ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব খেলোয়াড়দের জন্য একটি বিশেষ পরামর্শ দিলেন। কপিল বলেছেন যে কোন ক্রিকেটার যদি মনে করে তাদের বেশি ক্রিকেট খেলাটা চাপ হয়ে যাচ্ছে, তাহলে তারা কেন চাপ অনুভব করছেন। যদি তারা চাপ অনুভব করেন, তবে তাদের আইপিএল খেলা উচিত নয় বলে মনে করে কপিল দেব।
৬৩ বছর বয়সী কপিল দেব চাপের মধ্যে খেলা খেলোয়াড়দের উপযুক্ত জবাব দিয়েছেন। একটি শো চলাকালীন কপিল দেব বলেছিলেন,‘আমি আজকাল টিভিতে ও অনেক জায়গাতে শুনছি যে ক্রিকেটাররা বলছেন আমাদের অনেক চাপ রয়েছে।আইপিএল খেলার চাপ অনেক বেশি। তাই একটাই কথা বলতে চাই,খেলবেন না। চাপ মনে হলে আইপিএল খেলবেন না।’ কপিল দেব আরও বলেন,‘খেলোয়াড়দের আবেগ থাকলে চাপ থাকা উচিত নয়। আমরা উপভোগ করার জন্য খেলি এবং উপভোগে করাটা কোনও চাপ হতে পারে না।’ তিনি আরও বলেন,‘একজন খেলোয়াড়ের আবেগ থাকলে চাপ থাকবে না।’
আরও পড়ুন… নেটে বোলারদের উপর তাণ্ডব চালাচ্ছেন কোহলি ও রাহুল! ভাইরাল হচ্ছে ভিডিয়ো
আইপিএল খেলতে গিয়ে আহত হয়েছেন অনেক খেলোয়াড়,টি-টোয়েন্টি বিশেষজ্ঞ বোলার টি নটরাজন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছেন। একই সঙ্গে আইপিএল চলাকালীন ইনজুরিতে পড়েছিলেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও। নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনেও আইপিএল ২০২২-এ প্রথম ম্যাচ খেলার সময় চোট পেয়েছিলেন এবং টুর্নামেন্ট থেকে বাদ পড়েছিলেন।
আইপিএল-এ খেলা নিয়ে কথা বলতে কপিল দেব বলেন, ‘আমি এই চাপের বিষয়টা জানতাম না। আমি একজন কৃষক পরিবার থেকে এসেছিলাম। আমি আনন্দ পাওয়ার জন্য আর উপভোগ করার জন্য খেলতাম, তাই আমি এই চাপ বিষয়টা বুঝি না। আপনি যখন কোনও কিছু উপভোগ করবেন তখন সেটাতে চাপ থাকতেই পারে না।’ কপিল দেব জানান,‘আমি যদি কিছু জিনিসকে ভালোবাসি তাহলে তাতে চাপ কিসের। আমাদের সময়ে আমরা বলতাম, ভগবান আজ বৃষ্টি করিও না, কারণ আমাদের খেলতে হবে। তাহলে যাতে কেউ মজা পায় তাতে চাপ কিসের।’
আরও পড়ুন… IPL 2023 কি আবার ধোনির ‘হেলিকপ্টার’ শট দেখা যাবে? রহস্য থেকে পর্দা তুললেন মাহি
আমরা আপনাকে জানিয়ে রাখি যে গত মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডেতে ভারতের দীপ্তি শর্মা নন-স্ট্রাইকার শেষে ইংল্যান্ডের সেট ব্যাটসম্যান চার্লি ডিনকে রানআউট করেছিলেন। এরপর ভারত ম্যাচ জিতলেও সেই রান আউট নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। কপিল দেব কয়েক দিন আগে দীপ্তি শর্মার সেই রান আউট বিতর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তিনি বলেছিলেন যে প্রতিবার তর্ক করার পরিবর্তে একটি সহজ নিয়ম হওয়াই উচিত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।