আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। অর্থাৎ আর মাত্র দুই সপ্তাহ বাকি আইপিএল শুরু হতে। আইপিএল শুরু হওয়ার আগেই বাংলা ক্রিকেটের জন্য সুখবর। দিল্লি ক্যাপিটালসে যোগ দিলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার জয়দীপ মুখোপাধ্যায়।
সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট। এই দলের সঙ্গে যুক্ত রয়েছেন সৌরভের আরও এক বন্ধু সঞ্জয় দাস। আর এবার এই দলে যুক্ত হলেন সৌরভের ঘনিষ্ঠ বন্ধু জয়দীপ মুখোপাধ্যায়।
বাংলার প্রাক্তন ক্রিকেটার মুখোপাধ্যায় আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ম্যানেজার হিসেবে যুক্ত হলেন। তবে আইপিএলের জগতে জয়দীপ এবারে নতুন নয়। এর আগেও কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে বেশ কয়েক বছর যুক্ত ছিলেন তিনি। কেকেআরের ফিল্ডিং কোচ ছিলেন জয়দীপ। তবে আইপিএলের জগতে প্রথমবার কেকেআর ছাড়া অন্য কোনও দলের সঙ্গে কাজ করবেন জয়দীপ।
দিল্লি ক্যাপিটালস বেশ কয়েক দিন ধরেই কলকাতায় প্রস্তুতি শিবির সারছে। সৌরভের উদ্যোগে কলকাতায় প্রস্তুতিতে পৃথ্বী শ, সরফরাজ খান, মুকেশ কুমাররা। সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলন করেছেন তারা। সেই শিবিরেই জয়দীপকে দেখা গেছে দিল্লি ক্রিকেটারদের সঙ্গে সময় কাটাতে। জয়দীপ দিল্লি দলের ক্রিকেট ম্যানেজার হিসেবে থাকবেন। পাশাপাশি ক্রিকেটারদের অনুশীলনেও সাহায্য করবেন। প্রাক্তন ক্রিকেটার জয়দীপ নেট অনুশীলনের সময় ক্রিকেটারের থ্রোডাউন থেকে শুরু করে কোথায় কী ভুল হচ্ছে সবকিছু সংশোধন করে দেবেন।
জয়দীপ ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আইপিএলে কেকেআরের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বাংলার ক্রিকেট দলের অপারেশন ম্যানেজার হিসেবেও কাজ করেছেন। এছাড়াও তিনি ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন রঞ্জি ট্রফিতে। তবে এবার দিল্লি ক্যাপিটালস দলের দায়িত্ব পেয়ে খুবই উচ্ছ্বসিত তিনি।
আগামী ১৯ মার্চ থেকে দিল্লি তাদের নিজেদের হোম গ্রাউন্ডে অনুশীলন শুরু করবে। সেখানেও থাকবেন সৌরভ এবং জয়দীপ। প্রায় দুই মাস ধরে চলবে এই টুর্নামেন্ট। আর সেখানে দেখা যাবে বাংলা প্রাক্তন ক্রিকেটারকে। এই প্রথম নয়, বাংলার ক্রিকেটারদের জন্য এগিয়ে এসেছেন মহারাজ। ফের একবার এগিয়ে এলেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।