বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > CSK vs LSG: সুইং গায়েব, খাচ্ছেন মার, বাজে বোলিংয়ের পর 'অজুহাত' চাহারের!

CSK vs LSG: সুইং গায়েব, খাচ্ছেন মার, বাজে বোলিংয়ের পর 'অজুহাত' চাহারের!

দীপক চাহার। ছবি- এপি

চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি। আইপিএলে সেই ভাবে ফর্মেও নেই। এমন পরিস্থিতিতে মুখ খুললেন চাহার। 

ক্রীড়াক্ষেত্রে অনেকেই বলে থাকেন, চোট-আঘাত খেলার অঙ্গ। তবে এই চোট আঘাতের জন্য অনেক প্লেয়ারের কেরিয়ার থেমে যেতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে। পুরনো ফর্ম ফিরে পাওয়া যায়নি। নানান কথা শোনা যায় ক্রীড়া ব্যক্তিত্বদের মুখে। চোট কাটিয়ে মাঠে ফেরাটা বেশ কঠিন তা অনেই স্বীকার করে নিয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন ভারতীয় দলের ক্রিকেটার দীপক চাহার।

গত বছরের শুরুতেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসে চোট লাগে চাহারের। আর চোটের আকার বেশ বড় হওয়ায় আইপিএল থেকে ছিটকে যান তিনি। শুধু তাই নয়, একটা সময় তিনি ফোকাস করেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। কিন্তু ফের চোট লাগায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে যান চাহার। তারপর দীর্ঘ দিন পর গত বছর ডিসেম্বর মাসে বাংলাদেশ সফরে কামব্যাক করেন চাহার।

বর্তমানে চেন্নাই সুপার কিংস দলের বোলিং লাইনআপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন চাহার। তবে গত ম্যাচে মোটেই ভালো পারফরম্যান্স করেননি তিনি। ৪ ওভার বল করে ৫৫ রান দেন তিনি। একই সঙ্গে ৫টি ওয়াইড বলও করেন চাহার। চেন্নাইয়ের বোলারদের এমন পারফরম্যান্সে স্বাভাবিক ভাবেই হতাশ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বোলারদের তিনি জানিয়ে দেন, এত অতিরিক্ত রান দিলে তাহলে ভবিষ্যতে অন্য অধিনায়কের সঙ্গে খেলতে হবে তাঁদের।

এবারের চেন্নাইয়ে বোলিং লাইনআপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন চাহার। সেটা তিনি ভালো করেই জানেন। কিন্তু তিনি এটাও জানেন, গত ম্যাচের পারফরম্যান্স মোটেই ভালো হয়নি। ফলে ঘুরে দাঁড়াতেই হবে। চাহার বলেন, 'আমি জানি এই চেন্নাই দলে আমার দায়িত্ব কতটা। আর আমি দায়িত্ব নিতে পছন্দ করি। ২০১০ সালে যখন রঞ্জি ট্রফিতে আমার অভিষেক হয়, তখন আমাকে পেস বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি পছন্দ করি দায়িত্ব নিতে। আমি সব সময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। যখন দল আমাকে দায়িত্ব দেয়, তখন আমি মনে করি, অন্যদের থেকে আমার অভিজ্ঞতা কিছুটা হলেও বেশি। ফলে আমার দিকে গোটা দল যেমন তাকিয়ে থাকবে। ঠিক তেমনই প্রত্যাশাও অনেকটাই বেশি থাকবে।'

সেই সঙ্গে তিনি এটাও বলেন, 'যে কোনও ম্যাচেই অতিরিক্ত রান দেওয়া সত্যি অন্যায়ের। বিশেষ করে যখন নতুন দুই জন বোলার খেলছে। ফলে পুরো দায়িত্বটা নিজের উপর চলে আসে। চেন্নাইয়ের গরম এবং সেই সঙ্গে বালি, কিছুটা হলেও নো এবং ওয়াইড বল করতে সাহায্য করেছে। তবে এমনটা কেউ চায় না। আশা করছি পরের ম্যাচে আর হবে না।'

সামনেই ওডিআই বিশ্বকাপ। তাই চাহারও চাইছেন আইপিএলে ফোকাস করতে। গত বছর চোটের জন্য় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি। এবার আর তা হাতছাড়া করতে চান না তিনি। চাহার বলেন, 'চোটের পর ফিরে আসাটা খুব কঠিন মানসিক দিক থেকে। আমি দুইবার বড় চোট পেয়েছি। একজন পেসারের কাছে চোট গুরুতর হয়ে ওঠে। তা সারিয়ে উঠতে দীর্ঘদিন সময় লাগে। বিশেষ করে মানসিক দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকতে হয়। আমারও তাই হয়েছিল। ধীরে ধীরে তা কাটিয়ে উঠেছি।'

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl )

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

এক লাফে ৬ বছর পার, পর্ণা-সৃজনের মেয়ে এখন অনেকটাই বড়, 'নিম ফুলের মধু' বড় রদবদল ভাঙাচোরা হিন্দি বলে কটাক্ষের মুখে ভুতু! আর্শিয়াকে তুমুল ট্রোল করলেন নেটিজেনরা বজরংবলীর মূর্তি বাড়ির কোনদিকে রাখা শুভ? ২০২৪ হনুমান জয়ন্তীর আগে রইল বাস্তুটিপস 'গোটা দিন বিমানবন্দরে ঘুরলাম, ধরতেই পারল না,' ভিডিয়ো দেখেই গ্রেফতার ইউটিউবার তৃণমূলের প্রচারে ধুন্ধুমার, ইউসুফ পাঠানের সামনে বিবাদে জড়াল তৃণমূলের দুই গোষ্ঠী তৃণমূলের বিরুদ্ধে আইন হাতে তুলে নেওয়ার নিদান! বিতর্কিত মন্তব্য অভিজিৎ গাঙ্গুলির সিঁড়িতে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামছেন ধোনি, সাহায্যের হাত বাড়ালেন সুরেশ রায়না মিঠুনকে ‘গদ্দার’, ‘দোআঁশলা’ বলে আক্রমণ, মমতার ভাষাতেই মমতাকে জবাব দিলেন BJP নেতা CSK ম্যাচের আগেই নেটে আগুনে মেজাজে মায়াঙ্ক, স্বস্তির নিঃশ্বাস ফেলছে LSG- ভিডিয়ো কোথায় হবে ISL 2023-24 ফাইনাল? কলকাতার সমর্থকদের জন্য খুশির খবর, থাকতে পারে চমক!

Latest IPL News

সিঁড়িতে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামছেন ধোনি, সাহায্যের হাত বাড়ালেন সুরেশ রায়না CSK ম্যাচের আগেই নেটে আগুনে মেজাজে মায়াঙ্ক, স্বস্তির নিঃশ্বাস ফেলছে LSG- ভিডিয়ো মুস্তাফিজুরকে দেশে ফেরতের নির্দেশ নিয়ে BCB-র আলটপকা মন্তব্য IPL 2024: ছিটকে গেলেন কনওয়ে! বদলি হিসাবে ইংল্যান্ডের ৩৬ বছরের পেসারকে নিল CSK IPL-এ বেঙ্গালুরুতে RCB-র ম্যাচের টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের ভাড়া! ধোনি আমেরিকায় যাবে কিন্তু… মাহিকে নিয়ে মস্করা রোহিতের, জানালেন নতুন শখের কথা 2024 IPL-এও বেটিংয়ের ছায়া, রাজস্থান, মুম্বই থেকে গ্রেফতার চার বুকি কিপিং এবং নেতৃত্বের জন্য ম্যাচের সেরা, নজির গড়ে বোলারদের বাহবা পন্তের জিততে বোলারদের ডাবল হ্যাটট্রিক করতে হত-পিচ নিয়ে অভিযোগ নেই,ব্যাটারদের দুষলেন গিল সব থেকে দামি প্লেয়ার দলের দুর্বলতা হতে পারে না- ঘুরিয়ে স্টার্ককে কটাক্ষ পাঠানের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.