বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: প্লেয়ার বাছাই নিয়ে অসন্তুষ্ট DC ম্যানেজমেন্ট, সৌরভ-পন্টিংদের চাকরি থাকবে তো?

IPL 2023: প্লেয়ার বাছাই নিয়ে অসন্তুষ্ট DC ম্যানেজমেন্ট, সৌরভ-পন্টিংদের চাকরি থাকবে তো?

ডেভিড ওয়ার্নার এবং রিকি পন্টিং।

দিল্লি ক্যাপিটালস গত দুই বছরে যে ভাবে স্কাউটিং করেছে, তাতে খুশি নয় ম্যানেজমেন্ট। এবং নিলামেও ঠিক করে প্লেয়ার বাছাই করা হয়নি। এমন কী নিলামের টেবিলে প্রধান কোচ রিকি পন্টিংয়ের অনুপস্থিতিতেও ম্যানেজমেন্ট খুবই বিরক্ত।

দিল্লি ক্যাপিটালস খুবই খারাপ পারফরম্যান্স করে চলেছে। তারা ৮টি ম্যাচের মধ্যে ৬টিতেই হেরেছে। ব্যাটাররা সে ভাবে পারফরম্যান্স করতে পারছেন না। দেশীয় ক্রিকেটারদের হালও বেগতিক। সে ভাবে তাঁরা জ্বলে উঠতে পারছেন না বলে হাল খারাপ দিল্লির। বিদেশিদের অবস্থাও আহামরি নয়। প্রশ্ন উঠেছে প্লেয়ার বাছাই নিয়েও। সব মিলিয়ে এ বার চাপে পড়ে গিয়েছেন রিকি পন্টিং থেকে শুরু করে দলের কোচিং স্টাফ, স্কাউট প্রত্যেকেই।

শনিবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে সরফরাজ খান, প্রিয়াম গর্গ এবং রিপল প্যাটেলের মতো তরুণ ব্যাটাররা একেবারেই নিরাশ করেন। সানরাইজার্সের বিরুদ্ধে ১৯৮ রান তাড়া করতে নেমে মিচেল মার্শ এবং ফিল সল্ট ১১ ওভারে ১১২ রানের পার্টনারশিপ করলেও, জিততে ব্যর্থ হয় দিল্লি। ৯ রানে হেরে যায় দিল্লি ক্যাপিটালস।

যদিও অক্ষর প্যাটেলের আগে গর্গ এবং সরফরাজকে নামানোন ম্যানেজমেন্টের যে সিদ্ধান্ত ছিল, সেটি চূড়ান্ত ভুলভাল হলেও, সেটা ডিফেন্ড করার চেষ্টা করেছে, তবে এই বিষয়টি নিয়ে সমালোচনা চলছেই। এবং দিল্লি ক্যাপিটালসের কর্তারা বিষয়টি ভালো ভাবে নেননি।

আরও পড়ুন: বয়স সত্যিই সংখ্যা মাত্র, শেষ দুই বলে দু'টি লম্বা ছক্কা, চেন্নাইকে দু'শো-তে পৌঁছে দিলেন ধোনি- ভিডিয়ো

ম্যাচের পর মিচেল মার্শ অবশ্য বলেছিলেন, ‘আমাদের সব খেলোয়াড়ের প্রতি অনেক বিশ্বাস আছে। আমাদের লাইনআপে কিছু অনভিজ্ঞ খেলোয়াড় আছে, কিন্তু ওদের উপর বিশ্বাস রাখতে হবে। ওদের খেলাতে হবে এবং আমি মনে করি না, ওদের (গর্গ, সরফরাজ) জন্য ম্যাচটা হেরেছি ।’

যাইহোক টাইমস অফ ইন্ডিয়া দাবি করেছে যে, দিল্লি ক্যাপিটালস গত দুই বছরে যে ভাবে স্কাউটিং করেছে, তাতে খুশি নয় ম্যানেজমেন্ট। এবং নিলামেও ঠিক করে প্লেয়ার বাছাই করা হয়নি। এক সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, ‘এমন কিছু লোক আছে, যাদের উচ্চ মানের ক্রিকেটের অভিজ্ঞতা খুবই কম এবং তাদের স্কাউটিং করার দায়িত্ব দেওয়া হয়েছে। নিলামের টেবিলেও প্রধান কোচের অনুপস্থিতিতে ম্যানেজমেন্ট খুবই বিরক্ত।’

ছয় বছর আগে এই ফ্র্যাঞ্চাইজি শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত, পৃথ্বী শ' এবং অক্ষর প্যাটেলের মতো তরুণদের দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই তরুণদের সঙ্গে শিখর ধাওয়ানের মতো সিনিয়র পেশাদারদের দলের প্রধান ভূমিকার দায়িত্ব দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: শখের মাশুল, প্লেয়ারদের ভালোবেসে খাওয়াতে গিয়ে ১২০টি আলুর পরোটা বানাতে হয়েছিল প্রীতিকে

বর্তমান যে সমস্ত তরুণরা রয়েছেন, তাঁরা ঘরোয়া সাদা বলের ক্রিকেটে তাদের পারফরম্যান্স বিচার করা হয়নি। যশ ধুলকে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের পারফরম্যান্স দেখেই নেওয়া হয়েছে। সরফরাজ লাল বলের ক্রিকেটে দুর্দান্ত খেলেছেন, কিন্তু তিনিও সাদা বলের ফর্ম্যাটে আধিপত্য বিস্তার করতে পারেননি। রিপল গত মরশুম থেকেই ক্যাপিটালসে রয়েছেন, কিন্তু এখনও পারফরম্যান্সই করতে পারেননি। ললিত যাদবের পারফরম্যান্সও ম্যানেজমেন্টকে হতাশ করেছে। অথচ রবিচন্দ্রন অশ্বিনের অভিজ্ঞতার চেয়ে ললিত যাদবকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল।

সেই সূত্রটি বলেছেন, ‘এটা সত্য যে, মেগা নিলাম দলের কাঠামোটা দুর্বল হয়ে পড়েছে। তবে বেশির ভাগ তারকা খেলোয়াড়কে কোনও না কোনও ভাবে কিনে নেওয়াটা দরকার ছিল। স্কাউটিং মূলত শুধুমাত্র কম্পিউটারের বিশ্লেষণের উপর ভিত্তি করেই প্লেয়ার বেছে নিয়েছে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.