বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > আরও পিছনে ফেললেন রোহিত শর্মাকে, CSK-কে পঞ্চম বার IPL চ্যাম্পিয়ন করে T20 ক্রিকেটে বিশ্ব রেকর্ড ৪১ বছরের ধোনির

আরও পিছনে ফেললেন রোহিত শর্মাকে, CSK-কে পঞ্চম বার IPL চ্যাম্পিয়ন করে T20 ক্রিকেটে বিশ্ব রেকর্ড ৪১ বছরের ধোনির

মহেন্দ্র সিং ধোনি।

আসলে ধোনি এক জন ব্যাটার বা এক জন উইকেটরক্ষকের থেকে অনেক বেশি এক জন নেতা। তিনি মাঠে থাকা মানে প্রতিপক্ষ চাপে থাকা। ম্যাচ চলাকালীন পরিস্থিতি বুঝে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় অন্যদের থেকে অনেক এগিয়ে তিনি। ম্যাচে তাঁর একটা সিদ্ধান্ত বদলে দেয় ম্যাচের রং।

বয়স তো থেমে থাকে না। মহেন্দ্র সিং ধোনির এখন ৪২ ছুঁইছুঁ। বয়সের ভারে কমেছে ধারও। গত কয়েক বছর থেকেই ব্যাট হাতে ছন্দে নেই তিনি। এ বার তার সঙ্গে যোগ হয়েছে হাঁটুর চোটও। খেলার সময়টুকু ছাড়া বাকি সময়ে বাঁ-হাটুতে আইসপ্যাক বাঁধা থাকে। মাঠেও মাঝেমধ্যে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় তাঁকে। তাতে কী রেকর্ড করা আটকে যাচ্ছে মাহির! অধিনায়ক ধোনি ক্যারিয়ারের সূর্যাস্তের সময়েও লাল আভাটা ধরেই রেখেছেন। বুড়ো বয়সেও বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন অধিনায়ক ধোনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ট্রফি জয়ের নজির আগেই দখল করেছিলেন ধোনি। এবার সেই ব্যবধান তিনি আরও বাড়ালেন। সোমবার গুজরাট টাইটান্সকে হারিয়ে চেন্নাই সুপার কিংস আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ধোনির ঝুলিতে এখন মোট ৯টি ট্রফি রয়েছে। আর এই ৯টি ট্রফি জয় করে তাঁর নিজের করা বিশ্ব রেকর্ড আরও মজবুত করলেন মাহি। তাঁর ঠিক পিছনে রয়েছেন রোহিত শর্মা। তিনি অধিনায়ক হিসেবে ৭টি টি-টোয়েন্টি ট্রফি জিতেছেন। তার মধ্যে আইপিএলে পাঁচ বার মুম্বই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করেছেন।

আরও পড়ুন: ভালো মানুষের সঙ্গে তো ভালোই হয়- ধোনি প্রেম কাটছে না হেরো হার্দিকের

এর পরে রয়েছেন শোয়েব মালিক। তিনি অধিনায়ক হিসেবে ৫টি টি-টোয়েন্টি শিরোপা জিতেছেন। এছাড়া ইমরান নাজির, মাশরফি মোর্তাজা, ডোয়েন ব্র্যাভো, থিসারা পেরেরা-রা অধিনায়ক হিসেবে ৪টি করে টি-টোয়েন্টি শিরোপা জিতেছেন। তবে ধোনির ধারেকাছে এঁরা কেউ নেই।

আরও পড়ুন: মাত্র ১৫ ওভারের খেলা, IPL Final-এ চতুর্থ সর্বোচ্চ টোটাল চেসের রেকর্ড গড়ল CSK

আসলে ধোনি এক জন ব্যাটার বা এক জন উইকেটরক্ষকের থেকে অনেক বেশি এক জন নেতা। তিনি মাঠে থাকা মানে প্রতিপক্ষ চাপে থাকা। ম্যাচ চলাকালীন পরিস্থিতি বুঝে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় অন্যদের থেকে অনেক এগিয়ে তিনি। ম্যাচে তাঁর একটা সিদ্ধান্ত বদলে দেয় ম্যাচের রং।

ধোনির মতো কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ বার করের আনার ক্ষমতা কারও নেই। সব সময় দলের বাকি ক্রিকেটাররা তাঁর দিকে তাকিয়ে থাকে। আর তিনি বড় দাদার মতো সব সময় নিজের কাজটা করে যান। কোনও ক্রিকেটার চাপে থাকলে তাঁকে শান্ত হতে বলেন। চোখের ইশারায় বুঝিয়ে দেন তিনি পাশে আছেন। এই ভরসার হাতটাই হয়তো সেই ক্রিকেটারের সেরাটা বার করে আনে। আর তাঁর দলও তাই সাফল্য পায়। সেই সঙ্গে অধিনায়ক হিসেবে ধোনিও নিজের মুকুটে একের পর এক পালক যোগ করে চলেছেন।

বন্ধ করুন