গতিতে খামতি ছিল না। বরং তা প্রতি ওভারেই বলের গতি বাড়িয়ে গিয়েছেন উমরান মালিক। তা সত্ত্বেও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর ৫০তম লিগ ম্যাচে বল হাতে চূড়ান্ত ব্যর্থ হন সানরাইজার্স হায়দরাবাদের তরুণ পেসার। ৪ ওভার বল করে কোনও উইকেট পাননি তিনি। খরচ করেছেন ৫২ রান।
৪ ওভারের বোলিং কোটায় মোট ৬টি চার ও ২টি ছক্কা হজম করতে হয়েছে উমরানকে। ২টি ওয়াইড বল করেছেন, যার একটিতে বল চলে যায় বাউন্ডারি লাইনের বাইরে। ফলে অতিরিক্ত হিসেবে উমরানের ওভারে আরও বেশ কিছু রান যোগ হয় দিল্লির স্কোরবোর্ডে, যা বোলারের খাতায় জমা পড়েনি।
নিয়মিত ১৫০ কিলোমিটার গতিতে বল করা উমরান কঠিন বাস্তবটা হাড়ে হাড়ে টের পেয়েছেন বলে মনে করছেন আরসপি সিং। টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকার দাবি, হায়দরাবাদের তরুণ পেসার দিল্লি ম্যাচেই বুঝে গিয়েছেন কত ধানে কত চাল। আসলে আরপির মত, শুধু গতি থাকলেই সব হয় না, স্কিলও থাকতে হয়। তাছাড়া সাফল্যের জন্য মাথা খাটাতে হয়।
আরও পড়ুন:- ‘প্রতিশোধের ম্যাচে’ ভ্রাতৃ্ত্বের নিদর্শন, ওয়ার্নারের পিঠ টাপড়ে মন জয় কেন-ভুবির
ক্রিকবাজের আলোচনায় আরপি সিং বলেন, ‘হতে পারে ও (উমরান) বড় মঞ্চে পারফর্ম করার জন্য প্রস্তুতি সারছে। তবে ওকে পুরোপুরি প্রস্তুত বলা যাবে না। ওকে পাওয়ার প্লেতে বল করিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, তবে মার খায়। স্লগ ওভারেও ঠিক তাই। সুতরাং, ওকে এখনও অনেক উন্নতি করতে হবে।’
আরও পড়ুন:- RR: নিজের আঙুলের তালে চাহাল ও বাটলারকে নাচালেন ধনশ্রী! প্রকাশ্যে এল ভিডিয়ো
পরক্ষণেই আরপি বলেন, গতিই সবকিছু নয়। তুমি একজন ফাস্ট বোলার, যার ভালো গতি রয়েছে। এটা দারুণ বিষয়। তবে তোমার স্কিলেরও প্রয়োজন রয়েছে। গতি কাজে লাগাতে হলে তোমাকে মাথা খাটাতে হবে। কোন ব্যাটারকে কোথায় বল রাখতে হবে, সেটা বোঝা দরকার।'