আসন্ন আইপিএল ২০২২ মেগা নিলামের আগে চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি তাদের চারজন খেলোয়াড়কে ধরে রেখেছে। মেগা নিলামের আগে চেন্নাই তাদের পছন্দের নাম জমা করেছে। সুপার কিংস সেই ক্রমে রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি, মঈন আলি এবং রুতুরাজ গায়কোয়াড়দের রিটেন করেছে। সেই তালিকায় নেই ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভোর নাম। তবে আসন্ন আইপিএল ২০২২ মেগা নিলামের আগে ব্র্যাভো জানিয়েছেন তিনি নিলামে অংশ নেবেন। ব্রাভো জানিয়েছেন তিনি নিলামে থাকবেন এবং তিনি বিশ্বাস করেন অনেক ফ্র্যাঞ্চাইজি তাকে নিতে চাইবে।
ব্র্যাভো জানিয়েছেন, ‘আমাকে সিএসকে রিটেন না করলেও আমি নিলামে থাকছি। ১০০ শতাংশ রয়েছি। আমি জানিনা, কোন দল আমাকে শেষ পর্যন্ত নেবে। আমার ভাগ্য যেখানে নিয়ে যাবে, সেখানেই কেরিয়ার শেষ করব। চেন্নাই সুপার কিংস আদৌ আমাকে নেবে কিনা কিংবা অন্য কোনও দল নিলামে আমাকে নেবে কিনা তাও জানিনা। তবে ভারতে আমার একটা জনপ্রিয়তা আছে।’
তবে ভারতে ব্র্যাভোর জনপ্রিয়তার জন্য যে মহেন্দ্র সিং ধোনির হাত রয়েছে তা স্বীকার করে নেন ক্যারেবিয়ান ক্রিকেটার। তিনি জানান, ‘ভারতে যা ভালোবাসা পেয়েছি তা কখনও ভুলব না। আর এই সবকিছু সম্ভব হয়েছে ধোনির জন্য। ওর জন্য অনেক কিছু করব বলে ভবিষ্যতে ভেবে রেখেছি। ধোনির জন্য এমন কিছু করতে চাই, যা এই বিশ্বে একটা ছাপ ফেলতে পারে। যেখানে ভক্তরাও ওকে পাবে।’
অনেক ক্রিকেটারের উত্থানের পিছনেই রয়েছে মহেন্দ্র সিং ধোনির অবদান। জাডেজা, অশ্বিন, রায়না থেকে সাম্প্রতিককালের রুতুরাজ গায়কোয়াড়, দীপক চাহারদের সাফল্যের পিছনে রয়েছেন এমএস ধোনি। তবে শুধু দেশের ক্রিকেটার নয়, বিদেশি ক্রিকেটারদের সাফল্যের পিছনে রয়েছে ধোনির পেপ টক। মইন আলিকে আইপিএলে চেন্নাই সুপার কিংসে তিন নম্বরে ব্যাট করতে নামিয়ে প্রকৃত অলরাউন্ডার হিসেবে গড়ে তুলেছেন। সে রকমই ডোয়েন ব্র্যাভোকে ধারাল করে তুলেছিলেন ক্যাপ্টেন কুল। সে কথা নিজেই স্বীকার করলেন ব্র্যাভো। তিনি বলেন, ‘আমরা সবাই জানি আমি আর ধোনি একে অপরকে ভাই বলে ডাকি। আমাদের মধ্যে বন্ধুত্ব অটুট। বিশ্ব ক্রিকেটের অ্যাম্বাসাডর ধোনি। ও আমার কেরিয়ারেও অনেক সাহায্য করেছে। চেন্নাই সুপার কিংসে আমরা দুজনেই অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছি। আইপিএলে ৪ বার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। তাতে আমাদের দু’জনের অবদান রয়েছে অনেকটা।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।