বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > DC vs MI: নাগাড়ে ১০ বার প্রথম ম্যাচে হারল MI, অক্ষর-ললিত জেতালেন DC-কে
ম্যাচ শেষে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারদের মধ্যে শুভেচ্ছা বিনিময়। ছবি- আইপিএল।

DC vs MI: নাগাড়ে ১০ বার প্রথম ম্যাচে হারল MI, অক্ষর-ললিত জেতালেন DC-কে

সপ্তম উইকেটে অপরাজিত ৭৫ রানের পার্টনারশিপ গড়েন অক্ষর প্যাটেল ও ললিত যাদব।

মরশুমের প্রথম ম্যাচ হারের রীতি বজায় থাকল রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের। শুরুতে দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে টস হেরে প্রথমে ব্যাট করে রোহিত শর্মার ৪১ ও ইশান কিষাণের অপরাজিত ৮১ রানে ভর করে পাঁচ উইকেটে ১৭৭ রান তোলে মুম্বই। দিল্লির হয়ে ১৮ রানে তিন উইকেট নিয়ে সবথেকে সফল কুলদীপ যাদব। ব্যট হাতে ক্যাপিটালস শুরুটা ভাল করলেও, মুরুগান অশ্বিন ও বাসিল থাম্পির সুবাদে মাঝপথে রাস্তা হারিয়ে ফেলে দিল্লি। তবে সপ্তম উইকেটে ললিত যাদব ও অক্ষর প্যাটেল অপরাজিত ৭৫ রানের পার্টনারশিপ গড়ে ১০ বল ও ৪ উইকেট বাকি থাকতেই দিল্লিকে ম্যাচ জিতিয়ে দেয়।

27 Mar 2022, 08:08:47 PM IST

ম্যাচ সেরা কুলদীপ যাদব

চার ওভারে ১৮ রান খরচ করে তিন উইকেট তুলে নেওয়ায় ম্যাচের সেরা হলেন দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব।

27 Mar 2022, 07:18:37 PM IST

ম্যাচ জিতল দিল্লি

৭৫ রানের সপ্তম উইকেটের পার্টনারশিপে ম্যাচ জিতল দিল্লি ক্যাপিটালস। ললিত অপরাজিত রইলেন ৪৮ রানে (৩৮ বলে), অক্ষর ১৭ বলে ৩৮ রানের দুর্ধর্ষ ক্যামিও খেললেন। পরিণামে ১০ বল বাকি থাকতেই চার উইকেটে ম্যাচ জিতে নিল দিল্লি ক্যাপিটালস।

27 Mar 2022, 07:16:04 PM IST

জয়ের দোরগোড়ায় দিল্লি

ড্যানিয়েল স্যামসের ১৯তম ওভার থেকে উঠল ২৪ রান। দুই ওভার বাকি থাকতেই প্রায় ম্য়াচ পকেটে পুরে নিল দিল্লি। শেষ ১২ বলে চাই মাত্র ৪ রান। দিল্লির স্কোর ১৭৪-৬। 

27 Mar 2022, 07:10:14 PM IST

১৫০ করে ফেলল দিল্লি

ফের বড় ওভার দিল্লির। ১৭তম ওভারে উঠল ১৩ রান। ১৫০ রান করে ফেলল দিল্লি ক্যাপিটালস। শেষ তিন ওভারে জয়ের জন্য দিল্লি ক্যাপিটালসের দরকার ২৮ রান। 

27 Mar 2022, 07:01:26 PM IST

১৫ রান দিলেন বুমরাহ

বুমরাহের খারাপ দিন অব্যাহত। ১৬তম ওভারে ১৫ রান দিলেন জসপ্রীত। দিল্লির স্কোর ১৩৭-৬। জয়ের জন্য শেষ ২৪ বলে ৪১ রান চাই দিল্লির।

27 Mar 2022, 06:57:35 PM IST

৫ ওভারে বাকি ৫৬ রান

টাইমাল মিলসের ওভার থেকে উঠল ৯ রান। ১৫ ওভারে দিল্লির স্কোর ১২২-৬। শেষ ৫ ওভারে দিল্লির জয়ের জন্য চাই ৫৬ রান, হাতে ৪ উইকেট। ললিত যাদব ব্যাট করছেন ৩০ রানে (২৯ বল), অক্ষরের সংগ্রহ ৫ রান (৬ বল)।

27 Mar 2022, 06:49:08 PM IST

শার্দুল আউট

শার্দুল ঠাকুরকে ২২ রানে (১১ বলে) আউট করে ম্যাচে নিজের তৃতীয় উইকেট নিলেন বাসিল থাম্পি। ১০৪ রানে ষষ্ঠ উইকেট হারাল দিল্লি। সম্ভবত, শার্দুলের আউটের সঙ্গে সঙ্গে দিল্লির জয়ের আশাও বিসর্জিত হল। ক্রিজে নতুন ব্যাটার অক্ষর প্যাটেল।

27 Mar 2022, 06:43:09 PM IST

শতরানের গণ্ডি পেরোল দিল্লি

১৩তম ওভারে অবশেষে পাঁচ উইকেট হারিয়ে শতরানে গণ্ডি পেরোল দিল্লি ক্যাপিটালস। বর্তমান স্কোর ১০৩-৫। শার্দুল ব্যাট করছেন ২২ রানে (১০ বলে), ললিতের সংগ্রহ ১৬ রান (২৪ বলে)। ৪২ বলে জয়ের জন্য ৭৫ রান করতে হবে দিল্লিকে।

27 Mar 2022, 06:39:54 PM IST

তুখর স্পেল শেষ করলেন অশ্বিন

৪ ওভার, ১৪ রান, দুই উইকেট, তুখর এক স্পেল শেষ করলেন মুরুগান অশ্বিন। তাঁর শেষ ওভার থেকে উঠল মাত্র ৩ রান। ১২ ওভার শেষে দিল্লির স্কোর ৯৪-৫।

27 Mar 2022, 06:34:42 PM IST

বুমরাহের বিরুদ্ধে তুখর ব্যাটিং শার্দুলের

ব্যাটে নেমেই নিজের আক্রমণাত্মক ভঙ্গিমায় ব্যাট করা শুরু করে দিয়েছেন শার্দুল ঠাকুর। ১১তম ওভারে বুমরাহ খরচ করলেন ১৪ রান। তিনটি চার মারেন শার্দুল। দিল্লির স্কোর ৯১-৫।

27 Mar 2022, 06:28:33 PM IST

আবার ওভারে জোড়া উইকেট

পৃথ্বী আউট হওয়ার দুই বল পরেই শূন্য রানে আউট হলেন পাওয়েল। এই নিয়ে ইনিংসে দ্বিতীয়বার ওভারে দুই উইকেট হারাল দিল্লি। ১০ ওভার শেষে দিল্লির বর্তমান স্কোর ৭৭-৫।ক্রিজে নতুন ব্যাটার শার্দুল ঠাকুর। 

27 Mar 2022, 06:23:56 PM IST

পৃথ্বী আউট

৭২ রানে চতুর্থ উইকেট হারাল দিল্লি ক্যাপিটালস। ২৪ বলে ৩৮ রান করে আউট হলেন পৃথ্বী শ। ক্রিজে নতুন ব্যাটার রোভম্যান পাওয়েল। 

27 Mar 2022, 06:21:00 PM IST

৯ ওভার শেষে দিল্লির স্কোর ৭০-৩

৫ বলে ৩ উইকেট হারানোর পর ইনিংস সামলে নিয়েছেন পৃথ্বী ও ললিত। ৯ ওভার শেষে দিল্লির স্কোর ৭০-৩। পৃথ্বী খেলছেন ৩৮ রানে (২৩ বলে), ললিত খেলছেন ৬ রানে (১৩ বলে)। 

27 Mar 2022, 06:17:16 PM IST

অশ্বিনের পরিমার্জিত বোলিং

মুরুগান অশ্বিন নিরন্তর নিজের পরিমার্জিত বোলিংয়ের মাধ্যমে দিল্লি ব্যাটারদের আটকে রেখেছেন। তাঁর তৃতীয় ওভার থেকে উঠল মাত্র ৪ রান। ৮ ওভার শেষে দিল্লির স্কোর ৬২-৩।

27 Mar 2022, 06:10:04 PM IST

ভাল ছন্দে পৃথ্বী

অপরদিক থেকে পরপর উইকেট পরলেও, পৃথ্বী শকে ভাল ছন্দে দেখাচ্ছে। ১৭ বলে ৩০ রানে ব্যাট করছেন তিনি। ৭ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৫৮-৩।

27 Mar 2022, 06:06:07 PM IST

পাওয়ার প্লে শেষ

পাওয়ার প্লের প্রথম ৩ ওভারে বিনা উইকেটে ৩০ রান উঠলেও, পরের ৩ ওভারে উঠল মাত্র ১৬ রান, তাও ৩ উইকেটের বিনিময়ে। দিল্লির বর্তমান স্কোর ৪৬-৩।

27 Mar 2022, 06:04:10 PM IST

পৃথ্বীর আক্রমণ অব্যাহত

তিন উইকেট হারালেও পৃথ্বী আক্রমণাত্মক ভঙ্গিমাতেই ব্যাট করছেন। ৫ ওভার শেষে দিল্লির স্কোর ৪০-৩।

27 Mar 2022, 05:56:58 PM IST

পন্ত আউট

দুর্দান্ত স্টার্টের পর মাত্র পাঁচ বলেই খেলার মোড় ঘুরিয়ে দিল মুম্বই। এবার টাইমাল মিলসের শিকার হলেন পন্ত। মাত্র ১ রানে আউট হলেন দিল্লি অধিনায়ক। ৩২ রানে ৩ উইকেট হারাল দিল্লি।

27 Mar 2022, 05:52:59 PM IST

ওভারের দ্বিতীয় উইকেট অশ্বিনের

দিল্লির দুর্দান্ত স্টার্টের পর এক ওভারেই দুই উইকেট নিয়ে খেলা ঘুরিয়ে দিলেন অশ্বিন। সেফার্তের দুই বল পরেই শূন্যে আউট হয়ে সাজঘরে ফিরলেন মনদীপ সিং। ৪ ওভার শেষে দিল্লির স্কোর ৩১-২। 

27 Mar 2022, 05:50:46 PM IST

সেফার্ত আউট

মুরুগান অশ্বিনের গুগুলিতেই কুপোকাত সেফার্ত। চতুর্থ ওভারের তৃতীয় বলে বোল্ড হয়ে ২১ রানে (১৪ বল) সাজঘরে ফিরলেন কিউয়ি। ৩০ রানে প্রথম উইকেট হারাল দিল্লি। 

27 Mar 2022, 05:49:21 PM IST

তিন ওভারে দিল্লির স্কোর ৩০-০

সেফার্তের পাশাপাশি পৃথ্বীও ব্যাট চালাতে শুরু করেছেন। বাসিল থাম্পির বলে দারুণ এক ছক্কা হাঁকিয়ে ৭ রানে ব্যাট করছেন তিনি। সেফার্তের সংগ্রহ ২১ (১১ বলে)। তিন ওভার শেষে দিল্লির স্কোর ৩০-০।

27 Mar 2022, 05:41:23 PM IST

সেফার্তের দাপট অব্যাহত

বুমরাহের বিরুদ্ধেও সেফার্তের আগ্রাসী ব্য়াটিং অব্যাহত। দুই হার মারলেন কিউয়ি তারকা। দুই ওভার শেষে দিল্লির স্কোর ২১-০। সেফার্তের সংগ্রহ ১৮ রান (৯ রান), পৃথ্বী শর স্কোর ১ রান (৩ বল)।

27 Mar 2022, 05:38:27 PM IST

দারুণ স্টার্ট দিল্লির

ড্যানিয়েল স্যামসের প্রথম ওভার থেকে উঠল ১২ রান। টিম সেফার্ত দুই চার সহ একাই তুললেন ৯ রান। 

27 Mar 2022, 05:16:20 PM IST

শেষ ওভারে উঠল ১৮ রান

২০তম ওভারে ১৮ রান খরচ করলেন শার্দুল ঠাকুর। ইশান কিষাণের অপরাজিত ৮১ রানে (৪৮ বলে) ভর করে ১৭৭-৫ করল মুম্বই ইন্ডিয়ান্স। 

27 Mar 2022, 05:09:55 PM IST

টিম ডেভিড আউট

১৯ তম ওভারে ১৫০-র গণ্ডি টপকানোর পাশাপাশি টিম ডেভিডের উইকেটও হারাল মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের বর্তমান স্কোর ১৫৯-৫। ডেভিড আউট হলেন ১২ রানে (৮ বলে)।

27 Mar 2022, 05:02:58 PM IST

১৫০-র দোরগোড়ায় মুম্বই

১৮ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১৪৮-৪। ইশান ৪০ বলে ৬০ রানে ব্যাট করছেন। টিম ডেভিড খেলছেন ১২ রানে (৬ বলে)।

27 Mar 2022, 04:57:59 PM IST

১৭ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১৩৭-৪

১৭ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১৩৭-৪। অক্ষর প্যাটেলের ওভার থেকে উঠল ১৪ রান। বাকি ১৮ বলে আর কত রান করবে মুম্বই ইন্ডিয়ান্স?

27 Mar 2022, 04:55:52 PM IST

অর্ধশতরান পূরণ করলেন ইশান 

৩৪ বলে নিজের অর্ধশতরান পূরণ করেলন ইশান কিষাণ। অক্ষর প্যাটেলের বলে ছক্কা হাঁকিয়ে এই মাইলস্টোন স্পর্শ করেন তিনি।

27 Mar 2022, 04:50:23 PM IST

তৃতীয় উইকট নিলেন কুলদীপ

কুলদীপের সাফল্যের রথ তড়তড়িয়ে ছুটছে। ম্যাচে নিজের তৃতীয় উইকেট হিসাবে কায়রন পোলার্ডকে মাত্র ৩ রানে (৬ বলে) আউট করলেন কুলদীপ। তবে কুলদীপের থেকে এই উইকেটে বেশি কৃতিত্ব সেফার্তের। তিনিই মিড উইকেটে এক অসাধারণ ক্যাচ ধরলেন। ১২২ রানে চতুর্থ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ান্স।

27 Mar 2022, 04:46:47 PM IST

১৫ ওভার শেষে মুম্বই ১১৮-৩

১৫ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১১৮-৩। ক্রিজে ৪৫ রানে ব্যাট করছেন সেট ইশান কিষাণ। ইতিমধ্যেই নেমে তিন বল খেলে ফেলেছেন পোলার্ড। এবার আর পাঁচ ওভার বাকি। ডেথ ওভারে মুম্বই কত রান তোলে এখন সেটাই দেখার। 

27 Mar 2022, 04:42:31 PM IST

তৃতীয় উইকেট হারাল মুম্বই

১৫ বলে ২২ রানের ক্যামিও খেলে ১৫ তম ওভারের দ্বিতীয় বলে আউট হলেন তিলক বর্মা। তাঁর উইকেন খলিল। ১১৭ রানে তৃতীয় উইকেট হারাল মুম্বই। ক্রিজে নতুন ব্যাটার কায়রন পোলার্ড।

27 Mar 2022, 04:40:17 PM IST

৫০-র দোরগোড়ায় ইশান কিষাণ

ওপেন করতে নেমে ইশান কিষাণের দাপট অব্যাহত। ৩০ বলে ৪৫ রানে খেলছেন তিনি। তিলকের সংগ্রহ ১৩ বলে ১৮ রান। ১৪ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১১৩-২। 

27 Mar 2022, 04:36:28 PM IST

শতরানের গণ্ডি টপকাল মুম্বই

১৩তম ওভারে শতরানের গণ্ডি টপকাল মুম্বই ইন্ডিয়ান্স। ১৩ ওভার শেষে বর্তমান স্কোর ১০৪-২। ইশান কিষাণের স্কোর ৪০ (২৭ বলে), তিলকের স্কোর ১৪ (১০ বলে)।

27 Mar 2022, 04:30:45 PM IST

নিজের প্রথম ওভারে মাত্র ৬ রান দিলেন ললিত

বল হাতে শুরুটা ভাল করলেন ললিত যাদব। প্রথম ওভারে দিলেন মাত্র ৬ রান। ১২ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৯১-২। 

27 Mar 2022, 04:26:24 PM IST

১১ ওভার শেষে মুম্বই ৮৫-২

এক দারুণ ওভার করলেন কুলদীপ যাদব। মাত্র ছয় রান দিয়ে নিলেন এক উইকেট। ১১ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৮৫-২।

27 Mar 2022, 04:25:08 PM IST

দুরন্ত কুলদীপ

পরপর ওভারে উইকেট পেলেন কুলদীপ যাদব। রোহিতের পর এবার ৮ রানে (৯ বলে) আনমোলপ্রীতকে সাজঘরে ফেরালেন তিনি। ১০.৪ ওভারে ৮৩ রানে দ্বিতীয় উইকেট হারাল মুম্বই। ক্রিজে নতুন ব্যাটার তিলক বর্মা।

27 Mar 2022, 04:23:22 PM IST

ইনিংসের মাঝপথে ভাল জায়গায় মুম্বই

১০ ওভার শেষে বেশ ভাল জায়গায় মুম্বই ইন্ডিয়ান্স এক উইকেট হারালেও, ৭৯ রান করে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স।

27 Mar 2022, 04:21:49 PM IST

৯ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৬৯-১

নয় ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৬৯-১। ইশান কিষাণ ২৬ রানে (১৯ বলে) ব্যাট করছেন। নতুন ব্যাটার আনমোলপ্রীতের সংগ্রহ ১ রান (৩ রান)।

27 Mar 2022, 04:16:03 PM IST

প্রথম উইকেটের পতন; রোহিত আউট

নবম ওভারের দ্বিতীয় বলে রোহিত শর্মাকে ৪১ রানে (৩২ বলে) সাজঘরে ফেরালেন কুলদীপ যাদব। ৬৭ রানে নিজেদের প্রথম উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ান্স। ক্রিজে নতুন ব্যাটার আনমোলপ্রীত সিং। 

27 Mar 2022, 04:13:32 PM IST

মুম্বই ওপেনারদের দাপট অব্যাহত

ইনিংসের অষ্টম ওভার থেকে ৯ রান তুললেন রোহিত-ইশান। মুম্বই ওপেনারদের দুর্দান্ত স্টার্ট অব্যাহত। ৮ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৬৫-০। রোহিত খেলছেন ৩৯ রানে (৩০ বলে), ইশানের সংগ্রহ ২৫ রান (১৮ বলে)।

27 Mar 2022, 04:08:46 PM IST

কুলদীপের প্রথম ওভারে মাত্র ৩ রান উঠল

কুলদীপ যাদব নিজের প্রথম ওভারে মাত্র ৩ রান দিলেন। সাত ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৫৬-০।

27 Mar 2022, 04:00:27 PM IST

৫০-র গণ্ডি টপকাল মুম্বই

পাওয়ার প্লের শেষ ওভারে উঠল ৫ রান। ছয় ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৫৩-০।

27 Mar 2022, 03:56:15 PM IST

খারাপ স্টার্ট নাগারকোটির

ইনিংসের পঞ্চম ওভারে কমলেশ নাগারকোটির বিরুদ্ধে ১৬ রান তুললেন রোহিত ও ইশান। পাঁচ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৪৮-০। রোহিত খেলছেন ২৫ রানে (১৭ বলে), ইশানের সংগ্রহ ২২ রান (১৩ বলে)।

27 Mar 2022, 03:49:07 PM IST

চার ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৩২-০

অক্ষর প্যাটেলের প্রথম ওভার থেকে উঠল ৭ রান। চার ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৩২-০।

27 Mar 2022, 03:46:04 PM IST

তৃতীয় ওভারে উঠল ৯ রান

ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে শার্দুল ঠাকুরকে ছক্কা হাঁকিয়ে ওভার থেকে নয় রান তুললেন ইশান কিষাণ। তিন ওভার শেষে মুম্বইয়ের স্কোর ২৫-০। ইশান খেলছেন ১২ রানে (৭ বলে), রোহিতের সংগ্রহ ১৩ রান (১১ বলে)।

27 Mar 2022, 03:39:57 PM IST

ভাল ওভার খলিলের

ম্যাচের দ্বিতীয় ওভারে মাত্র ছয় রান দিলেন খলিল আহমেদ। দুই ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১৬-০।

27 Mar 2022, 03:34:46 PM IST

ভাল শুরু মুম্বইয়ের

মুম্বইয়ের হয়ে শুরুটা বেশ ভালই করলেন অধিনায়ক রোহিত শর্মা। শার্দুল ঠাকুরের প্রথম ওভারে একটা চার ও একটা ছয়ের সুবাদে ১০ রান তুললেন তিনি।

27 Mar 2022, 03:14:25 PM IST

দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ

দিল্লি ক্যাপিটালসের হয়ে বিদেশিদের মধ্যে একমাত্র টিম সেফার্ত ও রোভম্যান পাওয়েল উপস্থিত রয়েছেন। তাদের নিয়েই নামছে দিল্লিক্যাপিটালসের প্রথম একাদশ-পৃথ্বী শ, টিম সেফার্ত, মনদীপ সিং, ঋষভ পন্ত, (অধিনায়ক/উইকেটরক্ষক), রোভম্য়ান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, খলিল আহমেদ, কুলদীপ যাদব, কমলেশ নাগারকোটি।

27 Mar 2022, 03:11:46 PM IST

মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একেবারে চার তারকা তিলক বর্মা, টিম ডেভিড, টাইমাল মিলস এবং মুরুগান অশ্বিনের অভিষেক ঘটছে।মুম্বইয়ের প্রথম একাদশ- ইশান কিষাণ, রোহিত শর্মা (অধিনায়ক), আনমোলপ্রীত সিং, তিলক বর্মা, টিম ডেভিড, কায়রন পোলার্ড, ড্যানিয়েল স্যামস, মুরুগান অশ্বিন, জসপ্রীত বুমরাহ, টাইমাল মিলস, বাসিল থাম্পি।

27 Mar 2022, 03:01:59 PM IST

টসে জিতল দিল্লি ক্যাপিটালস

দিল্লি ক্যাপিটালসের হয়ে ঋষভ পন্ত টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন।

27 Mar 2022, 02:58:25 PM IST

একগুচ্ছ তারকাকে পাবে না দিল্লি

এই ম্যাচের জন্য ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিদি, মুস্তাফিজুর রহমান, মোট পাঁচ বিদেশি তারকাকে পাচ্ছে না দিল্লি ক্যাপিটালস। কাল কলকাতা নাইট রাইডার্স তিন বিদেশি খেলিয়েছিল, আজ দিল্লি সর্বাধিক দুই বিদেশিকেই মাঠে নামাতে পারবে।

27 Mar 2022, 02:55:21 PM IST

মুম্বইয়ের হতশ্রী ওপেনিং ম্যাচ রেকর্ড

বরাবরই রেকর্ড চ্যাম্পিয়ন্স মুম্বই ইন্ডিয়ান্স মন্থর গতিতে নিজেদের আইপিএল মরশুম শুরু করে বলে সবাই জানে। মরশুমের প্রথম ম্যাচে মুম্বইয়ের রেকর্ড দেখলেও, সমর্থকদের চোখ কপালে উঠতে বাধ্য। মুম্বই ২০১২ সালের মরশুমে শেষবার নিজেদের প্রথম ম্যাচ জিতেছিল, তারপর নয় মরশুমে জয় অধরা। 

27 Mar 2022, 02:51:52 PM IST

হেড-টু-হেড রেকর্ড

গত মরশুমে দুই সাক্ষাৎকারেমুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল দিল্লি ক্যাপিটালস। অবশ্য ২০১৮ সাল থেকে দুই দলের মুখোমুখি সাক্ষাৎকারে দিল্লি ও মুম্বই, দুই দলই পাঁচটি করে ম্যাচ জিতেছে। সুতরাং, এই ম্যাচে আগে থেকে কে এগিয়ে, কে পিছিয়ে বিচার করা একদমই বোকামি হবে।

27 Mar 2022, 02:45:56 PM IST

সুপার সানডেতে দুই হেভিওয়েটের লড়াই

গত মরশুমে খেতাব জেতা তো দূর, নক আউটেও পৌঁছতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। মরশুমের পর মরশুম ধরে ধারাবাহিকভাবে সাফল্য পেয়ে আসা মুম্বইয়ের এই ব্যর্থতা, নিঃসন্দেহে দলের তারকাদের হতাশ করেছে। তাই নতুন মরশুমে পুনরায় নিজেদের শক্তিপ্রদর্শনে মরিয়া হবে পল্টনরা। অপরদিকে, মুম্বইয়ের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস শেষ কয়েক বছরে ভাল খেললেও, এখনও আইপিএল খেতাব অধরাই রাজোধানীর ফ্রাঞ্চাইজির কাছে। সেই লক্ষ্যে ফের একবার ঋষভ পন্তের অধীনে নামবে দিল্লি ক্যাপিটালস।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘‌আদালতের যুক্তি ধরে নিলে কলকাতা হাইকোর্টও তুলে দিতে হবে’‌, দাবি অভিষেকের 'একজনের ক্রেডিট কার্ডের তথ্য দেখতে পাচ্ছেন অপরজন', ক্ষতিপূরণ দেবে ICICI ব্যাঙ্ক IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু বয়ফ্রেন্ডকে দিনে ১০০ বার ফোন, 'লাভ ব্রেন' এ আক্রান্ত প্রেমিকা! এটা আবার কী রোগ? আগামিকাল কেমন কাটবে? মেষ থেকে মীনের মধ্যে লাকি কারা? ২৬ এপ্রিলের রাশিফল দেখে নিন ‘সন্ত্রাসবাদীদের জন্য কেন কেঁদেছিলেন’, বাটলা হাউস নিয়ে সোনিয়াকে আক্রমণ নড্ডার ‘‌টাকা কত লাগবে দেখে নিন’‌, টিকিট পেতে অর্থ দেওয়ার অভিযোগ, কবিরের অডিয়ো ফাঁস দ্বিতীয় বিয়ের পর মিলেছে খোঁটা! অপমান ভুলে রাতুলে মজে রূপাঞ্জনা, বউভাতের ঝলক বান্ধবীর জন্য অর্ডার করা বার্গার খাওয়ায় পাকিস্তানে বন্ধুকে গুলি করে খুন যুবকের ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ?

Latest IPL News

IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.