বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2021: শেষ বলে ছয় মেরে হিরো হতে পারলেন না পন্ত, ১ রানের রোমাঞ্চকর জয় কোহলিদের
হতাশ পন্ত। ছবি- আইপিএল।

IPL 2021: শেষ বলে ছয় মেরে হিরো হতে পারলেন না পন্ত, ১ রানের রোমাঞ্চকর জয় কোহলিদের

৪২ বলে ৭৫ রানের দুরন্ত ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ডি'ভিলিয়র্স।

দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, উভয় দলই আইপিএল ২০২১-এ নিজেদের প্রথম পাঁচ ম্যাচের চারটিতে জিতে পরস্পরের মুখোমুখি হয়। সম্মুখসমরে আরসিবি ১ রানের উত্তেজক জয় ছিনিয়ে নেয় ক্যাপিটালসের কাছ থেকে। ম্যাচের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।

27 Apr 2021, 11:48:57 PM IST

ম্যাচের সেরা ডি'ভিলিয়র্স।

৪২ বলে ৭৫ রানের দুরন্ত ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ডি'ভিলিয়র্স।

27 Apr 2021, 11:31:02 PM IST

ব্যাঙ্গালোরের বোলিং পারফর্ম্যান্স

হার্ষাল ৩৭ রানে ২টি, সিরাজ ৪৪ রানে ১টি ও জেমিসন ৩২ রানে ১টি উইকেট নেন।

27 Apr 2021, 11:30:04 PM IST

দিল্লির ব্যাটিং পারফর্ম্যান্স

পৃথ্বী ২১, ধাওয়ান ৬, স্মিথ ৪, পন্ত অপরাজিত ৫৮, স্টাইনিস ২২ ও হেতমায়ের অপরাজিত ৫৩ রান করেন।

27 Apr 2021, 11:29:03 PM IST

দিল্লির বোলিং পারফর্ম্যান্স

ইশান্ত ২৬ রানে ১টি, রাবাদা ৩৮ রানে ১টি, আবেশ ২৪ রানে ১টি, মিশ্র ২৭ রানে ১টি ও অক্ষর ৩৩ রানে ১টি উইকেট নেন।

27 Apr 2021, 11:27:50 PM IST

ব্যাঙ্গালোরের ব্যাটিং পারফর্ম্যান্স

কোহলি ১২, পাডিক্কাল ১৭, রজত ৩১, ম্যাক্সওয়েল ২৫, ডি'ভিলিয়র্স অপরাজিত ৭৫, সুন্দর ৬, স্যামস অপরাজিত ৩ রান করেন।

27 Apr 2021, 11:25:46 PM IST

১ রানে জয় আরসিবির

ব্যাঙ্গালোরের ৫ উইকেটে ১৭১ রানের জবাবে দিল্লি ৪ উইকেটে ১৭০ রানে আটকে যায়। ১ রানে ম্যাচ জেতেন কোহলিরা। পন্ত ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৮ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন। ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৫৩ রান করে নট-আউট থাকেন হেতমায়ের।

27 Apr 2021, 11:21:09 PM IST

শেষ বলের থ্রিলারে আরসিবির জয়

জয়ের জন্য শেষ ২ বলে ১০ রান দরকার ছিল দিল্লির। পন্ত ওভারের পঞ্চম বলে চার মারেন। ফলে শেষ বলে জিততে হয়ে ছক্কা মারতে হতো পন্তকে। তিনি শেষ বলেও চার মারেন। ফলে ১ রানে ম্যাচ জেতে আরসিবি।

27 Apr 2021, 11:17:56 PM IST

পন্তের হাফ-সেঞ্চুরি

৪টি বাউন্ডারির সাহায্যে ৪৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন পন্ত।

27 Apr 2021, 11:14:41 PM IST

শেষ ওভারে দরকার ১৪

হার্ষালের ওভারে ১১ রান ওঠে। ১টি চার মারেন পন্ত। ১৯ ওভারে দিল্লি ১৫৮/৪। শেষ ওভারে তাদের দরকার ১৪ রান।

27 Apr 2021, 11:12:02 PM IST

১৫০ টপকাল দিল্লি

১৯তম ওভারে দলগত ১৫০ রান পূর্ণ করে দিল্লি।

27 Apr 2021, 11:11:32 PM IST

হাফ-সেঞ্চুরি হেতমায়েরের

২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করে হেতমায়ের।

27 Apr 2021, 11:09:45 PM IST

২ ওভারে ২৫ রান দরকার দিল্লির

জেমিসনের ওভারে ৩টি ছক্কা মারেন হেতমায়ের। ২১ রান ওঠে ওভারে। ১৮ ওভার শেষে দিল্লি ১৪৭/৪। ২ ওভারে ২৫ রান দরকার দিল্লির।

27 Apr 2021, 11:06:37 PM IST

১৭ ওভারে দিল্লি ১২৬/৪

হার্ষালের ওভারে ১০ রান ওঠে। ১টি চার মারেন হেতমায়ের। ১৭ ওভারে দিল্লি ১২৬/৪। পন্ত ৪০ রানে ব্যাট করছেন। হেতমায়ের নট-আউট ২৭ রানে

27 Apr 2021, 10:58:58 PM IST

৪ ওভারে ৫৬ দরকার দিল্লির

জেমিসনের ওভারে ৫ রান ওঠে। ১৬ ওভারে ক্যাপিটালস ১১৬/৪। ৪ ওভারে ৫৬ দরকার দিল্লির।

27 Apr 2021, 10:56:10 PM IST

১৫ ওভারে দিল্লি ১১১/৪

সিরাজের ওভারে ১৪ রান ওঠে। ১টি চার ও ১টি ছক্কা মারেন হেতমায়ের। ১৫ ওভারে দিল্লি ১১১/৪।

27 Apr 2021, 10:55:13 PM IST

সুন্দর ৪ ওভারে ২৮/০

সুন্দর ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন ২৮ রানে কোনও উইকেট না নিয়ে।

27 Apr 2021, 10:50:34 PM IST

দিল্লি ১০০

১৫তম ওভারে দলগত ১০০ রান পূর্ণ করে ক্যাপিটালস।

27 Apr 2021, 10:47:45 PM IST

৬ ওভারে জয়ের জন্য দিল্লির দরকার ৭৫ রান

সুন্দরের ওভারে ৪ রান ওঠে। ১৪ ওভারে দিল্লি ৯৭/৪। ৬ ওভারে জয়ের জন্য দিল্লির দরকার ৭৫ রান।

27 Apr 2021, 10:45:26 PM IST

১৩ ওভারে দিল্লি ৯৩/৪

হার্ষালের ওভারে ১২ রান ওঠে। ২টি চার মারেন পন্ত। ১টি উইকেট পড়ে। ১৩ ওভারে দিল্লি ৯৩/৪। পন্ত ৩৩ রানে ব্যাট করছেন।

27 Apr 2021, 10:42:56 PM IST

স্টইনিস আউট

১৩তম ওভারের চতুর্থ বলে হার্ষাল প্যাটেল ফিরিয়ে দেন মার্কাস স্টইনিসকে।

27 Apr 2021, 10:39:30 PM IST

১২ ওভারে দিল্লি ৮১/৩

সুন্দরের ওভারে দিল্লি ১২ রান তোলে। ২টি চার মারেন স্টইনিস। ১২ ওভারে দিল্লি ৮১/৩। স্টইনিস ২২ ও পন্ত ২৪ রানে ব্যাট করছেন।

27 Apr 2021, 10:37:51 PM IST

১১ ওভারে দিল্লি ৬৯/৩

চাহালের ওভারে ৭ রান ওঠে। ১টি চার মারেন স্টইনিস। ১১ ওভারে দিল্লি ৬৯/৩।

27 Apr 2021, 10:30:01 PM IST

১০ ওভারে দিল্লি ৬২/৩

সুন্দরের ওভারে ৯ রান ওঠে। ১০ ওভারে দিল্লি ৬২/৩। পন্ত ২১ রানে ব্যাট করছেন।

27 Apr 2021, 10:29:08 PM IST

৯ ওভারে দিল্লি ৫৩/৩

চাহালের ওভারের চতুর্থ বলে স্টইনিসের বিরুদ্ধে এলবিডব্লিউ আবেদন ওঠে। বল উইকেটে লাগার সম্ভাবনা থাকলেও স্টইনিস ক্রিজ থেকে ৩ মিটার এগিয়ে থাকায় আউট দেননি আম্পায়ার। ওভারে ৩ রান ওঠে। ৯ ওভারে দিল্লি ৫৩/৩।

27 Apr 2021, 10:16:28 PM IST

দিল্লি ৫০

অষ্টম ওভারে দলগত ৫০ রান পূর্ণ করে দিল্লি। ৮ ওভার শেষে ক্যাপিটালস ৫০/৩। হার্ষালের ওভারে ৪ রান ওঠে।

27 Apr 2021, 10:13:00 PM IST

পৃথ্বীকে ফেরালেন হার্ষাল

বল হাতে নিয়েই পৃথ্বীর উইকেট তুলে নিলেন বেগুনি টুপির মালিক হার্ষাল প্যাটেল। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ২১ রান করে এবিডির দস্তানায় ধরা পড়ে যান পৃথ্বী। দিল্লি ৪৭ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান স্টইনিস।

27 Apr 2021, 10:12:13 PM IST

৭ ওভারে দিল্লি ৪৬/২

সুন্দরের ওভারে ৩ রান ওঠে। ৭ ওভারে দিল্লি ৪৬/২।

27 Apr 2021, 10:06:01 PM IST

পাওয়ার প্লে'র খেলা শেষ

স্যামসের ওভারে ৮ রান ওঠে। ১টি চার মারেন পন্ত। পাওয়াপ প্লে'র ৬ ওভারে দিল্লি ৪৩/২। পৃথ্বী ২০ রানে ব্যাট করছেন।

27 Apr 2021, 10:00:14 PM IST

৫ ওভারে দিল্লি ৩৫/২

জেমিসমের ওভারে ২ রান ওঠে। ৫ ওভারে দিল্লি ৩৫/২।

27 Apr 2021, 09:59:28 PM IST

৪ ওভারে দিল্লি ৩৩/২

সিরাজের ওভারে ৬ রান ওঠে। ১টি চার মারেন পৃথ্বী। ৪ ওভারে দিল্লি ৩৩/২।

27 Apr 2021, 09:56:31 PM IST

স্মিথ আউট

চতুর্থ ওভারে সিরাজ তুলে নিলেন স্টিভ স্মিথের উইকেট। ১টি বাউন্ডারির সাহায্যে ৫ বলে ৪ রান করে এবিডি'র দস্তানায় ধরা পড়েন স্মিথ। দিল্লি ২৮ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান পন্ত।

27 Apr 2021, 09:56:03 PM IST

৩ ওভারে দিল্লি ২৭/১

জেমিসনের ওভারে ৪ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন স্মিথ। ৩ ওভারে দিল্লি ২৭/১।

27 Apr 2021, 09:49:50 PM IST

ধাওয়ান আউট

তৃতীয় ওভারের তৃতীয় বলে ধাওয়ানের উইকেট তুলে নেন জেমিসন। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৬ রান করে চাহালের হাতে ধরা পড়েন গব্বর। দিল্লি ২৩ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান স্টিভ স্মিথ।

27 Apr 2021, 09:46:08 PM IST

২ ওভারে দিল্লি ২৩/০

সিরাজের ওভারে ১৬ রান ওঠে। ২টি বাউন্ডারি মারেন পৃথ্বী। ১টি গেল-বাই চার হয়। ২ ওভারে দিল্লি ২৩/০।

27 Apr 2021, 09:45:10 PM IST

১ ওভারে দিল্লি ৭/০

স্যামসের প্রথম ওভারে ৭ রান তোলে দিল্লি। কোনও উইকেট হারায়নি। ১টি বাউন্ডারি মারেন ধাওয়ান।

27 Apr 2021, 09:39:04 PM IST

দিল্লির ইনিংস শুরু

দিল্লির হয়ে ওপেন করতে নামের পৃথ্বী ও ধাওয়ান। বোলিং শুরু করেন ড্যানিয়েল স্যামস।

27 Apr 2021, 09:29:45 PM IST

ঝড়ের জন্য ম্যাচ সাময়িকভাবে বন্ধ

বালুঝড়ের জন্য দ্বিতীয় ইনিংস নির্ধারিত সময়ে শুরু করা যায়নি।

27 Apr 2021, 09:08:43 PM IST

২০ ওভারে আরসিবি ১৭১/৫

স্টইনিসের শেষ ওভারে ৩টি ছক্কা মারেন এবিডি। ওভারে মোট ২৩ রান ওঠে। ২০ ওভারে ব্যাঙ্গালোর ১৭১/৫। এবিডি ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন। স্যামস ২ বলে ৩ রান করে নট-আউট থাকেন। জয়ের জন্য দিল্লির দরকার ১৭২। 

27 Apr 2021, 09:06:33 PM IST

আবেশ খান ৪ ওভারে ২৪/১

আবেশ খান ৪ ওভারের বোলিং কোটা শেষ করে ২৪ রানে ১ উইকেট নিয়ে।

27 Apr 2021, 09:03:37 PM IST

আরসিবি ১৫০

ইনিংসের শেষ ওভারে দলগত ১৫০ রান পূর্ণ করে ব্যাঙ্গালোর।

27 Apr 2021, 09:03:14 PM IST

১৯ ওভারে ব্যাঙ্গালোর ১৪৮/৫

আবেশের ওভারে ৯ রান ওঠে। ১টি চার মারেন এবিডি। ১৯ ওভারে ব্যাঙ্গালোর ১৪৮/৫।

27 Apr 2021, 09:01:34 PM IST

ডি'ভিলিয়র্সের হাফ-সেঞ্চুরি

৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ডি'ভিলিয়র্স।

27 Apr 2021, 09:00:43 PM IST

১৮ ওভারে ব্যাঙ্গালোর ১৩৯/৫

রাবাদার ওভারে ১১ রান ওঠে। ১টি ছক্কা মারেন এবিডি। ১৮ ওভারে ব্যাঙ্গালোর ১৩৯/৫।

27 Apr 2021, 08:59:47 PM IST

রাবাদা ৪ ওভারে ৩৮/১

রাবাদা ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন ৩৮ রানে ১ উইকেট নিয়ে।

27 Apr 2021, 08:57:03 PM IST

সুন্দরকে ফেরালেন রাবাদ

১৮তম ওভারের শেষ বলে ওয়াশিংটন সুন্দরের উইকেট তুলে নেন রাবাদা। ৯ বলে ৬ রান করে রাবাদার হাতেই ফিরতি ক্যাচ দেন সুন্দর। আরসিবি ১৩৯ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ড্যানিয়েল স্যামস।

27 Apr 2021, 08:56:14 PM IST

১৭ ওভারে ব্যাঙ্গালোর ১২৮/৪

আবেশের ওভারে ৪ রান ওঠে। ১৭ ওভারে ব্যাঙ্গালোর ১২৮/৪। 

27 Apr 2021, 08:46:43 PM IST

১৬ ওভারে ব্যাঙ্গালোর ১২৪/৪

রাবাদার ওভারে ৯ রান ওঠে। ১টি চার মারেন এবিডি। ১৬ ওভারে ব্যাঙ্গালোর ১২৪/৪। ডি'ভিসিয়র্স ৩৫ রানে ব্যাট করছেন।

27 Apr 2021, 08:42:11 PM IST

১৫ ওভারে ব্যাঙ্গালোর ১১৫/৪

অক্ষরের ওভারে ১০ রান ওঠে। ১টি উইকেট পড়ে। ১টি ছক্কা মারেন এবিডি। ১৫ ওভারে ব্যাঙ্গালোর ১১৫/৪।

27 Apr 2021, 08:39:41 PM IST

রজত আউট

১৫তম ওভারের পঞ্চম বলে রজত পতিদারকে আউট করলেন অক্ষর প্যাটেল। ২টি ছক্কার সাহায্যে ২২ বলে ৩১ রান করে স্মিথের হাতে ধরা পড়েন পতিদার। ক্রিজে নতুন ব্যাটসম্যান ওয়াশিংটন। আরসিবি ১১৪ রানে ৪ উইকেট হারায়।

27 Apr 2021, 08:39:05 PM IST

ইশান্ত ৪ ওভারে ২৬/১

ইশান্ত শর্মা ৪ ওভারের বোলিং কোটা পূর্ণ করেন ১টি মেডেন-সহ ২৬ রানের বিনিময়ে ১ উইকেট দখল করে।

27 Apr 2021, 08:37:12 PM IST

১৪ ওভারে ব্যাঙ্গালোর ১০৫/৩

ইশান্তের ওভারে ১১ রান ওঠে। ১টি ছক্কা মারেন রজত। ১৪ ওভারে ব্যাঙ্গালোর ১০৫/৩। রজত ৩০ ও এবিডি ২০ রানে ব্যাট করছেন।

27 Apr 2021, 08:36:07 PM IST

আরসিবি ১০০

১৪তম ওভারে দলগত ১০০ রান পূর্ণ করে ব্যাঙ্গালোর।

27 Apr 2021, 08:35:42 PM IST

১৩ ওভারে ব্যাঙ্গালোর ৯৪/৩

অক্ষরের ওভারে ৭ রান ওঠে। ১৩ ওভারে ব্যাঙ্গালোর ৯৪/৩।

27 Apr 2021, 08:29:16 PM IST

১২ ওভারে ব্যাঙ্গালোর ৮৭/৩

রাবাদার ওভারে ৮ রান ওঠে। ১টি চার মারেন এবিডি। ১২ ওভারে ব্যাঙ্গালোর ৮৭/৩।

27 Apr 2021, 08:28:27 PM IST

১১ ওভারে ব্যাঙ্গালোর ৭৯/৩

মিশ্রর ওভারে ১১ রান ওঠে। ১টি ছক্কা মারেন রজত। ১১ ওভারে ব্যাঙ্গালোর ৭৯/৩।

27 Apr 2021, 08:22:19 PM IST

১০ ওভারে ব্যাঙ্গালোর ৬৮/৩

অর্ধের ইনিংস শেষ। অক্ষরের ওভারে ৬ রান ওঠে। ১০ ওভারে ব্যাঙ্গালোর ৬৮/৩।

27 Apr 2021, 08:21:31 PM IST

৯ ওভারে ব্যাঙ্গালোর ৬২/৩

মিশ্রর ওভারে ৫ রান ওঠে। ১টি উইকেট পড়ে। ৯ ওভারে ব্যাঙ্গালোর ৬২/৩।

27 Apr 2021, 08:13:46 PM IST

ম্যাক্সওয়েল আউট

নবম ওভারের তৃতীয় বলে অমিত মিশ্র ফিরিয়ে দিলেন গ্লেন ম্যাক্সওয়েলকে। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২০ বলে ২৫ রান করে স্মিথের হাতে ধরা পড়েন গ্লেন। আরসিবি ৬০ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ডি'ভিলিয়র্স। 

27 Apr 2021, 08:10:56 PM IST

৮ ওভারে ব্যাঙ্গালোর ৫৭/২

অক্ষরের ওভারে ১০ রান ওঠে। ১টি ছক্কা মারেন ম্যাক্সওয়েল। ৮ ওভারে ব্যাঙ্গালোর ৫৭/২।ম্যাক্সওয়েল ২৩ রানে ব্যাট করছেন।

27 Apr 2021, 08:09:35 PM IST

আরসিবি ৫০

অষ্টম ওভারে দলগত ৫০ রান পূর্ণ করে ব্যাঙ্গালোর।

27 Apr 2021, 08:09:14 PM IST

৭ ওভারে ব্যাঙ্গালোর ৪৭/২

অমিত মিশ্রর ওভারে ১১ রান ওঠে। ১টি ছক্কা মারেন ম্যাক্সওয়েল। ৭ ওভারে ব্যাঙ্গালোর ৪৭/২।

27 Apr 2021, 08:03:54 PM IST

পাওয়ার প্লে'র খেলা শেষ

আবেশের ওভারে ৬ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন ম্যাক্সওয়েল। পাওয়ার প্লে'র ৬ ওভারে আরসিবি ২ উইকেটে ৩৬ রান তুলেছে।

27 Apr 2021, 07:58:44 PM IST

৫ ওভারে আরসিবি ৩০/২

ইশান্তের উইকেট-মেডেন ওভার। ৫ ওভারে আরসিবি ৩০/২।

27 Apr 2021, 07:52:55 PM IST

পাডিক্কালকে থামালেন ইশান্ত

পঞ্চম ওভারের প্রথম বলেই দেবদূত পাডিক্কালকে বোল্ড করেন ইশান্ত। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১৭ রান করে ক্রিজ ছাড়েন পাডিক্কাল। সুতরাং, পরপর দুই বলে আরসিবির দুই ওপেনার সাজঘরে। ক্রিজে নতুন ব্যাটসম্যান ম্যাক্সওয়েল। ব্যাঙ্গালোর ৩০ রানে দ্বিতীয় উইকেট হারায়।

27 Apr 2021, 07:51:06 PM IST

বিরাটের স্টাম্প উড়িয়ে দিলেন আবেশ

চতুর্থ ওভারের শেষ বলে বিরাট কোহলিকে বোল্ড করেন আবেশ খান। ২টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১২ রান করে ক্রিজ ছাড়েন কোহলি। ব্যাঙ্গালোর ৩০ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রজত পতিদার। আবেশের ওভারে ৫ রান ওঠে। ৪ ওভারে আরসিবি ৩০/১।

27 Apr 2021, 07:45:13 PM IST

৩ ওভারে আরসিবি ২৫/০

ইশান্তের ওভারে ৯ রান ওঠে। ১টি চার মারেন পাডিক্কাল। ৩ ওভারে আরসিবি ২৫/০।

27 Apr 2021, 07:40:36 PM IST

২ ওভারে ব্যাঙ্গালোর ১৬/০

রাবাদার ওভারে ১০ রান তোলে ব্যাঙ্গালোর। ১টি করে বাউন্ডারি মারেন কোহলি ও পাডিক্কাল। আরসিবি ২ ওভার শেষে ১৬/০।

27 Apr 2021, 07:36:11 PM IST

১ ওভারে আরসিবি ৬/০

প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬ রান তুলেছে আরসিবি। ইশান্তের বলে ১টি বাউন্ডারি মারেন পাডিক্কাল।

27 Apr 2021, 07:34:07 PM IST

ম্যাচ শুরু

আরসিবির হয়ে ওপেন করতে নামেন কোহলি ও পাডিক্কাল। দিল্লির হয়ে বোলিং শুরু করেন ইশান্ত।

27 Apr 2021, 07:28:09 PM IST

ব্যাঙ্গালোরের প্রথম একাদশ

বিরাট কোহলি (ক্যাপ্টেন), দেবদূত পাডিক্কাল, রজত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি'ভিলিয়র্স (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, ড্যানিয়েল স্যামস, কাইল জেমিসন, হার্ষাল প্যাটেল, মহম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল।

27 Apr 2021, 07:24:33 PM IST

দিল্লির প্রথম একাদশ

শিখর ধাওয়ান, পৃথ্বী শ, স্টিভ স্মিথ, ঋষভ পন্ত (ক্যাপ্টেন ও উইকেটকিপার), মার্কাস স্টইনিস, শিমরন হেতমায়ের, অক্ষর প্যাটেল, কাগিসো রাবাদা, আবেশ খান, ইশান্ত শর্মা ও অমিত মিশ্র।

27 Apr 2021, 07:22:57 PM IST

একজোড়া বদল আরসিবির

বিরাট কোহলিরা তাদের প্লেয়িং ইলেভেনে একজোড়া পরিবর্তন করে। নভদীপ সাইনির জায়গায় বাড়তি ব্যাটসম্যান হিসেবে রজত পতিদার দলে ফেরেন। ড্যান ক্রিশ্চিয়ানের জায়গায় সুযোগ পেয়েছেন ড্যানিয়েল স্যামস।

27 Apr 2021, 07:20:34 PM IST

অশ্বিনের বদলে মাঠে ফিরলেন ইশান্ত

অশ্বিন সরে দাঁড়ানোর দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশে রদবদল করতেই হতো। অশ্বিনের বদলে দলে ঢোকেন অভিজ্ঞ ইশান্ত শর্মা।

27 Apr 2021, 07:10:52 PM IST

টস জিতল দিল্লি

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর ম্যাচে টস জিতল দিল্লি ক্যাপিটালস। টস জিতে দিল্লি অধিনায়ক ঋষভ পন্ত প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান কোহলিদের।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘বলেছিলাম তোমাদের ক্ষমতা হবে না,কথা শোনেনি স্কাই স্পোর্টস’,পরে কী হল? বললেন বিরু নরেন্দ্র মোদীর মন্তব্যের প্রতিবাদ করার ‘শাস্তি’, সংখ্যালঘু নেতাকে বহিষ্কার BJP-র 'আমরা কোথাও যাচ্ছি না'- বাইডেনকে চ্যালেঞ্জ ছুঁড়ে আমেরিকায় টিকটক টেকানোর বার্তা শেষ মুহূর্তে ফোন করেছিলেন ঋষি! ফোন তুলতে পারেননি, সেই আক্ষেপ আজও রয়েছে ঋদ্ধিমার Sri Lanka Women বনাম Thailand Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? সন্তান কোলে অরিজিৎকে বিয়ে কোয়েলের; রূপরেখা নন, কে ছিলেন গায়কের প্রথম স্ত্রী? কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' ’‌অযোগ্যদের তালিকা আদালতকে দেওয়া হয়েছিল’‌, অভিযোগ খণ্ডন করলেন সিদ্ধার্থ DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা 'সীমান্ত আলাদা, হৃদয় নয়' - ১৯ বছরের পাকিস্তানের তরুণীর বুকে ভারতীয় হৃৎপিণ্ড!

Latest IPL News

‘বলেছিলাম তোমাদের ক্ষমতা হবে না,কথা শোনেনি স্কাই স্পোর্টস’,পরে কী হল? বললেন বিরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.