বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > ENG vs IND: আবারও মানকাডিং করবেন অশ্বিন, ইংল্যান্ডের মাঠ থেকেই গর্জে উঠলেন রবিচন্দ্রন

ENG vs IND: আবারও মানকাডিং করবেন অশ্বিন, ইংল্যান্ডের মাঠ থেকেই গর্জে উঠলেন রবিচন্দ্রন

রবিচন্দ্রন অশ্বিন (ছবি:গেটি ইমেজ)

কাউন্টিতে সারের হয়ে হয়ে বিধ্বংসী বোলিং করার পরেই মানকাডিং নিয়ে নিজের মনে কথা জানালেন অশ্বিন।

২০১৯ সালের ২৫শে মার্চ। সেই দিন আইপিএল-এর ম্যাচে কিং ইলেভেন পঞ্জাবের মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস। সেই দিন টুর্নামেন্টের প্রথম মানকাডিং নিয়মকে হাতিয়ার করে রাজস্থান রয়্যালসের জোস বাটলারকে আউট করেছিলেন ততকালীন পঞ্জাবের বোলার আর অশ্বিন। এরপরে বিতর্কের ঝড় উঠেছিল বাইশ গজে। অনেকে এর পক্ষে থাকলেও, অশ্বিনের বিরুদ্ধেও কথা বলতে শোনা যায় অনেককে। এরপরে পঞ্জাব থেকে দিল্লিতে যোগ দেন অশ্বিন। দিল্লি ক্যাপিটলসে এই স্পিনার যোগ দেওয়ার পরেই তাঁকে মানকাডিং নিয়ে সতর্ক করে দেওয়া হয়েছিল।

মানকাডিং -এর সেই বিতর্কিত মুহূর্ত (ছবি:আইপিএল)
মানকাডিং -এর সেই বিতর্কিত মুহূর্ত (ছবি:আইপিএল)

দিল্লিতে যোগ দেওয়ার পরে মানকাডিং নিয়ে রবিচন্দ্রন অশ্বিনকে সতর্ক করেছিলেন শ্রেয়স আইয়াররা। সেই সময় দলের কোচ ছিলেন রিকি পন্টিং এবং দিল্লি ক্যাপিটলসের অধিনায়ক ছিলেন শ্রেয়স আইয়ার। দুজনে মিলেই মানকাডিং নিয়ে নিজেদের দলের অবস্থান সম্পর্কে অশ্বিনকে অবগত করেছিলেন। শ্রেয়স জানিয়েছিলেন তাদের দল কখনই মানকাডিং -কে সমর্থন করে না। সেই সময় দলের সঙ্গেই একমত হয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন, তিনি সেই সময় জানিয়েছিলেন দল যা চায় তাই করবেন, মানে দিল্লি দলে থাকাকালীন আর মানকাডিং করবেন না।

তবে কাউন্টিতে সারের হয়ে হয়ে বিধ্বংসী বোলিং করার পরেই মানকাডিং নিয়ে নিজের মনে কথা জানালেন অশ্বিন। তিনি নিজের টুইটারের মাধ্যমে জানিয়েছেন, সময় বা সুযোগ পেলে তিনি আবারও বাইশ গজে মানকাডিং করবেন। তিনি জানিয়েছেন যদি ব্যাটসম্যান নিয়ম ভাঙে ও বল করার আগে ক্রিজের বাইরে যায় তাহলে তিনি আবারাও মানকাডিং করবেন। তিনি নিজের টুইটারে লিখেছেন, ‘কোনও ব্যাটসম্যান ক্রিজে বাইরে গেলে আমি আবার এটি করব। আমি এই একই কাজ করার জন্য আপনার অনুমতি চাইব, যদি কোনও বোলারকে সেভাবে ব্যাটসম্যান চালানো করতে চায় তবে তার একই প্রিমিডিয়েট করা দরকার এবং আশা করি আপনিও এটি অনুমোদন করবেন এবং আশা করব আপনি এটা সম্পর্কে আমার বাবা মাকে কিছু বলবেন না।’

বন্ধ করুন