চলতি আইপিএল মরশুমের সাত ম্যাচে তৃতীয় শতরান। শেষ ছ'টি টি-২০ ইনিংসে এই নিতে তৃতীয় সেঞ্চুরি। আইপিএলের এক মরশুমে ৩টি সেঞ্চুরি। ইন্ডিয়ান প্রিমিয়র লিগে পরপর দু'ম্যাচে শতরান। আইপিএলের শেষ ৮টি ইনিংসে ৪টি সেঞ্চুরি। সার্বিকভাবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে যুগ্মভাবে তৃতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। একনজরে জোস বাটলারের কৃতিত্বের ডালি সাজিয়ে দিলে বিষয়গুলি এমনই দাঁড়ায়।
চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন রাজস্থান রয়্যালসের জোস বাটলার। পরে কেকেআরের বিরুদ্ধে নিজেদের ষষ্ঠ ম্যাচে ১০৩ রান করেন তিনি। এবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সপ্তম ম্যাচে বাটলার ফের তিন অঙ্কের গণ্ডি টপকে যান। ৯টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ৬৫ বলে ১১৬ রান করে আউট হন তিনি।
বাটলারের নজির:-
১. বিরাট কোহলির পরে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের এক মরশুমে ৩টি সেঞ্চুরি করলেন বাটলার। কোহলি ২০১৬ আইপিএলে ৩টি শতরান করেছিলেন।
২. শিখর ধাওয়ানের পরে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে পরপর ২টি ম্যাচে সেঞ্চুরি করেন বাটলার। ধাওয়ান ২০২০ আইপিএলে চেন্নাই সুপার কিংস ও কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে পরপর ২টি ম্যাচে শতরান করেন।
৩. আইপিএলে এই নিয়ে মোট ৪টি সেঞ্চুরি করলেন বাটলার। টুর্নামেন্টের ইতিহাসে সব থেকে বেশি সেঞ্চুরি করা ক্রিকেটারদের তালিকায় যুগ্মভাবে তৃতীয় স্থানে জায়গা করে নেন তিনি। আইপিএলে সব থেকে বেশি ৬টি সেঞ্চুরি করেছেন গেইল। ৫টি সেঞ্চুরি করেছেন কোহলি। বাটলারের মতোই ৪টি করে সেঞ্চুরি করেছেন শেন ওয়াটসন ও ডেভিড ওয়ার্নার। তবে ওয়ার্নার (১৫৪) ও ওয়াটসনের (১৪১) থেকে অনেক কম ইনিংসে এমন নজির গড়েন বাটলার (৭১)।