বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > DC vs RCB: কোহলির স্লো ব্যাটিংয়ের মাশুল দিল আরসিবি, সল্টের তাণ্ডবে বিরাট জয় দিল্লির

DC vs RCB: কোহলির স্লো ব্যাটিংয়ের মাশুল দিল আরসিবি, সল্টের তাণ্ডবে বিরাট জয় দিল্লির

ফিল সল্ট ও বিরাট কোহলি। ছবি- এপি/এএফপি।

Delhi Capitals vs Royal Challengers Bangalore IPL 2023: ব্যর্থ হয় মহীপাল লোমরোরের ঝোড়ো অর্ধশতরান, কোটলায় ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে আরসিবিকে হারায় ক্যাপিটালস।

চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বোলিং নিয়ে প্রশ্ন তোলার উপায় নেই। তবে বরাবর কঠগড়ায় উঠেছে ক্যাপিটালসের ব্যাটিং। ডেভিড ওয়ার্নার ও অক্ষর প্যাটেল ছাড়া আর কেউ বড় রান করতে পারছেন না বলে আঙুল উঠছিল ব্যাটসম্যানদের দিকে। সেই অভিযোগ নস্যাৎ করে কোটলায় ধুমধাড়াক্কা ব্য়াটিং উপহার দেয় ক্যাপিটালস।

ঘরের মাঠে আরসিবির বড় রানের ইনিংস তাড়া করতে নেমে দাপুটে জয় তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। সেই সুবাদে আইপিএল ২০২৩-এর প্লে-অফের লড়াইয়ে ভেসে থাকেন ডেভিড ওয়ার্নাররা। তাঁরা হায়দরাবাদকে টপকে লিগ টেবিলের নয় নম্বরে উঠে আসেন।

কোটলায় টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আরসিবি দলনায়ক ফ্যাফ ডু'প্লেসি। ব্যাঙ্গালোর প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৮১ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। আরসিবির হয়ে জোড়া হাফ-সেঞ্চুরি করেন বিরাট কোহলি ও মহীপাল লোমরোর।

কোহলি ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৬ বলে ৫৫ রান করে আউট হন। মহীপাল ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। বিরাট ৪২ ও লোমরোর ২৬ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন।

এছাড়া নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন ফ্যাফ ডু'প্লেসি। তিনি ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৪৫ রান করে মাঠ ছাড়েন। খাতা খুলতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। ৯ বলে ১১ রান করে আউট হন দীনেশ কার্তিক। ৩ বলে ৮ রান করে অপরাজিত থাকেন অনুজ রাওয়াত।

আরও পড়ুন:- DC vs RCB: কোহলি-গম্ভীরের লড়াইয়ের রেশ এখনও তাজা, এবার ওয়ার্নার ও সল্টের সঙ্গে ঝামেলায় জড়ালেন সিরাজ- ভিডিয়ো

দিল্লির হয়ে ২১ রানের বিনিময়ে ২টি উইকেট নেন মিচেল মার্শ। ৩০ রানে ১টি উইকেট নেন মুকেশ কুমার। ৪৫ রান খরচ করে ১টি উইকেট দখল করেন খলিল আহমেদ। উইকেট পাননি অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা ও কুলদীপ যাদব।

জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই ঝড় তোলে দিল্লি ক্যাপিটালস। তারা পাওয়ার প্লে-র ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করে নেয়। শেষমেশ ১৬.৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৮৭ রান তুলে ম্যাচ জিতে যায় ক্যাপিটালস। ২০ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে তারা।

আরও পড়ুন:- DC vs RCB: দ্বিতীয় ক্রিকেটার হিসেবে IPL-এ হাফ-সেঞ্চুরির হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট কোহলি

নিশ্চিত শতরানের দোরগোড়া থেকে সাজঘরে ফিরতে হয় ফিল সল্টকে। তিনি ৮টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ৮৭ রান করে আউট হন। সল্ট ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ২৮ বলে। এছাড়া ওয়ার্নার ১৪ বলে ২২ ও মিচেল মার্শ ১৭ বলে ২৬ রান করে আউট হন। রিলি রসউ ২২ বলে ৩৫ রান করে নট-আউট থাকেন। তিনি ১টি চার ও ৩টি ছক্কা মারেন। ৩ বলে ৮ রান করে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল।

আরসিবির হয়ে ১টি করে উইকেট নেন জোশ হ্যাজেলউড, করণ শর্মা ও হার্ষাল প্যাটেল। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ফিল সল্ট। উল্লেখযোগ্য বিষয় হল, শূন্য রানে আউট হওয়া ম্যাক্সওয়েলকে বাদ দিলে, ম্যাচে দু'দলের বাকি সব ব্যাটসম্যান কোহলির থেকে দ্রুত গতিতে রান তুলেছেন। ব্যাটিং পিচে বিরাট যদি আগ্রাসী মেজাজে রান সংগ্রহ করতে পারতেন, তবে আরসিবি নিশ্চিতভাবেই ২০০ রানের গণ্ডি টপকে যেতে পারত। সেই নিরিখে বলা যায় যে, কোহলির স্লো ব্যাটিংয়ের মাশুল দিতে হয় ব্যাঙ্গালোরকে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

তুলা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৮ ফেব্রুয়ারির রাশিফল সল্টলেকে আজ চেন্নাইয়িনের সামনে ইস্টবেঙ্গল, খেলবেন মেসি! কখন কোথায় দেখবেন ম্যাচ? কন্যা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৮ ফেব্রুয়ারির রাশিফল সিংহ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৮ ফেব্রুয়ারির রাশিফল গরুপাচারকাণ্ডে ২৫.৮৬ কোটি বাজেয়াপ্ত ED-র, মোট অ্যাটাচড সম্পত্তি ৫১ কোটি টাকার অরিজিৎকে নকলের তকমা অতীত, মিশমির চোখে ডুব দিয়ে গান গেয়ে তাক লাগালেন প্রিয়াংশু! কর্কট রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৮ ফেব্রুয়ারির রাশিফল মিথুন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৮ ফেব্রুয়ারির রাশিফল বৃষ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৮ ফেব্রুয়ারির রাশিফল মেষ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৮ ফেব্রুয়ারির রাশিফল

IPL 2025 News in Bangla

T20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে BCCIর থেকে কোন পুরস্কার পেলেন রোহিতরা? দেখে নিন ছবি ফর্মে চলে আসব, একটু সময় লাগবে! রঞ্জির কোয়ার্টারে নামার আগে বলছেন সূর্যকুমার যাদব ‘রোহিত শর্মা বলেছিল ইংল্যান্ড ব্যাটারদের…’ ৩ উইকেটের নেপথ্য প্ল্যানিং বললেন রানা ওরা অপরিহার্য ছিল: IPL 2025-এ PBKS-এর দল গঠনের অজানা গল্প শোনালেন রিকি পন্টিং ইংল্যান্ডের The Hundred-এ এবার দল কিনল RPSG! ওল্ড ট্রাফোর্ডে খেলবে গোয়েঙ্কার দল IPL 2025: KKR-এর সহকারী কোচের প্রস্তাব ফিরিয়ে দিলেন ঋদ্ধিমান! জানালেন আসল কারণ ভক্তকে গ্লাভস উপহার! রঞ্জির আগে ফ্যানদের সঙ্গে পোজ দিয়ে ছবি! এ যেন অন্য বিরাট অনুশীলনের ফাঁকে এটা কি করছেন ধোনি? মাহির বিরলতম মুহূর্ত দেখে ভক্তরাও অবাক পন্তের শট নির্বাচন নিয়ে গাভাসকরের সমালোচনার জবাব দিলেন LSG মেন্টর জাহির খান চোয়াল চাপা লড়াই করে নাটকীয় শতরান, মহারথীদের ভিড়ে হিরো কমন ম্যান শার্দুল!

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.