দিল্লি ক্যাপিটালসের ২০ বলে ২৫ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলার পথে আইপিএলে অনবদ্য নজির গড়েন গ্লেন ম্যাক্সওয়েল। ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ছক্কার সেঞ্চুরি পূর্ণ করেন আরসিবির অজি অল-রাউন্ডার।
মাত্র ১টি ছক্কা হাঁকালেই মাইলস্টোন ছুঁয়ে ফেলতেন ম্যাক্সওয়েল। তিনি মারেন ২টি ছয়। ফলে ৮৮ ম্যাচে ১০১টি ছক্কা মারার কৃতিত্ব অর্জন করেন তিনি।
টুর্নামেন্টের ইতিহাসে ২৩তম ক্রিকেটার হিসেবে ১০০ ছক্কার এলিট ক্লাবে জায়গা করে নিলেন গ্লেন। এক্ষেত্রে তিনি হলেন ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ১০০টি ছক্কা হাঁকানো নবম বিদেশি ক্রিকেটার।
ম্যাক্সওয়েল এই ম্যাচে ৫টি ছক্কা মারলে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-২০ ফর্ম্যাটে ৩৫০টি ছক্কা হাঁকানোর নজির গড়তেন। যদিও তাঁকে আটকে যেতে হয় ৩৪৭টি ছক্কায়।
অজি অল-রাউন্ডারের সামনে চলতি আইপিএলে আরও বড়সড় একটি মাইলস্টোন গড়ার সুযোগ রয়েছে। আর মাত্র ১০৩ রান করলে ম্যাক্সওয়েল টি-২০ ক্রিকেটে ৭০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন।
আইপিএলে সবথেকে বেশি ৩৫৪টি ছক্কা মেরেছেন ক্রিস গেইল। ইন্ডিয়ান প্রিমিয়র লিগে দু'শোর বেশি ছক্কা হাঁকিয়েছেন এবি ডি'ভিলিয়র্স, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, কায়রন পোলার্ড ও সুরেশ রায়না। সেই দলে নাম লেখাতে হলে ম্যাক্সওয়েলকে এখনও অনেক পথ হাঁটতে হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।