শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলে মঙ্গলবার নিজের ঘরের মাঠ হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ এবং মু্ম্বই ইন্ডিয়ান্স। ম্যাচে হায়দরাবাদ দলকে ১৪ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স। বিশেষজ্ঞরা মনে করেন ব্যাটিং ব্যর্থতার কারণেই ঘরের মাঠে হারতে হয়েছে এইডেন মার্করামদের। ম্যাচ শেষে তাই হতাশ মার্করাম জানিয়ে দিলেন আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি। তবে ম্যাচকে এতদূর টেনে নিয়ে যাওয়ার কৃতিত্ব দিতেই হবে ছেলেদের।
আরও পড়ুন… আইপিএল-এ নিজের প্রথম উইকেট শিকার করে কী বললেন অর্জুন তেন্ডুলকর?
ম্যাচ শেষে মার্করাম জানিয়েছেন, ‘সবমিলিয়ে বলতে গেলে আজকে সব বিভাগেই আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি। আমি ছেলেদের কৃতিত্ব দেব ম্যাচটাকে এত গভীরে নিয়ে যাওয়ার জন্য। ইনিংসের(মু্ম্বই) শেষ দিকে আমাদের আরও কম রান দেওয়া উচিত ছিল। পিচ আজ যথেষ্ট ভালো ছিল। গোটা ম্যাচ ধরেই পিচের চরিত্রে কোন বদল হয়নি। একটু স্লো ছিল। তবে সেই নিয়ে কোনও অভিযোগ নেই। বলে আমরা পেস কমিয়ে বল করলে থমকে থমকে এসেছে। টস হওয়ার আগেই আমরা এ দিন বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলাম। শিশির পড়লে আমরা ম্যাচে ভালোভাবেই লড়াইয়ে থাকতাম এটা জানতাম। গত মরশুমে খারাপ করার পরে এই মরশুমে ভালো করতে মুখিয়ে রয়েছি আমরা। কয়েকটা জায়গায় আমাদের উন্নতি করতে হবে। আমরা সেটা করব। যাতে করে পরের ম্যাচটা আমরা জিততে পারি।’
আরও পড়ুন… বন্ধু নেহরাকে নিয়ে একি বললেন বীরু!
এ দিন ম্যাচের শেষ ওভারে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকর। দিয়েছেন মাত্র পাঁচ রান। পাশাপাশি তুলে নেন তাঁর আইপিএল কেরিয়ারের প্রথম উইকেট। প্যাভিলিয়নে ফেরান ভুবনেশ্বর কুমারকে। ২.৫ ওভার বল করে এ দিন মাত্র ১৮ রান দিয়ে একটি উইকেট তুলে নিয়েছেন অর্জুন। এ দিন প্রথমে ব্যাট করে মু্ম্বই ইন্ডিয়ান্স মাত্র পাঁচ উইকেট হারিয়ে করে ১৯২ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন ক্যামেরুন গ্রিন।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
শেষ দিকে ১৭ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিলক বর্মা। পাশাপাশি ইশান কিশান ৩৮ এবং রোহিত শর্মা ২৮ রান করেন। রান তাড়া করতে নেমে ১৭৮ রানেই অলআউট হয়ে যায় হায়দরাবাদ। হেনরিখ ক্লাসেন ১৬ বলে ৩৬ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। এছাড়া মনীশ পান্ডে করেন ৪৮ রান। এই দুই ব্যাটার ছাড়া আর বলার মতন রান পাননি কোন ব্যাটার। ফলে ১৪ রানে ম্যাচ হারতে হয় সানরাইজার্স হায়দরাবাদকে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup