে দিল্লির স্কোর ৬ উইকেটে ১১৬ রান। জয়ের জন্য ১২ বলে ১২ রান দরকার দিল্লির। অক্ষর ১০ রানে ব্যাট করছেন। বরুণ চার ওভারে ১টি মেডেন-সহ ১৬ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

20 Apr 2023, 11:58:43 PM IST

আমন খান আউট

১৬.২ ওভারে নীতিশ রানার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন আমন খান। ২ বল খেলে খাতা খুলতে পারেননি আমন। দিল্লি ১১১ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ললিত যাদব। ১৭ ওভার শেষে দিল্লির স্কোর ৬ উইকেটে ১১৩ রান। জিততে শেষ ৩ ওভারে ১৫ রান দরকার ক্যাপিটালসের। রানা ৩ ওভারে ১২ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন। অক্ষর ৯ রানে ব্যাট করছেন।

20 Apr 2023, 11:55:40 PM IST

মণীশ পান্ডে আউট

১৫.৫ ওভারে অনুকূল রায়ের বলে রিঙ্কু সিংয়ের হাতে ধরা দেন মণীশ পান্ডে। ২৩ বলে ২১ রান করেন মণীশ। তিনি ২টি চার মারেন। দিল্লি ১১০ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আমন হাকিম খান। ১৬ ওভার শেষে দিল্লির স্কোর ৫ উইকেটে ১১০ রান। অনুকূল ৪ ওভারে ১৯ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।

20 Apr 2023, 11:49:44 PM IST

১০০ টপকাল দিল্লি

১৫তম ওভারে সুনীল নারিনের বলে ১টি করে চার মারেন মণীশ পান্ডে ও অক্ষর প্যাটেল। ওভারে ১১ রান ওঠে। ১৫ ওভার শেষে কলকাতার স্কোর ৪ উইকেটে ১০৪ রান। ১৯ল রানে ব্যাট করছেন মণীশ। জিততে দিল্লির দরকার ৩০ বলে ২৪ রান। নারিন ৪ ওভারে ৩৬ রান খরচ করেছেন।

20 Apr 2023, 11:41:51 PM IST

ডেভিড ওয়ার্নার আউট

১৩.১ ওভারে বরুণ চক্রবর্তীর বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ডেভিড ওয়ার্নার। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। ওয়ার্নার ১১টি বাউন্ডারির সাহায্যে ৪১ বলে ৫৭ রান করে মাঠ ছাড়েন। দিল্লি ৯৩ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল। ওভারে কোনও রান ওঠেনি। ১৪ ওভার শেষে ক্যাপিটালসের স্কোর ৪ উইকেটে ৯৩ রান। জয়ের জন্য ৬ ওভারে ৩৫ রান দরকার দিল্লির। বরুণ ৩ ওভারে ১টি মেডেন-সহ ১৪ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

20 Apr 2023, 11:38:15 PM IST

নারিনের ওভারে ৬ রান

১৩তম ওভারে সুনীল নারিনের বলে ৬ রান সংগ্রহ করে দিল্লি। তাদের স্কোর ৩ উইকেটে ৯৩ রান। ওয়ার্নার ৫৭ রানে ব্যাট করছেন। নারিন ৩ ওভারে ২৫ রান খরচ করেছেন।

20 Apr 2023, 11:36:44 PM IST

বরুণের ওভারে ৪ রান

১২তম ওভারে বরুণ চক্রবর্তী ৪ রান খরচ করেন। ১২ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৩ উইকেটে ৮৭ রান। ওয়ার্নার ৫৫ ও মণীশ ১০ রানে ব্যাট করছেন। বরুণ ২ ওভারে ১৪ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

20 Apr 2023, 11:29:14 PM IST

ঝোড়ো হাফ-সেঞ্চুরি ওয়ার্নারের

১১টি বাউন্ডারির সাহায্যে ৩৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ডেভিড ওয়ার্নার। ১১তম ওভারে অনুকূল রায়ের বলে ১টি চার মারেন ডেভিড। ১টি বাউন্ডারি মারেন মণীশ। ওভারে ১০ রান ওঠে। ১১ ওভার শেষে দিল্লির স্কোর ৩ উইকেটে ৮৩ রান। ওয়ার্নার ৫৩ রানে ব্যাট করছেন। অনুকূল ৩ ওভারে ১৩ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

20 Apr 2023, 11:28:20 PM IST

১০ ওভারে দিল্লির দরকার ৫৫ রান

দশম ওভারে নীতিশ রানা মোটে ৪ রান খরচ করেন। ১০ ওভার শেষে দিল্লির স্কোর ৩ উইকেটে ৭৩ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ১০ ওভারে ৫৫ রান দরকার ক্যাপিটালসের। ওয়ার্নার ৪৮ রানে ব্যাট করছেন। রানা ২ ওভারে ৯ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

20 Apr 2023, 11:20:44 PM IST

ফিল সল্ট আউট

৮.১ ওভারে অনুকূল রায়ের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ফিল সল্ট। ১টি বাউন্ডারির সাহায্যে ৩ বলে ৫ রান করেন সল্ট। দিল্লি ৬৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মণীশ পান্ডে। ৯ ওভার শেষে ক্যাপিটালসের স্কোর ৩ উইকেটে ৬৯ রান। ডেভিড ৪৬ রানে ব্যাট করছেন। অনুকূল ২ ওভারে ৩ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

20 Apr 2023, 11:16:48 PM IST

মিচেল মার্শ আউট

অষ্টম ওভারে বল করতে আসেন নাইট দলনায়ক নীতিশ রানা। ৭.২ ওভারে রানার বলে বাউন্ডারি লাইনে পরিবর্ত ফিল্ডার ডেভিড ওয়াইজের হাতে ধরা পড়েন মিচেল মার্শ। ৯ বলে ২ রান করেন তিনি। দিল্লি ৬২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ফিল সল্ট। তিনি মাঠে নেমে প্রথম বলেই চার মারেন। ৮ ওভার শেষে ক্যাপিটালসের স্কোর ২ উইকেটে ৬৭ রান। ওয়ার্নার ৪৫ রানে ব্যাট করছেন।

20 Apr 2023, 11:12:13 PM IST

অনুকূলের ওভারে ১ রান

সপ্তম ওভারে বল করতে আসেন অনুকূল রায়। নিজের প্রথম ওভারে মাত্র ১ রান খরচ করেন অনুকূল। ৭ ওভার শেষে দিল্লির স্কোর ১ উইকেটে ৬২ রান।

20 Apr 2023, 11:08:13 PM IST

পাওয়ার প্লে-তেই ৫০ টপকাল দিল্লি

ষষ্ঠ ওভারে সুনীল নারিনের বলে ৪টি চার মারেন ডেভিড ওয়ার্নার। ওভারে মোট ১৭ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভারে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১ উইকেটে ৬১ রান। ডেভিড ১০টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ৪৫ রান করেছেন। নারিন ২ ওভারে ২০ রান খরচ করেন।

20 Apr 2023, 11:02:26 PM IST

পৃথ্বী শ আউট

পঞ্চম ওভারে বল করতে আসেন বরুণ চক্রবর্তী। প্রথম বলেই চার মারেন পৃথ্বী শ। তবে তৃতীয় বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। ১১ বলে ১৩ রান করেন পৃথ্বী। মারেন ২টি চার। দিল্লি ৩৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মিচেল মার্শ। ওভারের পঞ্চম বলে ১টি চার মারেন ওয়ার্নার। ওভারে ১০ রান ওঠে। ৫ ওভার শেষে ক্যাপিটালসের স্কোর ১ উইকেটে ৪৪ রান। ওয়ার্নার ২৯ রানে ব্যাট করছেন।

20 Apr 2023, 11:00:59 PM IST

নারিনের ওভারে ৩ রান

চতুর্থ ওভারে বল করতে আসেন সুনীল নারিন। তিনি নিজের প্রথম ওভারে মাত্র ৩ রান খরচ করেন। ৪ ওভার শেষে দিল্লির স্কোর বিনা উইকেটে ৩৪ রান।

20 Apr 2023, 10:55:58 PM IST

রাসেলের ওভারে জোড়া বাউন্ডারি ডেভিডের

তৃতীয় ওভারে বল করতে আসেন আন্দ্রে রাসেল। তাঁর ওভারে ২টি চার মারেন ওয়ার্নার। ওভারে মোট ১২ রান ওঠে। ২ ওভার শেষে ক্যাপিটালসের স্কোর বিনা উইকেটে ৩১ রান। ওয়ার্নার ১৫ বলে ২৩ রান করেছেন।

20 Apr 2023, 10:53:19 PM IST

কুলবন্তের ওভারে ৩টি বাউন্ডারি

দ্বিতীয় ওভারে বল করতে আসেন কুলবন্ত খেজরোলিয়া। তাঁর ওভারে ১টি চার মারেন পৃথ্বী শ। ২টি চার মারেন ডেভিড ওয়ার্নার। ওভারে মোট ১৩ রান ওঠে। ২ ওভার শেষে দিল্লির স্কোর বিনা উইকেটে ১৯ রান। ওয়ার্নার ১৩ ও পৃথ্বী ৬ রানে ব্যাট করছেন।

20 Apr 2023, 10:46:51 PM IST

রান তাড়া শুরু দিল্লির

পৃথ্বী শ-কে নিয়ে ওপেন করতে নামেন ডেভিড ওয়ার্নার। কলকাতার হয়ে বোলিং শুরু করেন উমেশ যাদব। দ্বিতীয় বলে চার মেরে খাতা খোলেন ওয়ার্নার। প্রথম ওভারে ৬ রান ওঠে।

20 Apr 2023, 10:25:48 PM IST

অল্প রানে গুটিয়ে গেল কলকাতার ইনিংস

শেষ ওভারে মুকেশ কুমারের বলে ৩টি ছক্কা মারেন আন্দ্রে রাসেল। ওভারে ১৯ রান ওঠে। শেষ বলে রান-আউট হন বরুণ চক্রবর্তী। তিনি ৬ বলে ১ রান করেন। কলকাতা নির্ধারিত ২০ ওভারে ১২৭ রানে অল-আউট হয়ে যায়। রাসেল ১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। মুকেশ ৪ ওভারে ৩৪ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। জয়ের জন্য দিল্লির দরকার ১২৮ রান।

20 Apr 2023, 10:19:28 PM IST

কুলদীপের ওভারে ৩ রান

১৯তম ওভারে মাত্র ৩ রান খরচ করেন কুলদীপ যাদব। ১৯ ওভার শেষে কলকাতার স্কোর ৯ উইকেটে ১০৮ রান। রাসেল ১৯ রানে ব্যাট করছেন। কুলদীপ ৩ ওভারে ১৫ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

20 Apr 2023, 10:15:56 PM IST

বোলিং কোটা শেষ নরকিয়ার

৪ ওভারের বোলিং কোটা শেষ করেন এনরিখ নরকিয়া। তিনি মাত্র ২০ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন। ১৮ ওভার শেষে কেকেআরের স্কোর ৯ উইকেট ১০৫ রান। রাসেল ১৮ রানে ব্যাট করছেন।

20 Apr 2023, 10:08:03 PM IST

১০০ ছুঁল কেকেআর

১৭তম ওভারে ১০০ রানের গণ্ডি ছোঁয় কেকেআর। মুকেশ কুমারের ওভারে মাত্র ৩ রান ওঠে। কলকাতার সংগ্রহ ৯ উইকেটে ১০০ রান। রাসেল ১৪ রানে ব্যাট করছেন। মুকেশ ৩ ওভারে ১৫ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

20 Apr 2023, 10:00:34 PM IST

উমেশ যাদব আউট

১৫.৪ ওভারে নিজের বলেই উমেশ যাদবের ক্যাচ ধরেন এনরিখ নরকিয়া। ৫ বলে ৩ রান করেন তিনি। কেকেআর ৯৬ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বরুণ চক্রবর্তী। ১৬ ওভার শেষে কলকাতার স্কোর ৯ উইকেটে ৯৭ রান। ১৩ রানে ব্যাট করছেন রাসেল। নরকিয়া ৩ ওভারে ১৫ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

20 Apr 2023, 09:55:01 PM IST

অনুকূল রায় আউট

পরপর ২ বলে ২টি উইকেট তুলে নেন কুলদীপ যাদব। ১৪.৫ ওভারে কুলদীপের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন অনুকূল রায়। রিবিউ নিয়েও বাঁচেননি তিনি। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন অনুকূল। কেকেআর ৯৩ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন উমেশ যাদব। ১৫ ওভার শেষে কলকাতার স্কোর ৮ উইকেটে ৯৪ রান। কুলদীপ ২ ওভারে ১২ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।

20 Apr 2023, 09:53:13 PM IST

জেসন রয় আউট

১৪.৪ ওভারে কুলদীপ যাদবের বলে আমন হাকিম খানের হাতে ধরা পড়েন জেসন রয়। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি। জেসন ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৪৩ রান করে মাঠ ছাড়েন। কলকাতা ৯৩ রানে ৭ উইকেট হারায়। বেঙ্কটেশ আইয়ারের বদলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নামেন অনুকূল রায়।

20 Apr 2023, 09:48:51 PM IST

মার্শের ওভারে ১৫ রান

১৪তম ওভারে মিচেল মার্শের বলে ১টি ছক্কা মারেন আন্দ্রে রাসেল। ১টি চার মারেন জেসন রয়। ওভারে মোট ১৫ রান ওঠে। ১৪ ওভার শেষে কলকাতার স্কোর ৬ উইকেটে ৯২ রান। জেসন রয় ৪৩ ও দ্রে রাস ১২ রানে ব্যাট করছেন।

20 Apr 2023, 09:41:00 PM IST

নরকিয়ার ওভারে ৪ রান

১৩তম ওভারে এনরিখ নরকিয়া মাত্র ৪ রান খরচ করেন। ১৩ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর ৬ উইকেটে ৭৭ রান। ৩৩ বলে ৩৭ রান করেছেন জেসন রয়। নরকিয়া ২ ওভারে ১২ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

20 Apr 2023, 09:39:02 PM IST

ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে পৃথ্বী

নিজের বোলিং কোটা শেষ হওয়া মাত্রই মাঠ ছাড়েন ইশান্ত শর্মা। তাঁর পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামেন পৃথ্বী শ।

20 Apr 2023, 09:32:30 PM IST

সুনীল নারিন আউট

১১.২ ওভারে ইশান্ত শর্মার বলে ডেভিড ওয়ার্নারের হাতে ধরা পড়েন সুনীল নারিন। ৬ বলে ৪ রান করেন তিনি। মারেন ১টি চার। কেকেআর ৭০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আন্দ্রে রাসেল। ১২ ওভার শেষে কলকাতার স্কোর ৬ উইকেটে ৭৩ রান। জেসন রয় ৩৫ রানে ব্যাট করছেন। ইশান্ত ৪ ওভারে ১৯ রান খরচ করে ২টি উইকেট দখল করেন।

20 Apr 2023, 09:27:46 PM IST

রিঙ্কু সিং আউট

১০.২ ওভারে অক্ষর প্যাটেলের বলে ললিত যাদবের হাতে ধরা পড়েন রিঙ্কু সিং। ৮ বলে ৬ রান করেন তিনি। মারেন ১টি চার। কলকাতা ৬৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সুনীল নারিন। তিনি ওভারের শেষ বলে চার মারেন। ১১ ওভার শেষে কেকেআরের স্কোর ৫ উইকেটে ৬৮ রান। অক্ষর ৩ ওভারে ১৩ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

20 Apr 2023, 09:26:16 PM IST

অর্ধেক ইনিংস শেষ

দশম ওভারে কুলদীপের বলে ১টি ছক্কা মারেন জেসন রয়। ওভারে ১০ রান ওঠে। ১০ ওভার শেষে কেকেআরের স্কোর ৪ উইকেটে ৬৪ রান। জেসন ৩৪ ও রিঙ্কু ৬ রানে ব্যাট করছেন।

20 Apr 2023, 09:22:17 PM IST

মনদীপ সিং আউট

৮.২ ওভারে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মনদীপ সিং। ১১ বলে ১২ রান করেন তিনি। মারেন ১টি চার। কেকেআর ৫০ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিঙ্কু সিং। তিনি ওভারের চতুর্থ বলে চার মারেন। ৯ ওভার শেষে কলকাতার স্কোর ৪ উইকেটে ৫৪ রান। ২ ওভারে ৯ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন অক্ষর।

20 Apr 2023, 09:21:39 PM IST

জীবনদান পেলেন জেসন

অষ্টম ওভারে মিচেল মার্শের তৃতীয় বলে ছক্কা মারেন মনদীপ সিং। ৭.৬ ওভারে নিজের বলেই জেসন রয়ের সহজ ক্যাচ ছাড়েন মার্শ। জেসন তখন ২৪ রানে ব্যাট করছিলেন। ৮ ওভার শেষে কলকাতার স্কোর ৩ উইকেটে ৪৯ রান। জেসন ২৫ ও মনদীপ ১২ রানে ব্যাট করছেন।

20 Apr 2023, 09:14:04 PM IST

অক্ষরের ওভারে ৪ রান

সপ্তম ওভারে অক্ষর প্যাটেলের বলে মাত্র ৪ রান ওঠে। ৭ ওভার শেষে কলকাতার স্কোর ৩ উইকেটে ৩৯ রান। জেসন ২৩ ও মনদীপ ৫ রানে ব্যাট করছেন।

20 Apr 2023, 09:02:53 PM IST

নীতিশ রানা আউট

৫.২ ওভারে রাজ্যদলের সতীর্থ ইশান্ত শর্মার বলে মুকেশ কুমারের হাতে ধরা দিয়ে সাজঘরে ফেরেন কেকেআর দলনায়ক নীতিশ রানা। ৭ বলে ৪ রান করেন তিনি। মারেন ১টি বাউন্ডারি। কেকেআর ৩২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মনদীপ সিং। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে কলকাতার স্কোর ৩ উইকেটে ৩৫ রান। ২২ রানে ব্যাট করছেন জেসন রয়। ইশান্ত ৩ ওভারে ১৪ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

20 Apr 2023, 09:00:58 PM IST

মুকেশের ওভারে ২ রান

পঞ্চম ওভারে বল করতে আসেন মুকেশ কুমার। শুরুতেই ওয়াইড করেন তিনি। তৃীতয় বল ১ রান নেন জেসন। ওভারে মোটে ২ রান ওঠে। ৫ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ৩১ রান। মুকেশ ২ ওভারে ১২ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

20 Apr 2023, 08:51:12 PM IST

বেঙ্কটেশ আইয়ার আউট

৩.৩ ওভারে এনরিখ নরকিয়ার বলে স্লিপে মিচেল মার্শের হাতে ধরা পড়েন গত ম্যাচের শতরানকারী বেঙ্কটেশ আইয়ার। ২ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। কেকেআর ২৫ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নীতিশ রানা। তিনি ওভারের পঞ্চম বলে চার মারেন। ৪ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ২৯ রান। জেসন ১৯ রানে ব্যাট করছেন।

20 Apr 2023, 08:49:09 PM IST

ইশান্তের ওভারে ৫ রান

তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন ইশান্ত শর্মা। তৃতীয় বলে চার মারেন জেসন রয়। ওভারে মোট ৫ রান ওঠে। ৩ ওভার শেষে কলকাতার স্কোর ১ উইকেটে ২০ রান। জেসন ১৫ রানে ব্যাট করছেন। ইশান্ত ২ ওভারে ১০ রান খরচ করেছেন।

20 Apr 2023, 08:44:06 PM IST

লিটন দাস আউট

দ্বিতীয় ওভারে বল করতে আসেন মুকেশ কুমার। তাঁর প্রথম ও চতুর্থ বলে জোড়া বাউন্ডারি মারেন জেসন রয়। তবে শেষ বলে মুকেশ আউট করেন লিটন দাসকে। ১.৬ ওভারে মুকেশের বলে ললিত যাদবের হাতে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন লিটন। ৪ বলে ৪ রান করেন তিনি। কেকেআর ১৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বেঙ্কটেশ আইয়ার।

20 Apr 2023, 08:36:50 PM IST

লিটনের বাউন্ডারিতে লড়াই শুরু কলকাতার

জেসন রয়ের সঙ্গে কলকাতার হয়ে ওপেন করতে নামেন লিটন দাস। দিল্লির হয়ে বোলিং শুরু করেন ইশান্ত শর্মা। তৃতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন জেসন। চতুর্থ বলে চার মারেন লিটন। সুতরাং, আইপিএলে আত্মপ্রকাশে নিজের প্রথম বলেই চার মারেন লিটন। প্রথম ওভারে ৫ রান ওঠে।

20 Apr 2023, 08:32:34 PM IST

দু'দলের পরিবর্ত ক্রিকেটার

কলকাতা- অনুকূল রায়, বৈভব আরোরা, ডেভিড ওয়াইজ, সুয়াশ শর্মা ও নারায়ন জগদীশান।দিল্লি- পৃথ্বী শ, যশ ধুল, সরফরাজ খান, চেতন সাকারিয়া ও রিপল প্যাটেল।

20 Apr 2023, 08:30:40 PM IST

দিল্লির প্রথম একাদশ

ডেভিড ওয়ার্নার (ক্যাপ্টেন), মিচেল মার্শ, মণীশ পান্ডে, ফিল সল্ট (উইকেটকিপার), ললিত যাদব, আমন খান, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, এনরিখ নরকিয়া, ইশান্ত শর্মা ও মুকেশ কুমার।

20 Apr 2023, 08:29:04 PM IST

কেকেআরের প্রথম একাদশ

বেঙ্কটেশ আইয়ার, লিটন দাস (উইকেটকিপার), জেসন রয়, সুনীল নারিন, নীতিশ রানা (ক্যাপ্টেন), রিঙ্কু সিং, মনদীপ সিং, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব ও কুলবন্ত খেজরোলিয়া।

20 Apr 2023, 08:26:51 PM IST

আইপিএল অভিষেক লিটন দাসের

কেকেআর চার বিদশির কোটায় একজোড়া রদবদল করে। তারা বাদ দেয় রহমানউল্লাহ গুরবাজ এবং লকি ফার্গুসনকে। পরিবর্তে তারা মাঠে নামায় লিটন দাস ও জেসন রয়কে। কেকেআর এই ম্যাচে মাঠে নামায় কুলবন্ত খেজরোলিয়াকেও। দিল্লি এই ম্যাচে মাঠে নামায় ইশান্ত শর্মাকে। বাদ পড়েন বাংলার উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল।

20 Apr 2023, 08:17:04 PM IST

টস জিতল দিল্লি

কেকেআরের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর গুরুত্বপূর্ণ ম্য়াচে টস জিতল দিল্লি ক্যাপিটালস। টস জিতে ডেভিড ওয়ার্নার শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান কলকাতা নাইট রাইডার্সকে। সুতরাং, ঘরের মাঠে রান তাড়া করবে দিল্লি। ম্যাচ শুরু রাত ৮টা ৩০ মিনিটে। সুতরাং, নির্ধারিত সময়ের ১ ঘণ্টা দেরিতে শুরু হচ্ছে খেলা। যদিও কোনও ওভার কাটা যায়নি। খেলা হবে ২০ ওভার প্রতি ইনিংসের।

20 Apr 2023, 08:04:37 PM IST

৮টা ১৫ মিনিটে মাঠ পরিদর্শন

৭টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। তবে বেশ কিছুটা সময় অতিক্রান্ত হলেও এখনও দিল্লি বনাম কেকেআর ম্য়াচ শুরু করা যায়নি। বৃষ্টির পরে মাঠ থেকে ঢাকা তুলে ফেলা হয়েছে। আম্পায়াররা রাত ৮টা ১৫ মিনিটে পুনরায় মাঠ পরিদর্শনে নামবেন। তখনই জানা যেতে পারে কখন অনুষ্ঠিত হবে টস।

20 Apr 2023, 07:28:42 PM IST

বৃষ্টি থামেনি এখনও

ম্য়াচ শুরুর সময়েও অনুষ্ঠিত হয়নি টস। আম্পায়াররা দ্বিতীয় দফায় মাঠ পরিদর্শন করেও কোনও আপডেট দিতে পারেননি। যদিও হালকা বৃষ্টির মাঝেও ক্রিকেটারদের অনুশীলন চালাতে দেখা যাচ্ছে।

20 Apr 2023, 06:53:45 PM IST

পিছিয়ে গেল টসের সময়

ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে দিল্লিতে বৃষ্টি নামে। ফলে পিছিয়ে দেওয়া হয় টসের সময়। সন্ধ্যা ৭টায় আম্পায়াররা মাঠ পরিদর্শনে নেমে পরিস্থিতি সম্পর্কে আপডেট দেবেন। যদিও ম্যাচ ভেস্তে দেওয়ার মতো বৃষ্টি নামেনি।

20 Apr 2023, 06:49:35 PM IST

উমেশের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারবেন ওয়ার্নার?

ডেভিড ওয়ার্নারকে আইপিএলে মোট ৫ বার আউট করেছেন উমেশ যাদব। ইন্ডিয়ান প্রিমিয়র লিগে আর কোনও বোলার তাঁকে এতবার সাজঘরে ফেরাতে পারেননি। সুতরাং, কোটলায় উমেশ-ওয়ার্নারের ব্যক্তিগত ডুয়েলেও নজর থাকবে সবার।

20 Apr 2023, 06:18:53 PM IST

সুযোগ পাবেন লিটন?

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চার বিদেশির কোটায় রদবদল করতে পারে কলকাতা নাইট রাইডার্স। বাদ পড়তে পারেন রহমানউল্লাহ গুরবাজ। লিটনের ভাগ্যে কি শিকে ছিঁড়বে? বিস্তারিত পড়ুন:- DC vs KKR: দাদার দলের বিরুদ্ধেই কি কলকাতার হয়ে IPL অভিষেক হবে লিটনের? মিলল ইঙ্গিত

20 Apr 2023, 06:09:51 PM IST

ছক্কার খরা কাটবে ওয়ার্নারের?

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১৯৫টি বল খেলে এখনও কোনও ছক্কা মারতে পারেননি ডেভিড ওয়ার্নারার। অরুণ জেটলি স্টেডিয়ামে নাইটদের বিরুদ্ধে ডেভিডের ছক্কার খরা কাটে কিনা, সেটাই হবে দেখার। বিস্তারিত পড়ুন:- IPL 2023: প্রায় ২০০ বল খেলেও ছক্কা মারতে পারেননি ওয়ার্নার, ম্যাক্সওয়েলকে দেখা লজ্জা পাবেন ডেভিড

20 Apr 2023, 05:58:48 PM IST

প্রথম জয়ের খোঁজে দিল্লি

টুর্নামেন্টে নিজেদের প্রথম ৫ ম্যাচের সবগুলিতে হেরেছে দিল্লি ক্যাপিটালস। ষষ্ঠ ম্যাচেও হারলে খাদের কিনারায় এসে দাঁড়াবেন ডেভিড ওয়ার্নাররা। সুতরাং, নাইটদের বিরুদ্ধে চলতি আইপিএলে নিজদের প্রথম জয় তুলে নিতে মরিয়া দিল্লি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘জীবন একটাই…’, আটকে ৭ লাখের খোরপোশ মামলা, একাধিক বিয়ে নিয়ে জবাব শ্রাবন্তীর CSK-র পরিবেশ অনেক ভালো, MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু মোদী-রাহুল দুজনের বিরুদ্ধেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ! নড়েচড়ে বসল EC নিতম্বের হাড়ে সমস্যা, বানান ৬ প্যাক অ্যাবস, ফিটনেস জার্নি কেমন ছিল ওয়ারিকুর ভোটের শেষ ঘণ্টাতেও বিস্তা-বিষ্ণু ঠোকাঠুকি, রাজুর নালিশ কমিশনে ‘মহিলাদের মধ্যে প্রতিক্রিয়া হচ্ছে’, কাঞ্চনকে গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ দুপুরের স্বপ্ন সত্যি হয়? সেরা সময় কোনটি? কী দেখলে আসে সৌভাগ্য? রইল শাস্ত্রমত 'মাথা ঠুকে কত কেঁদেছি, আমি তো আর বাঁচতেই চাই নি, শুধু সংসার টানতে…', আবেগঘন শেখর ‘হাল ছাড়িনি..’বলছেন জেইই মেইনস-র টপার! কৃষক পরিবারের সন্তান নীলকৃষ্ণ দিলেন টিপস এ কী হাল! TRP-তে যৌথ টপার পেল জি বাংলা! ফুলকি-জগদ্ধাত্রী-নিম ফুলের মধু, কে কোথায়

Latest IPL News

CSK-র পরিবেশ অনেক ভালো, MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার ইডেনে এসেও বল করলেন না স্টার্ক! পরের ম্যাচে নিজের পুরোনো অস্ত্রকে নামাবেন গৌতি? রাসেলের ওপর ফাটকা খেলে গেমিং অ্যাপ থেকে ১.৫ কোটি টাকা জিতলেন সেভেন পাশ দীপু দিনে ১ টাকারও কমে সব দেখা যাবে Jio Cinema-য়! নয়া ২ প্ল্যান আম্বানিদের, কী আছে? সব CSK ফ্যানের মধ্যে একা দাঁঁড়িয়ে LSG ফ্যান, জয়ের পর আনন্দে লাফ-ভাইরাল ভিডিয়ো বিরাটের কাছে এসে আক্ষেপ কামিন্সের, কোহলি বললেন ‘তুমি দুর্দান্ত’-ভিডিয়ো IPL-এর আচরণবিধি লঙ্ঘন করলেন রসিখ! দিল্লির বোলারকে লাল চোখ দেখালেন ম্যাচ রেফারি পন্তের রুদ্রমূর্তি দেখে অবাক সৌরভ! দেখুন ঋষভ হেলিকপ্টার শট মারতে কী করলেন মহারাজ গুরুত্বপূর্ণ ১৯তম ওভারে অনভিজ্ঞ রশিখের হাতে কেন বল তুলে দিলেন?কারণ জানালেন পন্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.