বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > DC vs RCB: কোহলির স্লো ব্যাটিংয়ের মাশুল দিল আরসিবি, সল্টের তাণ্ডবে বিরাট জয় দিল্লির

DC vs RCB: কোহলির স্লো ব্যাটিংয়ের মাশুল দিল আরসিবি, সল্টের তাণ্ডবে বিরাট জয় দিল্লির

ফিল সল্ট ও বিরাট কোহলি। ছবি- এপি/এএফপি।

Delhi Capitals vs Royal Challengers Bangalore IPL 2023: ব্যর্থ হয় মহীপাল লোমরোরের ঝোড়ো অর্ধশতরান, কোটলায় ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে আরসিবিকে হারায় ক্যাপিটালস।

চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বোলিং নিয়ে প্রশ্ন তোলার উপায় নেই। তবে বরাবর কঠগড়ায় উঠেছে ক্যাপিটালসের ব্যাটিং। ডেভিড ওয়ার্নার ও অক্ষর প্যাটেল ছাড়া আর কেউ বড় রান করতে পারছেন না বলে আঙুল উঠছিল ব্যাটসম্যানদের দিকে। সেই অভিযোগ নস্যাৎ করে কোটলায় ধুমধাড়াক্কা ব্য়াটিং উপহার দেয় ক্যাপিটালস।

ঘরের মাঠে আরসিবির বড় রানের ইনিংস তাড়া করতে নেমে দাপুটে জয় তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। সেই সুবাদে আইপিএল ২০২৩-এর প্লে-অফের লড়াইয়ে ভেসে থাকেন ডেভিড ওয়ার্নাররা। তাঁরা হায়দরাবাদকে টপকে লিগ টেবিলের নয় নম্বরে উঠে আসেন।

কোটলায় টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আরসিবি দলনায়ক ফ্যাফ ডু'প্লেসি। ব্যাঙ্গালোর প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৮১ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। আরসিবির হয়ে জোড়া হাফ-সেঞ্চুরি করেন বিরাট কোহলি ও মহীপাল লোমরোর।

কোহলি ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৬ বলে ৫৫ রান করে আউট হন। মহীপাল ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। বিরাট ৪২ ও লোমরোর ২৬ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন।

এছাড়া নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন ফ্যাফ ডু'প্লেসি। তিনি ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৪৫ রান করে মাঠ ছাড়েন। খাতা খুলতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। ৯ বলে ১১ রান করে আউট হন দীনেশ কার্তিক। ৩ বলে ৮ রান করে অপরাজিত থাকেন অনুজ রাওয়াত।

আরও পড়ুন:- DC vs RCB: কোহলি-গম্ভীরের লড়াইয়ের রেশ এখনও তাজা, এবার ওয়ার্নার ও সল্টের সঙ্গে ঝামেলায় জড়ালেন সিরাজ- ভিডিয়ো

দিল্লির হয়ে ২১ রানের বিনিময়ে ২টি উইকেট নেন মিচেল মার্শ। ৩০ রানে ১টি উইকেট নেন মুকেশ কুমার। ৪৫ রান খরচ করে ১টি উইকেট দখল করেন খলিল আহমেদ। উইকেট পাননি অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা ও কুলদীপ যাদব।

জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই ঝড় তোলে দিল্লি ক্যাপিটালস। তারা পাওয়ার প্লে-র ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করে নেয়। শেষমেশ ১৬.৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৮৭ রান তুলে ম্যাচ জিতে যায় ক্যাপিটালস। ২০ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে তারা।

আরও পড়ুন:- DC vs RCB: দ্বিতীয় ক্রিকেটার হিসেবে IPL-এ হাফ-সেঞ্চুরির হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট কোহলি

নিশ্চিত শতরানের দোরগোড়া থেকে সাজঘরে ফিরতে হয় ফিল সল্টকে। তিনি ৮টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ৮৭ রান করে আউট হন। সল্ট ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ২৮ বলে। এছাড়া ওয়ার্নার ১৪ বলে ২২ ও মিচেল মার্শ ১৭ বলে ২৬ রান করে আউট হন। রিলি রসউ ২২ বলে ৩৫ রান করে নট-আউট থাকেন। তিনি ১টি চার ও ৩টি ছক্কা মারেন। ৩ বলে ৮ রান করে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল।

আরসিবির হয়ে ১টি করে উইকেট নেন জোশ হ্যাজেলউড, করণ শর্মা ও হার্ষাল প্যাটেল। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ফিল সল্ট। উল্লেখযোগ্য বিষয় হল, শূন্য রানে আউট হওয়া ম্যাক্সওয়েলকে বাদ দিলে, ম্যাচে দু'দলের বাকি সব ব্যাটসম্যান কোহলির থেকে দ্রুত গতিতে রান তুলেছেন। ব্যাটিং পিচে বিরাট যদি আগ্রাসী মেজাজে রান সংগ্রহ করতে পারতেন, তবে আরসিবি নিশ্চিতভাবেই ২০০ রানের গণ্ডি টপকে যেতে পারত। সেই নিরিখে বলা যায় যে, কোহলির স্লো ব্যাটিংয়ের মাশুল দিতে হয় ব্যাঙ্গালোরকে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ফল ঘোষণার আগেই ভোটের রাতে তৃণমূলের বিজয় মিছিল! উত্তরের ৩ কেন্দ্রে উচ্ছ্বাস নির্বাচনী বন্ড ফেরানো হবে, HT-কে বললেন নির্মলা, স্বীকার করলেন যে আগেরটায় গলদ ছিল রজনীকান্ত থেকে কমল হাসান, প্রথম দফার নির্বাচনে ভোট দিলেন আর কোন সেলেব দীপিকার প্রেন্যান্সির সত্যতা নিয়ে প্রশ্ন! ‘লেডি সিংঘম’কে নিয়ে কী ঘোষণা রোহিতের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে বড় ঘোষণা, এবার রায় দেবে কলকাতা হাইকোর্ট দ্বিতীয় দফার ভোটের আগেই শৈলশহরে অমিত শাহ, নবাবের জেলায় সভা রাজনাথের নিজের ভোটটা ঘাসফুলে কেমন করে দেবেন?‌ জনগণকে টিপস দিলেন মুখ্যমন্ত্রী জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI মঙ্গলের মীনে গমন, ৫ রাশির শুভ সময় হবে শুরু, কর্মক্ষেত্রে হবে দুর্দান্ত অগ্রগতি পাককে মিসাইল-উপাদান সরবরাহকারী চিনা সংস্থা সহ ৪ ফার্মের ওপর মার্কিনি নিষেধাজ্ঞা

Latest IPL News

জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? ওদের সঙ্গে আবার দেখা হবে- হেরেই ঘরের মাঠে বদলা নেওয়ার হুমকি দিলেন রুতুরাজ লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান IPL 2024: MI ক্যাম্পে ফাটল? ক্যাপ্টেন হার্দিকের সমালোচনায় দলের তারকা অল-রাউন্ডার পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি 'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.