কায়রন পোলার্ড এবং ডোয়েন ব্র্যাভোর বন্ধুত্ব নিয়ে নতুন করে কিছু বলার নেই। দুই ত্রিনিদাদজাত ওয়েস্ট ইন্ডিজ তারকা, মাঠের বাইরে একে অপরের ভীষণই ভাল বন্ধু। তবে মাঠে নামলেই সেই বন্ধুত্ব একেবারে উধাও হয়ে যায়। দুই তারকা একে অপরকে মাত দেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগে পড়েন।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে ফের একবার সেই প্রতিদ্বন্দ্বিতা দেখা গেল। ক্রিজে সদ্য ব্যাট করতে আসা পোলার্ডের বিরুদ্ধে ইনিংসের ১৪তম ওভারে বল করছিলেন ব্র্যাভো। ওভারের শেষ বলে সিএসকে অলরাউন্ডারের বল মাঠের বাইরে পাঠানোর উদ্দেশ্যে এগিয়ে গিয়ে খেলতে যান পোলার্ড। তবে নিজের পরিকল্পনায় সফল হননি তিনি। শেষমেশ বলটি সোজা ব্যাটে ডিফেন্ড করতে বাধ্য হন পোলার্ড। এরপরে বল চলে যায় ব্র্যাভোর হাতে। বল পেয়েই ব্র্য়াভো সোজা পোলার্ডের মুখের দিকে বল ছুড়ে দেন।
(আইপিএলের টাটকা খবর, সূচি, ফলাফল, পয়েন্ট টেবিল ও দুর্দান্ত সব ছবি দেখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
পোলার্ড নিজের ব্যাট দিয়ে সেই বলকে কোনরকমে আটকে দেন। এরপরেই ব্র্যাভোর দিকে তেড়ে যান তিনি। তবে যুদ্ধ বা তর্কাতর্কি নয়, সোজা নিয়ে ব্র্যাভোর মাথায় চুমু খান পোলার্ড। মাঠে দুই উইন্ডিজ তারকার মধ্যেকার এই ঘটনা সকলেরই নজর কাড়ে এবং উত্তপ্ত পরিস্থিতিতেও তাঁদের বন্ধুত্ব বাহবাও কুড়োয়। বহু বছর আগে ব্র্যাভো মুম্বইয়ের হয়ে খেলতেন। সেই সময় তিনিই পল্টনদের পোলার্ডকে দলে নিতে বলেন। পোলার্ড-মুম্বইয়ের বন্ধন আজও অটুট এবং ব্র্যাভো-পোলার্ডের বন্ধুত্বেও সামান্য চিড় ধরেনি। দুই তারকা খেলোয়াড়ের মধ্যেকার এই খুনসুটি ম্যাচে বেশ হালকা একটা আমেজ তৈরি করতে সাহায্য করে।