শুভব্রত মুখার্জি: শনিবাসরীয় রাতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্স করেছেন দিল্লির অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ। ব্যাট এবং বল হাতে তাঁর অনবদ্য পারফরম্যান্স সত্ত্বেও ম্যাচ জিততে পারেনি দিল্লি। সেই হতাশা ম্যাচ শেষে ধরা পড়ল অজি অলরাউন্ডারের গলায়। হতাশ মিচেল মার্শ জানিয়ে দিলেন, এই হারটা হতাশাজনক। পাশাপাশি তিনি এও জানান, তাঁর কয়েকটা ইনিংস লেগেছে ছন্দে আসতে।
আরও পড়ুন: উমেশের বদলে খেলে তাক লাগালেন হর্ষিত, নিলেন হার্দিকের উইকেট,কে এই তরুণ?
ম্যাচ শেষে ম্যাচের সেরা মিচেল মার্শ বলেছেন, ‘আমার কয়েকটা ম্যাচ লেগেছে ছন্দে ফিরতে। তবে দিনের শেষে এই হারটা আমাদের সবার কাছে খুবই হতাশাজনক। সল্টের (ফিল) সঙ্গে আমার পার্টনারশিপটা খুব ভালো ছিল। তবে ম্যাচটা জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। উইকেট পরের দিকে কিছুটি হলেও মন্থর হয়ে গিয়েছিল। আমার মনে হয়, এই উইকেটে ২০ টা রান আমরা বেশি তাড়া করছিলাম। ওরা (হায়দরাবাদ) খুব ভালো ফল করেছে। ম্যাচে আমাদের জিততে বাউন্ডারি দরকার ছিল। তাতে আমরা আরও চাপ বাড়াতে পারতাম।
আরও পড়ুন: KKR-কে হারিয়ে পয়েন্ট টেবলের শীর্ষে GT, নাইটদের বেগতিক অবস্থা, লাস্টবয় এখনও সৌরভরা
তিনি আরও বলেন, ‘আজকের ম্যাচ থেকে আমাদের জন্য অনেক কিছুই পজিটিভ খবর রয়েছে। এই মরশুমে আমরা বেশ কিছু ক্লোজ ম্যাচ হেরেছি। কিছু ম্যাচের ফলাফল আমাদের একেবারে বিপক্ষে গিয়েছে। তবে আমরা এটাও মনে করি যে, এখনও অনেক সুযোগ রয়েছে। অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে। এই টুর্নামেন্ট দীর্ঘ টুর্নামেন্ট। তবে আমাদের এখন থেকেই ম্যাচ জয়ের অভ্যাস করে নিতে হবে। এখন থেকেই ম্যাচ জিততে হবে।’
প্রসঙ্গত শনিবার টস জিতে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে তারা ১৯৭ রান করে। বল হাতে দিল্লির হয়ে মিচেল মার্শ নেন ২৭ রান দিয়ে চারটি উইকেট। ব্যাট হাতে মাত্র ৩৯ বলে করেন ৬৩ রান। হাঁকান একটি চার এবং চারটি ছয়। তবে এত লড়াই করেও দিল্লির হয়ে কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারেননি মিচেল মার্শ। নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেটে ১৬৬ রান করে দিল্লি। ৯ রানে তারা ম্যাচটি হেরে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।