ইন্ডিয়ান প্রিমিয়র লিগে লম্বা লম্বা ছক্কা হাঁকানোর ধারা বজায় রইল দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচেও। ইতিমধ্যেই ডেওয়াল্ড ব্রেভিস, লিয়াম লিভিংস্টোনরা বিশাল বিশাল ছয় হাঁকিয়েছেন চলতি ইন্ডিয়ান প্রিমিয়র লিগে। এবার ফের ১০০ মিটারের গণ্ডি ছাড়াল ছক্কা। এবার জোস বাটলারের শটে বল ওয়াংখেড়ে স্টেডিয়ামের বাইরে যাওয়ার উপক্রম হয়। শেষমেশ গ্যালারির থার্ড টিয়ারে গিয়ে আছড়ে পড়ে বল।
ইনিংসের ৯.৫ ওভারে শার্দুল ঠাকুরের বল সজোরে তুলে মারেন বাটলার। দুর্দান্ত টাইমিং ছাড়াও শটের পিছনে বাটলারের শক্তিপ্রয়োগও ছিল যথেষ্ট। ফলে বিরাট ছক্কার দেখা মেলে ওয়াংখেড়েতে। বল ১০৭ মিটার দূরে গিয়ে পড়ে।
আরও পড়ুন:- DC vs RR: এক মরশুমে ৩টি IPL সেঞ্চুরি, বিরাট কোহলিকে ধরে ফেললেন বাটলার
ম্যাচে আরও ১টি ১০৫ মিটারের ছক্কা হাঁকান বাটলার। ১৪.১ ওভারে কুলদীপ যাদবের বল কার্যত না দেখেই গ্যালারিতে পাঠিয়ে দেন বাটলার। ম্যাচে ৬৫ বলে ১১৬ রানের অনবদ্য ইনিংস খেলার পথে বাটলার মোট ৯টি ছক্কা হাঁকান।
এর আগে চলতি আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের ডেওয়াল্ড ব্রেভিস ১১২ মিটারের বিশাল ছক্কা হাঁকিয়েছেন। পঞ্জাবের লিয়াম লিভিংস্টোন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১০৮ মিটার লম্বা ছক্কা হাঁকান। লিভিংস্টোন সানরাজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পরে ১০৬ মিটারের লম্বা একটি ছয় মারেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।