বল হাতে এখনও পর্যন্ত দুর্দান্ত পারফর্ম্যান্স মেলে ধরছেন। ব্যাট হাতেও চমক দিয়েছেন বড় বড় ছক্কা হাঁকিয়ে। এবার নিজের ফিল্ডিং দক্ষতার নমুনা পেশ করলেন উমেশ যাদব। টিম ইন্ডিয়ার তারকা পেসারের পিছনে খরচ করা প্রতিটি পয়সার লাভ পাচ্ছে কেকেআর।
উমেশ যাদব ইতিমধ্যেই ৯ ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ১৪টি উইকেট নিয়েছেন। তিনি বেগুনি টুপির দৌড়ে আপাতত পাঁচ নম্বরে অবস্থান করছেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ফিরতি ম্যাচে ৪ ওভার বল করে ২৪ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন উমেশ।
আরও পড়ুন:- DC vs KKR: প্রায় মাটি থেকে ছোঁ-মেরে বল তুলে নিলেন পন্ত, শ্রেয়সকে ফেরাতে দুর্দান্ত ক্যাচ ঋষভের, ভিডিয়ো
তবে ইনিংসের একেবারে শুরুতে নিজের বলেই পৃথ্বী শ-র যে দুর্দান্ত ক্যাচটি তিনি ধরেন, তা চলতি আইপিএলের অন্যতম সেরা সন্দেহ নেই।
প্রথম ওভারের প্রথম বলেই পৃথ্বীকে আউট করেন উমেশ। লেগ-স্টাম্পের উপরে ফুল লেনথ ডেলিভারি করেন যাদব। পৃথ্বী বলের লাইনে ব্যাট নিয়ে যান। তবে ব্যাটের কানায় লেগে বল ফেরত আসে উমেশের দিকেই।
উমেশ যাদবের দুর্দান্ত ক্যাচের ভিডিয়ো দেখতে ক্লিক করুন:- https://www.iplt20.com/video/43904/umesh-gets-prithvi-for-golden-duck
ফলো থ্রুয়ে নিজের বাঁ-দিকে শরীর ছুঁড়ে উমেশ তালুবন্দি করেন বল। ফলে এক বলে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় পৃথ্বীকে। যদিও উমেশের এমন অনবদ্য লড়াই সত্ত্বেও কলকাতাকে ম্যাচ হারতে হয়। প্রথমে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্স ৯ উইকেটের বিনিময়ে ১৪৬ রান তোলে। জবাবে দিল্লি ৬ উইকেটে ১৫০ রান তুলে ম্যাচ জিতে যায়।