গত ৩১ মার্চ থেকে শুরু হয়েছে আইপিএল। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে চলছে এই টুর্নামেন্ট। প্রায় সব দলেরই অর্ধেকেরও বেশি ম্যাচ হয়ে গিয়ে এখন শেষের দিকে এগিয়ে চলেছে। ফলে পয়েন্ট টেবিলে সাপ লুডো খেলা চলছেই। কেউ এক ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে উপরে চলে যাচ্ছে। আবার এক ম্যাচ হারতেই লাফিয়ে নেমে যাচ্ছে। যতদিন না গ্রুপ পর্যায়ের খেলা শেষ হচ্ছে ততদিন এই সাপ-লুডো খেলা চলতেই থাকবে।
ইতিমধ্যেই ২০২৩ আইপিএলে ৫৫টি ম্যাচ হয়ে গিয়েছে। আর বুধবার আইপিএলের ৫৫তম ম্যাচে মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস। এবারের আইপিএলে মোটেই ছন্দে নেই দিল্লি ক্যাপিটালস। শুরু থেকেই পরপর ম্যাচ হারায় পয়েন্ট টেবিলের একেবারে শেষে জায়গা করে নেয় তারা। ফলে অনেক আগেই প্লেঅফে ওঠার সব সম্ভাবনাই হারায় তারা। এবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হেরে পাকাপাকি ভাবে বিদায় নিশ্চিত করল রিকি পন্টিংয়ের দল।
সেই সঙ্গে ধোনির চেন্নাইও প্লেঅফের দিকে অনেকটা এগিয়ে গেল। এখনও পর্যন্ত ১২ ম্যাচ খেলে ফেলেছে সিএসকে। যার মধ্যে ৭টি ম্যাচে জয়ের মুখ দেখেছে তারা। এবং মাত্র ৪ ম্যাচ হারতে হয়েছে। ফলে ১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে দ্বিতীয় স্থান ধরে রাখল সিএসকে। মাত্র এক পয়েন্ট বেশি থাকায় গুজরাট টাইটানস শীর্ষেই রয়েছে। চেন্নাইয়ের ঠিক পরেই রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তাদের পয়েন্ট সংখ্যা ১১ ম্যাচে ১২। অন্যদিকে চতুর্থ স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। এখনও পর্যন্ত তারা ১১ ম্যাচে ১১ পয়েন্ট সংগ্রহ করেছে। যদিও মুম্বই এবং লখনউ দুই দলই প্লেঅফের জন্য একেবারেই নিজেদের স্থান পাকা করতে পারেনি। এখনও বেশ কিছু ম্যাচ রয়েছে। ফলে অনেক পরিবর্তন দেখা যেতে পারে।
কারণ প্লেঅফের দৌড়ে রয়েছে রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং পঞ্জাব কিংসও। যাদের পয়েন্ট ১১ ম্যাচে ১০। ফলে শেষ চারে এই দলগুলি জায়গা করে নিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে বুধবার চেন্নাইয়ের কাছে হারায় দিল্লির বিদায় নিশ্চিত হয়েছে। এই মুহূর্তে ১১ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে লাস্ট বয় ডেভিড ওয়ার্নারের দল। এখন সব ম্যাচই তাদের জন্য নিয়মরক্ষার।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।