বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL নিয়ে অনলাইন জুয়া সংস্থার বিজ্ঞাপনে মুখ দেখিয়ে বিপাকে ম্যাকালাম, নিয়ম ভাঙলে হতে পারে শাস্তি

IPL নিয়ে অনলাইন জুয়া সংস্থার বিজ্ঞাপনে মুখ দেখিয়ে বিপাকে ম্যাকালাম, নিয়ম ভাঙলে হতে পারে শাস্তি

ব্রেন্ডন ম্যাকালাম। ছবি- গেটি।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই অনুসন্ধান চালাচ্ছে বেটিং সংস্থাটির সঙ্গে তাদের হেড কোচের সম্পর্ক নিয়ে।

ইন্ডিয়ান প্রিমিয়র লিগ নিয়ে অনলাইন জুয়া সংস্থার বিজ্ঞাপনে মুখ দেখিয়ে বিপাকে ব্রেন্ডন ম্যাকালাম। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা ইংল্যান্ডের টেস্ট দলের বর্তমান হেড কোচের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে অনুসন্ধান চালাচ্ছে ইসিবি। নিয়ম ভাঙলে বড়সড় শাস্তি পেতে পারেন ম্যাকালাম। কেননা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের দুর্নীতিদমনবিধি অনুযায়ী এমন অপরাধের জন্য অন্তত ১ বছর নির্বাসনের শাস্তিবিধান রয়েছে।

গত নভেম্বরে অনলাইন জুয়া সংস্থা ২২বেট-এর অ্যাম্বাসাডর নিযুক্ত হন ম্যাকালাম। তিনি তার ৬ মাস আগে ইংল্যান্ডের টেস্ট দলের হেড কোচ নিযুক্ত হন। গত ২৭ মার্চ ম্যাকালাম সোশ্যাল মিডিয়ায় আইপিএল নিয়ে জুয়ায় উৎসাহ দেওয়া একটি বিজ্ঞাপন পোস্ট করেন। যার ভিত্তিতেই ইসিবির কাছে অভিযোগ জমা পড়ে একটি কিউয়ি সংস্থার তরফে।

জুয়া বা বেটিং নিয়ে ইসিবির অবস্থান অত্যন্ত কড়া। অভিযোগ পাওয়া মাত্রই তারা ম্যাকালামের সঙ্গে জুয়া সংস্থাটির সম্পর্ক নিয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছে। আসলে ইসিবি খতিয়ে দেখছে ম্যাকালাম এক্ষেত্রে তাদের চুক্তির কোনও শর্ত ভেঙেছেন কিনা।

ইসিবির তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ‘বর্তমানে আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং বেটিং সংস্থাটির সঙ্গে তাঁর সম্পর্কে নিয়ে ম্যাকালামের সঙ্গে কথাবার্তা চলছে। জুয়া নিয়ে আমাদের সুনির্দিষ্ট নিয়ম রয়েছে এবং আমরা চাই সেটা কঠোরভাবে মেনে চলা হোক।’

আরও পড়ুন:- IPL 2023: শুধু নোংরা করলে চলবে না, মাঠের আবর্জনাও পরিষ্কার করতে হবে ক্রিকেটারদের, অভিনব উদ্যোগ KKR-এর

ইসিবির অ্যান্টি কোরাপশন কোড অনুযায়ী প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জুয়ায় প্রলুব্ধ করা, প্ররোচনা দেওয়া, উৎসাহিত করা বা সুযোগ করে দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। এমন অপরাধের জন্য অন্তত এক বছরের জন্য প্রতিবন্ধকতা জারি হতে পরে দোষীর উপরে।

আইপিএল নিয়ে বেটিং সংস্থাটির বিজ্ঞাপনে ম্যাকালামকে বলতে শোনা যায় যে, ‘আইপিএল আসছে। আমার মনে হয় ক্রিকেট অনুরাগীরা এই বড় ইভেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ২২বেট-এ আমার বন্ধুরা আপনার আইপিএল অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলতে প্রস্তুত। ২২বেট ইন্ডিয়া সেরা সম্ভাবনার নিশ্চয়তা দিচ্ছে।’

আরও পড়ুন:- PBKS vs GT: 'একদম পছন্দ করি না', পঞ্জাবকে হারিয়েও রাগে গজগজ করতে দেখা গেল পান্ডিয়াকে, কেন জানেন?

ম্যাকালামের এজেন্ট অবশ্য এখনই এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। তিনি শুধু বলেন, ‘এই নিয়ে ইসিবির সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। এখনই এই নিয়ে কোনও মন্তব্য করা সম্ভব নয়।’

উল্লেখ্য, ব্রেন্ডন ম্যাকালাম হেড কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে ইংল্যান্ড ১২টি টেস্টে মাঠে নেমেছে। সেই ১২টি টেস্টের মধ্যে তারা ১০টি ম্যাচ জিতে মাঠ ছাড়ে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন