লখনউ বনাম আরসিবি ম্যাচে মেন্টর গৌতম গম্ভীর ছাড়াও সুপার জায়ান্টস শিবিরের একাধিক ক্রিকেটারের সঙ্গে ঝামেলায় জড়ান বিরাট কোহলি। সেই রেশ কাটতে না কাটতে ফের খেলার মাঠে ঝামেলায় জড়ালেন আরসিবির আরও এক ক্রিকেটার।
শনিবার অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর ফিরতি ম্যাচে মাঠে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচে শুরুতে ব্যাট করে আরসিবি ৪ উইকেটের বিনিময়ে ১৮১ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। পালটা ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস পাওয়ার প্লে-তে ধুমধাড়াক্কা ব্যাটিং করে।
দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারে মহম্মদ সিরাজের প্রথম ৩টি বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন ফিল সল্ট। পরের বলেও ব্যাট চালান সল্ট, তবে ওয়াইড বল ব্যাটে কানেক্ট হয়নি সল্টের।
ঠিক তার পরেই বোলার সিরাজ কার্যত ব্যাটিং ক্রিজে পৌঁছে গিয়ে আঙুল তুলে সল্টের উদ্দেশ্যে বিষ উগরে দেন। সল্টের শরীরি ভাষা সিরাজের মতো আগ্রাসী না হলেও তিনিও পালটা মুখ খোলেন। তবে সিরাজকে রীতিমতো উত্তেজিত ভঙ্গিতে কথা বলতে দেখা যায়।
DC vs RCB: কোহলির স্লো ব্যাটিংয়ের মাশুল দিল আরসিবি, সল্টের তাণ্ডবে বিরাট জয় দিল্লির
নন-স্ট্রাইকার প্রান্ত থেকে এগিয়ে গিয়ে দিল্লির ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার মধ্যস্থতা করেন। তিনি আড়াল করার চেষ্টা করেন সল্টকে। তবে এক্ষেত্রে ওয়ার্নারকেও শাসানোর ভঙ্গিতে আঙুল তুলে কথা বলতে থাকেন সিরাজ। উত্তেজনা কমাতে আম্পায়ারকেও শেষমেশ আসরে নামতে হয়।
সিরাজের সেই ওভারে ১৯ রান ওঠে। সিরাজ নিজের প্রথম ওভারে ৯ রান খরচ করেন। সুতরাং পাওয়ার প্লে-তে ২ ওভার বল করে সিরাজ মোট ২৮ রান খরচ করেন। তিনি নিজের প্রথম ২ ওভারে ৩টি চার ও ২টি ছক্কা হজম করেন। দিল্লি পাওয়ার প্লে-তে ১ উইকেট হারিয়ে ৭০ রান তোলে। পাওয়ার প্লে-তে মার খাওয়ায় সিরাজকে বাকি ম্যাচে আর বলই দেয়নি আরসিবি।
কোটলায় দিল্লি ২০ বল বাকি থাকতে ৭ উইকেটে পরাজিত করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। আরসিবি প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৮১ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। কোহলি ৪৬ বলে ৫৫ রান করে আউট হন। মহীপাল ২৯ বলে ৫৪ রান করে নট-আউট থাকেন। দিল্লির হয়ে ২১ রানের বিনিময়ে ২টি উইকেট নেন মিচেল মার্শ।
পালটা ব্যাট করতে নেমে ১৬.৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৮৭ রান তুলে ম্যাচ জিতে যায় দিল্লি ক্যাপিটালস। ফিল সল্ট ৮টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ৮৭ রান করে আউট হন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।