দিল্লি ক্যাপিটালস দল আইপিএল ২০২৩-এর জন্য অনুষ্ঠিত মিনি নিলামে পাঁচজন খেলোয়াড়কে কিনেছে। গত আইপিএলে পঞ্চম স্থানে থাকা দলটি সবচেয়ে বেশি দামে বাংলার ঘরোয়া ক্রিকেট খেলা বিহারের মুকেশ কুমারকে কিনেছে। তারা ফাস্ট বোলার মুকেশকে ৫.৫০ কোটি টাকার বিনিময়ে নিজেদের দলে অন্তর্ভুক্ত করেছে। মুকেশ কুমার দক্ষিণ আফ্রিকার এনরিখ নরকিয়ার সঙ্গে মিলে দিল্লি ক্যাপিটলসের হয়ে দারুণ একটা জুটি গড়তে পারেন।
আরও পড়ুন… IPL 2023 PBKS Players List: রেকর্ড ১৮.৫০ কোটিতে স্যাম কারানকে কিনেও পার্সে ১২.২০ কোটি বাঁচাল পঞ্জাব
মুকেশ কুমারের বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। দিল্লি তার জন্য কোষাগার খুলে দেয় এবং ৫.৫০ কোটি টাকায় তাঁকে দলে নেয়। এছাড়াও ফ্র্যাঞ্চাইজি অবশেষে দক্ষিণ আফ্রিকার রিলি রসউকে ৪.৬০ কোটি টাকায় কিনেছে। প্রথম রাউন্ডে বিক্রি হয়নি রিলি রসউ। নিলাম শেষ হওয়ার আগেই তার নাম আবার উঠে আসে এবং দিল্লি কিনে নেয় তাঁকে। এর জন্য রাজস্থান ছাড়তে হয়েছে তাঁকে। রাজস্থানও শেষ পর্যন্ত চেষ্টা করেছিল রিলি রসউকে কেনার জন্য।
অভিজ্ঞ ব্যাটসম্যান মণীশ পান্ডেকে ২.৪০ কোটিতে, ইংল্যান্ডের ফিলিপ সল্টকে দুই কোটিতে এবং অভিজ্ঞ ফাস্ট বোলার ইশান্ত শর্মাকে ৫০ লক্ষ টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটলস। গত বছরের তুলনায় দিল্লি তার দলে বড় কোনও পরিবর্তন করেনি। শার্দুল ঠাকুরকে কেকেআর-এর কাছে লেনদেন করাই ছিল তাঁর সবচেয়ে বড় পদক্ষেপ। নিলামের পর ঋষভ পন্তের নেতৃত্বে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার দিকে নজর রয়েছে দলটির।
নিলামের আগে দিল্লি ক্যাপিটলসের দল কেমন ছিল-
ঋষভ পন্ত (ক্যা্টেন), ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, রিপল প্যাটেল, রোভম্যান পাওয়েল, সরফরাজ খান, যশ ধুল, মিচেল মার্শ, ললিত যাদব, অক্ষর প্যাটেল, এনরিক নরখিয়া, চেতন সাকারিয়া, কমলেশ নাগেরকোটি, খলিল আহমেদ, লুঙ্গি এনগিদি, মুস্তাফিজুর রহমান , আমান খান, কুলদীপ যাদব, প্রবীণ দুবে, ভিকি অস্তওয়াল।
নিলামে কেনা খেলোয়াড়কে দিল্লি ক্যাপিটলস কিনেছে
মুকেশ কুমার (৫.৫০ কোটি)
রিলি রসউ (৪.৬০ কোটি)
মণীশ পান্ডে (২.৪০ কোটি)
ফিলিপ সল্ট (২ কোটি)
ইশান্ত শর্মা (৫০ লাখ)
নিলামের পর দিল্লি ক্যাপিটলসের দল
ঋষভ পন্ত (ক্যাপ্টেন), ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, মণীশ পান্ডে, ফিলিপ সল্ট, রিলি রসউ, রিপল প্যাটেল, রোভম্যান পাওয়েল, সরফরাজ খান, যশ ধুল, মিচেল মার্শ, ললিত যাদব, অক্ষর প্যাটেল, এনরিখ নরকিয়া, চেতন সাকারিয়া, কমলেশ নাগারকোটি , খলিল আহমেদ, লুঙ্গি এনগিদি, মুস্তাফিজুর রহমান, আমান খান, কুলদীপ যাদব, প্রবীণ দুবে, ভিকি অস্টওয়াল, ইশান্ত শর্মা, মুকেশ কুমার।