শুভব্রত মুখার্জি: নন স্ট্রাইকার প্রান্তে বোলার বল করার আগেই ব্যাটার ক্রিজ ছাড়লে তাঁকে রান আউট করাটা এখন আইনসিদ্ধ। তবে ওয়ানডে বিশ্বকাপজয়ী প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান মনে করছেন, রান আউট নয়, এর বদলে ব্যাটিং দলকে পাঁচ রানের জরিমানা করা যেতে পারে। চলতি আইপিএলে আরসিবি বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে এই ঘটনার সাক্ষী থাকতে হয়। আরসিবি বোলার হার্ষাল প্যাটেল এক ভাবে নন স্ট্রাইকার প্রান্তে রবি বিষ্ণোইকে রান আউট করার চেষ্টা করেন। যদিও আম্পায়াররা আউট দেননি। তার পরেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ইয়ন মর্গ্যান।
আরও পড়ুন: যে সব ভারতীয় ফ্যানরা ফালতু বলেছে, স্লেজিং করেছে, মুখ বন্ধ করেছি- ধুইয়ে দিলেন ব্রুক
সাম্প্রতিক সময়ে আইসিসির তরফে এই ধরনের আউটকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। এমন আবহেই আরসিবি বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে হার্ষাল যদি রবি বিষ্ণোইকে রান আউট করতে পারতেন, তা হলে ম্যাচ গড়াত সুপার ওভারে। আম্পায়ার রান আউট না দেওয়াতে তা হয়নি। পরবর্তীতে আরসিবি সেই ম্যাচ হেরে যায়। তার পরেই ফের বিতর্ক জন্ম নেয় নন স্ট্রাইকার প্রান্তে রান আউট হওয়া বা না হওয়া নিয়ে। বিষয়টি নিয়ে আর এক তারকা অলরাউন্ডার বেন স্টোকস তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছিলেন, ‘আম্পায়ারের উপরে এই সিদ্ধান্তটা ছাড়া উচিত (নন স্ট্রাইকার প্রান্তে রান আউটের)। যদি নন স্ট্রাইকার প্রান্তে বেআইনি ভাবে সুবিধা নেওয়ার চেষ্টা হয়, তা হলে ৬ রানের পেনাল্টি দেওয়া যেতে পারে। আর সেটা হলেই বোলার বল করার আগে ব্যাটারদেরকে ক্রিজ ছেড়ে এগিয়ে আসা থেকে আটকানো সম্ভব হবে।’
আরও পড়ুন: SRH-এর ১৩.২৫ কোটির ব্রিটিশ তারকা ইডেনে ছাতু করলেন KKR বোলারদের, সেঞ্চুরি করে গড়লেন নজির
ইংল্যান্ড এবং কেকেআরের প্রাক্তন অধিনায়ক ইয়ন মর্গ্যান বিষয়টি নিয়ে বলতে গিয়ে স্টোকসের মন্তব্যকেই কার্যত সমর্থন করেছেন। জিও সিনেমাতে তিনি বলেছেন, ‘আমি বিষয়টি নিয়ে স্টোকসের সঙ্গে এক মত। আমিও মনে করি না, এই ভাবে আউট করাটা বা দেওয়াটা উচিত বলে। কারণ একটা উইকেট পড়লে ম্যাচের উপর তার অনেক বেশি প্রভাব থাকে। তবে আমি মনে করি ছয় রানের পেনাল্টি দেওয়াটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার মনে হয় পাঁচ রানের পেনাল্টি দেওয়াটা ঠিক আছে। এক রান বাকি থাকতে বল করার আগে যদি নন স্ট্রাইকার প্রান্তের ব্যাটার যদি এগোয় তাহলে পাঁচ রানের পেনাল্টি দেওয়া হোক। তাহলে শেষ বলে জয়ের জন্য ছয় মারতে হবে। এতে ম্যাচে রোমাঞ্চ থাকবে। সেটা না হলে ছয় রানের পেনাল্টি দিলে তো ম্যাচ শেষ হয়েই যাবে, যদি না বোলার নো বা ওয়াইড বল করেন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।