ক্রীড়াক্ষেত্রে অনেকেই বলে থাকেন, চোট-আঘাত খেলার অঙ্গ। তবে এই চোট আঘাতের জন্য অনেক প্লেয়ারের কেরিয়ার থেমে যেতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে। পুরনো ফর্ম ফিরে পাওয়া যায়নি। নানান কথা শোনা যায় ক্রীড়া ব্যক্তিত্বদের মুখে। চোট কাটিয়ে মাঠে ফেরাটা বেশ কঠিন তা অনেই স্বীকার করে নিয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন ভারতীয় দলের ক্রিকেটার দীপক চাহার।
গত বছরের শুরুতেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসে চোট লাগে চাহারের। আর চোটের আকার বেশ বড় হওয়ায় আইপিএল থেকে ছিটকে যান তিনি। শুধু তাই নয়, একটা সময় তিনি ফোকাস করেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। কিন্তু ফের চোট লাগায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে যান চাহার। তারপর দীর্ঘ দিন পর গত বছর ডিসেম্বর মাসে বাংলাদেশ সফরে কামব্যাক করেন চাহার।
বর্তমানে চেন্নাই সুপার কিংস দলের বোলিং লাইনআপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন চাহার। তবে গত ম্যাচে মোটেই ভালো পারফরম্যান্স করেননি তিনি। ৪ ওভার বল করে ৫৫ রান দেন তিনি। একই সঙ্গে ৫টি ওয়াইড বলও করেন চাহার। চেন্নাইয়ের বোলারদের এমন পারফরম্যান্সে স্বাভাবিক ভাবেই হতাশ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বোলারদের তিনি জানিয়ে দেন, এত অতিরিক্ত রান দিলে তাহলে ভবিষ্যতে অন্য অধিনায়কের সঙ্গে খেলতে হবে তাঁদের।
এবারের চেন্নাইয়ে বোলিং লাইনআপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন চাহার। সেটা তিনি ভালো করেই জানেন। কিন্তু তিনি এটাও জানেন, গত ম্যাচের পারফরম্যান্স মোটেই ভালো হয়নি। ফলে ঘুরে দাঁড়াতেই হবে। চাহার বলেন, 'আমি জানি এই চেন্নাই দলে আমার দায়িত্ব কতটা। আর আমি দায়িত্ব নিতে পছন্দ করি। ২০১০ সালে যখন রঞ্জি ট্রফিতে আমার অভিষেক হয়, তখন আমাকে পেস বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি পছন্দ করি দায়িত্ব নিতে। আমি সব সময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। যখন দল আমাকে দায়িত্ব দেয়, তখন আমি মনে করি, অন্যদের থেকে আমার অভিজ্ঞতা কিছুটা হলেও বেশি। ফলে আমার দিকে গোটা দল যেমন তাকিয়ে থাকবে। ঠিক তেমনই প্রত্যাশাও অনেকটাই বেশি থাকবে।'
সেই সঙ্গে তিনি এটাও বলেন, 'যে কোনও ম্যাচেই অতিরিক্ত রান দেওয়া সত্যি অন্যায়ের। বিশেষ করে যখন নতুন দুই জন বোলার খেলছে। ফলে পুরো দায়িত্বটা নিজের উপর চলে আসে। চেন্নাইয়ের গরম এবং সেই সঙ্গে বালি, কিছুটা হলেও নো এবং ওয়াইড বল করতে সাহায্য করেছে। তবে এমনটা কেউ চায় না। আশা করছি পরের ম্যাচে আর হবে না।'
সামনেই ওডিআই বিশ্বকাপ। তাই চাহারও চাইছেন আইপিএলে ফোকাস করতে। গত বছর চোটের জন্য় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি। এবার আর তা হাতছাড়া করতে চান না তিনি। চাহার বলেন, 'চোটের পর ফিরে আসাটা খুব কঠিন মানসিক দিক থেকে। আমি দুইবার বড় চোট পেয়েছি। একজন পেসারের কাছে চোট গুরুতর হয়ে ওঠে। তা সারিয়ে উঠতে দীর্ঘদিন সময় লাগে। বিশেষ করে মানসিক দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকতে হয়। আমারও তাই হয়েছিল। ধীরে ধীরে তা কাটিয়ে উঠেছি।'
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl )